নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

তাহলে, নতুন বছরে আপনার পরিকল্পনা কী?চাইলে, আমার সাথে লাঞ্চ করতে পারেন ক্লাউড বিস্ত্র’তে!! (শর্তাবলী পোষ্টে দেয়া আছে ) {ফলাফল প্রকাশিত!!} [নিজ দায়িত্বে জেনে নিন]

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:০১



আমার ঘরে কোনো ক্যালেন্ডার নেই। এমনকি কোনো দেয়াল ঘড়িও নেই। তাই মাসের শেষে পাতা ওল্টানোর সেই একঘেয়েমি থেকে আমি মুক্ত। তাছাড়া আমাকে কখনোই মনে করে ঘড়িতে দমও দিতে হয় না।

"চলে গেলোরে চলে গেলো" বলে যারা প্রতিনিয়ত সময়ের হিসেব কষে জেরবার তাদের জন্য আমার আন্তরিক সহানুভূতি রইলো। আমি সময়ের হিসেব কষাদের দলে নই, আমি সময় কে উপভোগ করাদের দলে। যা গেছে তার জন্য হাপুস নয়নে না কেঁদে যা আসছে তাকে হাসিমুখে সম্ভাষণ জানাতে চাই।

জীবনে আমার অনেক কিছু করার ইচ্ছা। তাই এলো-গেলোর ধারাপাতে থাকলো ভালোবাসা। আমি যেখানে যেতে চাই, তার জন্য তাড়াহুড়োর কিছু নেই। ধীরে গেলেও আমার কোনো ক্ষতি নেই।

আমার কাছে জীবনটা এক শিক্ষা সফর। শিখেই যাবো। সময় কে ভ্রমন করতে করতে একদিন ঠিক-ই আমি জেনে যাবো, এই নশ্বর জীবনের মানে।

২০১৬ তে সবার ইচ্ছার ষোলকলা পূর্ন হোক। অনেক অনেক শুভ কামনা রইলো।

সু-সংবাদ সু-সংবাদ সু-সংবাদ!!!

লিখে জানান আপনার এ বছরের (২০১৬) পরিকল্পনা আর জিতে নিন
ক্লাউড বিস্ত্রতে আমার সাথে লাঞ্চ করার সুবর্ণ সুযোগ :) :)

এ সুযোগ কেবল মাত্র "এই পোষ্টের সেরা পরিকল্পনা প্রনেতা মন্তব্যকারীর জন্য" !!!!!!!!!!
একাধিক মন্তব্য গ্রহযোগ্য।

ধন্যবাদ :) :)

Happy new year!!

মন্তব্য ৯১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:২০

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: আমার পরিকল্পনা হল-

১। দুটি বই প্রকাশ করব।
২। একটি বেসরকারি চ্যানেলে রিপোর্টার হিসেবে জয়েন করছি।
৩। মাত্র ২৯ সেকেন্ডের শর্টফ্লিম ও ৫২ পর্বের ধারাবাহিক নাটক বাই- সাইকেলের বালিকা নির্মাণ করব।
৪। এলএলবি স্টাডি চালিয়ে যাব।
৫। কোন সাহিত্য সংগঠনের সাথে সময় দিব।
৬। ৪০ দিন অর্থাৎ, ১ চিল্লা সময় দিব।

এছাড়া, দৈনিক আমার সময়ে তো স্টাফ রিপোর্টারে কাজ চলবেই।
উদীচী শিল্পী গোষ্ঠীতে সময় তো দিবই।

ধন্যবাদ আপনাকে। নতুন বছরের শুভেচ্ছা রইলো।

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

নান্দনিক নন্দিনী বলেছেন: বেশ ভালো। পরিকল্পনা বাস্তবায়িত হোক, শুভেচ্ছা রইলো :)

২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৪

রাফা বলেছেন: কোন পরিকল্পনা নেই চলতে চলতে যা হবার তাই হবে।
দেখতে দেখতে যা দেখার দেখবো ,
শুনতে শুনতে যা শোনার শুনবো।
যা কিছু আমার করার সে টুকু নয় আরেকটু বেশি করবো।
তবে থামবোনা থেমে গেলেইতো শেষ।

শুভ নববর্ষ,নান্দনিক নন্দিনী।

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

নান্দনিক নন্দিনী বলেছেন: সাহসী মানুষের মতো, সাহসী পরিকল্পনা। শুভেচ্ছা :)

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:১১

রক্তিম দিগন্ত বলেছেন: ইচ্ছাসমূহঃ

১। একবছর ধরে যেইটাকে না না শুনতেছি, সেইটাকে হ্যা বানানো
২। লেখালেখিতে অনলাইন ছেড়ে শক্ত মলাটে বাঁধাই করা কাগজের দলার দিকে নিয়ে যাওয়া
৩। পড়ালেখায় প্রচুর গ্যাপ দিয়েছি। ঐটা কাভার হচ্ছে। কিন্তু এইটা চলার সাথে সাথেই ইন্টার্ন করে রাখা। যেন পাস করে চাকরীতে ঢুকতে দেরী নাহয়
৪। আম্মু অসুস্থ। বছর জুড়ে আম্মুকে যতটা সম্ভব কম অসুস্থ ও চিন্তামুক্ত রাখা
৫। পাগলামী না করা
৬। বাসার উপর থেকে নির্ভরশীলতা একেবারেই ছাড়া (এইটা হবে কিনা জানিনা)
৭। মানুষকে সাহায্য করা - যতটা সম্ভব
৮। বদঅভ্যাস আছে একটা ঐটা ত্যাগ করা :( (গত কয়েকবছর ধরেই এইটা লিস্টে আছে)
৯। উপরের ৮টার কোনটাই যেন বাদ না যায় - সেইটার তদারক করা।
১০। আর হ্যা - এই পরিকল্পনার সুবাদে যদি লাঞ্চটা পেয়েই যাই - তাহলে, সেইটা প্যাক করে কুরিয়ার করে দিবেন। আমার কিছু পিচ্চি পিচ্চি বন্ধু আছে - তাদেরকে সাথে নিয়ে খাব। B-)

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: রক্তিম দিগন্ত, পরিকল্পনা অনেক গোছানো, সুচিন্তিত আর অর্জন যোগ্য। অনেক অনেক শুভ কামনা। ফলাফল পরে জানানো হবে। শুভেচ্ছা :)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫১

সায়েদা সোহেলী বলেছেন: সব রকম প্রত্যাশা রাগ ,দুঃখ ,ক্ষোভ ,অভিমান ইত্যাদি অনুভূতি কে বাক্স বন্দি করিয়া একদম নির্ঝঞ্ঝাট শান্তিময় জীবন যাপন করা !:#P

লাঞ্চ মেনু কার পছন্দে হবে ?? নন্দিনীর না আমার ?? খাবার আর পোশাক এর ব্যাপারে আমি অন্যের পছন্দ মানতে রাজি নই :-0 :)

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

নান্দনিক নন্দিনী বলেছেন: শান্তিময় জীবনের চাওয়া পূরন হোক।
লাঞ্চ মেনু বিজয়ীর পছন্দে হবে, আমি আবার খাওয়া থেকে গল্প বেশি পছন্দ করি।
ড্রেস কোড? সেটাও বিজয়ীর নিজ পছন্দে উপর রইলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ :)
ফলাফল?? অপেক্ষা করুন, জানা যাবে :)

৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:১৮

রুদ্র জাহেদ বলেছেন:
এ বছর মানসম্মত এবং পছন্দের ৪০০ টি বই পড়ার পরিকল্পনা আছে।লিস্ট বানাইছি,তার মধ্যে অনেকগুলোর নাম ব্লগে করা পোস্টে রয়েছে...
আর বিশ্ববিদ্যালয় লাইফের গত সেমিস্টারটারটা যেভাবে হেলেদুলে কাটিয়েছি সে একঘেয়েমি থেকে বের হয়ে আরো সিরিয়াস হওয়া এবং ক্যারিয়ার নিয়ে এখন থেকে পরিকল্পনা করে এগিয়ে যাবো...

আর ছাত্রজীবনে যা করা উচিত সেই ট্র্যাকে চলার চেষ্টা করা... :)
একটুবেশি ক্যাচাল করে ফেললাম মনে হয় আপুনি, আচ্ছা সরি...

নতুন বছরের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ৪০০টা বই! এক বছরে!!
আশা পূরন হোক :)
শুভেচ্ছা

৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার পরিকল্পনা,

ক্লাউড বিস্ত্রতে আপনার সাথে লাঞ্চ করবো। ;) ;) ;)

হা হা হা। নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা, দেখা যাক পরিকল্পনা বাস্তবায়িত করা যায় কি না।
শুভেচ্ছা :)

৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭

আরণ্যক রাখাল বলেছেন: আমার পরিকল্পনা ছিল| বাতিল করে দিয়েছি| এখন কোন পরিকল্পনা নেই| পরিকল্পনা না করেই সব করবো এটাই পরিকল্পনা|
রাজপুত্রের মত আমাকেও একটা পরিকল্পনা করতে হচ্ছে দেখি!

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার বাতিল কৃত পরিকল্পনাদের ফিরিয়ে আনুন :)
না হলে একই পরিকল্পনা আগে ভাগে জানানোর কারনে, রাজপুত্র নির্বাচিত হয়ে যেতে পারে :p
শুভেচ্ছা :)

৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

রিকি বলেছেন: নতুন বছরের পরিকল্পনা একটাই, আগে ভাগে চিন্তা আর না, আর না....(পেড্রোলো পাম্পের অ্যাড থেকে ইন্সপিরেশন নিয়েছি) !!!! B-)) হ্যাপি নিউ ইয়ার আপু :)

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৪

নান্দনিক নন্দিনী বলেছেন: তারপর তো আবার আমাকেই জিজ্ঞেস করবেন, কোথায় একখন্ড নিষ্ককন্টক জমি পাওয়া যাবে, বাড়ী বানাতে কোন সিমেন্ট ভাল।
পরি'র সাথে কল্পনা কে যুক্ত করুন, আর জানাতে পারেন। পুরষ্কার তো রয়েছেই। আপনিও হতে পারেন বিজয়ী!

৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬

সুলতানা রহমান বলেছেন: পরিকল্পনা করে কিছুই হয়না। তাই কোন পরিকল্পনা নাই।
শুভ নববর্ষ। :)

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

নান্দনিক নন্দিনী বলেছেন: "পরিকল্পনা করে কিছুই হয়না।" --- বোলে তো!!!
না না না এটা বললে তো হবে না। মানি না, মানছি না :( :(
শুভেচ্ছা :)

১০| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

চোখের কাঁটা বলেছেন: আপাতত আপনার সাথে লাঞ্চ করার পরিকল্পনা আছে! আর বাড়তি কোন ইচ্ছা নাই। এখন আপনার সাথে লাঞ্চ করা শুধু সময়ের ব্যাপার মাত্র! অবশ্য যদি জিতবার পারি তাইলে........... :`>

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

নান্দনিক নন্দিনী বলেছেন: অতি অবশ্য-ই, অতি অবশ্য-ই !!

ধন্যবাদ :)

১১| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

গেম চেঞ্জার বলেছেন: শুভ ২০১৬!!

০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ইয়েইই ই ই ই ই ই ই
Happy new year :)

১২| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

লালপরী বলেছেন: পরিকল্পনা এই কম্পিটিসনে ফাস্ট হওয়া B-)

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

নান্দনিক নন্দিনী বলেছেন: আরেহ ! আরেহ!! তাই নাকি?
শুভেচ্ছা :)

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

চোখের কাঁটা বলেছেন: তার মানে জিত্তা গেলুম নাকি? বুঝবার পারতাছি নাতো? আনন্দে কিন্তু নৃত্য করবার মুঞ্চাচ্ছে! জলদি কইরা কন চাই দেহি, ফলাফল কি? :P

ওহ, নতুন বছরের শুভেচ্ছা জানাইতে ভুল কইরা ফেলছিলাম! শুভেচ্ছা লইবেন যে!

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

নান্দনিক নন্দিনী বলেছেন: অপেক্ষা করুন, অপেক্ষা করুন :)
ধন্যবাদ !!
শুভেচ্ছা রইলো।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

কল্লোল পথিক বলেছেন: পরিকল্পনা ছাড়াই কাটুক না একটা মানব জীবন।
নতুন বছরের শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

নান্দনিক নন্দিনী বলেছেন: "পরিকল্পনা ছাড়াই কাটুক না একটা মানব জীবন"- ???????????????
নতুন বছরের শুভেচ্ছা :)

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০

আরজু পনি বলেছেন:
পরিকল্পনা আছে কিছু...তবে পাবলিক প্লেস ...তাই বলতে চাইছি না :)

কিন্তু আপনার লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছি এটা সত্যি...সেটা জানাতেই মন্তব্য করা মূলত ।

আপনার ক্যালেন্ডার আর ঘড়ি না থাকার ব্যাপারটা বেশ পছন্দ হয়েছে । যদিও আমাকে সকাল বেলা পাঁচ মিনিট দেরী হলেই পুরো দিনের হিসেব বদলে যায়...তাই ক্যালেন্ডার তেমন না হলেও ঘড়ি লাগেই । আর মাস ব্যাপী পরিকল্পনার জন্যে অবশ্য ডিজিটাল ক্যালেন্ডারের দারস্থ হই...কাজেই আমি ওসবে নির্ভরশীল...বাজে বাস্তব ।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল, তবে হার জিত নয়-আপনি চাইলে চা/কফির দাওয়াত এমনিতেই দিতে পারেন :#) আমি খুব চা পছন্দ করি...

আমার ২০১৫ এর শেষ লেখায় আপনার নীরব (লাইক বাটনে) উপস্থিতির জন্যে ধন্যবাদ রইল ।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

নান্দনিক নন্দিনী বলেছেন: তাহলে তো প্রাইভেট প্লেসে আপনার পরিকল্পনা শুনতেই হয় !!!
সাথে চা’ তো হবেই। আপনার সাথে এক কাপ চা ও কিছু সময়ের জন্য গল্প করার সুযোগ আমি কোনো ভাবেই হাত ছাড়া করতে চাই না।

খুুউব ভালো লেখেন আপনি। বাস্তবিক এবং সাবলীল লেখা।

অনেক অনেক ভালো থাকবেন :) :)

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

নান্দনিক নন্দিনী বলেছেন: আরজুপনি, ঠিকঠাক ভাবে চেয়ারে বসুন। একটা সু-সংবাদ অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে :)
এই পরিকল্পনা’র বৈঠক থেকে আপনি প্রথম আমন্ত্রিত হচ্ছেন।
ইমেইল করুনঃ [email protected]
ধন্যবাদ!!!

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

আইএমওয়াচিং বলেছেন: আমার কোন পরিকল্পনা নাই । যদিও ভাগ্যে আস্থাশীল নই, তবুও আমি বরং ভাগ্যের ছোঁয়া কামনা করছি যাতে একজন পরিকল্পনাবিহীন কাউকে আপনি লাঞ্চের জন্য মনোনীত করেন । B-)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

নান্দনিক নন্দিনী বলেছেন: কোনো চান্স নেই, “Better LUCK next time” :)

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

আইএমওয়াচিং বলেছেন: :( :(

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

নান্দনিক নন্দিনী বলেছেন: :) :)

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২

এস কাজী বলেছেন: আমার পরিকল্পনা করে কিছু হয়নি কখনো। যা হয় হুট করে হয়। মাস্টার্স শেষ করলাম মাত্র। একটা চাকরী খুঁজব।

আর কিছু পরিকল্পনা করি না করি বিয়ের ক্ষেত্রে পরিবার পরিকল্পনা অবশ্যই করব =p~

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা , বেশ ভালো :) :)
শুভ কামনা রইলো!

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

আরাফাত হোসেন অপু বলেছেন: কেউ একজনের আত্না টাকে আমার নিজের ভিতর থেকে মুছে ফেলার চেষ্টা বিগত বছর এর মত চালিয়ে যাবো...............আপাতত আর কোন পরিকল্পনা নাই...ওগুলো এমনিতেই আসবে....ইনশাল্লাহ!!!!

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ইনশাল্লাহ!!!!
আল্লাহ আপনার সহায় হোন (আমিন)

২০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

ফুয়াদ আল আবীর বলেছেন: আপাতত ইন্টার, তারপর অ্যাডমিশনে কোথাও থিতু হতে পারলে স্কলারশীপের চেষ্টা... দেখা যাক...!

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

নান্দনিক নন্দিনী বলেছেন: বাহঃ বেশ ভালো !!
শুভ কামনা রইলো :)

২১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



আমার কোন পরিকল্পনা নাই। :)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

নান্দনিক নন্দিনী বলেছেন: খুউব ভালো!!!!!!!!!!!!!
আপনের জন্য দুটা রসগোল্লা, যান বাড়ি গিয়া খান
অনেক অনেক শুভেচ্ছা! ভালো থাকবেন :)

২২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

প্রামানিক বলেছেন: আমার মনের মাঝে অনেক পরিকল্পনা কিন্তু বছর শেষে দেখতে পাবো তার সিকি পরিমানও পুরণ হয়নি। কাজেই আমার পরিকল্পনা আমার ভিতরেই রেখে দিলাম। তবে ছড়া, গল্প আর একটি উপন্যাস প্রকাশ করার ইচ্ছা আছে এটা হয়তো পূরণ হতে পারে।
আপনার সাথে লাঞ্চ করার সৌভাগ্য হয়তো হবে না, তবে ইচ্ছে করলে আমার সাথে ডাল ভাত খেতে পারেন সেই দাওয়াত দিয়ে গেলাম। ধন্যবাদ বোন নান্দনিক নন্দিনি। ব্লগারদের উৎসাহ দেয়ার জন্য সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য নতুন বছরের শুভেচছা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার দাওয়াত সানন্দে গ্রহণ করা হলো :)
এখানে যেহেতু শর্তাবলী প্রযোজ্য তাই আমি শর্তের বাইরে যাবো না।
তবে আশা ছেড়ে দেয়া যাবে না, জীবন টা বিস্ময়ে ভরা। দেখা যাক আগামী কি বলে!!!
শুভেচ্ছা নিবেন, ভালো থাকবেন ভাইয়া :)

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৬

আবু শাকিল বলেছেন: প্রশ্নপত্র ফাঁসের সুযোগ থাকলে আমাকে বলে দেন -
কোন সেরা পরিকল্পনা টা বললে ক্লাউড বিস্ত্রতে আপনার সাথে সাথে লাঞ্চ করার সুবর্ণ সুযোগ পাব :) :)

আরেকটা কথা আপনার কানে কানে বলতে চাই -
খুব বেকার আছি রাস্তায় দাড়িয়ে এক কাঁপ চা ,বিষাক্ত নিকটিন আর মেয়ে দেখতে ভাল্লাগে না।গতি হলেই বাঁচি ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০১

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনি কেন বেকার আছেন জানেন, ফাঁস হওয়া প্রশ্ন পত্রে পাস করেছেন তাই :P :P
ভাই রে অভ্যাস বদলান, লেখাপড়ার কোনো বিকল্প নাই :)
ভালো থাকবেন।

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:



স্ট্রেঞ্জ আপনি ক্যামনে বুঝলেন আমি যে এখন বাড়িতে নাই। ;)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২১

নান্দনিক নন্দিনী বলেছেন: কারন আপনি সেই তখন থেকে ব্লগে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছেন :-/ :-/
আমি কি কিছুই দেখিনা ?
সব খেয়াল তো আমাকেই রাখতে হয় :) :)

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭

নতুন বলেছেন: তেমন ভাবে চিন্তা করিনাই।

জানু/ফেব্রুয়ারীর মধ্যে আমার স্ত্রী আর মেয়ে কে আমার কাছে নিয়ে আসা.. খুবই মিস করছি ওদের।

জন্মের পরে ২১ দিন বয়সে আমি কম`স্থলে চলে এসেছি আর কাজের ব্যস্ততায় এখন পযন্ত দেশে যেতে পারিনা। এখন ডানা ৭ মাস বয়স... অনেক বড় হয়ে গেছে মেয়ে আমার।

এই সময়ে ওদের পেপাস রেডি করেছি...এখন ফেব্রুয়ারীর ভেতরে ওদের নিয়ে আসবো এটা একটা কাজ হাতে আছে :)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৫

নান্দনিক নন্দিনী বলেছেন: নতুন ভাই, নতুন বছরের প্রথম ভালো সংবাদ!! জাষ্ট ম্যাজিকের মতো মন ভালো হয়ে গেলো :) :)
ডানা মামনির জন্য অনেক অনেক আদর। ভাবী এবং বাচ্চা সুস্থ মতো খুব দ্রুত পৌঁছে যাক নীড়ে।
অনেক অনেক শুভ কামনা রইলো ।

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩

নতুন বলেছেন: হুম ওদের মিস করছি খুব বেশি... প্রতিদিন স্কাইপে সকাল রাতে দেখি... সময় খুবই দ্রুত চলে যায় কিন্তু আমরা টের পাইনা...

এই তো কদিন আগেই ২১ মে তে জন্ম... এখন ৭ মাস হয়ে গেছে... কদিন পরেই স্কুলে যাবে... তার পরে আরো কিছুদিন পরেই পরের ঘরে চলে যাবে... ভাবতেই মন খারাপ হয়ে যায়..আবার ঐ একটু হাসির কাছে সারা দুনিয়ার কোন কিছুরই তুলনার যোগ্য না...

লাইফ আসলেই Beautiful...

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪২

নান্দনিক নন্দিনী বলেছেন: আলহামদুল্লিলাহ!! অনেক অনেক দোয়া থাকলো!!!!!!!!
মেয়ের একটা ছবি দেননা দেখি।
প্রবলেম না থাকলে, পুরো পরিবারের ছবি দেখতেই আমি বেশি আগ্রহী :)

২৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪১

কালীদাস বলেছেন: আগামীকাল ব্রান ক্যাসেল (ব্রাসভ, ট্রানসালভিনিয়া) দেখতে যাওয়ার প্ল্যান ছিল, অনিবার্য কারণবশত তা স্হগিত করেছি :( বছরের পয়লা প্ল্যানেই বাগড়া :|
হ্যাপি নিউ ইয়ার :)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

নান্দনিক নন্দিনী বলেছেন: Soooooooo SAD!!
পরে সময় করে, গিয়ে ঘুরে এসে আমাকে জানাবেন। সুন্দর জায়গা হলে আমিও একটা ট্রিপ দিতে পারি :)
সাবধানে যাবেন, ভালো থাকবেন !!

২৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:০৭

নতুন বলেছেন: ইমেইল করুন... আমি মেয়ের ছবি পাঠাবো.. [email protected]

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ২:২৫

নান্দনিক নন্দিনী বলেছেন: পাঠিয়েছি :) :)

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৩

অপু তানভীর বলেছেন: এতো পরিকল্পনা করার সুযোগ কই?
২০১৬ তেও খাবো ঘুমাবো আর ঘুরে বেড়াবো! আর পেট চালানোর জন্য অবশ্য টিউশনি করতে হবে।
তবে ভাবছি ১৬ তে বর্তমান প্রেমিকার সাথে ব্রেক আপ করবো :D

০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৫

নান্দনিক নন্দিনী বলেছেন: মানুষ প্রেমের ফাঁকে ফাঁকে ব্লগিং করে, আর আপ্নে তো মিয়া ব্লগিং এর ফাঁকে ফাঁকে প্রেম করেন বলে আমার ধরনা। এমনে চলতে থাকলে আপনার প্রেমিকাই নিজ দায়িত্বে আপনাকে টাটা দিয়ে যাইবো গা।
যা হোক, অনেক অনেক শুভেচ্ছা রইলো। ব্রেক আপ পার্টি দিলে স্মরণ করিয়েন। ভালো থাকবেন :) :)

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৪

সাইফ রাসেল বলেছেন: ইউ নো হোয়াট, ব্লগটা পড়তে গিয়ে আমি রীতিমত একটা সাইকো থ্রিলার গল্প বানিয়ে ফেলেছি =p~ আমি খুব ভয়ংকরভাবে অনুপ্রাণিত হলাম পোস্টটা পড়ে, আমি খুবই সিরিয়াস -_-


বাই দ্যা ওয়ে, ক্লাউড বিস্ত্র'টা ঠিক কি জিনিশ আমার জানা নেই। নাম শুনে মনে হচ্ছে বড় কোন রেস্টুরেন্ট খুব সম্ভবত। তবে আপাতত আমার এই বছরের মূল বক্তব্যের একটি হচ্ছে যথাসময়ে লাঞ্চ সম্পন্ন করা। বিগত ৫ বছর বা তার বেশি সময় ধরে আমার খাওয়া দাওয়ার কোন টাইমিং নেই :( যেহুতু এমনিতেই একটু অসুস্থ মানুষ, তাই ইদানিং টের পাচ্ছি এই ব্যাপারটা নিয়ে কিঞ্চিত আগ্রহ সৃষ্টি করতে হবে -_- । কোন এক সায়েন্স ফিকশন বইতে পড়েছিলাম, যেখানে মহাকাশচারীরা একটা ক্যাপসুল খেয়ে ৩ মাস না খেয়ে থাকতো, এরকম কিছু অবশ্যই দরকার আমার :)

ওকে, পয়েন্ট আকারে ভাবতে থাকি,

১। প্রতিদিন কিছু না কিছু লেখা, সেটা সোশাল মিডিয়ায় হোক অথবা কাগজে।
২। এককালে ওয়েব নিয়ে কাজ করতাম, পরেরদিকে পুরোদস্তুর ডিজাইনার হবার সুবাদে সেটা ভুলে গেছিলাম, আমি এখন ডিজাইন থেকে আবার ওয়েবে যাচ্ছি ফর শিউর :)
৩। কয়েকটা ছোট খাট এন্ড্রোয়েড এপ ডিজাইন করার সৌভাগ্য হয়েছিল এখন মনে হচ্ছে কেনোনা কোডিংটা শিখে ফেলি :)


এবং অবশ্যই অবশ্যই, আমার ফিল্মগুলোকে বাস্তবে রূপ দেয়া। এযাত্রায় বেশ কিছু গল্প প্রস্তুত আছে, ব্যাটে বলে মিললেই হয়ে যায় :)

০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০২

নান্দনিক নন্দিনী বলেছেন: ইয়েয়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়
বেশ গুনি মানুষ মনে হচ্ছে :)
জানেন, আমি কোনোদিন রাগ করেও একবেলা না খেয়ে থাকিনি। আমি না খেয়ে থাকতে পারিনা।
অনেক অনেক শুভেচ্ছা রইলো। স্বপ্ন পূরণ হোক, পরিকল্পনা বাস্তবায়িত হোক। নতুন বছর জুড়ে সাফল্য আসুক। ভালো থাকবেন।

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

লিও কোড়াইয়া বলেছেন: ২০১৬ সালে আমার পরিকল্পনা:
=< গিটার শেখা (ছোটবেলা থেকেই শখ, হালকা পাতলা শেখা শুরু করেছি)
=< মিতব্যয়ী হওয়া (আমার হাত আক্ষরিক ও রূপক দুইভাবেই অনেক লম্বা, আক্ষিরিকটা তো আর পরিবর্তন করতে পারবো না, রূপকটাই ছোট করতে হবে!)
=< খেলাধূলাটা আবার কন্টিনিউ করা (সময়ের অভাবে করা হয়ে উঠে না)
=< ভিডিও এডিটিং এর কাজ শেখা, ক্যামেরা কিনে ইতোমধ্যে ফোটোগ্রাফি শেখা শুরু করেছি, ইচ্ছে আছে নিজে ফান ভিডিও বানিয়ে ইউটিউবে প্রকাশ করা। (আমি অনেক লাজুক হওয়াতে পারবো কিনা জানি না)
=< পরিবারের সাথে যোগাযোগটা আরও মজবুত করা (গত বছর থেকেই শুরু করেছি)
=< আরেকটু ওজন রাড়ানো (আগের থেকে একটু বেড়েছে, কিন্তু ভুড়ি যেন না হয় সেদিকে খেয়াল রাখা)
=< বি.সি.এস. টা সবাই দিতে বলে, কিন্তু এতো পড়াশোনা করা আমার দাড়া সম্ভব না। তারপরেও শেষ বারের মতন বিসয়টা ভেবে দেখা (যেহেতু এখনও অনেক বয়স আছে)
=< নিজের রুমটা একটু গুছিয়ে রাখা (বিগত ৫ বছর ধরে করে আসছি, একদিন বাস্তবায়িত করতে পারবো আশা করি! )
=< রাগটা কমানো এবং রেগে গেলেও উত্তর না করা (কেন আমি আমি কমাতে পারি না এর কারণ খঁজতে গিয়েই মেজাজটা বেশি খারাপ হয়)
=< স্পর্শকাতর বিষয় নিয়ে জোকস না করা এবং ভালগারিজম নিয়ন্ত্রণে রাখা (যদিও আই লাভ মাই ভালগারিজম)
=< ভালবাসার মানুষের অনুভূতিকে প্রাধান্য দিতে চেষ্টা করবো (আমি আমার মত করে দিলে সে বিশ্বাস করতে চায় না!)
=< বিয়েটাকে আরও কয়েক বছর পিছিয়ে নেয়ার কার্যক্রম অব্যহত রাখা! (আমার পরিবার বিয়ে দেয়ার জন্য উঠে পরে লেগেছে)
=< লাস্ট বা নট দ্য লিস্ট, পুরো লিস্ট টা লেমেনেটিং করে বাধিয়ে রাখা (কোথায় ঝুলাবো সেটা নিয়ে টেনশিত)

নতুন বছরের শুভেচ্ছ। কবে যাাচ্ছি তাহলে ডিনারে?? (কারণ লান্স করার সময় মনে হয় পাবো না, লিস্ট লেমেনেটিং করতে হবে না)

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা, খুব শীঘ্রই যাচ্ছি। এই সব নিয়ে আপনি একদম ভাববেন না :P :P
লেখালিখি তে মন দিননা বাপু।
ধন্যবাদ !!!!!!!!!!
অনেক অনেক শুভেচ্ছা :) :)

৩২| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯

লিও কোড়াইয়া বলেছেন:

আমি মন ভালো থাকলে লিখি, মন খারাপ থাকলে লিখি না। সুতরাং বছর জুড়ে মন ভালো থাকলে লেখালেখিতেও মনোযোগ দিতে পারবো আশা করি!

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: পাঠক হিসেবে সব পড়তে পছন্দ করি, শুধু অজুহাত পড়তে চাই না।
আপনি কি কোনো অজুহাত লিখেছেন??
সারা বছর “মন” অব্যাহত ভাবে ভালো থাকুক, শুভ কামনা রইলো।

৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমিও নতুনের ফ্যামিলির ছবি দেখতে চাই :)

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

নান্দনিক নন্দিনী বলেছেন: কার??????????

৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

তুষার আহাসান বলেছেন: আমি ভিন দেশী,তাই লাঞ্চ-টাঞ্চ নয়,খরচাপাতি বেশী হয়ে যাবে আপনার।
ভাল লাগা জানিয়ে গেলাম।
জীবন আমাকে দিয়ে যা-যা করিয়ে নেবে তা-ই করব।
সময়ের রাজত্বে তো আমরা শুধু জীবনের দাসত্ব করি।
শুভ কামনা।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!!

৩৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ব্লগার নতুন =p~

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

নান্দনিক নন্দিনী বলেছেন: সেটা নতুন ভাইয়ের পোষ্টে গিয়ে লিখলে ভালো হতো না?
ধন্যবাদ :) :)

৩৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯

উল্টা দূরবীন বলেছেন: আমার পরিকল্পনাঃ

১। ভালো একটা চাকরি জোগাড় করা।
২। মাথার ভিতর যত বান্দ্রামি আছে সব বাদ দেওয়া।
৩। উচ্চতর পড়ালেখা চালিয়ে যাবো।
৪। মিথ্যা কথা একেবারেই বাদ দিবো।
৫। একটা প্রেম ট্রেম করার ইচ্ছা আছে।
৬। ঢাকার বাইরে অন্তত দুবার ঘুরতে যাবো।
৭। একটা ভালো ক্যামেরার কিনা।
৯। বিড়ি খাওয়া ছাড়ার ইচ্ছা আছে।

এরকম আরো ডজন খানেক প্ল্যান আছে।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

নান্দনিক নন্দিনী বলেছেন: খুব ভালো :) :)
অনেক অনেক শুভেচ্ছা রইলো !!

৩৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

নেক্সাস বলেছেন: আমার কোন পরিকল্পনা নাই।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩

নান্দনিক নন্দিনী বলেছেন: শাব্বাশ!!!!!!

৩৮| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রেজাল্ট কি??

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

নান্দনিক নন্দিনী বলেছেন: ফলাফল দেয়ার সময় এখনো আসে নাই। আরেকটু দেখি অন্য আর কেউ পরিকল্পনা জানাতে চান কিনা :) :)

৩৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

আইএমওয়াচিং বলেছেন: আগেরবার বার পরিকল্পনাহীনতার কথা বলেছিলাম । দেখি এবার পরিকল্পনার কথা বলে রেসে থাকা যায় নাকি ?

নতুন বছরে আমার পরিকল্পনা প্রচুর ঘুরাঘুরি করা । ২০১৫ তে রাজনৈতিক অস্থিরতার জন্য যেটা বিঘ্নিত হয়েছিল । এবার সেটা পুষিয়ে নেবার চেস্টা করা ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩

নান্দনিক নন্দিনী বলেছেন: বাহ! বেশ ভালো পরিকল্পনা।
শুভেচ্ছা নিবেন, আশা করি ভালো থাকবেন।

৪০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

শহুরে আগন্তুক বলেছেন: নিজেকে আরও বেশী ভালোবাসতে শিখবো এবং ভালোবাসা যায় এমন কাউকে ভালোবাসবো :)

( এই লাঞ্চ প্রতিযোগিতার দৌড়ে সামিল হচ্ছি না!..... ওসব বছর ব্যাপী লেখিকাকে ধরে, বেঁধে, হুমকি দিয়ে, ব্ল্যাকমেইল করে এমনিতেই আদায় করা হবে ;) )

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

নান্দনিক নন্দিনী বলেছেন: মাইর হবে সাউন্ড হবে না :) :)
আমার সব টাকা ব্যাংক ঋণ নিয়েছে। তুমি তো জানো-ই দশের উপকারে আমার আন্তরিকতার কোনো ঘটতি নাই। আমি এখন চার হাত পা নিয়ে আছি। Sooooooo :( :(

৪১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২০

শহুরে আগন্তুক বলেছেন: পেটে খেলে পিঠে সয় ;)

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫

নান্দনিক নন্দিনী বলেছেন: ইতোমধ্যে আমার ক্রেডিট কার্ডে চার সংখ্যার একটা অংক যোগ করা হয়েছে :( :( (কড়াই গোস্ত+ বিশ্ব সাহিত্য কেন্দ্র )
বলতে দেরি হয় ,আমাকে দিয়ে করিয়ে নিতে কোনো দেরি হয় না :-/ :-/
সামনে আবার বই মেলা। আমি এই ছারপোকার হাত থেকে নিস্কৃতি পাওয়ার জন্য পুরো ফেব্রুয়ারি মাস নিরুদ্দেশ হয়ে থাকতে চাই ;) ;)

৪২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৬

শ্রাবণধারা বলেছেন: অনেক আগ্রহ নিয়ে আপনার পোস্টের মন্তব্যগুলো পড়লাম ।

পেশাগত জীবনে আমার কাজ হলো "পরিকল্পনা" করা । তাই মনে হল এই কাজটা ঠিক কিভাবে হয় তা আপনার পাঠকদের সাথে শেয়ার করি ।

মোটের উপর মডেলটা হলো এমন - সূদুর প্রসারী লক্ষ - উদ্দেশ্য - উদ্যোগ - মাইলস্টোন । প্রথমে "ভিশন" বা সূদুর প্রসারী লক্ষ, তারপরে সূদুর প্রসারী লক্ষ অনুযায়ী স্বল্প/ মধ্যমেয়াদী "অবজেক্টিভ" বা উদ্দেশ্য (যেটা আমি অর্জন করতে চাই), তার পরে এই উদ্দেশ্যগুলো অর্জনের জন্য কি কি উদ্যোগ (ইনিশিয়েটিভ) নিতে হবে বা কাজ করতে হবে তা নির্বাচন করা, তার পরে প্রতেকটা কাজের জন্য স্বল্পকালীন "মাইলস্টোন" সেট করা । সব মিলে এই হলো প্লান । এর পরের পর্যায়ে আছে, কতখানি অর্জন হলো তা একটা নিদৃষ্ট সময় পরপর পরিমাপ করা ।

ধরা যাক আমার সূদুর প্রসারী লক্ষ হলো একজন ভাল মানুষ হওয়া। এটা একটা অতি সূদুর প্রসারী লক্ষ, কিন্তু আমাকে দেখতে হবে আগামী ৩ বা ৫ বছরে কি কি ফলাফল অর্জন করলে মানুষ হওয়ার লক্ষে এগিয়ে যাওয়া যেতে পারে । ধরা যাক সামগ্রিক বিশ্লেষণ করে আমি দেখলাম যে আমি তিনটি জিনিস অর্জন করতে চাই - পরিবারের সদস্যদের উন্নতি করা, আত্মীয়দের উন্নতি করা এবং আমি যে গ্রামে জন্মেছি সেই গ্রামের উন্নতি করা । এখন এগুলো অর্জনের জন্য আমাকে উদ্যোগ নিতে হবে এবং কাজের লিস্ট তৈরী করতে হবে । প্রথমটি অর্জনের জন্য ধরা যাক পরিবারের সদস্যদের প্রতিদিন সময় দিতে হবে, সবার সাথে ভাল ব্যবহার করতে হবে,ধরা যাক আত্মীয়দের উন্নতির জন্য অর্থ সাহায্য করতে হবে, গ্রামের উন্নতির জন্য ধরা যাক কজন ধনী বা জ্ঞানী আত্মীয়কে সংগে করে একটা স্কুল করতে হবে । এগুলো হলো উদ্দ্যোগের উদাহরণ । আর এই সবটা মিলেই পরিকল্পনা।
যাক, আমার নিজের সেই অর্থে আগামী বছরের জন্য তেমন কোন পরিকল্পনা নেই । তবে আমার ভিশনের কথা শেয়ার করা যেতে পারে - আমার ইচ্ছে হলো এখন থেকে বেশ কিছু বছর পরে শিশু শিক্ষা নিয়ে কাজ করা - ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণি পর্যন্ত ছেলে-মেয়েদের কমিউনিকেশন এবং তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করার ইচ্ছা আমার । যাতে করে দশম শ্রেণি পাশ করা যেকোন ছেলে মেয়ে ফিলিপিনসের একজন দশম শ্রেণি পাশ করা একজন ছেলে বা মেয়ের মত ইংরেজীতে কমিউনিকেশন করতে পারে আর তথ্য প্রযুক্তির দক্ষতা দিয়ে অনলাইনে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে ।

০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

নান্দনিক নন্দিনী বলেছেন: খুব ভালো :) :)
অনেক অনেক শুভেচ্ছা রইলো !!

৪৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩৯

তিথীডোর বলেছেন: ----অস্থিরতা/টেনশন কমাতে চাই ২০১৬ এর প্রথম থেকেই..বড় বেশী অস্থির আমি!
----মেয়ের এ বছরে একটা ভাল কলেজে ভর্তি নিয়ে অশান্তিতে আছি (ওর সম্পর্কে একটা পোস্ট দিয়েছি, আমার ব্লগে ঢুকে পড়লে ওর ধারনাটা নিতে পারবেন), সেটা যেন আল্লাহর রহমতে বাস্তবায়িত করতে পারি...
----প্রবাসে আছি বহুদিন..মন চায় দেশে ফিরে যাই পাকাপাকি, এ দোটানা জীবনের টানাপোরেন থেকে মুক্তি চাই! দেখা যাক কি হয়!
----নিজের যত্ন নিতে ভুলে গেছি.. একটু বিশ্রাম, একটু বেশি ঘুম, কম দুঃশ্চিন্তা,..এগুলো একটা goal আমার এ বছরের!
----আল্লাহর কাছে নিজেকে আরোও সপে দেয়া...কম তো হলনা! thrill is gone......

ভালো থাকুন সর্বদা!

০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

নান্দনিক নন্দিনী বলেছেন: তিথীডোর, অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য শুভ কামনা রইলো।
যেখানেই স্থায়ী হন, ভালো থাকুন সবসময়।
অনেক অনেক ধন্যবাদ!!

৪৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

আইএমওয়াচিং বলেছেন: কাকে নির্বাচিত করলেন তা এই পোস্টের মাধ্যমে জানিয়ে দিলে আমাদের জানার কৌতূহল মিটত ।

১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

নান্দনিক নন্দিনী বলেছেন: ধৈর্য ধরে অপেক্ষা করুন, খুব শীঘ্র-ই জানানো হবে :) :)

৪৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

নান্দনিক নন্দিনী বলেছেন: ফলাফল প্রকাশিত !!!!!!!!!!!!!!!
এই পরিকল্পনা’র বৈঠক থেকে আপনি প্রথম আমন্ত্রিত হচ্ছেন "আরজুপনি"

ধন্যবাদ!!!

৪৬| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৭

মহা সমন্বয় বলেছেন: আমি তদন্ত করে বুঝতে পারলাম এটা একটা পতানো ম্যাচ X(( পূর্বেই এর ফলাফল নির্ধারণ কারা হয়েছিল, আমি এর তেব্র প্রতিবাদ জানাচ্ছি :`>
কালকেই আইসিসির কাছে নালিশ পেশ করতে হবে। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.