নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

আমার হাতে বিয়ের রেখা নেই…… :-/ :-/

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০



প্রতিদিন ঘুম থেকে উঠে সেই এক চেহারা দেখতে হবে!! অসম্ভব। আমি কোনো ভাবেই বিয়ে শাদীতে নেই। কিন্তু নেই বললেই তো আর নেই হয়ে থাকা যায় না। সেই নেই কে আছি করতে বাঙ্গালীর আছে এক পঙ্গপাল আত্নীয়স্বজন। যাদের কাজ উঠতে বসতে খেতে শুতে আমি যে কত বোকা!, সেটা প্রমান করা। আমিও কম যায় না। তারা যদি হন বুনো ওল আমিও বাঘা তেতুল।

- বিয়ে করছো না কেন? (আত্মীয়স্বজন এর প্রশ্ন)
- আগে লেখাপড়া টা শেষ করি।
- মাস্টার্ষ তো শেষ! এখনো লেখাপড়া বাকি?
- হ্যাঁ, আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে পড়তে চাই।
- এরপরে কি আর “ভালো” পাত্র পাওয়া যাবে?
- আপনি বরং ভালো পাত্রের ছোট ভাই কে খুঁজুন
- মানে?
- আহা চটে যান কেন! পাত্র সম্পর্কে খোঁজ খবর নিবেন না? সবথেকে ভালো খবর আপনি তার কাছ থেকেই পাবেন।
- তুমি রাজি থাকলে কিছু ভালো পাত্র আছে। বায়োডাটা দিতে বলি?
- আমার ভালো পাত্র বিয়ে করার একদম ইচ্ছে নেই। দেখেন তো কোনো আরাম দায়ক পাত্র পাওয়া যায় কি না?
- বুঝলি নিলু এই মেয়ে নিয়ে তোর দূর্ভোগ আছে।

অথচ নিলু মানে আমার মায়ের সে বিষয়ে কোনো দূর্ভাবনা নেই। আমার মা সেই ধরনের মহিলাও নন। ভীষণ প্রাকটিক্যাল মানুষ। মেয়ে বিয়ে করছে না বলে কেঁদে বালিশ ভেজাবেন আর বিয়ে হলে কেঁদে বুক ভাসাবেন এমন মানুষ-ই নন তিনি। আর বাবা? তিনি তো রীতিমতো বলেই দিয়েছেন, “জীবন তোমার, সেই জীবন যাপনের সিদ্ধান্তও তোমার”।

তারপরও কিছু মানুষ থাকেই তারা আপনাকে নিয়ে নিজ দায়িত্বে ভাববে। আপনি যে রাম বোকা কথায় কথায় সেটা বুঝিয়েও দিবে। যা হোক, একদিন তো বলেই ফেললাম, আপনাদের এত সুখের সংসার; সেটা নিয়ে ব্যস্ত থাকুন না, অযথা আমাকে নিয়ে কেন! আপনাদের দেখে তো আমার আফসোস করার কথা। “বিয়ে” এতো সুখের! কেন সময় থাকতে আমলে নিচ্ছি না। কী অদ্ভুত দেখুন, উলটো আপনারা আমাকে নিয়ে আফসোস করছেন!! আমার লেজ আমি নিজেই পাহারা দিতে পারবো, চিন্তা করবেন না প্লিজ।

বিয়ে তো এফোর্টও করতে হয়। আমার আয় এখনো অতোটা নয়। শুনেই অনেকের চক্ষু চড়কগাছ। তুমি এফোর্ট করবা মানে? তোমার বর কাজ করবে না! বরেরটা বর করবে আমারটা আমি। তাছাড়া সংসারের কাপড় কাচো রে, বাসন মাজো রে, ঘর মোছো রে, রান্না করো রে এগুলো আমার ভালো লাগে না। এবার মুখ ব্যাকালো, হ্যাঁ ব্যাকাবেই তো। ব্যাকাবে কারন, সবারই লাগে কেবল আমার লাগে না। হ্য দোষ তো আমারই। আমার একরাশ বই পড়তে ইচ্ছে করে, আমার পৃথিবী দেখতে ইচ্ছে করে। নিজের মতো করে একটা জীবন কাটাত ইচ্ছে করে, নিজের ইচ্ছের মূল্য দিতে ইচ্ছে করে। ঘরকন্না করার জন্য আমার নিজের অমূল্য জীবনটা ব্যয় করতে ইচ্ছে করে না।

বান্ধবী জিজ্ঞেস করলো, “তুই বিয়ে করিস না কেন?”
আমি বললাম “তুই মারা যাচ্ছিস না তাই”।
বান্ধবী বললো, “আমার মারা যাওয়ার সাথে তোর বিয়ের কি সম্পর্ক?”।
আমি বললাম, তুই মারা গেলে আমি তোর বরকে বিয়ে করবো। তারপর তোর সুখের সংসার দেখে শুনে রাখবো। এরপর থেকে বান্ধবী আর বিয়ে বিষয়ে মুখে কিছু জিজ্ঞেস করেনা।

বন্ধু মহলে প্রশ্ন “কিরে বিয়ে করছিস কবে?”
আমি বলি, তুই যে আমার বিয়ে নিয়ে এত চিন্তিত তোর বৌ সেটা জানে তো!

পাশের বাসার আন্টি বলেন, “বিয়েটা করলে পারতে”
আমি বলি, “পৃথিবী্র সব ভাল ছেলেরা বিয়ে করে ফেলেছে আন্টি। আর একটা ভাল ছেলেও বাকি নেই”।

আপু তোমার বিয়ে কবে খাচ্ছি ?
আমি বলি, আমার এখনো বিয়ের বয়স হয়নি। আগে বড় হয়ে নেই, তারপর নাহয় বিয়ে করা যাবে।

সহকর্মীর নানু জিজ্ঞেস করেন, “বিয়ে হয়েছে?”
আমি বললাম, “না নানু, আমাকে কেউ বিয়ে করে না!”
নানু বললেন,- কই কী, এমন মেয়েকে, কে না বিয়ে করতে চায়!
আমি বললাম- নানু দিন বদলায় গেছে না!
তিনি তো হেসেই খুন।

ঠিক করলাম, দিন দিন মানুষের প্রশ্নের ধরন বদলানোর সাথে সাথে ব্যাটিং স্টাইলও আরো পারফেক্ট করতে হবে। তারা শেন ওয়ার্নের স্টাইলে স্পিন করলে আমাকেও মাথা ঠান্ডা রেখে শচীন তেন্ডুলকারের মতো ব্যাটিং করতে হবে।

এদেশে বিয়ে দেয়ার কারনের কোনো অভাব নেই,
>মেয়ের ভালো বিয়ের প্রস্তাব এসেছে >> বিয়ে দিয়ে দিন
> মেয়ে দেখতে ভালো >> বিয়ে দিয়ে দিন
>মেয়ের গায়ের বং কালো >> বিয়ে দিয়ে দিন
>মেয়ের লেখাপড়া শেষ >> বিয়ে দিয়ে দিন
>মেয়ের ছেলে বন্ধুদের সংখ্যা বেড়ে যাচ্ছে >> বিয়ে দিয়ে দিন
>মেয়ের পড়াশোনা আর হলনা >> বিয়ে দিয়ে দিন
>মেয়ের বয়স বেড়ে যাচ্ছে >> বিয়ে দিয়ে দিন
>মেয়ে ভালো চাকরী পেয়েছে >> খুব হয়েছে এবার একটা বিয়ে দিয়ে দিন
> মেয়ে বিদেশ যেতে চায় >> কোনো সমস্যা নেই, বিয়ে দিয়ে দিন যত খুশি বরের সাথে যাক

ছেলেদের তো সমস্যা আরেক কাঠি বেশি, বিয়ে করছেন না তো, অনেকেই ভেবে নিচ্ছেন আপনি “নপংসুক”। কী অদ্ভুত! যেন কাম ছাড়া তাদের মাথায় আর কিছু-ই নাই। আজকাল তো হাল ফ্যাশানে “সমকামী” বলেও গাল দেয়া হয়। আপনি অসুস্থ, এটা প্রমান না করতে পারলে, অনেকেই আবার নিজেকে সুস্থ বলে দাবী করতে পারেন না কিনা!!

হ্যাঁ তাই-ই তো, কেবল বিয়ের মধ্যেই তো লুকিয়ে আছে জীবনের সব সুন্দরের নিগুঢ় সত্য, সব রহস্যের সমাধান। আপনি বিয়ে করছেন না মানেই কেউ আপনাকে “ডিচ” করেছে। অথচ কেউ সরল দিকটাই ভাবে না। ভাবে না, মানুষ নিজেকে ভালোবেসে, নিজের কাজ কে ভালোবেসে, বিয়ে না করেও একটা জীবন কাটিয়ে দিতে পারে। জীবনের মাঝে দাড়িয়েই খুঁজে নিতে পারে “জীবনের মানে”।

বিয়ে করছো না কেন?
যে কারো এই প্রশ্নের জবাবে আজকাল মিষ্টি হেসে জানিয়ে দেই “আমার হাতে বিয়ের রেখা নেই”!!!



মন্তব্য ৭০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

গেম চেঞ্জার বলেছেন: সহকর্মীর নানু জিজ্ঞেস করেন, “বিয়ে হয়েছে?”
আমি বললাম, “না নানু, আমাকে কেউ বিয়ে করে না!”
নানু বললেন,- কই কী, এমন মেয়েকে কে না বিয়ে করতে চায়!
আমি বললাম- নানু দিন বদলায় গেছে না!


=p~

এনিওয়ে......
আপনার পোস্টে এক্সকিউজ খুঁজতে চেষ্টা করছেন দেখলাম। ভাল ও গ্রহণযোগ্য এক্সকিউজ। হাঃ হাঃ। অবশ্য আমি নিজেও ভাবছিলাম যে এই সমস্ত ব্যাপারটা কিভাবে ফেস করব। সমাধানও হয়ে গেল। হাঃ হাঃ :)

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

নান্দনিক নন্দিনী বলেছেন: জীবনে কোনো শিক্ষাই বিফলে যায় না (গ্যারান্টিসহ বলছি)
এগুলোতেও কাজ না হলে ইনবক্স কইরেন, স্টকে আরো এক্সকিউজ আছে :P :P
ভালো থাকবেন :) :)

২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

রানার ব্লগ বলেছেন: সমাধানঃ এক টা পেন্সিল নিন রেখা এঁকে ফেলুন , বিয়ের রেখা ফুটে উঠবে।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

নান্দনিক নন্দিনী বলেছেন: লেখা পড়ে তারপর মন্তব্য করতে হয় ।
ধন্যবাদ

৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

আইএমওয়াচিং বলেছেন: এই সমাজে এইসব যন্ত্রণা না সওয়া ছাড়া অবিবাহিত মেয়ের গত্যন্তর নেই ।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

নান্দনিক নন্দিনী বলেছেন: তাই নাকি ???????????
খুবই দুঃখজনক :(

৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: মজা পেয়েছি পড়ে|
আমার বিয়ের বয়স হয় নাই| তাই এমন চাপ সহ্য করতে হয় না| অবশ্য হবেও না| আমার পরিবার এক্ষেত্রে অনেকটা উদার| আর বাইরের মানুষের কথায় কিছু যায় আসে না|

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

নান্দনিক নন্দিনী বলেছেন: দেখা যাক সময়-ই বলে দিবে।
আর বিয়ে যদি ঘটনা ক্রমে করেই ফেলেন, দাওয়াত খানা দিতে ভুলিয়েন না
ভালো থাকবেন।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮

কল্লোল পথিক বলেছেন: আমার মতে বিয়ে না করাই ভাল।
বিয়ে হচ্ছে দিল্লীর লাড্ডু যে খায় সে পস্তায়, যে না খায় সেও পস্তায়।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

নান্দনিক নন্দিনী বলেছেন: কল্লোল পথিক ভাই, খেয়ে পস্তানো-ই তো বুদ্ধিমান এর মতো কাজ হবে।
ভালো থাকবেন :)

৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

ঘূণে পোকা বলেছেন: কে কি বলল তাতে কি যায় আসে :) :)
আপনি ভালবাসতে থাকুন!!!!!
শুভ কামনা রইলো ........

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ !!

৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

এস কাজী বলেছেন: মাস্টার্স তো এইদিন আমিও শেষ করলাম। কিন্তু আমারে কেউ বিয়ে করতে কয়না :((

কইলে তো কইরা ফেলতাম =p~

ভাল লাগসে আপনের পোস্ট। বেশ কিছু সত্য কথা লিখসেন। বিশেষ করে এদেশে বিয়ে দেয়ার কারনের অভাব নেই ব্যাপারটা।

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

নান্দনিক নন্দিনী বলেছেন: আহারে ভাই, দুঃখ কইরেন না, “দিন চিরদিন কারো খারাপ যায় না”।
মন্তব্যের জন্য ধন্যবাদ!
ভালো থাকবেন :)
ঈশ্বর আপনার সহায় হোন (আমিন)

৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

নীল জানালা বলেছেন: হাতে বিয়ার রেখা নাই এই উত্তরটা খুব মজার এবং এফেক্টিভ বটে। কিন্তু আমারে সব সময় একটা কৌতুহল তাড়া করে ফিরে। খুব জানতে ইচ্ছা করে, যারা ইচ্ছাকৃতভাবে বিবাহ করা থেইকা বিরত থাকে, হোক পুরুষ কি মহিলা, তারা জৈবিক চাহিদা বা তাড়না মিটায় কি কইরা? আমি নিজে জৈবিক তাড়নায় ২৫ পার হইতেই বিয়া করসি আধা বেকার অবস্থায়। (আমি সত্য কথা বলতে পছন্দ করি)। নাকি হালার আমিই আসলে জন্তু জানোয়ার ক্যাটাগরির জীব??

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

নান্দনিক নন্দিনী বলেছেন: "নাকি হালার আমিই আসলে জন্তু জানোয়ার ক্যাটাগরির জীব??"-- হবেন হয়তো :)
ধন্যবাদ !

৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

টোকাই রাজা বলেছেন: ছেলেরা ভাগ্য তৈরি করে, আর মেয়েরা ভাগ্যের কাছে আত্নসমর্পন করে। এটা আমার কথা নয়, কাজী নজরুল ইসলামের কথা। যাই হোক সবার ভাগ্যে বিয়ে থাকে না। যেমন সালমান খান।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

নান্দনিক নন্দিনী বলেছেন: বাহঃ বেকুব আর কাকে বলে :) :)

১০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল ফন্দি। শুভকামনা রইলো।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

নান্দনিক নন্দিনী বলেছেন: "ফন্দি" বোলে তো !!!!
ধন্যবাদ :)
Happy new year !!!

১১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

টোকাই রাজা বলেছেন: বেকুব কাকে বলছেন?

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫০

নান্দনিক নন্দিনী বলেছেন: বুঝতে পারেন নাই?
না পারলে থাক! সব কিছু বুঝতে নেই :)

১২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০০

টোকাই রাজা বলেছেন: নিজেকে খুব জ্ঞানী ভাবেন মনে হয়!!!!

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার কি তেমন টা মনে হচ্ছে ?
তাহলে নির্দ্বিধায় নিজের উপর আস্থা রাখতে পারেন :)

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩

প্রামানিক বলেছেন: আমার চেয়ে আপনি অনেক ভাল আছেন, আপনি মেয়ে হওয়ার পরও আপনার বাবা মা ঘাড় ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছে না। আমি ছেলে হওয়ার পরও একরকম ঘাড় ধরেই বিয়ের পিড়িতে বসিয়েছিল। আপনার লেখা পড়ে বেশ মজাই পেলাম। ধন্যবাদ

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬

নান্দনিক নন্দিনী বলেছেন: আমার বাবা-মা দুজন’ই অসাধারণ মানুষ!! সম্ভব হলে পরিচয় করিয়ে দিতাম। আমার থেকে আপনি নিজেই তাদের সম্পর্কে ভালো বলতে পারতেন।
ভালো থাকবেন :)

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৪

আমি মিন্টু বলেছেন: দেখিতো আমার হাতে বিয়ার রেখা আছে কিনা :)

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৮

নান্দনিক নন্দিনী বলেছেন: ভালো করে দেখিয়েন :)
শুভ কামনা রইলো !!!

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২২

আবু শাকিল বলেছেন: আমার হাতে বিয়ের রেখা নেই !!!
“আপনার হাতে বিয়ের রেখা নেই” কেন!!! আমার মত কি আপনিও ফাঁস হওয়া প্রশ্ন পত্রে পাস করেছেন =p~ =p~

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৯

নান্দনিক নন্দিনী বলেছেন: পুরো লেখাটা মনোযোগের সাথে পড়লে, উত্তরটা নিজেই পেয়ে যাবেন :) :)
ভালো থাকবেন।

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭

কালীদাস বলেছেন: আমাকেও এই প্রশ্নটা রেগুলার ফেস করতে হয়। একেকজনকে একেক উত্তর দেই B-))

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩২

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা ,তবে তো একটা হাই-ফাইভ হতেই পারে :) :)

অনেক অনেক ভালো থাকবেন!!

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৫

মনিরা সুলতানা বলেছেন: শুধু মাত্র সঠিক একজনের অপেক্ষায় আছেন আপনি , সবাই তাই থাকে আমি ও ছিলাম ।
শুভ কামনা :)

০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩১

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ :) :)

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৪

অপু তানভীর বলেছেন: বোঝা যাইতেছে আপনেও আমার দলের মানুষ। আমার হাতে অবশ্য বিয়ের রেখা ছিল তবে মেঝের সাথে হাত ডলে সেটা তুলে ফেলেছি। :D :D
ভাল থাকুন, একা থাকুন!
বিবাহকে না বলুন!!

০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ভাবছিলাম বিয়েতে কাচ্চি খাওয়াবো, ১২টা প্রোগ্রাম করবো, নিজ দায়িত্বে আপনাকে দাওয়াত করবো।
সেটা তো আর সম্ভব হচ্ছে না :(
আপনি যেভাবে উৎসাহ দিলেন।ভুলক্রমে যদি বিয়েটা করেও ফেলি, আপনাকে দাওয়াত দিবো কোন লজ্জ্বায়!

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৭

রাফা বলেছেন: এত মেহেদি দিয়ে রাখলে হাতের রেখা দেখবো কি করে আছে কি নেই! ;)
তুই মারা গেলে তোর বর'কে বিয়ে করবো-হা,হা,হাহা।

আপনি আসলেই চমৎকার করে বর্ণনা করেন।
ধন্যবাদ,নান্দনিক নন্দিনী।

০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৩৯

নান্দনিক নন্দিনী বলেছেন: রাফা ভাই, ইউ নো লোডেড পিস্তল দেখলে আমি ডরাই !!!
ধন্যবাদ। শুভেচ্ছা রইলো :) :)

২০| ০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৩

অপু তানভীর বলেছেন: বিয়ে একটা ফাঁদ, একজন সহব্লগার হিসাবে আমার দায়িত্ব এই ফাঁদে পা না দেওয়ার জন্য আপনাকে উৎসাহ দেওয়া :D

০২ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৫০

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা, উৎসাহিত হলাম :) :)

২১| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আর বাবা? তিনি তো রীতিমতো বলেই দিয়েছেন, “জীবন তোমার সেই জীবন যাপনের সিদ্ধান্তও তোমার”।

:) প্রত্যেকটা বাবা যেন এমন হয়। আমাদের দেশে তো ভাবা হয় যে মেয়েদের বিয়ে যত তাড়াতাড়ি করানো যায় ততো ভালো। এতে একটা সম্ভাবনা যে অঙ্কুরে বিনষ্ট হয় তা সবার অজানাই থেকে যায়।
লোকের কথা চুলোয় যাক।
আপনি বাঁচুন আপনার নিজের মতো করে।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা, ধন্যবাদ।
"আপনি বাঁচুন আপনার নিজের মতো করে।"-- আমিও সেটাই চাই, নিজের মতো করে বাঁচতে !!!
ভালো থাকবেন দিশেহারা রাজপুত্র :)

২২| ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২০

মাহবুবুল আজাদ বলেছেন: কি চমৎকার করে লিখলেন, সকাল সকাল আমার গোমড়া মুখ বদলে গিয়ে হাসি হাসি হয়ে গেল।

অনেক অনেক শুভ কামনা আপু।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

নান্দনিক নন্দিনী বলেছেন: ইয়েএএএএএএএএএএএএএএএএএ !!!!!!!!!!!!!!!
ধন্যবাদ!!! হাসি হাসি মুখ দীর্ঘস্থায়ী হোক ।
আপনিও ভালো থাকবেন মাহবুবুল আজাদ :) :)

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনার লেখা পড়ে উৎসাহিত হলাম । অামার অাবার চিরকুমার থাকার ইচ্ছে ।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা,
তবে তাই হোক, যা আপনার মনের ইচ্ছে !!!
অনেক অনেক শুভেচ্ছা :) :)

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

লিও কোড়াইয়া বলেছেন: আমার মনের কষ্টগুলো আপনি ভালই তুলে ধরেছেন। আমার বিয়ে করতে একদমই ইচ্ছে করে না। পরিবার থেকে জ্বালিয়ে মারছে।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: "পরিবার থেকে জ্বালিয়ে মারছে"- আহা! আল্লাদের আঠারো কাঠি :-/ :-/
করে ফেলেন, নয়তো লোকে “অপবাদ” দিবে :P :P
শুভেচ্ছা রইলো :)

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

উল্টা দূরবীন বলেছেন: সত্য কথাগুলো খুব গুছিয়ে এবং খানিকটা মজা করে লিখেছেন। আসলে আমাদের সমাজটাই এমন। ছেলে কিংবা মেয়ে বিয়েতে রাজি না হওয়া মানে নিশ্চই তাদের কোন সমস্যা আছে এরকম হরহামেশাই মনে করা হয়।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!! ধন্যবাদ!!!!!!!!!!!!

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

লেখোয়াড়. বলেছেন:
মজার ছলে আসল কথা বলে দিলেন!!
সুন্দর তো!!

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

নান্দনিক নন্দিনী বলেছেন: ইয়ে্এএএএএএএএএএএএএএএএ!!
ধন্যবাদ :)

২৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার বাবা মা কে সালাম যারা কিনা সন্তানের ভাল মন্ধের সিদ্ধান্ত নেওয়ার স্বাধিনতা খর্ব করেন না। আপনার ও একটা সুখী সমৃধী জীবন আসুক আপনার জীবনে তা আপনার পছন্দমতেই । বিয়ের সময় যখন হয়ে গেছে পছন্দসই বিয়ে করে নিবেন । কেননা বিয়ে একটা জীবনকে সম্পুর্ণ করতে সাহায্য করে।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!! ধন্যবাদ!!!!!!!!!!!!

২৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২

হাসান মাহবুব বলেছেন: বিয়ে করা ভালো। না করা আরো ভালো। তবে একলা থাকার রঙিন ইউটোপিয়ান স্বপ্ন ধারণ করা অনেককেই দেখেছি যথাসময়ে সুরসুর করে বিয়ের মঞ্চে চলে যেতে ;) শুভকামনা।

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

নান্দনিক নন্দিনী বলেছেন: স্বাগতম হাসান ভাই, ২০ অক্টোবর, ২০১৫’র পর থেকে তো আপনার আর কোনো মন্তব্য-ই আমার কোনো পোষ্টে আসে নাই। যাক তাও ভালো ২০১৬’র প্রথম প্রহরে আপনার দেখা পাওয়া গেলো।

আসলে কি জানেন, "আমার বিয়ে আমি করবো, যাকে খুশি তাকে করবো, যখন খুশি তখন করবো। আর করতে ইচ্ছে না করলে করবোনা”।

মোদ্দা কথা হলো, আমি আমার ইচ্ছে-অনিচ্ছের মূল্য দিতে চাই।
শুভেচ্ছা নিবেন। ভালো থাকবেন।

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

সাহসী সন্তান বলেছেন: আহরে গেম ভাইয়ের নানীর হাতে বিয়ের রেখা নাই দেইখা মনডা হাহাকার কইরা উঠলো রে! তয় আপা দুস্ক কইরেন না, আমরাও একই পথের পথিক........!! :P
শীত কাল চইলা যাচ্ছে তাও বাপ মায় ক্যান যে হেইডা খিয়াল করে না? এমন ভাবে হাফ সেন্চুরি পার করন লাগবো নি আল্লায় জানে.....!! :`>


পোস্ট ভাল্লাগছে আপু! শুভ কামনা জানবেন!

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

নান্দনিক নন্দিনী বলেছেন: সাহসী, উনি গেম চেঞ্জারের নানু নন, আমার সহকর্মীর নানু’র সাথে আমার কথোপকথোন!!!

আপনি ভাই সহ পথিক হয়ে দুই কদম যাওয়ার আগেই চিরকুমার সংঘের হাসান ভাই এর রোল প্লে করে ফেলতেছেন :-/ :-/
ভাইরে শীত যাবে-আসবে। শীতের কাজই তো আসা আর যাওয়া। আংকেল আন্টি কে হজ্বে যাওয়ার তাড়া দেন। দেখবেন সাপও মরবে লাঠিও ভাঙ্গবে না :) :)
কিসের কি হাফ সেঞ্চুরি! আসছে শীতেই ডাবল লেপের অর্ডার দিয়েন দোয়া রইলো !!!!!!!
শুভেচ্ছে নিয়েন, ভালো থাকেন।
ধন্যবাদ।

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: হাতের রেখার কি দোষ বলুন? মনে যদি না মিলে রেখাপথ মিলিয়ে কোন লাভ নেই। বিয়েকথন ভাল লেগেছে।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!!!
শুভেচ্ছে নিবেন, ভালো থাকবেন।

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

নীল_প্রজাপতি বলেছেন: বুঝলাম . . . .
কেউ একজন এসে আপনার হৃদয় হরণ না করা পর্যন্ত আপনার হাতে বিয়ের রেখা জাগবেনা :P

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা.........
ধন্যবাদ !!!!!!!!!

৩২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৬

তুষার আহাসান বলেছেন: নিজের জীবন নিজের মত যাপন করার ইচ্ছা।
অনবদ্য উপস্থাপনা।
একরাশ ভাল লাগা।

শুভ কামনা অশেষ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ !!!
ভালো থাকবেন :)

৩৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

তানজির খান বলেছেন: বাহ চিরায়ত পারিবারিক গল্প। বেশ ভাল লেগেছে। শব্দ বুননে মুনশিয়ানার পরিচয় পেলাম। আপনার লেখায় আমার প্রথম মন্তব্য, আশাকরি পাঠক হিসাবে পাবেন নিয়মিত। আমার লেখাতেও আপনার আমন্ত্রণ রইল,আশাকরি সিনয়র ব্লগার হিসাবে পাশে থাকবেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ তানজির খান। আমি ইতোমধ্যে আপনার লেখা পড়েছি :)
ভালো থাকবেন ।

৩৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

তানজির খান বলেছেন: ধন্যবাদ আপনাকে আমার লেখায় আসবার জন্য। শুভেচ্ছা ও শুভ কামনা রইল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

নান্দনিক নন্দিনী বলেছেন: :) :)

৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৩

রাফা বলেছেন: একে শুণ্য দশ....মিলির কথা পড়ে কমেন্ট করতে গিয়ে দেখি পোষ্ট ইনভিজিবল হয়ে গেছে ।এইটা কিছু হইলো বলেন! :-*
দশ বছর পরে কি "তুমি এক আর আমি শুণ্য"-হয়ে যায় নাকি? ভালো ছিলো কিনতু লেখাটি।

আমার কোন দোষ নেই ।বাধ্য হয়ে এখানে কমেন্ট করতেই হলো।
দেখলেন তারপরেও কিন্তু আমি ধৈর্য হারাই'নি। ;)

ধন্যবাদ,নান্দনিক নন্দিনী।

০৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৭

নান্দনিক নন্দিনী বলেছেন: রাফা, লেখাটা আমার পেইজে এপ্রিল (২০১৫) তালিকাতে আছে। সেখানে এই লেখা নিয়ে আলোচনা করতে আমি আগ্রহী। একটু কষ্ট করে সেই লেখাতে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.