নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।
আপনি কি দাম্পত্য জীবনে অসুখি? অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন। আজই সেবন করুন কস্তুরী যুক্ত শাহী মদক। সেবনের সাথে সাথে রেজাল্ট। প্রতি কোর্স মাত্র ১৫৫০/- টাকা। ( শরম কইরেন না মিয়া, সাহস লইয়া চইলা আহেন। মুশকিল আছান হইবো )
পুরুষত্বের প্রতীক ট্রাইগন পাওয়ার ম্যাসেজ ওয়েল।প্রাকৃতিক নির্যাস থেকে অত্যাধুনিক ফর্মুলায় তৈরী। প্রতি ফাইল মাত্র ৮০০/- টাকা। এক ফাইলের অধিক লাগে না। (পাড়াপাড়ি কইরেন না, লাইন কইরা খাড়ান। গোডাউন ভরা মাল আছে। সবুর করেন )
চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছেন? আর ভাবনা নয়, মাত্র ১৫ দিনে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই পাহাড়ী গাছ গাছড়ার তৈরি ভেষজ ঔষধ সেবন করে স্থায়ী ভাবে মোটা ও ভরাট চেহারার অধিকারী হউন। প্রতি কোর্স মাত্র ১২০০/- টাকা।
আপনি কি লম্বা হতে চান? চায়নার সম্পূর্ণ নতুন আবিষ্কারে ২ থেকে ৩ ইঞ্চি লম্বা হউন। প্রতি কোর্স মাত্র ২০০০/- টাকা।
হাঁপানী ও শ্বাসকষ্টে ভুগছেন? কোন ঔষধে ফল পাচ্ছেন না? সেবনের সাথে ফলাফল। প্রতি কোর্স মাত্র ১৫০০/- টাকা।
আপনার মেদ ও ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে? দেশী বিদেশী ভেষজের নির্যাস দ্বারা তৈরী স্লীম টনিক সেবন করে ৮ থেকে ১০ কেজি মেদ ও ওজন কমান। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোন প্রয়োজন নেই। কোর্স মাত্র ১৫০০/- টাকা। এক ফাইলের বেশি প্রয়োজন নাই।
বিনা অপারেশনে নাকের পলিপাস সহ অর্শ্ব গেজ, পাইলস নির্মূল করুন। নতুন ও পুরাতন আমাশয় ও বাত ব্যাথা স্বল্প সময়ে প্রতিকার করা হয়।
যে সমস্ত মা ও বোনেরা জটিল ও কঠিন গোপন সমস্যায় ভুগছেন তাদের জন্য দ্রুত চিকিৎসা দেয়া হয়। ও মুখের কালো দাগ, ব্রন ও মেছতা সহ ত্বক পরিচর্যার জন্য যাদুকরী ক্রীম ও লোশন পাওয়া যায়।
আপনি কি? HBS(Ag)পজেটিভ বা জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ যেতে পারছেন না। এই ভয়ংকর রোগ মুক্তির জন্য আজই চলে আসুন।
ইন্ডিয়া হারবাল, মালিবাগ রেল গেইট সংলগ্ন ডি,আই,টি রোড, মালিবাগ, ঢাকা।
মহাখালী অফিস-এইচ ৭০ সেতু ভবনের সামনে, ফ্লাই ওভারের গোড়ায়, আমতলী, মহাখালী, ঢাকা।
যে কোন স্থান থেকে ভিপি তে ঔষধ পেতে ফোন করুন ----------
একটা সিনেমা দেখার শুরুতে, মাঝে এবং শেষে যদি ৩ থেকে ৪ বার ইনিয়ে বিনিয়ে এই তথ্য দেয়া হয় তখন স্বাভাবিক ভাবেই বুঝে নিতে হবে এই তথ্যগুলো অতি জরুরি। হারবাল চিকিৎসকগন আপনাকে নিয়ে যারপর নাই চিন্তিত। সমাজ সেবা তো এভাবেই করতে হয়, তাই না?
আমার খটকা লাগলো অন্য জায়গায়, চিকিৎসকের দুরদৃষ্টি তো মাশ আল্লাহ সেই রকম। আপনার সমস্যা জানার আগেই বলে দিচ্ছে এক ফাইলের বেশি লাগবে না। ঔষধেরও সেই গুন, এক ফাইলে রোগ সেরে না গেলে ইহ জগতে আর কোনো আশা নাই। তখন আল্লাহ’র ওয়াস্তে নিজেকে সপে দিতে হবে।
তাহলে কারা এই দুরদৃষ্টি সম্পন্ন চিকিৎসক? আর গৌরাবান্বিত এই সব ঔষধের উপাদান-ই বা কি কি?
হারবাল চিকিৎসক হাকিম গোলাম ফারুক হাওলাদার। টেবিলের পাশে সাজানো ডজন খানেক ‘শ্রেষ্ঠ চিকিৎসকের’ ট্রফি।চিকিৎসালয়ের চিকিৎসাসেবার ন্যূনতম অনুমোদন ও সরঞ্জাম নেই। গোলাম ফারুকসহ কারোরই চিকিৎসাসেবা দেওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অনুমোদন নেই। অথচ তাঁরা সব ‘কঠিন ও জটিল’ রোগের চিকিৎসা করে যাচ্ছেন।
গোলাম ফারুক চিকিৎস প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তাঁর কাছে কোনো পুরুষ রোগী এলে প্রথমেই তিনি রোগীর প্রস্রাব পরীক্ষা করতে বলেন। কিন্তু তাঁর ওখানে প্রস্রাব পরীক্ষার কোনো উপকরণ নেই। শুধু কয়েকটি টেস্টটিউব রয়েছে। রোগীর সামনে তাঁর প্রস্রাব একটি টেস্টটিউবে ঢালা হয়। তাঁর সামনেই কয়েক ফোঁটা তারপিন তেল ও ফিটকারি ঢালা হয় টেস্টটিউবে। কিছুক্ষণ পরই টেস্টটিউবের ওপর একটা সাদা স্তর তৈরি হয়। তখন কথিত চিকিৎসক রোগীকে শঙ্কিত হয়ে বলেন, তাঁর (রোগীর) প্রস্রাবের সঙ্গে বীর্যপাত হচ্ছে। তাঁর যৌবন হুমকির মুখে, জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য সব শেষ, টাকাপয়সার আর কোনো দামই থাকল না ইত্যাদি ইত্যাদি। রোগীকে ভড়কে দেওয়ার জন্য আরও বলা হয়, সাধারণ অ্যালোপ্যাথিক চিকিৎসায় এর নিরাময় সম্ভব নয়। একমাত্র সমাধান ভেষজ চিকিৎসা, তবে চিকিৎসাপদ্ধতি অনেক জটিল। মৃগনাভী, কস্তুরী, জাফরান, মাঝবিলের পদ্মের রেণু ইত্যাদি লাগবে। এসবের জন্য অনেক টাকা লাগবে। রোগী তখন উপায়ান্তর না পেয়ে টাকা দিতে রাজি হন। প্রতিষ্ঠানটির টাকা আদায়ের খাতা উল্টে দেখা গেছে, সর্বনিম্ন তিন হাজার থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত রোগীদের কাছ থেকে আদায় করা হয়েছে। এ রকম প্রতারণার মাধ্যমে ছয়-সাত বছরের মধ্যেই কোটিপতি হয়েছেন গোলাম ফারুক।
মূলত বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক ওষুধের গুঁড়া মিশিয়ে কথিত মহৌষধ তৈরি করা হয়। যেমন, বাতনাশক ওষুধ হিসেবে ডাইক্লোফেনাক-জাতীয় ব্যথানাশক, অ্যালার্জির জন্য অ্যালাট্রল, মোটা হওয়ার জন্য স্টেরওয়েড হরমোন আর যৌন রোগের মহৌষধ হিসেবে সিনেগ্রা-জাতীয় ট্যাবলেটের গুঁড়া মেশানো ‘গুলি’, ‘হালুয়া’ তৈরি করা হয়। এ রকম ওষুধ ১০ থেকে ১২ হাজার টাকা প্রতি ফাইল বিক্রি করা হয়।
প্রতিষ্ঠানের প্রচারণার জন্য বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেল ও কেব্ল লাইনে বিজ্ঞাপন দেওয়া হয়। আর শহরময় পোস্টার ছড়িয়ে দেওয়ার জন্যও আলাদা লোক রয়েছে। জানতে চাইলে ফারুক বলেন, প্রচারণার জন্য বিভিন্ন ভুঁইফোড় সংস্থাকে বিজ্ঞাপন দেন তিনি। আর ওই সংস্থাগুলো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও মন্ত্রীদের সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেয়। (তথ্যসূ্ত্র- দৈনিক প্রথম আলো)
শুধু রাজধানী ঢাকাতেই নয়, ইন্ডিয়া হারবাল পৌঁছে গেছে দেশের আনাচে কানাচে। সম্প্রতি সেন্টমার্টিন ট্যু’রেও এর বিজ্ঞাপন আমার নজর কাড়ে। নারকেল গাছে টিনের ১৬*১২ ইঞ্চি লাল রং এর বোর্ডে বিভিন্ন তথ্য লেখা। ভাবখানা এমন যেন “বাদ যাবেনা কেউ”। ঢাকার অদূরে গাজীপুরেও রয়েছে বিভিন্ন হারবাল ঔষধের বিজ্ঞাপন। সেই সব পোষ্টারে বড় করে ইন্ডিয়ান ফিল্ম স্টার সালমান খানের ছবির নীচে তার স্বাস্থ্যের গোপন রহস্য যে হারবাল প্রোডাক্ট সেবন তেমনটাই বলার অব্যর্থ চেষ্টা করা হয়েছে।
আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী মাঝে মধ্যে এই ধরনের প্রতিষ্ঠান গুলো তে মোবাইল কোর্ট নিয়ে তল্লাশী করে সিলগালা, জেল জরিমানা করলেও আবার যেই কি সেই। ক্রেতা যতদিন আছে, বিক্রেতাও নানা মোড়কে ফিরে ফিরে আসবেই। এদের প্রতারনার এত চটকদার পন্থা রয়েছে যে, সচেতনতা ছাড়া সেগুলো বোঝা সম্ভব নয়।
আসুন সচেতন হই, সুস্থ থাকি
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
নান্দনিক নন্দিনী বলেছেন:
২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
শাহাজাদা রনি বলেছেন: খুব ভালো তথ্য দিলেন ভাই...অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪২
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনিও ভালো থাকবেন
৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০০
আরণ্যক রাখাল বলেছেন: খুব ভাল একটা বিষয় তুলে ধরেছেন। কোন সিনেমা দেখাশুরু করলেই, এই অ্যাড অবধারিত। বিজ্ঞাপন তো সেই মার্কামারা। যারা দূর্বল চিত্তের তারা তো প্রভাবিত হচ্ছেই, আমি অনেক শিক্ষিতকেও প্রভাবিত হতে দেখেছি।
এদের সমূলে বিনাশ করা উচিত
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
নান্দনিক নন্দিনী বলেছেন: কে করবে? কিভাবে করবে??
৪| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬
রাফা বলেছেন: শিক্ষার কোনই বিকল্প নেই।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
নান্দনিক নন্দিনী বলেছেন: ঠিক বলেছেন ভালো থাকবেন।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪
নীলসাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে। প্রয়োজনীয় একটি বিষয়ে পোষ্ট দিয়েছেন।
এ বিষয়ে সচেতন হবার প্রয়োজন রয়েছে।
শুভেচ্ছা জানবেন।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
নতুন বলেছেন: এই সব বিজ্ঞাপনে বোঝা যায় দেশে অসচেতন মানুষের সংখ্যা কত বেশি।
যারা এই সকল বিজ্ঞাপনে টাকা খরচা করছে তাদের যদি লাভই না হতো তবে তারা এই রকমের ফাদ পেতে বসে থাকতো না।
জানার কোন বিকল্প নাই। ধম`গ্রন্হ থেকে সেক্সএডুকেসনের বই সবই পড়া উচিত।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
নান্দনিক নন্দিনী বলেছেন: বেশ ভালো বলেছেন ধন্যবাদ!
৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩
শহুরে আগন্তুক বলেছেন: চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভাবছি এবং লম্বা হতে চাই .... কোনটাতে গেলে ভালো হয় ?
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭
নান্দনিক নন্দিনী বলেছেন: এখানে পাগল'দের চিকিৎসা করা হয়না
৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
েমাঃ এহ্েতশামুল হক বলেছেন: ভাল জিনিস দিলেন
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ
৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৪
রক্তিম দিগন্ত বলেছেন: পোষ্টের শুরুতে মাথায় হাত দিছিলাম। খাইছেরে এখন ব্লগেও এইটার অ্যাড আইসা গেছে। আর নিরাপদ না কোন জায়গায়ই।
পরের দিকটা পরে তো বুঝলাম আসল ঘটনা।
গোলাম ফারুকের পরীক্ষা-নিরীক্ষার তারিফ করতে হয়। সাধারণ কেমেস্ট্রির বিক্রিয়ারে তো সে... থাক বাদই দিলাম।
বত্ব, আফা আমিও আর তিনডা ইঞ্চি মোডা হইবার চাইতাছি?
ফাইল কয়ডা খাওন লাগতে পারে?
গোলাম ফারুক সাবরে পামু কই?
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
নান্দনিক নন্দিনী বলেছেন: ঠিকানা তো দেয়া আছে ভাই
আরও কোনো রোগ থাকলে কইয়া ফালান, শরম কইরেন না
১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
পোষ্ট স্টিকি হওয়ার দাবি রাখে।
সচেতনতামূলক পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ কান্ডারি অথর্ব !!
সচেতনতামূলক পোষ্ট লিখতেই ভালোলাগে
১১| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
আজিজার বলেছেন: অামরাই তো ক্রেতা, অামরা যত দিন বোকা থাকব ততদিন তাদের ব্যাবসা ভাল থকবে।
সুন্দর বিষয় উপস্থাপন করেছেন।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
নান্দনিক নন্দিনী বলেছেন: ঠিক বলেছেন আজিজার, আমাদের কেই সচেতন হতে হবে
১২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো পোস্ট। বাসের ভেতর, সিনেমা হলের সামনে কিংবা ওইসব হারবাল কোম্পানীর সাইনবোর্ডের নিচে এই পোস্টের লেখা নিয়ে বড় বড় অক্ষরের সতর্কতামুলক পোস্টার ঝুলাইয়া দেয়া হোক।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭
নান্দনিক নন্দিনী বলেছেন: আমারও তেমনটাই দাবি
১৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
অগ্নি সারথি বলেছেন:
এই বস্তুডার নাম জিনশিন। যৌন বর্ধক ঔষধ হিসেবে এমন পানীয় গুলো কোন ধরনের আইন কানুন কিংবা অনুমোদনের তোয়াক্কা না করে গ্রামে গঞ্জের বাজার গুলোতে ছেয়ে গিয়েছে। আর এর ক্রেতা আবালবৃদ্ধবনিতা সকলেই।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
নান্দনিক নন্দিনী বলেছেন: হুমমম
১৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
সুলতানা রহমান বলেছেন: খুব ভাল কথা। হাসলাম ও।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ !!
১৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২
মঞ্জু রানী সরকার বলেছেন: ওরাতো দোকানী।খরিদ্দার থাকলে ওরাও থাকবে। আমাদের সচেতনতা বাড়াতে হব্ ।এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালং সতকীর্ঢকরন বিজ্ঞপ্তি করে চ্যানেলগুলোতে প্রচার করতে পারে।
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
নান্দনিক নন্দিনী বলেছেন: আমিও আপনার সাথে একমত
১৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪
অতঃপর হৃদয় বলেছেন: অসচেতনতা, আর লোভ এই দুটোর জন্য এউ ঔষধ কম্পানি গুলো টিকে আছে, যদি আমরা সচেতন হই আর লোভ না করে এগুলো না কিনি তাহলে আপনা আপনি বিলীন হয়ে যাবে আবুল ঔষধ কম্পানি
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৮
নান্দনিক নন্দিনী বলেছেন: হুমমম
১৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
সুমন কর বলেছেন: সচেতনতামূলক পোষ্টের জন্য ধন্যবাদ।
অজ্ঞতা কিংবা শিক্ষা অভাব দূর না হলে, এ থেকে পরিত্রানের উপায় নেই.....
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১০
নান্দনিক নন্দিনী বলেছেন: ঠিক বলেছেন সুমন কর। ভালো থাকবেন, ধন্যবাদ !
১৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
ধমনী বলেছেন: কুসংস্কারের গতিতে চলে এসব পন্যের প্রচারণা। কানে কানে, আড়ালে আবডালে আর এখন তো চ্যানেলে চ্যানেলে...
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৩
নান্দনিক নন্দিনী বলেছেন: সিনেমার শুরুতে- মাঝে- শেষে.........
১৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০১
মোঃ-আনারুল ইসলাম বলেছেন: প্রথমে সচেতনতামূলক পোষ্টের জন্য ধন্যবাদ আপনাকে। দ্বিতীয়ত আগে এই বিজ্ঞাপন গুলো সাধারণত হাটবাজারে লিফলেট আকারে দেয়া হত প্লাস সুন্দর সুন্দর গান বলে তার পরে প্রচার করতো। আর এখন খুব সুন্দর সিনেমা দেখছি মাবাবা, বউ বাচ্চা নিয়ে নিজের পিসিতে যেটাতে ক্যাবল বিজ্ঞাপন ফ্রি সেটাতেও এই বিজ্ঞাপন দেখতে হচ্ছে।
আর শেষ কথা হলো কিছু সংখ্যক এই ভায়াগ্রা জাতীয় মেডিসিন আছে যে গুলো সত্যি সত্যি অনেক উপকার করে ঐ সকল পুরুষ মহিলার যাদের শুধুমাত্র শারীরিক সমস্যার কারণে সংসার টিকে না। কিন্তু সেটা নিতান্তপক্ষে একেবারে কম।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৫
নান্দনিক নন্দিনী বলেছেন: ভালো থাকবেন, ধন্যবাদ !
২০| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০
রক্তিম দিগন্ত বলেছেন: সচেতনতা মূলক পোষ্টতো।
এইনে মগা করতে গেলে গণপিটুনী খাইতে হইব।
তখন কোন হারবালেই আর কাজ হইবো না।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬
নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা ........ ভালো থাকবেন, ধন্যবাদ !
২১| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
শাশ্বত স্বপন বলেছেন: কান্ডারীর সাথে একমত
পোষ্ট স্টিকি হওয়ার দাবি রাখে।
সচেতনতামূলক পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
পোষ্ট স্টিকি হওয়ার দাবি রাখে।
সচেতনতামূলক পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬
নান্দনিক নন্দিনী বলেছেন: ভালো থাকবেন, ধন্যবাদ !
২২| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
ফেরদৌসা রুহী বলেছেন: এসব বিজ্ঞাপন যখন রাস্তায় দেয় তখন দেখি লোকজন লাইন ধরে দেখার জন্য।
এখন তো টিভিতেই রাতদিন সমানে বড় বড় তারকারাও পাথরের বিজ্ঞাপনে ব্যস্ত। মানুষগুলি এত বোকা কেন বুঝিনা।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২০
নান্দনিক নন্দিনী বলেছেন: মানুষ গুলো বোকা নয়, বরং কেউ কেউ স্বার্থান্বেষি আর জোচ্চোর.....।
২৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০১
মাহফুজ মারুফ০০৭ বলেছেন: post khana poira nijere dhonno mone hosse,ekjon meye ei jinista tule dhorse.
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৩
নান্দনিক নন্দিনী বলেছেন: মাহফুজ ভাই , যিনি লিখেন তিনি তো মানুষ পরিচয়ে লিখেন। ভাবনা চিন্তা আর মূল্যবোধের তো কোনো লৈঙ্গিক পরিচয় হয়না। ভাল থাকবেন
২৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: আপনি কি লম্বা হতে চান? চায়নার সম্পূর্ণ নতুন আবিষ্কারে ২ থেকে ৩ ইঞ্চি লম্বা হউন। প্রতি কোর্স মাত্র ২০০০/- টাকা । - হা হা হা । চায়নার মানুষের কথা ভেবে হাসি পাচ্ছে !!!!
ঢাকাতে পথে ঘাটে হার বালচালের অভাব নেই । যেখানে সেখানে তাদের অস্বস্তিকর বিজ্ঞাপন । বাসে ছড়াও মুশকিল । যে কোন সময় গায়ে এসে পড়তে পারে এদের বিজ্ঞাপন । এদের কার্যকলাপ দেখেই বোঝা যায় আমরা আসলে কতটা সচেতন হতে পেরেছি ।
আপনার লেখা ভাল লেগেছে ।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৫
নান্দনিক নন্দিনী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন
২৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
অভ্রনীল হৃদয় বলেছেন: প্রথমে এই লেখা দেখে ভাবলাম এখানেও এর বিজ্ঞাপন শুরু হয়ে গেলো কিনা। এরপর পুরো লেখা পড়ার পর বুঝলাম। না, ব্যাপারটা তেমন না। টিভিতে এসব অ্যাড দেখতে দেখতে মাত্রাতিরিক্ত খারাপ লাগে। আর এসব করেও এরা পার পেয়ে যাচ্ছে শুধু ভিক্টিমদের অজ্ঞতার কারণে। আমরা সবাই যদি সচেতন হই তবে এর থেকে নিস্তার পাওয়া যাবে বলে মনে করি। ধন্যবাদ এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভাল থাকবেন
২৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
রিয়াদ হাকিম বলেছেন: হামদর্দের ব্যাপার টি কি জানেন? হামদর্দ ও কি এদের মতো নাকি তাদের কোন সায়েন্টিফিক ভিত্তি আছে??
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
নান্দনিক নন্দিনী বলেছেন: আমার ঠিক জানা নাই। তবে জেনে আপনাকে জানাতে পারবো। ভাল থাকবেন
২৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮
blackant বলেছেন: সবার জানার জন্য কিছু সাস্থ লিঙ্ক দিলাম আশা করছি অথেন্টিক তথ্য পাবেন । কার কাজে লাগতেও পারে ।
ওয়েবসাইট লিংকঃ
01. Click This Link লিংকঃ
01. http://healthbangla.com
02. http://healthz.info
03. http://bd-womenhealthcare.blogspot.com
04. http://www.sasthabangla.com
05. http://www.healthbarta.com
06. http://healthtipsbn.blogspot.com
07. http://www.evergreenbangla.com
08. http://bangla.rupcare.com
09. http://ebanglahealth.blogspot.com
10. http://banglahealth.com
11. http://fitnessbd.net
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৭
নান্দনিক নন্দিনী বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন!!
২৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫
অলৌকিক আগন্তুক বলেছেন: পোষ্টের শুরুতে তো ভাবছিলাম মাইরালছে!!! ব্লগেও এদের আগমন ঘটিয়াছে??? অবশেষে ব্যাপার খানা বুঝিলাম। তবে গোলাম ফারুকের মূত্র পরীক্ষার প্রক্রিয়াটা দারুন লাগিয়াছে। আমার একটু মোটা হইবার সখ। ভাবিয়াছি যোগাযোগ করিব!!!
ভাললাগা রেখে গেলাম।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯
নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা ........... ঠিকানা তো দেয়া আছে, যোগাযোগ করে দেখেন কি বলে । ভাল থাকবেন !!
২৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
blackant বলেছেন: অগন্তুক ভাই , আপনার মতব্য পড়ে হাসতে হাসতে. গড়িয়ে পড়েছি । কারন আমিও তাই মনে করেছিলাম ।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩০
নান্দনিক নন্দিনী বলেছেন:
৩০| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
আবু শাকিল বলেছেন: যারা ব্লগে আসেন এবং লিখেন তারা এ ব্যাপারে জানেন।সমস্যা টা কিছু শ্রেণীর মানুষ দের নিয়ে ।যারা চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রতারণার স্বীকার হয়।
জাতীয় পর্যায়ে ব্যবস্থা না নিলে এসব ধান্ধাবাজি থামানো যাবে না।
মানুষের বিবেব জাগ্রত হয়ে ।সচেতন হোক ।
আপনার পোষ্টের জন্য ধন্যবাদ ।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
নান্দনিক নন্দিনী বলেছেন: ঠিক বলেছেন শাকিল ভাই। আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন
৩১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫
মুদ্দাকির বলেছেন: চরম লাভজনক ব্যাবসা। বাংলাদেশের জুকারবার্গ রা এই ব্যাবসা করে।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা ...........
৩২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৫
পিনাকড্রিম বলেছেন: আমরা কবে সচেতন হব?আদৌ কী?অনেক বেশি বলি আমরা,কিন্তু কাজ ,ভাবনা আর প্রয়োগ আমাদের খুবি কম!সুযোগ বুঝে দাও মারে সমাজের উনারা নানা নামে ,নানা ধান্ধায়।আমাদের করে সর্বশান্ত।
সাধু ,সাবধান!হুসিয়ার দেশবাসী।
চটকদারীতে আর মইজেন না।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ
৩৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২
রুদ্র জাহেদ বলেছেন: আপনি কি লম্বা হতে চান?
চায়নার সম্পূর্ণ নতুন আবিষ্কারে
২ থেকে ৩ ইঞ্চি লম্বা হউন।
প্রতি কোর্স মাত্র ২০০০/- টাকা
। - হা হা হা । চায়নার মানুষের কথা ভেবে
হাসি পাচ্ছে !!!!
প্রচারনা আর সচেতনতা দুটোই চমৎকার হইছে!
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ জাহেদ, ভাল থাকবেন
৩৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১১
সাহসী সন্তান বলেছেন: আমি তো পোস্টের শিরোনাম দেইখা ভাবছিলাম, কি জানি আবার তাবিজ কবজের কোন সন্ধান পাইছেন কিনা আল্লায় জানে? ভাবলাম তাইলে যাই একটু ঝাঁড় ফুঁক নিয়া আহি! তয় পোস্ট পইড়া দেখলাম ঘটনা ভিন্ন.......!!
চমৎকার জন সচেতনতা মূলক পোস্ট! সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ!
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০১
নান্দনিক নন্দিনী বলেছেন: ওহ আপনার তাবিজ লাগবে, পাইবেন -পাইবেন। সবুর করেন
৩৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২২
রোলেন বলেছেন: আমারে এক ফাইল দেন মিয়া ভাই।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০২
নান্দনিক নন্দিনী বলেছেন: লাইনে থাকেন মিয়া ............
৩৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৯
একুশে২১ বলেছেন: পরিণত বয়সে যে sexual education এরও প্রয়োজন আছে তার উদাহরণ হল এই সকল ব্যবসার এখনও টিকে থাকতে পারা।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১০
নান্দনিক নন্দিনী বলেছেন: ঠিক বলেছেন একুশে২১, ভাল থাকবেন।
৩৭| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
খোলা মনের কথা বলেছেন: উপকারী পোষ্ট। সচেতনার জন্য কাজে লাগবে। ধন্যবাদ
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১১
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ,
ভাল থাকবেন
৩৮| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
তুষার কাব্য বলেছেন: সচেতনতামূলক পোষ্টের জন্য ধন্যবাদ।
অজ্ঞতা আর কুসংস্কার আমাদের রন্ধ্রে রন্ধ্রে । আর মুনাফালোভী এক শ্রেনীর ভণ্ড মুখোশধারী তার ফায়দা লুটছে।
ভালো থাকবেন ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ,
ভাল থাকবেন
৩৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০০
মাধব বলেছেন: সুন্দর পর্যবেক্ষণ।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!!
৪০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
নির্বাসিত_নির্বাক বলেছেন: বাস্তব চিত্রই তুলে ধরেছেন। তবে এর থেকে মুক্তির জন্য প্রয়োজন মানুষের সচেতনতা। আসুন সচেতন হই, অন্যকে সচেতন করি। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টের জন্য।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!
৪১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অাপনার পোষ্টটি পড়ে নিলাম , কিন্তু বুঝতে পারছিনা আমরা আবাল মানুষগুলো কবে শুধরাবো, এখন প্রযোক্তির উন্নতিসাধনে আমরা কতকিছুই না জানতে পারছি। তারপরও আবাল ই থেকে গেলাম। সরকারও তার জন্য শক্ত হাতে পদক্ষেপ নিতে হবে এই আবাল জনতাকে সঠিক পথে চালনার জন্য।
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!!
৪২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ বিষয় তুলে ধরেছেন, আশা করি পুরুষরা সচেতন হবে।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ !!
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪২
নতুন বলেছেন: মানুষের অজ্ঞতাই এদের পুজি। এরা এই রকমের দূবল সাধারন মানুষ খোজে যাদের ঠকানো যায় সহজেই।
জানার কোন বিকল্প নাই।