নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।
"পারিবারিক বিবাহ" প্রকল্প নিয়ে আমার ছোট ভাইয়ের তত্ত্ব :
"বর এক কাঁশি দিলে বুঝবেন, খেতে দিতে বলছে।
আর দুই কাঁশি দিলে বুঝবেন, ঘুমাতে যেতে চায়ছে।"
- এমনটা মনে হওয়ার কী কারন?
- আপা শুনেন - বুদ্ধিমান মানুষজন কথা কম বলে। তাছাড়া দু'জন স্বল্প পরিচিত মানুষ এর বলবার মতো অনেক কথাই থাকে। কিন্তু কিভাবে শুরু করবে সেটা ঠিক বুঝে উঠতে পারে না।
- তাই বলে!! খুক-খুক করে কাঁশি দিবে??
- হ্যাঁ! আপনার হাসি দেখার জন্য। ভাইয়ার এই আচরণে আপনি যে হেসে ফেলবেন, তা তো বোঝা-ই যায়।
- আমি তো জানি, সম্পর্কের বয়স বাড়লে কথা কমে। এ তো দেখি.....
- উল্টোটাও তো হতে পারে। দিনে দিনে কথা বাড়তে পারে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৩
নান্দনিক নন্দিনী বলেছেন: তার মানে কি, অপু সাহেব বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন!! শুভ কামনা
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৬
শহুরে আগন্তুক বলেছেন:
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
নান্দনিক নন্দিনী বলেছেন: আসছেন আরেক জন হাসি দিতে, বাচচাদের বড়দের কথায় হাসতে হয়না
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২
হাসান মাহবুব বলেছেন: শুভ বিবাহ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭
নান্দনিক নন্দিনী বলেছেন: কার বিবাহ? কবে বিবাহ? কিছুই তো জানলাম নাহ
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০
হাসান মাহবুব বলেছেন: ও আইচ্ছা, আমি ভাবসিলাম আপনার বিবাহ হৈবেক
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১
নান্দনিক নন্দিনী বলেছেন: হাসান ভাই, বিয়ের মতো প্রাতিষ্ঠানিক সম্পর্কে যাওয়ার মতো মানসিক বয়স আমার এখনো হয় নাই
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১২
সেলিম আনোয়ার বলেছেন: ভাল বিষয়ের উপর তত্ত্ব ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
নান্দনিক নন্দিনী বলেছেন: তত্ত্ব যে ভীষন ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নাই ধন্যবাদ
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৮
শহুরে আগন্তুক বলেছেন: পোস্টের নামে ১৮+ লিখে সতর্ক করে দিলেই হতো আগে থেকে
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১০
নান্দনিক নন্দিনী বলেছেন: ইহা একখানা ২৫+ পোষ্ট এবার খুশি
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯
শহুরে আগন্তুক বলেছেন: বেশ বেশ
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৬
নান্দনিক নন্দিনী বলেছেন:
৮| ২১ শে জুন, ২০২০ রাত ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: আমার ধারণা, দিনে দিনে আপনার কথা বেড়েছে বই কমে নি।
২১ শে জুন, ২০২০ রাত ৯:১৬
নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা, ঠিক!
আমি অনেক গল্পপ্রিয় মানুষ। আমাদের বাসার (বাবা-মা, ভাই-বোন) সবাই খুব আলাপি মানুষ।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
অপু দ্যা গ্রেট বলেছেন: যারা বিয়ে করেনি তাডের জন্য ভাল