নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।
একটা প্রজন্মের কাছে সবচেয়ে বেশি বার উচ্চারিত শব্দ হলো “ব্রেক আপ”। ফোন কল রিসিভ করলেন না ব্রেক আপ। অন্য কারো সাথে মিশলেন তো ব্রেক আপ, কল টাইমের পরে উপস্থিত হলেন তো ব্রেক আপ। শব্দ করে চা খান! ব্রেক আপ। রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন, ব্রেক আপ। রাস্তা দিয়ে হাঁটার সময় প্রথব যেদিন ডান দিকে মোড় নিয়েছিলেন সেই তারিখ আপনি মনে রাখতে পারন নাই! ব্রেক আপ। কংক্রিটের এই শহরে আসলেই সব কিছু ভেংগে পড়ে। পড়বেই বা না কেন! যে গাছ মাটিতে হয় তার শিকড় গভীরে যে্তে পারে। আর যে গাছ কংক্রিটের দেয়ালে হয় তার শিকড় কেবল উপরি ভাগে বিস্তৃত হয়।খুব সহজেই উপড়ে ফেলা যায়।
মোবাইল ফোনের প্রাদুর্ভাবে প্রেমের বিশ্বাসে ধস নামে। এবং ফেসবুক এসে তার কুলখানি টাও করে ফেলে। মানুষ এখন ঘোষনা দিয়ে দেয় In a relationship with **** অথবা Got engaged with ****। অভি্নন্দন জানানোর কিছু দিন পরেই আবার নোটিফিকেশন “Its Complicated”। সমবেদনা জানানো দেখানোর দুঃসাহস দেখানোর কোনো মানেই হয় না। কেননা মন বড় রহস্যময়। কখন মেঘ- কখন বৃষ্টি কে জানে! হয়তো ব্রেকের পর ফিরে আসবে নতুন কাউকে নিয়ে- অপেক্ষায় থাকি। যেভাবেই হো্ক, যার সাথেই থাকুক, বন্ধুরা ভালো থাকুক সেটাই এখন একমাত্র শুভ কামনা।
তথাকথিত “ব্রেক আপ” এর আগে কৈয়ফিয়ত চাওয়া হয়, কিন্তু উত্তর শোনার জন্য অপেক্ষা করা হয় না। কারন গ্রহনযোগ্য উত্তর তৈরি করতে যে সময় অপর জন নেন তাতে সত্যের চেয়েও নির্মিত গল্প বেশি থাকে।
একটা সম্পর্কের প্রতি ছেলেরা ততদিন মনোযোগী থাকে, যতদিন সেখানে আনন্দ থাকে। আর মেয়েরাও ঠিক ততদিন পর্যন্ত সম্পর্ককে উপভোগ করে যতদিন সেখানে তার গুরুত্ব থাকে। আমার কাছে সম্পর্কের সমীকরণ খুব সহজ। সম্পর্ক কখনো শেষ হয় না, কেবল চর্চা তার গতিপথ বদলায়। চাঁদ মেঘে ঢেকে গেলে তা অদৃশ্য হয়, বিলীন কী হয়?
জীবনে প্রথম প্রেম বলে যেমন কিছু নেই (কারন সব প্রেম-ই প্রথম প্রেম) তেমন-ই আবার শেষ প্রেম বলেও কিছু নেই (বলা যেতে পারে the second last chance)। মানুষ ভাবে তিনি সম্পর্ক কে নিয়ন্ত্রণ করেন।আসলে কি তাই? হবে হয়তো। কিন্তু আমার মনে হয়, কোথায় এবং কিভাবে যেন মানুষ নিজেই নিয়ন্ত্রিত এবং সম্পর্ক দ্বারা-ই নিয়ন্ত্রিত। ভাল সংগ এবং সংঘ-ই আমাদের কে আমি হয়ে উঠতে সাহায্য করে। চর্চিত সম্পর্ক গুলোই ধীরে ধীরে বদলে দেয় আমাদের দৃষ্টিভংগী, চিন্তাজগত আর জীবন যাপন।
কাউকে বোকা বানানোর আগে, তাকে একা বানাতে হয়। খুব সাধারণ সূত্র। বোধ করি অনেকেই জানেন। যারা জানেন না, তারা একা হওয়ার দুঃসাহস দেখাতে গিয়ে বরবাদ হন। সমস্যার আলোচনা না করে সমাধান করা মানে আরো অনেক গুলো সমস্যা কে দাওয়াত দিয়ে নিয়ে আসা।
আজকাল অনেককেই দেখি ভালোবাসতে গিয়ে এক্কেবারে দিল উপুর করে ভালো্বেসে ফেলেন। এক হাতের বাইরের আর সবই মূল্যহীন। অপরিচিত পথে হাটতে হাটতে এতোটাই দুরে চলে যান যে ফিরতে গিয়ে কেবলই অচেনা পথ। প্রায়শই অন্ধকার- যেখানে কেবলই অস্পষ্টতা। প্রেম করতে হয় সময় দিয়ে, জীবন দিয়ে নয়।
ফিরে এসেও আশা করেন, যে বা যারা যেখানে যেমন ছিল, সেখানে সবকিছু অবিকল আগের মত-ই পাবেন। সময় গড়িছে, উত্তরের বাতাস গিয়েছে দক্ষিনে, পৃথিবীও নিজ অক্ষের উপর প্রতি চার মিনিটে এক বার ঘুরে যায়।তাই কোন কিছু-ই আর আগের মত থাকে না।যিনি ফিরে আসেন তাকে আবার প্রথম থেকে শুরু করতে হয়। কেউ পারেন কেউ পারে্ন না। একা হয়ে যাওয়ার আগে একটু ভাববেন- একা একা হয়ত বেচে থাকা যায় কিন্তু ভালো থাকা যায় না। সবাই ছাড়া জীবনটা অসম্ভব---
রিকশাতে যে মেয়েটি আজ আপনার হাত ধরে বসে আছে, কাল সে নাও থাকতে পারে।যে ছেলেটি আজ হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে, কাল সে নাও থাকতে পারে। এই না-থাকার মানে কিন্তু সব সময়-ই ছেড়ে যাওয়া নয়, কখনো কখনো হারিয়ে যাওয়া। দূরে থেকেও অস্তিত্ব জুরে থাকা যায়।
আমরা ভালোবেসে কারো অভ্যাস বদলের আগেই তাকে হুকুম করি, আমার সাথে থাকতে হলে তোমাকে এটা এটা ছাড়তে হবে। ভালোবাসা তো ইবাদত। সেখানে ফাঁকি চলে না। মানুষ তো নিজের জন্যই ভালোবাসে।
আমি আশেপাশে লক্ষ্য করে দেখেছি বিবাহিত’রা নিজেদের মধ্যে হাসেন না, গল্প করেন না। কোথায় জানি একটা দায়িত্ব পালন। কয়েক জন কে দেখে আমার রীতিমতো মনে হয়েছে তাদের একটা অদৃশ্য কিছু নজরদারি করছে। অনেক টা আম্মুর ভয়ে দুপুরের ভাত ঘুমে বিকেলের অপেক্ষা। তার থেকে প্রেমিক প্রেমিকারা ঢের বেশি কোয়ালিটি টাইম পাস করেন। হাসেন, কাঁদেন, ঝগড়া করেন।মান-অভিমানের মতো অনুভূতি গুলোর চর্চা করেন। প্লিজ, মন খুলে ভালোবাসুন। ভালোবাসা হচ্ছে সেই অনুভূতি যা কোন দিন কারো অনিষ্ট করতে পারে না। ভালোবাসলে মানবীয় গুলাবলী গুলো আরো বেশি বেগবান হয়।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১২
নান্দনিক নন্দিনী বলেছেন: আরন্যক, আমি যাদের সাথে দিনের একটা উল্লেখযোগ্য সময় ব্যয় করি তাদের বয়স ১৮-২৫ এর মধ্যে। আমি লক্ষ্য করে দেখেছি, তাদের জীবনের মূল সমস্যা “প্রেম”। এদেশ নিয়ে কারো কোনো মাথাব্যাথা নেই। ফেসবুক ভর্তি প্রেমিক- প্রেমিকাদের সেলফি। রেস্টুরেন্টে খেতে গেলে ওদের অত্যাচারে খাওয়া টুকুও হজম করা মুশকিল। সিনামা দেখতে যাবেন “No way”। পাবলিক প্লেসে ঝগড়া ঝাটি, কান্না কাটি এমন কি শাররীক আক্রমন পর্যন্ত হচ্ছে। রীতি মতো বিরক্ত হয়ে এই লেখা।
সেসিন বেশি দূরে নয়, যেদিন মানুষ গর্ব করে বলবে “ প্রথম প্রেম কেই সারাজীবনের সঙ্গী করে পেয়েছি”
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১
গেম চেঞ্জার বলেছেন: এই চিন্তাভাবনাগুলো অনেকেই করে তবে এই প্রজন্মের বেশিরভাগই কিন্তু এতো বেশি ব্রেকআপ ব্রেকআপ সমস্যা করেনা যতটা পোস্টে তুলে ধরেছেন।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনি কি নিশ্চিত যে উল্লেখযোগ্য পরিমানে ব্রেক আপ হচ্ছে না?
গেম চেঞ্জার আমি পরের কোনো একটা পোষ্টে সমাজের সবথেকে বেশি অস্থিরতার ক্ষেত্রটা তুলে ধরবো(ইনশা আল্লাহ)। আশা করি ততদিনে আমি আরো যুক্তিযুক্ত করে লিখতে শিখবো
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬
সুমন কর বলেছেন: এগুলো আজকাল বেশী হচ্ছে, আগে হতো না....
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১
নান্দনিক নন্দিনী বলেছেন: সুমন কর, আগেও হতো কিন্তু এখন মনে হয় “একটু বেশি বেশি হচ্ছে” ।
মানুষের সহনশীলতা কমে যাচ্ছে।
৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫
তিমিরবিলাসী বলেছেন: লেখাটা কি এর আগে অন্য কোথাও পোস্ট করেছিলেন? পড়েছিলাম মনে হচ্ছে।
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬
নান্দনিক নন্দিনী বলেছেন: জ়্বী, ফেসবুকে এই লেখাটা অন্য ভাবে লিখেছিলাম।
৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
আলভী রহমান শোভন বলেছেন: ভালো লেগেছে পোস্টটি। এমন আসলেই হয়। আমি নিজে এর প্রত্যক্ষদর্শী।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ! প্রথম দুইটা কমেন্টে তো নড়েচড়ে বসেছিলাম “আমি কি তাহলে ভুল জানি!”
নাহ! এখন নিশ্চিত হলাম আমি ঠিক-ই জানি
৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
আরাফাত হোসেন অপু বলেছেন: ............আর আমি নিজেই এর শিকার
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার জন্য অনেক অনেক সমবেদনা!
ইনশাআল্লাহ “সুন্দর আগামী আসবেই” ।
৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল বলেছেন ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৭
তুষার কাব্য বলেছেন: কোন ভাবেই হারা যাবেনা তাই প্রেমেও পড়া যাবেনা
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০১
নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা, দেখা যাক
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫০
আলোকসন্ধানী বলেছেন: অনেকগুলো বছর তো একসাথে কাটিয়ে দিলাম। এখনো তাকে দেখে সেই প্রথম দিনের মতই মুগ্ধ হই। এইসব বুঝি এখনকার সমস্যা?
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
নান্দনিক নন্দিনী বলেছেন: অসাধারণ!! এভাবেই কেটে যাক আরো অনেক অনেক অনেক গুলো বছর!
সমস্যা টা এখনকার তেমন-ই তো মনে হচ্ছে
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২০
সজিব্90 বলেছেন: প্রেমে পড়ার আগেই এখন ব্রেকাপের কথা চিন্তা করতে হয়।একদম মনের কথা গুলো বলেছেন ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
নান্দনিক নন্দিনী বলেছেন: সজীব, “ভালো তো যাকে তাকে বাসা যায় না, ভালোবাসা হয়ে যায়”।
ঠিক মানুষটা, ঠিক সময় মত জীবনে চলে আসবে, মন খারাপ করার কিছু নাই। All is well
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১
বর্নিল বলেছেন: অপশনের অভাব নেই। তাই এসব অজুহাতেই ব্রেক আপ করে যেতে হয়।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
নান্দনিক নন্দিনী বলেছেন: আরে ভাই, কেউ চলে যেতে চাইলে তাকে আটকে রাখার মতো কোনো ক্ষমতা-ই কারো নেই। তাই রোদ ওঠা কিংবা না ওঠাটা অজুহাত। আসল হচ্ছে “তিনি” আর এই সম্পর্ক কন্টিনিউ করতে চান না।
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
নান্দনিক নন্দিনী বলেছেন: এই প্রথম, আপনি আমার সাথে সহমত পোষন করলেন
আগামী দিন গুলো তেও সহমত যেন অব্যাহত থাকে সেই আশাবাদ রইলো
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
উল্টা দূরবীন বলেছেন: কর্পোরেট প্রেমেও কি হেরে যাওয়া আছে?
যেখানে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় যে প্রেমের কোন পরিণতি হবে না।
অবশ্য ওটাকে প্রেম বলা যাবে না। প্রেমের নামে যৌনতা বলাই শ্রেয়।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
নান্দনিক নন্দিনী বলেছেন: কবি ভাই, কর্পোরেট প্রেম নিয়ে একটা কবিতা হয়ে যাক
সহমত
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
নেক্সাস বলেছেন: একটা প্রজন্মের কাছে সবচেয়ে বেশি বার উচ্চারিত শব্দ হলো “ব্রেক আপ”। ফোন কল রিসিভ করলেন না ব্রেক আপ। অন্য কারো সাথে মিশলেন তো ব্রেক আপ, কল টাইমের পরে উপস্থিত হলেন তো ব্রেক আপ। শব্দ করে চা খান! ব্রেক আপ। রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন, ব্রেক আপ।
হাহাহাহা। একদম রগ ধরে টান মারছেন। চরম সত্য
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২
নান্দনিক নন্দিনী বলেছেন: হুমায়ূন আজাদ স্যার এর মতে, বিংশ শতাব্দীর সবচেয়ে বড় কুসংস্কারের নাম ‘প্রেম’।
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
চৌধুরী ইপ্তি বলেছেন: প্রেম কোন কুসংস্কার নয়। দিস ইজ হ্যাপিনেস অব লাইফ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৪
নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০২
মোঃ গোলাম মোস্তফা টুটুল বলেছেন: ভালোবাসা দুই প্রকার! একটা বৈধ্য ভালোবাসা
আরেকটা অবৈধ্য ভালোবাসা, মা বাবার প্রতি
সন্তানের ভালোবাসা ভাই বোনের প্রতি
ভালোবাসা, স্বামীর স্ত্রীর ভালোবাসা এগুলা হল
বৈধ্য ভালোবাসা, আর অবৈধ্য ভালোবাসা হল
প্রেমিক পে্রমিকার ভালোবাসা যা বর্তমান সমাজ
কে গ্রাস করে ফেলেছে, এই অবৈধ্য
ভালোবাসার বিশাক্ত ছোবলে আজ হাজার হাজার যুব,
ছাত্র সমাজ ধংস হচ্ছে, এই অবৈধ্য ভালোবাসার
মোহে আজ হাজার মেধাবী সন্তানেরা তাদের
মেধা হারিয়ে এখন মানুষিক বিকারগ্রস্ত, অবৈধ্য
ভালোবাসাতে সাময়িক কিছু আনন্দ থাকলেও এর
চিরস্থায়ী পরিনিত শুধু কষ্ট আর বুক ফাটা কান্না,
অবৈধ্য ভালোবাসা মানুষকে শুধু কাদাবেই, কখনই
স্থায়ী সুখ দিতে পারবে না, মহান আল্লাহ তায়ালা
পবিত্র কুরআনে বলেছেন তোমরা শয়তানের
পদাংক অনুসরন কর না, কারন শয়তান তোমাদের
প্রকাশ্য শত্র, এই অবৈধ্য ভালোবাসা শয়তানের
দেখানো পথ, আর শয়তানের দেখানো পথে
চললে দুনিয়াতেও কষ্ট আখিরিতে ভোগ
করতে হয়ে চিরস্থায়ী জাহান্নামের আজাব।,
কাজেই আশুন আমরা অবৈধ্য ভালোবাসা পরিহার করি,
আশুন শয়তানের দেখানো পথ ছেরে, সরল
সঠিক পথে চলি, যে পথ চলে গেছে সোজা
জান্নাতের দিকে
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সুপাঠ্য লেখা। অনেক সুন্দর করে মনের সবকথা ঝেড়ে দিয়েছেন! এজন্যই পড়তে এতো ভালো লেগেছে। প্রেমটাও সেরকমই, ওখানে কোন মেকি আচরণ মানানসই নয়।
//আমার কাছে সম্পর্কের সমীকরণ খুব সহজ। সম্পর্ক কখনো শেষ হয় না, কেবল চর্চা তার গতিপথ বদলায়। চাঁদ মেঘে ঢেকে গেলে তা অদৃশ্য হয়, বিলীন কী হয়?//
-আপনার দৃষ্টিভঙ্গিতে যুক্তি আছে।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!!!
১৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
ইকরাম বাপ্পী বলেছেন: আমি যাদের সাথে দিনের একটা উল্লেখযোগ্য সময় ব্যয় করি তাদের বয়স ১৮-২৫ এর মধ্যে। আমি লক্ষ্য করে দেখেছি, তাদের জীবনের মূল সমস্যা “প্রেম”। এদেশ নিয়ে কারো কোনো মাথাব্যাথা নেই
আপনার কথা থেকেই বলি...... বয়সটা লক্ষ করে দেখেন... আমার মনে হয় বয়সের এই সময়টাই অস্থিরতার। টিনএজের ক্ষেত্রে এটা হতে পারতো কিন্তু এখন সেটা মনে হয় টিনেজের বাইরেই কিছু দিন থেকে যাচ্ছে। কারন আছে এর। টিনেজের শুরুতে কিন্তু বয়ঃসন্ধি , ছেলের মেয়ে বন্ধু কিংবা মেয়েদের ছেলে বন্ধু ইত্যাদি এমন কিছু বিষয় নিয়ে তারা কথা বলার শেয়ার করার কিংবা জানার কোন মাধ্যম, প্লাটফর্ম পায়না, যারা পায় তারা ভাগ্যবান বলতে হবে এবং তারা এর বাইরের বিষয় নিয়ে ভাবার সুযোগ পায় কিংবা ভাবে...। আমার ভুলও হতে পারে কিন্তু আমার এটা মনে হয় বলেই বললাম...।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
নান্দনিক নন্দিনী বলেছেন:
১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২১
রাফা বলেছেন: কারন ভালোবাসি শব্দটাই বলেনা বর্তমান প্রজন্ম।বর্তমান প্রজন্মকে খুব ভালো পর্যবেক্ষন আপনি।"ব্রেকআপ" শব্দটা যতবার উচ্চারিত হয় সম্পর্ক চলাকালীন সময়ে ভালোবাসি শব্দটা ততটাই অনুপস্থিত থাকে।
সম্পর্ক আসলেই শেষ হয়না শুধু পরিবর্তিত হয়।ভালোবাসা সবুজ রাখতে হলে পরিচর্যার দরকার হয়।বর্তমান প্রজন্মের কাছে সেই সময়টারই খুব অভাব মনে হয়।
সব ভালোবাসাই আসলে প্রথম/তারপরেও প্রথম প্রেম বলে মনে হয় কিছু একটা আছে।
ধন্যবাদ।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
নান্দনিক নন্দিনী বলেছেন: কেউ কেউ ভালো বেসে বলে “ভালোবাসি”
আর কেউ কেউ নিয়ম রক্ষার্থে বলে “ভালোবাসি”। এটাই করে এই ব্রেকআপ জেনারেশন।
দোয়া করি আপনার জীবন টা সবুজ ভালোবাসায় ভরে থাকুক।
‘প্রথম প্রেম’ অন্য গুলো থেকে আলাদা কিনা বলতে পারছি না। অভিজ্ঞতা নেই। তবে ব্রাদার আপনি যখন পিস্তল হাতে নিয়ে এই মতামত দিয়েছেন যে “সব ভালোবাসাই আসলে প্রথম/তারপরেও প্রথম প্রেম বলে মনে হয় কিছু একটা আছে” তাহলে সেটাই ঠিক
২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৯
আমি নাহিয়ান বলছি বলেছেন: প্রেম করলে ব্রেকআপ হতে পারে এটা স্বাভাবিক।
কারণ মনের মিল না হলে সারাজীবন তো একসাথে থাকা যায় না।
তবুও জীবনতো আর থমকে থাকে না।
জীবন চলছে, চলবে।।
১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০২
নান্দনিক নন্দিনী বলেছেন: "জীবন চলছে, চলবে।। " -- চলুক তাহলে
২১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
রাফা বলেছেন: হা...হা....হা..."সিস্টার" আমি কিন্তু আইন মেনে চলাদের দলে।শুধু আমার যা মনে হয় সেটুকুই বললাম।আপনি আমার সাথে একমত না হোলেও সমস্যা নেই।
ধন্যবাদ-নন্দিনী।
১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
নান্দনিক নন্দিনী বলেছেন: ব্রাদার রাফা, আমি মতামত কে ভয় পাই না। আমার ভয় তো ঐ লোডেড পিস্তলে! ঐ খানা কি পকেটে রেখে কথা বলা যায় না। আপনার এক “ডিসকাউ” তে তো আমি অতীত হয়ে যাবো।
তখন ব্লগার মহল শোকসভা করে ঐক্যমত পোষণ করবেন, “আহা! নান্দনিক নন্দিনী বড় অকালে ঝরে গেলো” :p
২২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪
আম আদমি বলেছেন: আজকাল অনেককেই দেখি ভালোবাসতে গিয়ে এক্কেবারে দিল উপুর করে ভালো্বেসে ফেলেন। এক হাতের বাইরের আর সবই মূল্যহীন। অপরিচিত পথে হাটতে হাটতে এতোটাই দুরে চলে যান যে ফিরতে গিয়ে কেবলই অচেনা পথ। প্রায়শই অন্ধকার- যেখানে কেবলই অস্পষ্টতা।
অনেক ভালো লাগলো লেখাটি পড়ে। ধন্যবাদ।
২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০
নান্দনিক নন্দিনী বলেছেন:
২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
সায়ফুল্লাহ হক তানভীর বলেছেন: অসাধারন , সবচেয়ে যেটা সবার আগে প্রয়োজন তাহল সহিষ্ণুতা । জাজাকাল্লাহ খায়ের
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০১
নান্দনিক নন্দিনী বলেছেন: সহমত
ধন্যবাদ !!
২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
টোকাই রাজা বলেছেন: প্রেএরম কি?
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪
নান্দনিক নন্দিনী বলেছেন: এই পোষ্টে পাগল এবং শিশুদের মন্তব্য করা নিষেধ
২৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ডিজুস প্রজন্ম প্রেমের মাহাত্ম্য না বুঝেই যখন তখন প্রেমে পড়ে যায়; অাবার যখন তখন প্রেম ভেঙেও যায় । এরা যখন প্রেমে পড়ে, এদের কাছে অালোচ্য বিষয় শুধু প্রেমই; অার কিছু এরা বোঝেনা । ব্রেক অাপ হলে সাময়িক স্থবিরতা । অবশ্য নতুন প্রেম হতে সময় লাগেনা । অাবার তাসের ঘরের মত ভেঙে যায় । ভাঙা ঘরের খেলা চলতেই থাকে । এ অবস্থার উত্তরণ ঘটা প্রয়োজন । অবশ্য সত্যিকারের প্রেমও যে হয়না, তা নয় । তবে সেটা দুর্লভ ।
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
নান্দনিক নন্দিনী বলেছেন: রূপক বিধৌত সাধু, সহমত
২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫
টোকাই রাজা বলেছেন: ঠিকই বলেছেন, আমার মত টোকাই এর পক্ষে আফনাগো গরীবের দরবারে না যাওয়া উচিত। :'(
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
নান্দনিক নন্দিনী বলেছেন: বিষয়টা গরীব কিংবা ধনীর নয়।
বিষয়টা বোঝা না-বোঝার
২৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
রাজিয়া সুলতানা বলেছেন: "আমি আশেপাশে লক্ষ্য করে দেখেছি বিবাহিত’রা নিজেদের মধ্যে হাসেন না, গল্প করেন না। কোথায় জানি একটা দায়িত্ব পালন। কয়েক জন কে দেখে আমার রীতিমতো মনে হয়েছে তাদের একটা অদৃশ্য কিছু নজরদারি করছে। অনেক টা আম্মুর ভয়ে দুপুরের ভাত ঘুমে বিকেলের অপেক্ষা। তার থেকে প্রেমিক প্রেমিকারা ঢের বেশি কোয়ালিটি টাইম পাস করেন। হাসেন, কাঁদেন, ঝগড়া করেন।মান-অভিমানের মতো অনুভূতি গুলোর চর্চা করেন। প্লিজ, মন খুলে ভালোবাসুন। ভালোবাসা হচ্ছে সেই অনুভূতি যা কোন দিন কারো অনিষ্ট করতে পারে না। ভালোবাসলে মানবীয় গুলাবলী গুলো আরো বেশি বেগবান হয়।"
----------------
নান্দনিক নন্দিনী, এই লেখাগুলো খুবই সত্যিভাবে বলেছেন।
সব চেয়ে ভালো লাগলো এই লাইনগুলো।
"হাসেন, কাঁদেন, ঝগড়া করেন।মান-অভিমানের মতো অনুভূতি গুলোর চর্চা করেন। প্লিজ, মন খুলে ভালোবাসুন। ভালোবাসা হচ্ছে সেই অনুভূতি যা কোন দিন কারো অনিষ্ট করতে পারে না। ভালোবাসলে মানবীয় গুলাবলী গুলো আরো বেশি বেগবান হয়।"
পোস্ট টা লগ ইন না করেই পড়ছিলাম। ভালো লাগা টুকু জানানোর জন্যই লগ ইন করলাম।
আসলেই মান-অভিমানের চর্চা, অনুভূতির চর্চা এগুলো না থাকলে জীবন বিষাদ হয়ে উঠবেই। এগুলোরই প্রয়োজন এখন অনেক বেশি।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
নান্দনিক নন্দিনী বলেছেন: অসম্ভব সুন্দর এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ!!
শুধু ভালোবাসাটাই অন্যরকম, বাকি সব জীবন যাপন!
আমি বিশ্বাস করি “ভালোবাসা থাকলে সব হয়, সব”।
২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৫
এপিটাফের গল্পগুচ্ছ্ বলেছেন: "সবাই ছাড়া বাঁচা যায় না। " সবাই এর অর্থটা জানতে চাচ্ছিলাম? কারন সবাইকে একসাথে নিয়ে বাঁচাও তো সম্ভব না। তাই নয় কি?একটু পরিষ্কার হতে চাচ্ছি। কারণ নিজেই এই রোগে আক্রান্ত
০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার কে কে আছে ??
২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩
রুদ্র জাহেদ বলেছেন:
লেখক বলেছেন:
শুধু ভালোবাসাটাই অন্যরকম, বাকি সব জীবন যাপন!
আমি বিশ্বাস করি “ভালোবাসা থাকলে সব হয়, সব”।
দারুণ পোস্ট,
১৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!!!
৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
নবাব চৌধুরী বলেছেন: আমার ক্ষেত্রে যেটা হয়েছিলো সেটার একটা দারুণ সুন্দর নাম আমি দিয়েছি।
১/কস আপ। এটা খেয়েই আমি তুষ্ট তবে সুখে নেই।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
নান্দনিক নন্দিনী বলেছেন:
৩১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
ইয়েলো বলেছেন: হা হা !! একেবারে ধুয়ে দিলেন দেখছি ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬
নান্দনিক নন্দিনী বলেছেন: তেমন-ই তো মনে হচ্ছে!!
ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯
আরণ্যক রাখাল বলেছেন: আপনি তো দেখি এই প্রযন্মের উপর সেই ক্ষ্যাপা| চিন্তার কিছু নেই বস| সবকিছু সবসময় একরকম থাকেনা| আপনার বাবামা আপনি যেভাবে ভালবাসছেন সেভাবে বাসেনি| আপনার ছেলেমেয়েরাও সেভাবে বাসবে না| স্টাইল পাল্টাবে কিন্তু মূল জিনিস একই থাকবে| নতুন বোতলে পুরনো মদ