নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

ব্লগ কখনো ঘুমায় না!! গত একবছর ধরে তো তাই দেখছি :) সাথে রইল আমার প্রিয় ব্লগারদের সম্পর্কে কিছু কথা!! শুভ জন্মবার্ষিকী ‘নান্দনিক নন্দিনী’

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৯



ব্লগ বিষয়টার সাথে আমার পরিচয় খুব স্বল্প দিনের। শুধু জানতাম ব্লগার বলে এক শ্রেনীর মানুষ আছেন, যারা বৃত্তের বাইরে গিয়ে ভাবতে পারেন। লিখেন, পড়েন, জানেন তাই জানাতে চান। আমি বরাবরই কাগজের বইয়ের পোকা। তাই ভার্চুয়াল জগতে আমার বিচরণ খুব সামান্য। সেটাও ফেসবুকের গন্ডি পেরুতে পারেনি।

আল্লাদ করে ছোট ভাইকে বললাম,
- আমার যে ব্লগে একটা আইডি নাই সে কথা কে কবে ভেবেছে :(
- আইডি যে নাই সেটা তো আমাকে বলতে হবে
- কেউ আমার কোনো খোঁজ রাখে না।
- কোন ব্লগে আইডি খুলতে চান?
- এইডা তুমি কী জিগাইলা! অবশ্যই সামহোয়্যারইন এ
- তাহলে সময় নষ্ট না করে একটা নাম ঠিক করেন। ব্লগের আইডি খুলতে লাগবে। যেটাকে আপনার সাহিত্যের ভাষায় বলা হয় ‘পেন নেম’
- আমার নিজের তিন তিন খানা নাম থাকতেও ‘পেন নেম’ লাগবে। মহা চিন্তার বিষয়! মনে মনে খুশিও হলাম। তাহলে আমি নিজেকে নিজেই একটা নাম দিতে পারবো। সে নামটা, আমার-একান্ত-নিজস্ব। বললাম, নাম তো ভাবতে হবে।
- তাহলে ভেবে চিন্তে আমাকে জানান

এরপর থেকে আমি মহা উৎসাহে নাম নিয়ে পড়লাম, মানে নাম খুঁজতে লাগলাম। এমন নয় যে, আমি শয়নে স্বপনে নাম নিয়ে ভাবছি্লাম। আমি আসলে একটা নাম খুঁজছিলাম। একটা নাম, আমার- নিজের। অনেক ভেবে চিন্তে নাম নিলাম নন্দিনী। কিন্তু নন্দিনী তো অনেক আছে। আমার তো অনেক নাম হলে চলবে না। আমার তো নিজের ‘নন্দিনী’ নাম হতে হবে। তারপর থেকে সেটা হলো ‘নান্দনিক নন্দিনী’।

নাম তো ঠিক হলো, এখন? ভাই বললো বেশি খুশি হয়েন না। এই নামে কোন নিক থাকলে আপনি এই নাম পাবেন না। কী দুঃখের কথা! আমার তো রীতিমতো মাজারে মানত করার অবস্থা। ওহ গড! এই নামটা আমার চাই-ই চাই। হ্যাঁ শেষ পর্যন্ত রেজিষ্ট্রেশন হলো। তারিখটা ৩১ মার্চ। ভাই বললো, মাস তিনেক আপনি কেবল-ই পাঠক। কারন সামু তে লেখা প্রকাশিত হতে বেশ কিছুদিন লাগে। আমার সব সয়, কেবল ‘তর’ সয় না। তাই তো আকাশ পাতাল মন খারাপ হতে লাগলো। কি হবে? তিন মাস আমি লেখক হতে পারবো না। তিন মাস! আমার লেখক জীবন থেকে মাইনাস। এ বড় জুলুম। আইয়ামে জাহিলিয়াত যুগের ছায়া পড়লো মনে। আমি আর কত বার লেট লতিফ হবো!

মাত্র দিন দশেকের মধ্যে আমি সামু’র নিরাপদ ব্লগার হিসেবে প্রথম পাতায় জায়গা পেয়ে গেলাম। পারলে সারাদিন কীবোর্ডে হাত ডুবিয়ে বসে থাকি। আমাকে কিছু লিখতে হবে। লিখতেই হবে। কিন্তু কী লিখবো। আকাশ ভাবি, বাতাস ভাবি লেখা তো আর আসেনা। একেই বোধহয় বলে “রাইটার্স ব্লক”।
- ভাই রে আমার তো একটা রোগ হয়ছে।
- কী রোগ?
- রাইটার্স ব্লক
- কী ব্লক!!
- রাইটার্স ব্লক :(
- রাইটার হওয়ার আগেই রাইটারস ব্লক! আপা শুনেন, আপনাকে দিয়ে লেখা হবে না। আপনি এইসব লেখালিখির ভুত মাথা থেকে নামান। বাই দ্যা ওয়ে, গেট ওয়েল সুন।
বাধা না থাকলে, জয়ের আনন্দ তো পানসে। আমি বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে লিখতে শুরু করলাম।

প্রথম লেখা “আমাদের এনায়েত মামা”। মামা সম্পর্কে যে দুই একজন জানতে চেয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, মামা মাশ আল্লাহ এক পুত্র সন্তানের জনক হয়েছেন। পুরো এপ্রিল মাস জুড়ে ১০ খানা লেখা পোষ্ট করলাম। খুব বেশি মানুষ পড়লো না  তবে ব্লগ লেখার শুরু থেকে যার উৎসাহ পেয়েছি তিনি হাসান মাহবুব ভাই। ভাই প্রায় সব লেখাই পড়তেন এবং মন্তব্যও করতেন। কিভাবে মন্তব্যের প্রতি উত্তর দিতে হয় আমি জানতাম না। আমিও পাল্টা মন্তব্য করতাম। আবারও আমার সেই অন্ধের জষ্ঠী ভাই ত্রাতার ভূমিকায় অবতীর্ন হলো।“ আপা, কেউ মন্তব্য করলে দেখবেন বা’দিকে একটা সবুজ চিহ্ন আছে। সেখানে ক্লিক করলে একটা বক্স আসবে। এবং সেই বক্সেই আপনি প্রতি উত্তর লিখবেন। না হলে, মন্তব্যকারী আপনার উত্তর এর নোটিফিকেশন পাবে না”। শিখলাম এবং বুঝলাম ‘জীবনটাই একটা শিক্ষা সফর’।

যা হোক, লেখা কিভাবে নির্বাচিত ব্লগে জায়গা পায় আমি জানতাম না। কোন লেখা প্রথম নির্বাচিত ও আলোচিত সেটাও বলতে পারবো না। আবারো সে ভাই খানা-ই আমাকে সুসংবাদ দিলো।“আপনার লেখা দেখি আজকাল নির্বাচিত এবং আলোচিত হচ্ছে, জাতি কি সেই খবর রাখে”। আমিও বেকুবের মতো জানতে চাইলাম। নির্বাচিত- আলোচিত ব্লগ কী? ভাই এবার আকাশ কাঁপিয়ে হেসে নিলো। তারপর যা বললো তার মর্মার্থ হলো লেখার মান ভালো হলে লেখা নির্বাচিত হয়। আর পাঠক প্রিয়তা পেলে সেটা আলোচিত ব্লগ হয়।

ব্লগে এসে প্রথম ঈদ আনন্দ পেলাম যখন অক্টোবরের সর্বাধিক পঠিত লেখার তালিকায় আমার “অন্তরঙ্গ অন্তর্বাস” লেখা্টা জায়গা পেলো। নভেম্বরে আবারো সর্বাধিক পঠিতের তালিকায় আসলো “ গোপন রোগের কঠিন ঔষধঃ বিফলে মূল্য ফেরত!”

মান-অভিমান ছাড়া আত্মিক বন্ধন হয় না। এবার মান অভিমানের গল্প দিয়ে শেষ করি। ব্লগ লিখে প্রশংসা যেমন পেয়েছি, সমালোচনাও কিছু কম পাইনি। আমার লেখালিখির প্রথমদিককার উৎসাহদাতা পাঠক হাসান ভাই তো আমার ব্লগে মন্তব্য করবেন না বলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। “ছেলেরা কি নিজেদের নিয়ে ভাবে” লেখায় তার সাথে আমার মতের অমিল উঠে আসে। ভাই লেখাটিকে জাস্ট তাচ্ছিল্য করলেন আর আমিও নিজের লেখার প্রতি চরম ও পরম ভালোবাসা প্রকাশ করে ফেললাম। ফলাফল বেশ কিছু লেখায় হাসান ভাইয়ের অনুপস্থিতি। একজন সু-পাঠক হারালাম। যদিও সাম্প্রতিক ব্লগ দেখার তালিকায় হাসান ভাই এর নাম মাঝে মধ্যে দেখা যায়, এবং মন্তব্যের ঘরেও তার উপস্থিতি সাময়িক বিরতির পর নিয়মিত হয়েছে।

ধন্যবাদ শহুরে আগন্তুককে যিনি প্রায় সব লেখাতেই মন্তব্য করেন। বুক রিভিউয়ার হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ুক দেশের কোনে কোনে। লেখালিখি তে তার অনুপস্থিতি বেশ চোখে পড়ার মতো। সব সময় না হোক মাঝে মধ্যে অন্তত লিখুন। নতুন কোন লেখা নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবেন আশা করি।

ধন্যবাদ, কাল্পনিক_ভালোবাসাকে যিনি আমার লেখা সর্বাধিক লাইক দিয়েছেন। কাল্পনিক_ভালোবাসা’র প্রোফাইলের “একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।” এই লেখাটুকু আমার অনেক অনেক প্রিয়।

আরো ধন্যবাদ-
সাহসী সন্তান- লেখালিখি তে আরো বেশি বেশি সময় দিন। আপনার লেখাগুলো আমার বেশ ভালো লাগে।
অপু তানভীর- (প্রিয় গল্পকার) একজন মানুষ এত্তো গল্প কিভাবে লিখেন!!
লিউ কোড়াইয়া-(রাখঢাকহীন লেখক) যা বলতে চান সরাসারি বলে দেন।,
আরাফাত হোসেন অপু- আমার ব্লগের মনোযোগী পাঠক। অনেক অনেক শুভেচ্ছা।
রুদ্র জাহেদ- আমার প্রায় প্রতিটি লেখা যার পড়া।
বট পাকুড়- বুক রিভিউ পড়ে বই সংগ্রহ করেছেন বলে।
কল্লোল পথিক- আপনার মন্তব্যের জন্য অপেক্ষা করি।
মনিরা সুলতানা আপু- খুব কম লিখেন। লেখালিখি্র সংখ্যা আরেকটু বাড়লে আমার খুব ভাল লাগবে।
আরজু পনি আপু- অনেক পরিশ্রমী ব্লগার এবং অবশ্য-ই আমার প্রিয় ব্লগারদের একজন।
অপর্ণা মন্ময়- “জ্যোৎস্নার মেঘমালা অথবা আশা-ফুল” এই শিরোনাম দিয়েই বোঝা যায় আপনি কতখানি অসাধারণ লেখক।
নতুন- প্রবীণ ব্লগার; ব্লগে লেখালেখিতে যিনি আমার থেকে দশগুন বড়।
রাফা- দ্যা গান ম্যান।
নীলসাধু- মেঘফুল দীর্ঘজীবী হোক। আপনার এই সংকলনটিতে লেখা দেয়া ইচ্ছে থাকলো,
কান্ডারি অথর্ব- ওয়ান অফ দ্যা বেস্ট ব্লগার। অনেক অনেক শুভ কামনা।
খায়রুল আহসান- বেশ কিছু স্মৃতিকথা পড়েছি; অনুবাদ কবিতাতেও আপনি অনবদ্য।
তানজির খান- মুক্ত আলোচনার বিষয় উপস্থাপক হিসেবে আপনি বেশ প্রশংসার দাবী রাখেন।
মাহমুদুর রহমান সুজন- নিয়মিত পাঠক।
নবাব চৌধুরী- নামেই যার পরিচয়।
প্রামানিক- আমার সব আলোচিত লেখার মন্তব্যকারী।
রোদেলা- আপনি ছোট্টের মধ্যেও বেশ সুন্দর করে চিঠি লিখতে পারেন। আপনার লেখাগুলোর মধ্যে, একটা চিঠি আমার বেশ প্রিয়।
মহান অতন্দ্র- লেখালিখিতে বিরতি চলছে। তাড়াতাড়ি ফিরে আসুন।
দিশেহারা রাজপুত্র- নীলপরী কে নিয়ে পরবর্তী লেখা পড়ার অপেক্ষায় আছি।
আরন্যক রাখাল- পরিনত লেখক। একদিন আরো আরো আরো ভাল লেখা পাবো, আমি নিশ্চিত।
সুমন কর- কবিতা,গল্প আর ভ্রমন ব্লগ নিয়মিত বিরতিতে আরো অনেক বছর ধরে চলতে থাকুক।
মাঈনউদ্দিন মইনুল- ভার্সেটাইল লেখক যিনি আমার প্রিয় ব্লগারদের অন্যতম।
নেক্সাস- অনুকাব্য আর কবিতায় অনবদ্য। প্রোফাইলে লেখা “কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়”- উত্তরটা বোধহয় “স্মৃতি” হবে।
মঞ্জুর চৌধুরী- আপনার লেখা পড়ে “অনেক কিছু জেনেছি”।
কাজী মেহেদী হাসান- কবি তো অবশ্য-ই। তবে আমার কাছে তিনি কবির থেকে অনেক বেশি। “চিত্রকল্প”এর স্রষ্ঠা।
ফেরদৌসা রুহী- কী ভীষণ ভালো লিখেন আপনি!
রূপক বিধৌত সাধু- “রোদনে ভরা বসন্ত” কবিতার কবি। আর একটি বসন্তও যেন একা না কাটে। অনেক অনেক শুভ কামনা রইলো।
উল্ট দূরবীন- ব্লগ ঘুরে আসার প্রথম আমন্ত্রণটা পেয়েছি যার কাছ থেকে পেয়েছি।
সুলতানা রহমান- কবিতা যার লেখনীতে উপভোগ্য হয়ে ওঠে।
বনমহুয়া-“হৃদয় আমার শূণ্য বিরান ভূমি, ঘুম ভাঙ্গলে যখন দেখি পাশেতে নেই তুমি” এই লাইনটা মাথায় গেঁথে দেয়ার জন্য।
সায়ান তানভি- কতখানি শব্দের জাদুকর, তার নমুনা দেখুন “আমি ছিলাম মহা অব্যস্ত মানুষ ,আমার ছিল অফুরন্ত সময় ,বিদ্যুতের তারে বসে থাকা কাক ,ড্রেনের জলে ভেসে চলা রঙ্গিন চকচকে পলিথিনের ব্যাগ আর ভাঙ্গা এবড়ো থেবড়ো রাস্তার উপর দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাওয়া কুকুর দেখেই আমি বেশিরভাগ সময় কাটাতাম”। আমার অনেক প্রিয় একটা লাইন।
মাহমুদুর রহমান সুজন- আমার লেখার নিয়মিত পাঠক। শুধু তাই নয়, লেখা পোষ্ট করার মাঝে বিরতি একটু দীর্ঘায়িত হলে, যার নাম "সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন" তালিকায় উপরের দিকে থাকে।



গত এক বছরের লেখাগুলোতে যাদের মন্তব্য পেয়ে ভীষন-ভীষন ভীষন ভালো লেগেছে-

 শতদ্রু একটি নদী, মাঘের নীল আকাশ, কলমের কালি শেষ, মানবী, সাইলেন্ট পেইন,
 বটের ফল, আলম 1, তাহসিনুল ইসলাম, প্রোফেসর শংকু, অপ্রতীয়মান,
 তানভীরএফওয়ান, নিয়েল হিমু, হিল্লোল, জেন রসি, সাদিকনাফ,
 ওয়াছেকুজ্জামান চৌধুরী, ঢাকাবাসী, টকদঐ পার্ট ২, ঘুড়তে থাকা চিল, বোকামানুষ,
 নয়ন বিন বাহার, আনস্মার্ট, দূরন্ত প্রজাপতি, অবিবাহিত জাহিদ, সৌরভ ঘোষ শাওন,
 রাতুলবিডি৪, আহমেদ ফিরোজ, আহমদ ফয়েজ, নির্বাসিত শব্দযোদ্ধা, বোকা মানুষ বলতে চায়,
 ফেরদাউস আল আমিন, অতঃপর সোহান, নুর ইসলাম রফিক, রসিক বাঙগালি, চাঁদগাজী,
 সাবু ছেলে, নুর মোহাম্মদ নুরু, রিকি, ফোজাইল ইমন, জুন,
 ফাহাদ মুরতাযা, আমিই মিসির আলী, অপু দযা গ্রেট, সেলিম আনোয়ার, কাবিল,
 ফটিকচাদ, মো. রহমত উল্লাহ(রানা ইশতিয়াক), শার্লক_, আবু শাকিল, মাহবুবুল আজাদ,
 দরবেশ মুসাফির, আমি নাহিয়ান বলছি, জাতি_ধর্ম_বর্ণ, দেবজ্যোতিকাজল, এরিক ফ্লেমিং,
 অতৃপ্ত আত্মা, সজিবুল ইসলাম, বাংলার জমিনদার, রাতুল_শাহ, ভিটামিন সি,
 মাইক-মজিদ, মোবাশ্বের হোসেন, জসিম, বিদেশ পাগলা, গোধুলী রঙ,
 লিযেন, মামুন রশিদ, তামান্না তাবাসসুম, ভ্রমরের ডানা, শাহেদ শাহরিয়ার জয়,
 নবাব চৌধুরী, সুজন চন্দ্র পাল, খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি, পাকাচুল, বিদগ্ধ,
 হালদার গৌতম, রোষানল, অবিবাহিত ছেলে, আবু শাকিল,কি করি আজ ভেবে না পাই,
 দেশ প্রেমিক বাঙালী, এস কাজী, থিওরি, নাজিমউদ্দিন শেখ তমাল, আব্দুল্যাহ,
 এস বাসার, অভ্রনীল হৃদয়, শুণ্য মাত্রিক, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা, ডাইরেক্ট টু দ্যা হার্ট,
 কিরমানী লিটন, রক্তিম দিগন্ত, বিপরীত বাক, পিচ্চি হুজুর, নিষকর্মা,
 বিদ্রোহী সিপাহী, অপূর্ব আহমেদ জুয়েল, ধমনী, সুলতানা রহমান, কান্ডারি অথর্ব,
 অগ্নি সারথি, উইশবার্ড, অতঃপর হৃদয়, মাধব, শাহাজাদা রনি,
 মোঃ এহতাশেমুল হক, আজিজার, মঞ্জু রানী সরকার, মোঃ আনারুল ইসলাম,
 শাশ্বত স্বপন, মাহফুজ মারুফ০০৭, কথাকথিকেথিকথন, রিয়াদ হাকিম, blackant,
 অলৌকিক আগন্তুক, মুদদাকির, পিনাকড্রিম, রোলেন, একুশে২১,
 খোলা মনের কথা, তুষার কাব্য, নির্বাসিত_নির্বাক, মাকড়সাঁ, কল্লোল পথিক,
 নীলসাধু, অলওয়েজ ড্রিম, সুপান্থ সুরাহী, শরিফুল ইসলাম শোয়াইব, বঙ্গভূমির রঙ্গমেলায়,
 যান্ত্রিক, উল্টা দূরবীন, হাবীব কাইউম, উস্তাদ শেখ নূরু-জ্বী,
 সালেহ মতীন, ইমরাজ কবির মুন, কেউ নেই বলে নয়, কমরেড ফারুক ১, কাক???,
 ৮৩১আবীর১৯৮৩, নৈমিত্তিক দাদা, রাজিয়া সুলতানা, ফুলফোটে, নেক্সাস,
 জে.এস. সাব্বির, বনজ্যোৎস্নার কাব্য , আলোরিকা, আমি মাধবীলতা, মেঘপিয়ন,
 আহমেদ জী এস, অপু তানভীর, তিমিরবিলাসী, আলভী রহমান শোভন, আলোকসন্ধানী,
 সজিব90, বর্নিল, চৌধুরী ইপ্তি, মোঃ গোলাম মোস্তফা টুটুল, মাঈনউদ্দিন মইনুল,
 ইকরাম বাপ্পী, আম আদমি, সায়ফুল্লাহ হক তানভীর, টোকাই রাজা, এপিটাফের গল্পগুচ্ছ,
 ইয়েলো, মেহেদী হাসান শীষ, মৈত্রী, রাশেদ ইফতি, মেঘনা পাড়ের ছেলে,
 আরজু পনি, পার্থ তালুকদার, লিও কোড়াইয়া, ডাঃ মারজান, কবির ইয়াহু,
 চন্দ্রপ্রেমিক, রুদ্র জাহেদ, বিদ্রোহী ভৃগু, ডা. প্রকাশ চন্দ্র রায়, জনম দাসী,
 লেখোয়াড়., অভিমান ইগো এবং ভালোবাসা, কাজী মেহেদী হাসান, নাতাশা মজুমদার, আমি ইহতিব,
 ঘুম হ্যাপি, ইমরাজ কবির মুন, আফরীন সুমু, সাদা কালো আকাশ, জিয়া শামস সাকিব,
 ধ্রুব নয়ন চৌধুরী, সায়েদা সোহেলী, চোখের কাঁটা, লালপরী, আইএ্মওয়াচিং,
 ফুয়াদ আল আবীর, কালীদাস, সাইফ রাসেল, তুষার আহাসান, শ্রাবণধারা,
 তিথীডোর, রানার ব্লগ, ঘূণে পোকা, নীল জানালা, আমি মিন্টু,
 নীল_প্রজাপতি, তানজির খান, টরপিড, ক্ষ্যাত, আহসানের ব্লগ,
 মিশু মিলন, মায়াবী রূপকথা, সোহানী, আহা রূবন, অন্ধবিন্দু,
 অগ্নিঝরা আগন্তুক, সায়ান তানভি, tareqvaiya, রেজওয়ানা আলী তনিমা, জাহিদ হাসান মিঠু,
 ডি মুন, স্বপ্নচারী গ্রানমা, পুলক ঢালী, অদ্ভুত_আমি, মুনতা,
 শেষ বেলা, নিঝু, তার পর আর নেই, কবি এবং হিমু, ভুমি সংকর,
 চ্যাং, শাহাদাত হোসেন, রোহান খান, অপর্না মন্ময়, ইস্কান্দার মীর্যা,
 বৃষ্টি পড়ে টাপুর টুপুর , অগ্নি কল্লোল, ইমরান মোহাম্মাদ, মিতু রহমান, টয়ম্যান,
 রবিন্দ্রনাথ ঠাকুর, কলম বাবু, অন্তঃপুরবাসিনী, হাইপারসনিক, মোস্তফা সোহেল,
 কামরুন নাহার বীথি, জ্যোস্নার ফুল, বিজন রয়, তাসলিমা আক্তার, আরিফুন নেসা সুখী,
 মহিউদ্দিন হায়দার, এম.এ.জি তালুকদার, সেনসেটিভ শিমুল, ডাঃ শরীফুল ইসলাম, আবু শাকিল,
 মোঃ আবু হেনা সাজ্জাদ, নাসরিন চৌধুরী, হাসান নাঈম, কাজী ফাতেমা, মুহাম্মদ জহিরুল ইসলাম,
 তুহিন সারোয়ার, টুনা, মোজাহিদ আলী, বৈশাখী ঝড়, কাল্পনিক_ভালোবাসা,
 প্রামানিক, BEBASI, শামছুল ইসলাম, সুদীপ্তা মাহজাবীন, জনৈক শ্রেয়াস,
 কাজী আসিফ, রুমন আমিন, বাক প্রবাস, এরশাদ বাদশা, সুরাইয়া বিথী,
 লুতপাইন, মোহাম্মদ রাহীম উদ্দিন, অবাকবিস্ময়২০০০, ইপ্সিতা চৌধুরী, শাহরিয়ার ইসলাম খান,
 গিয়াস উদ্দিন লিটন, মহা সমন্বয়, কি করি আজ ভেবে না পাই, জেব্রা মাস্টার, স্কারলেট টিউলিপ,
 সালাহউদ্দীন আহমদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মহান অতন্দ্র, জুনাযেদ সিদ্দিক, রাবেয়া রাহীম,
 আত্মমগ্ন আমি, দুঃখ বিলাস, ঐন্দ্রিলা নিশাত, সায়েম মুন, মুরাদ আহম্মদ খাঁন,
 রোদেলা, তানিয়া হাসান খান, মোঃ আমানউল্লাহ, Mohammad Ullah, দর্শনপ্রিয়কার্তিকেয়,
 রানা আমান, মোঃ আবুল হোসেন (হাবিব), মানসী, তার ছেড়া, জিমার পেঙ্গুইন,
 সুখী মানুষ, নুর ফয়জুর রেজা, মাহমুদা আক্তার সুমা, কিউপিড রিটার্ন্স, ছটিক মাহমুদ,
 অর্বাচীন পথিক, বর্ণহীন, মোস্তফা কামাল পলাশ, তাসজিদ, গোধূলীর সুর্য,
 এন এফ এস, শিসতালি, প্রতিবাদী ডাঃ আবদু সালাম, বিদ্রোহী সিপাহী, নূর মোহাম্মদ নুরু,
 আহাসানুজ্জামান তূর্য, Nazmul Naz Neel, নীরব আহমেদ, অর্বাচীন পরিব্রাজক, আজিজুলবিডি,
 আসাদ খাঁন, নুর ইসলাম রফিক, Nazmul Shekh, তাশমিন নূর, কাজী জুনায়েদ,
 আততায়ী আলতাইয়ার, আব্দুল্লাহ তুহিন, বনমহুয়া।


যারা যারা লেখা পছন্দ করেন এবং জানিয়েছেন সেই কথা, তাদের জন্য আন্তরিক শুভেচ্ছাসহ-

 মানবী
 মাসূদ রানা
 খায়রুল আহসান
 আরাফাত হোসেন অপু
 কলমের কালি শেষ
 মনিরা সুলতানা
 সানফ্লাওয়ার
 বটের ফল
 পানকৌড়ী
 দিশেহারা রাজপুত্র
 ছন্দ্বহীন
 কাল্পনিক_ভালোবাসা
 প্রোফেসর শঙ্কু
 হাসান মাহবুব
 প্রকাশক পপি চৌধুরী
 অপু তানভীর
 নিয়েল হিমু
 বটের ফল
 যান্ত্রিক
 অর্ণব প্রধান
 সেই তামজীদ
 বোকামানুষ
 রানা আমান
 ঘুড়তে থাকা চিল
 অতঃপর সোহান
 শতদ্রু একটি নদী...
 নতুন
 অগ্নিপাখি
 ফোজাইল ইমন
 বিদ্রোহী ভৃগু
 সজিব হাওলাদার
 ফাহাদ মুরতাযা
 মনিরুল ইসলাম বাবু
 অাকাশ কালো
 সপ্ন বালক
 মহাপুরুষের ডায়েরী
 মোটা ফ্রেমের চশমা
 রিকি
 আতিক.নিষিক্ত
 জাকের আমিন
 ভ্রমরের ডানা
 রুদ্র জাহেদ
 মনিরুল ইসলাম বাবু
 ভিটামিন সি
 শাহাদাৎ হোসেন শামিম
 লিযেন
 একজন বেকার যুবক
 রক্তিম দিগন্ত
 বিদ্রোহী সিপাহী
 দুষ্ট পন্ডিত
 নিষ্কর্মা
 সুমন কর
 উইশবার্ড
 কান্ডারি অথর্ব
 নীহারিক০০১
 মাশহুদা
 সজিব হাওলাদার
 Rakibul Yeasin
 পিনাকড্রিম
 সায়েম মুন
 কথাকথিকেথিকথন
 জাওয়াদ স্পিকিং
 আফরীন সুমু
 রমাকান্ত
 যান্ত্রিক
 ঘুম হ্যাপি
 ইমরাজ কবির মুন
 কেউ নেই বলে নয়
 সাহসী সন্তান
 বিলুপ্ত প্রায়
 মায়াবী রূপকথা
 সুমন কর
 মাহবুবুল আজাদ
 ইয়েলো
 মুনির মুহাম্মদ
 জাহিদুল ইসলাম
 লেখোয়াড়.
 যান্ত্রিক
 ডাঃ মারজান
 আরজু পনি
 রাশেদ ইফতি
 ফেরদৌসা রুহী
 কিরমানী লিটন
 শাহাদাত হোসেন
 রিকি
 অভিমান ইগো এবং ভালোবাসা
 সাধারণ আমি আমার
 বিদ্রোহী ভৃগু
 বনমহুয়া
 জুন
 সজিব হাওলাদার
 আইএমওয়াচিং
 ধ্রুব নয়ন চৌধুরী
 Rakibul Yeasin
 ভ্রমরের ডানা
 মাহবুবুল আজাদ
 আমি মিন্টু
 তুষার আহাসান
 রানা আমান
 লিও কোড়াইয়া
 শহুরে আগন্তুক
 সোহানী
 ডি মুন
 জাহিদ হাসান মিঠু
 অন্ধবিন্দু
 উল্টা দূরবীন
 মুনতা
 নিঝু
 ইস্কান্দার মীর্যা
 ভুমিসংকর
 জয়িতা রহমান
 জুয়াড়ি
 জেন রসি
 shahriar helal
 জসিম
 ইমরান মোহাম্মাদ
 সাদিকনাফ
 দিশেহারা আমি
 রবিন্দ্রনাথ ঠাকুর
 সুমন কর
 আব্দুল্যাহ
 মিতু রহমান
 চাটগাইয়া জাবেদ
 সে্নসেটিভ শিমুল
 এম.এ.জি তালুকদার
 ম.র.নি
 আরিফুন নেছা সুখী
 নিহত ভবিষ্যৎ
 বিজন রয়
 বেগুনী ক্রেয়ন
 ইয়েলো
 রেজওয়ানা আলী তনিমা
 অলওয়েজ ড্রিম
 সায়েদা সোহেলী
 কালনী নদী
 দ্যা রয়েল বেঙ্গল টাইগার
 আরজু পনি
 মাহমুদ০০৭
 সাহেদ আনোয়ার
 দুষ্ট পন্ডিত
 চার্ত্রুজ-বী
 আখতার হামিদ পারভেজ
 ইফতেখার রাজু
 আসাদ খাঁন
 সে্নসেটিভ শিমুল
 এক নিরুদ্দেশ পথিক
 বিদ্রোহী সিপাহী
 ইসমাইলহোসেন০০৭
 সাকিন উল আলম ইভান
 লাল স্কচটেপ
 শাহজাহান সাঈফ
 বর্ণহীণ
 তামান্না তাবাসসুম
 জসিম
 আতিক.নিষিক্ত
 এস নবীন (সম্রাট)
 প্রিন্স খান ৫৪২৬
 কিউপিড রিটার্নস
 হাসান নাঈম
 মাহমুদা আক্তার সুমা
 রানা আমান
 দিয়া আলম
 মোঃ মঈনুল হাসান
 আদ্রিতা
 কালনী নদী
 তানিয়া হাসান খান
 ম্যাঁও খোক্ষস
 অতৃপ্ত পরান
 ঐন্দ্রিলা নিশাত
 জিমার পেঙ্গুইন
 অব্যক্ত কথা
 আহেমদ ইউসুফ
 স্কারলেট টিউলিপ
 জেব্রা মাস্টার
 ফজলুভাই
 গুলশান কিবরীয়া
 মাজহারুল অসীম
 কাওসার পারভীন
 পেলব চক্রবর্তী
 জানা
 কাজী আসিফ
 জনৈক শ্রেয়াস
 সুদীপ্তা মাহজাবীন
 শামছুল ইসলাম
 নতুন
 ঠাহর
 আবু শাকিল
 চুরমার
 কাজী আবু ইউসুফ (রিফাত)
 ইমরাজ কবির মুন
 কাবিল
 মুহাম্মদ জহিরুল ইসলাম
 কাজী ফাতেমা
 জেন রসি
 আরণ্যক রাখাল
 অপর্ণা মম্ময়
 তার আর পর নেই…
 ডা: শরীফুল ইসলাম

শুভ জন্ম বার্ষিকী “নান্দনিক নন্দিনী”। গত একবছরে এই ব্লগ থেকে যা পেয়েছি তা অমূল্য। এত এত ভালোবাসা, শুভেচ্ছা, অনুপ্রেরণা, পরামর্শ আর শুভকামনা। জানিনা কত দিন লিখতে পারবো, তবে যেখানেই থাকি- যেভাবেই থাকি এই অমূল্য প্রাপ্তি মনে থাকবে অনেক অনেক বছর। ব্লগে ১২৪জন অনুসরন করছেন আমাকে। সংখ্যায় হয়তো তেমন উল্লেখযোগ্য নয়, তবে আমার কাছে এই সংখ্যাটাকেই অনেককককক মনে হয়!!!!!!!!!!!

হাজার মাইলের ভ্রমন প্রথম পদক্ষেপে শুরু। সেই ভ্রমনের গল্প গুলো লিখে যেতে চাই। সহ ব্লগারদের ধন্যবাদ পাশে থাকার জন্য। সমাপ্তিহীন গল্পের মতোই ব্লগে চলার পথটা হোক অন্তহীন আর নির্বিঘ্ন…………… !!!

মন্তব্য ১১৮ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৮

গেম চেঞ্জার বলেছেন: সামুতে আপনার লেখাগুলো থাকায় ভাল হয়েছে। একজন সুলেখিকা পেলাম আমরা। :)

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৭

নান্দনিক নন্দিনী বলেছেন: সুলেখিকা !!!!!!!!!!!!!!!! এতো বড় প্রশংসা ???????

ধন্যবাদ :) :)

২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫১

আরণ্যক রাখাল বলেছেন: না, ব্লগ এখনো ঘুমায়নি!
হ্যাপি বার্থ ডে টু ইয়োর ব্লগ ;)
আর এতো বড় লিস্ট X((

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা .............
Thank you………………. thanks a lot!!!
ব্লগে পড়ার আনন্দ, লেখার থেকে কোনো অংশেই কম নয়।
যাদের ব্লগ নিয়মিত পড়ছি তাদের জন্য শুভেচ্ছা বার্তা ছাড়া কি জন্ম বার্ষিকী পালন করা যায়? তাই আমার তরফ থেকে এই সামান্য উপহার :)

৩| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৩

অপু তানভীর বলেছেন: দাওয়াত দেন । কেক খাই না বহুত দিন :D

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১:০২

নান্দনিক নন্দিনী বলেছেন: কী কেক আনাবো…………… চকলেট, ভ্যানিলা নাকি ব্ল্যাক ফরেস্ট???

৪| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১:০৪

হিটলার দ্যা ফুয়েরার(২) বলেছেন: দাওয়াত পেলাম না তো!

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১:০৮

নান্দনিক নন্দিনী বলেছেন: দাওয়াত কী, কোথায় দাওয়াত !!!!

৫| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১:৫১

ভবোঘুরে বাউল বলেছেন: শুভ হোক আগামীর ব্লগ লেখা। বর্ষপূর্তিতে অভিনন্দন।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৮

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!!!!!!!!!!!!!!!

৬| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৩:০০

ফাহিমোসিস ফয়সালোসিস বলেছেন: শুভ জন্মদিন ।। আমি নিজেও একজন নতুন ব্লগার । আপনার শুরুর দিনকারগুলোর কথা ভালো লাগলো ।

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২০

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ ফাহিমোসিস ফয়সালোসিস !!
অনেক অনেক লিখবেন আর ভালো থাকবেন :)

৭| ৩১ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৪৯

রিমঝিম স্বপ্ন বলেছেন: শুভ ব্লগীয় জন্মদিন!! আগামী বছর আপনাকে অনুসরণ ১২৪ থেকে ১০২৪ হয়ে যাক সেই কামনা রইল।

আপনার বাড়ি আমি নিজেই দাওয়াত নিলাম। :D
খালি মুখে বিদায় করবেন?

বাব্বাহ কত্ত লম্বা লিস্ট!! আমিও আছি দেখছি। :)

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১০

নান্দনিক নন্দিনী বলেছেন: অতিথি আনন্দ বয়ে আনে………… খালি মুখে বিদায় করার প্রশ্নই ওঠে না।
সময় করে চলে আসেন।
লিস্টটা খুব যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। আপনার নাম আছে জেনে ভালো লাগছে…………
ভালো থাকবেন :)

৮| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৫

বিজন রয় বলেছেন: কামরুন নাহার বীথি, জ্যোস্নার ফুল, বিজন রয়, তাসলিমা আক্তার, আরিফুন নেসা সুখী,

আপনার জন্য শুভকামনা।
ব্লগে থাকুন।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৮

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ বিজন রয়!!!!!

৯| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগ ও ব্লগারদের প্রতি আপনার শ্রদ্ধাবোধ দেখে ভালো লাগলো।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২১

নান্দনিক নন্দিনী বলেছেন: শ্রদ্ধাবোধ ছাড়া সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। অন্তত আমি সেটা বিশ্বাস করি।
ধন্যবাদ, ভালো থাকবেন।

১০| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: দীর্ঘজীবী হোন । ব্লগে অারও ভালো ভালো লেখা পাওয়ার অপেক্ষায়...

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২২

নান্দনিক নন্দিনী বলেছেন: আমি আমার সাধ্যমত চেষ্টা করবো, পাশে থাকার জন্য ধন্যবাদ!

১১| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ কামনা রইলো । ভাল থাকুন,সুন্দর থাকুন ।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৩

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!!!

১২| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১১

সাহসী সন্তান বলেছেন: নন্দিনী আপু, প্রথমেই ধন্যবাদ জানাই আপনার মত একজন মহান ব্লগারের প্রিয় তালিকায় নিজের নামটা যোগ করার জন্য! আমার হাবি জাবি লেখাগুলো যে আপনার কাছে ভাল লাগে সেটা জানতে পেরে ভীষণ ভাল লাগছে! সামুতে অল্প কয়েকদিনের ব্লগিংয়ে যে কয়েকজনের সাথে ব্লগিং সম্পৃক্ততা গড়ে উঠেছে, নিঃস্বন্দেহে আপনি তার অন্যতম!

আপু, ব্লগিংটা করি সম্পূর্ণ শখের বসে। ব্যক্তিগত ব্যস্ততার মাঝ থেকে যে টুকু সময় পাই তার অধিকাংশ সময়টাই বর্তমানে ব্লগের পিছনে ব্যায় করি। অবশ্য তাতে করে নিজের বেশ উপকারই হচ্ছে বলতে হবে। অনেক কিছু জানতে বা শিখতে পারছি। এছাড়াও আপনাদের মত কিছু ভাল মানুষের সাথে মিশতে পারছি এটাও বা কম কি! তবে বর্তমানে ব্যস্ততাটা বেড়ে যাওয়ায় ব্লগে হয়তো তেমন একটা আসা হয় না। তারপরেও আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ!

আপনার লেখাগুলো আমারও অনেক ভাল লাগে! আমি যতটা সম্ভব আমার প্রিয় ব্লগারদের প্রত্যেকটা পোস্টেই মন্তব্য করার চেষ্টা করি। আর ব্যস্ততার কারণে যদি মন্তব্য করা নাও হয়ে থাকে তবে অন্তত একটা লাইক দিয়ে আসি। কিন্তু অনেক সময় অনিচ্ছাকৃত বা দেখার ভুলের কারণে অনেক ভাল ভাল পোস্ট দৃষ্টি থেকে হারিয়ে যায়, আপনার পোস্টের ক্ষেত্রে তেমন কিছু হয়ে থাকলে স্যরি.....!!

আপনার ব্লগিং জন্মদিনের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালবাসা রইলো! দোয়া করি যেন আপনি এই একের পিছনে আরো একটা শূণ্য যোগ করে, আপনার চমৎকার ব্লগিং জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন! পরিশেষে ভাল থাকবেন সব সময়!

বিঃ দ্রঃ- 'নন্দিনী' নামটা আমার কাছেও খুব ভাল লাগে! সম্ভাবত আগেও অনেকবার বলেছি, আবারও বললাম..... ;)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:১৪

নান্দনিক নন্দিনী বলেছেন: সাহসী সন্তান বলেছেন, "আপনার মত একজন মহান ব্লগারের"- ইহা আমি কি শুনিলাম!!!!!!
ভাই রে, আমি মোটেও মহান ব্লগার নই। তবে আপনার বলা ভালো মানুষ কি না সেটা ভেবে দেখা যেতে পারে।
কোন লেখা না পড়া থাকলে 'সরি' ফিল করার কিছু নেই।

ভালো থাকবেন সব সময়।
কিছু কথা বার বার শুনতে ভালোই লাগে :)

১৩| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩০

কালনী নদী বলেছেন: লেখা পছন্দের তালিকায় আমার নাম আছে, ইয়াহু

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৫

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা
চিয়ার্স!!!!!!!

১৪| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯

কবি সুবর্ণ আদিত্য বলেছেন: এত্ত ভালো করে লেখার জন্য অভিনন্দন.........শুভ জন্মদিন।
ভালো থাকুন নিরন্তর।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ কবি সুবর্ণ আদিত্য !!!
আপনিও ভালো থাকবেন সব সময় :)

১৫| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

তুষার আহাসান বলেছেন: শুভ জন্মদিন।।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ :) :)

১৬| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২১

চাঁদগাজী বলেছেন:


বছর টিকে থাকা উপলক্ষ্যে অভিনন্দন।
এই পোস্টের আগের পোস্টটা খুবই খুবই ভয়ংকর দরকারী পোস্ট।

আপনি আরো সুন্দরী কোন মেয়ের ছবি দিন প্রোফাইলে, কাজ হবে।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

নান্দনিক নন্দিনী বলেছেন: “টিকে থাকা” শব্দটা বড় নেতিবাচক শোনায়। বরং ‘বছর পূর্তি’ শুনতে বেশ ভালো।
ধন্যবাদ আগের পোষ্টটার প্রশংসা করার জন্য।

আপনি আরো সুন্দর বলতে বুঝিয়েছেন, যে ছবিটা আছে সেটা সুন্দর!
প্রোফাইল পিকচার তো আপনার চোখের মাপে সুন্দর হয়ে উঠতে পারবে না, তাই যেটা আছে সেটাই থাকুক, সত্য আর সুন্দরের প্রতীক হয়ে :)

১৭| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২২

নেক্সাস বলেছেন: শুভ জন্মদিন।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

নান্দনিক নন্দিনী বলেছেন: গিফট কোথায় ???????????????/

১৮| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ জন্মদিন আপুনি ।দীর্ঘজীবী হোন ।ভাল থাকবেন আর হতাশ হলাম লিষ্টে নাম না দেখে।

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার নাম কি করে বাদ পড়লো সুজন ভাই!!!!!!!!!

আপনি তো আমার লেখাগুলোর নিয়মিত পাঠক।
শুধু তাই নয়, লেখা পোষ্ট করার মাঝে বিরতি একটু দীর্ঘায়িত হলে, আপনার নাম 'সাম্প্রতিক ব্লগ দেখার তালিকায়' উপরের দিকে থাকে।

দেরী করে প্রতি উত্তর দেয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। খেলা দেখা আর বৃষ্টি বিলাস এর জন্য দায়ী।
আপনি কী কষ্ট করে আরেক বার এই পোষ্টটা পড়বেন, আশা করি আপনার হতাশা খানিকটা কমবে

১৯| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

তাসলিমা আক্তার বলেছেন: প্রথমে নাম খুঁজে না পেয়ে গোস্যা খাইছি /:) হইতে পারি নতুন পাগল, তাওতো পাগল। পরে দেহি আমিও আছি। দিলখোশ :D আমিই সেই কইন্যা, অইযে গানে খুশি হইয়া মারহাবা মারহাবা কইতে গিয়া আপনেরে একই মন্তব্য তিনবার পোস্টাইসিলাম।

ব্লগীয় জন্মদিনের শুভেচ্ছা !:#P খুব আনন্দে থাকেন। নামের মতই সুন্দর থাকুক আপনার আগামীর পথচলা।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:২১

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার কথা আমার মনে আছে...... :)
গানটা কেমন লেগেছে??
শুভকামনার জন্য ধন্যবাদ !
ভালো থাকবেন সব সময় :)

২০| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: শুভকামনা রইলো আপনার জন্য।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪০

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ ভাই,
আপনার তথ্যমূলক পোষ্টগুলো আমার পছন্দের তালিকায় থাকে। লেখালিখিটা চলতে থাকুক।
ভালো থাকবেন :)

২১| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮

উল্টা দূরবীন বলেছেন: হাসান মাহবুব ভাই সেই ব্লগার এবং প্রিয়মুখ যিনি প্রথম আমার লেখা একটি ছন্দকবিতা পড়ে প্রশংসা কপ্রেছিলেন। তিনিই সেই লেখক যিনি সব নবীন ব্লগারদের অনুপ্রেরণা যোগাতে ভীষণ উৎসাহ দেন। বারুদের স্তুপে আগুনের ছিটার মত।

পুরো লেখায় আপনার প্রিয় এবং সহব্লগারদের নিয়ে মন্তব্য পড়লাম। খুব ভালো লেগেছে প্রতিটা কথা। লেখার একেবারে শুরু থেকে একটা আসক্তি মত টেনে ধরে রাখছিলো প্রতিটি শব্দ।

আপনাকে আমি আমার ব্লগে আমন্ত্রণ জানিয়েছিলাম। কথাটা মনে রেখেন এবং এই পোস্টে লিখেছেন দেখে ভালো লেগেছে। তবে সাহস করে একটা কথা বলে দিবার চাই, তারপর আপনি আর আমার লেখা তেমন একটা পড়েন নি।

সামুতে এক বছর পূর্তিতে অভিনন্দন আপনাকে। অনেক অনেক দীর্ঘ হোক এই পথচলা। অবিনশ্বর অনেক লেখা চাই আপনার কাছ থেকে।

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৩

নান্দনিক নন্দিনী বলেছেন: আজকাল মন খারাপের রাতে
আমি চলে আসি সেই কৃষ্ণচূড়া তলে;"- মুখোশের মন খারাপ------------- থেকে।
এই লেখাটা আমার ভালো লেগেছে।

আপনার লেখা পড়িনা কথাটা ঠিক না ভাই, আমি আসলে লেখা পড়ে মন্তব্য খুব কম করি।

আপনার বলা “অবিনশ্বর” লেখা লিখতে পারবো কি না জানি না, তবে লেখালিখির নির্ভেজাল আগ্রহটা ধরে রাখার চেষ্টা করবো :)

২২| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

বর্ষপূর্তির অভিনন্দন রইল।

বর্ষপূর্তির পোস্ট কিন্তু দারুণ হইছে।

ভাল থাকুন শুভকামনা।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৫

নান্দনিক নন্দিনী বলেছেন: ইয়েএএএএএএএএএএএএএে
ধন্যবাদ, ধন্যবাদ :)

২৩| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: আমার নাম নাই, পচা পোষ্ট /:)


বর্ষপুর্তির শুভেচ্ছা :)

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৮

নান্দনিক নন্দিনী বলেছেন: বর্ষাকাল ছাড়া কি *কুনোব্যাঙ* এর দেখা মিলে???
কি করে জানবো তার কথা!!
১ নং পঁচা পোষ্ট হয়েছে। আমি আপনার সাথে একমত :)

২৪| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৬

হাসান মাহবুব বলেছেন: আপনি তো আপনার লাস্ট পোস্টে আমার মন্তব্যের রিপ্লাই দেন নাই। বেশ অপমানজনক ছিলো ব্যাপারটা। যাই হোক, শুভ ব্লগিং। আপনার সাথে অনেক সময় মতে না মিললেও স্পষ্টবাদীতা এবং আপোষহীন মনোভাব ভালো লাগে। এটা বজায় রাখুন।
ভালো থাকবেন।

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৮

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!

২৫| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২

পুলহ বলেছেন: ব্লগে পথ চলা শুভ হোক। বছর পূর্তির শুভেচ্ছা !

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৯

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ পুলহ :)

২৬| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

সুমন কর বলেছেন: শুভ জন্ম বার্ষিকী “নান্দনিক নন্দিনী”। !:#P !:#P দীর্ঘ হোক ব্লগিং জীবন।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫১

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ সুমন কর !!
ভালো থাকবেন :)

২৭| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: :||


আপনি অনুসরণীয়। শুভেচ্ছা।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২

নান্দনিক নন্দিনী বলেছেন: হাই ফাইভ হবে!!!!!!!!!!!!!!!
:) :)

২৮| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

Safin বলেছেন: আপু ধন্যবাদ! আপনার লেখা থেকে অনেক ইনফরমেশন পাইলাম।
আমি মাত্র পরশুদিন ব্লগে জয়েন করেছি।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ব্লগে স্বাগতম……………
নিয়মিত লিখবেন আশাকরি ………

২৯| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

মহা সমন্বয় বলেছেন: শুভ ব্লগীয় জন্মদিন!!

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ :)

৩০| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন ভেবেছেন...
আমরা সবাই ঘুমাই.. ব্লগ কখনো ঘুমায় না :)
১বছর ১৮ ঘন্টা! :)

হ্যাপ্পি ব্লগ বাড্ড ডে টু ইউ


আপনার আগামী পথচলা হোক অনাগতদের মাইলষ্টোন। অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা!!!!

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৯

নান্দনিক নন্দিনী বলেছেন: বিদ্রোহী ভৃগু,
শুভ কামনার জন্য ধন্যবাদ !
সবার শুভকামনায় মনে হচ্ছে, আজ আমার সত্যি সত্যি জন্মদিন :) :)

৩১| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

এন.আর মাহমুদ বলেছেন: অসাধারন ভাবে গুছিয়েছেন কথাগুলো। পুরোটা পড়ালাম খুব মনযোগ দিয়ে। বেশ ভাল লাগলো।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ এন.আর মাহমুদ!
ভালো থাকবেন সব সময় :)

৩২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


হাজার মাইলের ভ্রমণ একটি পদক্ষেপে শুরু হয়... দৃষ্টি থেমে গেলো শেষ লাইনে এসে!

আদর্শবাদী ব্লগারদের প্রতি আমার আলাদা একটু টান থাকে।

আপনার 'অর্থপূর্ণ ব্লগিং' অব্যাহত থাকুক....
শুভ ব্লগিং!

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫

নান্দনিক নন্দিনী বলেছেন: মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাজার মাইলের ভ্রমণ একটি পদক্ষেপে শুরু হয়... দৃষ্টি থেমে গেলো শেষ লাইনে এসে!
আদর্শবাদী ব্লগারদের প্রতি আমার আলাদা একটু টান থাকে।
আপনার 'অর্থপূর্ণ ব্লগিং' অব্যাহত থাকুক....
শুভ ব্লগিং!



এই মন্তব্য পেয়ে প্রতিউত্তর লেখার জন্য শব্দ খুঁজে পাচ্ছি না।
“দেয়ার যেমন, নেয়ারও তো যোগ্যতা থাকা চাই”- আমি ততটা যোগ্য মানুষ কোনোদিন হতে পারবো কিনা জানিনা। তবে এই অনুপ্রেরণা যেন ফিকে না হয়, আশা করি পাশে থাকবেন সব সময়।

৩৩| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:০০

মুসাফির নামা বলেছেন: প্রাণান্তকর প্রচেষ্টার,অর্থহীন বাক্যালাপ
চলুক না,গন্তব্য যদি মেলে।
শুভকামনা রইল।

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৬

নান্দনিক নন্দিনী বলেছেন: প্রাপ্তি তো গন্তব্যে নেই, আছে গন্তব্যে যাওয়ার রাস্তাটুকুতে।
এতো এতো শুভ কামনা পেয়েছি যে, এখন আমার এই পথ চলাতেই আনন্দ!
ধন্যবাদ মুসাফির নামা, অত্যন্ত সুন্দর মন্তব্যের জন্য :)

৩৪| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৪

স্বপ্ন সতীর্থ বলেছেন: বাহ! বেশ পরিশ্রমী মানুষ আপনি বোঝা যাচ্ছে। ভালো লেগেছে বেশ!

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫

নান্দনিক নন্দিনী বলেছেন: জ্বী না, স্বপ্ন সতীর্থ -----------
'আমি অত্যন্ত আরামপ্রিয় মানুষ' :)

৩৫| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩২

আরজু পনি বলেছেন:

এতো এতো নাম দেখেই ভিমড়ি খাচ্ছি ! B:-)

বর্ষপূর্তির অনেক শুভকামনা রইল। !:#P

আরো অসাধারণ সব পোস্টে সামহোয়্যারইন ব্লগ সমৃদ্ধ হোক।

খুব ভালো থাকুন...।

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

নান্দনিক নন্দিনী বলেছেন: আপপপপপপপপপপপপপপপপপপপপু,
সব্বাই কে মনে করতে চেয়েছি………… যারা না থাকলে লেখালিখি অর্থহীন হয়ে যেতো!!

আমি লেখালিখির চেষ্টা অব্যাহত রাখবো,
আপনার পোষ্টও আরো বেশি বেশি দেখতে চাই……… :)

৩৬| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
এর মধ্যে ১ বছর হয়ে গেসে! অভিনন্দন নন্দিনী।
আমার নাম দেখে যারপরনাই অবাক হৈসি।
ব্লগচলা মধুর হৌক, শুভকামনা || :)

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

নান্দনিক নন্দিনী বলেছেন: সময় বয়ে চলে কালের নিয়মে
'এক বছর' হয়ে গেছে !!!!
ধন্যবাদ :)

৩৭| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার জন্য সব সময় শুভকামনা।
শুভেচ্ছা জানবেন।

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩

নান্দনিক নন্দিনী বলেছেন: :) :)

৩৮| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:০০

মনিরা সুলতানা বলেছেন: শুভ জন্ম বার্ষিকী “নান্দনিক নন্দিনী
অনেক অনেক ভাল লেখার অপেক্ষায় :)

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৫

নান্দনিক নন্দিনী বলেছেন: আমিও আপনার লেখা পড়ার অপেক্ষায় :)

৩৯| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: অনেক মজা করে লিখেছেন তাতে করেই বোঝা যায় আপনি বেশ উচ্ছ্বসিত ! লেখকদের নামের লিস্ট দিয়ে তো মনে হয় আপনি ইতিহাস গড়ে ফেলেছেন ! হাহা

শুভ বছর ফূর্তি ! অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা রইলো ।

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: ঠিক ধরেছেন, আমি আসলেই উচ্ছ্বসিত !
লেখকদের নামের লিস্ট দিয়ে ইতিহাস গড়তে পেরেছি কিনা জানি না,
তবে 'ভোটার লিস্ট' জাতীয় কিছু একটা হয়েছে বলে মনে হচ্ছে :)
অনেক গুলো নাম অন্তত কয়েক বার করে পড়া হয়েছে !!!!!!!!!

৪০| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: আজকাল নূতন ব্লগারদের লেখা জুনিয়র/সিনিয়র সবাই পড়ছে।। মন্তব্যও করছে।। আমিতো প্রায় ভুলে যেতে বসেছিলাম ঠিক কত মাস আগে রেজিষ্ট্রেশন করেছিলাম।। কয়েকমাস পর প্রথম পাতায় যাওয়ার অধিকার পেলাম।। সেদিক থেকে আপনি তো ভাগ্যবতী।।
ব্লগীয় জন্মদিনে কামনা করি ব্লগে চলার পথটা হোক অন্তহীন আর নির্বিঘ্ন

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

নান্দনিক নন্দিনী বলেছেন: সচেতনহ্যাপী বলেছেন: আজকাল নূতন ব্লগারদের লেখা জুনিয়র/সিনিয়র সবাই পড়ছে।। মন্তব্যও করছে।। আমিতো প্রায় ভুলে যেতে বসেছিলাম ঠিক কত মাস আগে রেজিষ্ট্রেশন করেছিলাম।। কয়েকমাস পর প্রথম পাতায় যাওয়ার অধিকার পেলাম।। সেদিক থেকে আপনি তো ভাগ্যবতী।।
- তাই তো দেখছি....... :)
ধন্যবাদ আপনাকে এত সাবলীল এবং অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য :)

৪১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:৩২

নিয়েল হিমু বলেছেন: ব্লগার ম.র.নি গত দুই বছর ধরে অনুপস্থিত । কিন্তু এখানে তার নামটা দেখে আমি অবাক হলাম ।
অঃটঃ যদি এই কমেন্ট ম.র.নি দেখেন তাহলে আপনার মেইলটা চেক করার অনুরোধ রইল ।

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬

নান্দনিক নন্দিনী বলেছেন: :) :)

৪২| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫৫

ইকবাল হোসাইন সুমন বলেছেন: কারো নাম কি বাদ পড়লো!!
মনে তো হয় না! হা হা.

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: বাদ পড়বে কেন?? সবাই কে মনে করেছি এবং মনে রেখেছি !! :) :)

৪৩| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫১

আরজু পনি বলেছেন:
গতমাসের হিট পোস্টে আপনি ফাস্টু হইছেন !:#P
সব থেকে বেশি পঠিত পোস্ট সমূহ → জন্ম বিরতিকরণ পিল.... পঠিত ৯৩৩৩৬ বার

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮

নান্দনিক নন্দিনী বলেছেন: চিয়ার্স………………………
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৪৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনি ২৪ নং (হাসান মাহবুবের) কমেন্টের উত্তর না দিয়ে, নীচের কমেন্টগুলোর উত্তর দিয়েছেন; এটা আপনার দৈন্যতা, আপনি 'তেলে' চলেন।

আমার সন্দেহ হচ্ছে, আরেক বছর পুর্তির অভিনন্দন জানানোর সুযোগ পাবে কিনা ব্লগারেরা।

০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

নান্দনিক নন্দিনী বলেছেন: চাঁদগাজী আপনার আজকের ধারনা হয়তো আগামীকালই পরিবর্তিত হতে পারে। তাই আশা করবো এমন কিছু আমার পোষ্টের মন্তব্যের ঘরে লিখবেন না, যার জন্য আপনাকে লজ্জিত হতে হয়।
ভালো থাকবেন।

৪৫| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯

আলভী রহমান শোভন বলেছেন: অভিনন্দন আপু। সামনে আরও লেখা সামুতে দেখতে চাই আপনার। অনেক অনেক শুভ কামনা। :)

০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৪৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: নান্দনিক নন্দিনী ,



বেশ ঝরঝরে লেখা । ফুলকো লুচির মতো মুখরোচক এবং মোলায়েম ।

সমাপ্তিহীন গল্পের মতোই ব্লগে চলার পথটা হোক অন্তহীন আর নির্বিঘ্ন… আপনার এমনতরো কামনা যেন আপনাকে ছুটিয়ে নিয়ে যায় আরও লক্ষ-কোটি মাইল ভ্রমনের পথে ................

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪

নান্দনিক নন্দিনী বলেছেন: আহা..... আহা........!!!
আপনি তো দেখি ‘রূপক’ ব্যবহারে ভীষন দক্ষ মানুষ। রূপক পছন্দ হয়েছে।

“যেতে যেতে লিখে যাবো কিছু বোধের কথা আর ভালোবাসার গল্প"।
আশা করি সামনের দিন গুলোতেও আপনার এমন প্রানবন্ত মন্তব্য পাবো।
সব সময় অনেক -অনেক -অনেক ভালো থাকবেন।

৪৭| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

আবু শাকিল বলেছেন: আপনি খুব ভাল লেখোয়াড় ।
আরো লিখতে থাকুন । সময় সুযোগে
আপনার পোষ্টের সাথেই আছি ।

আহমেদ জী এস দা বলেছেন-

বেশ ঝরঝরে লেখা । ফুলকো লুচির মতো মুখরোচক এবং মোলায়েম
কথাটা খুব পছন্দ হইছে।আমারো একি কথা ।
ভাল থাকবেন ।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭

নান্দনিক নন্দিনী বলেছেন: :) :)

৪৮| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৪

আবু শাকিল বলেছেন: আপনি খুব ভাল লেখোয়াড় ।
আরো লিখতে থাকুন । সময় সুযোগে
আপনার পোষ্টের সাথেই আছি ।

আহমেদ জী এস দা বলেছেন-

বেশ ঝরঝরে লেখা । ফুলকো লুচির মতো মুখরোচক এবং মোলায়েম
কথাটা খুব পছন্দ হইছে।আমারো একি কথা ।
ভাল থাকবেন ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ইয়েএএএএএএএএএএএএএএএ!!!!!!!!
ধন্যবাদ আবু শাকিল ভাই,
ভালো থাকবেন :)

৪৯| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ওই বোঝাতে অনুসরণীয় বলেছিলাম না। :(

তবে এখন ফাইভ সিক্স হতেই পারে। ;)

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

নান্দনিক নন্দিনী বলেছেন: অনুসরণ করার পরে তাহলে এটা হবে “হাই টেন”!! (হাই ফাইভ+ হাই ফাইভ)
:) :)

৫০| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক অনেক শুভ কামনা থাকল আপু

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৩৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৫১| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪

অদ্ভুত_আমি বলেছেন: ব্লগীয় জন্মদিনের শুভেচ্ছা !:#P !:#P !:#P

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৩৭

নান্দনিক নন্দিনী বলেছেন: অসংখ্য ধন্যবাদ!

৫২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

আরাফাত হোসেন অপু বলেছেন: আমি অফিস থেকে বাসায় এসেই সামুতে লগইন করি..আর প্রায় প্রতিদিন ই আপনার পেজ টা ঘুরা হয়..নতুন কিছু লিখলেন কিনা তাই..হাহাহহাহাহাহাহাহাহাহ........... ব্লগীয় জন্মদিনের শুভেচ্ছা আপু..বেচে থাকুন অনেকদিন....বেচে থাকুক আপনার লেখনী।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩১

নান্দনিক নন্দিনী বলেছেন: হুম অপু ভাই তো নন্দিনীর ব্লগের নিয়মিত ভিজিটর।
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন :) :)

৫৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮

রাজসোহান বলেছেন: এতোগুলো মানুষের নাম মনে রাখছেন! :-* এই জন্য প্লাস, ব্যাপক ধইর্য্যের কাজ ছিলো! /:)

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

নান্দনিক নন্দিনী বলেছেন: এক্ষেত্রে ইছাটাই আসল। ভালোবেসে করেছি তো তাই খুব বেশি কষ্ট হয়নি। :)
কেমন আছেন?
আপনার ব্লগ ঘুরে দেখলাম, দীর্ঘদিন ধরে ব্লগিং করছেন।

৫৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: অভিনন্দন, অভিনন্দন।

এত্ত এত্ত ভালো ব্লগারদের মাঝে আমার মত হাবিজাবি ব্লগারের নাম দেখে শরমিন্দা হয়ছি :)

আপনি আসলেই ভালো লেখেন।

আমার ব্লগে দেখে এলাম এক বছর হয় হয় করছে। এই উপলক্ষে একখান বোম ফুটাতে হবে। এই ব্লগে আসা আমার জন্যও চমকপ্রদ। আর এই ব্লগের সবার পছন্দের একজন ব্লগারের জন্যই আমার এই ব্লগে আসা।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

নান্দনিক নন্দিনী বলেছেন: বোমের আওয়াজ শোনার জন্য কান পেতে রইলাম।
ধন্যবাদ !!!!!!!!
ব্লগিং নিয়ে ছোট ভাই আমাকে কম কথা শোনায়ছে! তারপরও সেই আমার “অন্ধের জষ্ঠী”।
বেশি বেশি করে লিখবেন……………

সব সময় ভালো থাকবেন রুহী, অনেক অনেক শুভকামনা।

৫৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৯

রাফা বলেছেন: নান্দনিক নন্দিনী-আপনার লেখার আলাদা একটা আকর্ষণ আছে।আপনার লেখা পড়তে কখনই বিরক্ত বা একগেয়েমি লাগেনা।
কিন্তু আমাকে ছাড়া পার্টি চলতেছে দাড়ান .....আসতেছি।

ধন্যবাদ।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

নান্দনিক নন্দিনী বলেছেন: কিসের পার্টি! কোথায় পার্টি!!
গান ম্যান আপনাকে ছাড়া পার্টি হবে, সেটা আপনি ভাবলেন কি করে?

বিশ্বাসের এই ঘোর দূর্দিনে আমার উপর আস্থাটুকু অন্তত রাখুন।

৫৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

রাজসোহান বলেছেন: আমি আসলে ব্লগিং করছি প্রথম তিন বছর। তারপর একদমই ইনএক্টিভ। কিন্তু এর মাঝে কোনফাঁকে ব্লগে এসে আপনাকে অনুসরণ করে রেখেছি মনে পড়তেছে না! আপনার ব্লগিং বয়স ১ বছর ৪ দিন। অথচ আমি ২০১৫ তে একবারের জন্যেও ব্লগে ঢুকছি বলে মনে হয়না :-*

একটু অবাক হইছি :P

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ইন্টারেস্টিং !!!!!!!! :)

৫৭| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫

সায়ান তানভি বলেছেন: আমি তো ভাবছিলাম আপনি লেখাটেখা ছেড়ে দিছেন ,আগের মতো চোখে পড়ে না ।কিন্তু আপনার ব্লগে এসে দেখি লিখছেন নিয়মিত ,যদিও কম ।আপনি শক্তিমান লেখক ,শুভ কামনা রইলো ।এক বছর পূর্তির অভিনন্দন ।ভালো থাকবেন ,নিয়মিত লিখবেন :)

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬

নান্দনিক নন্দিনী বলেছেন: সায়ান তানভি, যা অবস্থা তাতে লেখাটেখা ছেড়ে দিলে কোনো ক্ষতি নেই। এই ব্লগে অনেক ভালো ভালো লেখক আছেন, পড়তেই বেশি ভালো লাগে। জীবিকার প্রয়োজনে, ডাল-ভাত কর্মসূচির জন্য নিয়মিত হতে পারছি না। লিখে তো মন ভরে পেট ভরার জন্যও তো ভাবতে হয়।
আপনি যখন বলেছেন, আমি শক্তিমান লেখক, তাহলে তো আর কথাই হবে না।
আপনিও লিখুন নিয়মিত।
ভালো থাকবেন :) :)

৫৮| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:০৭

রুদ্র জাহেদ বলেছেন: কর্মব্যস্ততার ফলে মাঝে ব্লগ পড়া হয়নাই।এই বর্ষপূর্তি পোস্টও দেখিনাই। বিশাল এক ইতিহাস এক পোস্টে।প্রিয় লেখক-ব্লগারের এই কাণ্ড দেখেই মুগ্ধ। সুন্দর সুখপাঠ্য পোস্ট। আপনি একদম পরিণত,দক্ষ ও শক্তিমান লেখক।তাই এই ব্লগপাঠে প্রিয় মানুষ প্রিয় লেখকের মাঝে আপনিও রয়েছেন। সব পোস্টতো দেখিনি মিসাইসি কিছু,পড়ে ফেলব তাও।যাইহোক অন্তহীন পথচলা আরো আরো বেগবান এবং সৃষ্টিশীল হোক আমাদের জন্য

০৯ ই মে, ২০১৬ রাত ৮:৫১

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা
অনেক অনেক ধন্যবাদ !!!
সন্মানিত বোধ করছি :)

৫৯| ১৪ ই জুন, ২০১৬ রাত ১২:৩১

জসিম বলেছেন: অনকে বড় লিস্ট! শুভকামনা রইলো.

১৪ ই জুন, ২০১৬ রাত ১:৫৬

নান্দনিক নন্দিনী বলেছেন: জসিম ভাই, অনেক দিন বাদে :)
ধন্যবাদ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.