নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।
অনেকদিনের ইচ্ছে আপনাকে একটা ভোর পাঠাই। সাথে একটা প্রশ্ন, আচ্ছা আমাদের মধ্যে কি শার্ট ধুয়ে দেয়ার সম্পর্ক হতে পারে না? কিংবা একটা ঘর, যে ঘরে আমরা কেবল বাস করবো না, ঘরও করবো। সে ঘরের ছাদ হবে বিশ্বাসের, দেয়াল হবে ভরসার, মেঝে হবে দায়িত্বশীলতার। অবশ্য আপনি যেখানেই থাকেন, সেটাই আমার ঘর! আমি ঘুম থেকে উঠে আপনাকে দেখতে চাই, এবং ঘুমতে যাওয়ার আগেও। জেনে রাখুন, আমি ভালোবাসলে আপনি ভালো থাকবেন। আর নাবাসলে? বেঁচে থাকবেন। সুখের তো কোনো স্টক এক্সচেঞ্জ নেই। তার প্রাইস ট্যাগ বা দামের লেবেলও নেই। সুখের যে স্বস্তিটুকু আছে তা থাকুক আমাদের দুজনের অন্তরজুড়ে।
আপনি আমার দৃষ্টির আনন্দ, চিন্তার সুখ। কামনার পাত্র আপনি নন, আপনি আমার ধ্যানের ধন। একটু উষ্ণতা নিয়ে বলি, 'তুমি' সম্বোধনে দুটো ঠোঁট যতটুকু সময় একে অন্যকে স্পর্শ করে ঠিক ততটুকু সময়ের জন্য হলেও আপনাকে চাই এবং... 'সংকোচে জানাই আজ: আরও একবার মুগ্ধ হতে চাই'। আপনাকে দেখার পর থেকে মনে হচ্ছে আমি কষ্টে আছি, যার অনুবাদ I am in love. যদিও আপনার মধ্যে হৃদয় বলে কোনো উপদ্রব নেই। তবুও আমি অক্ষত হৃদয় নিয়েই প্রেমের সাথে আপনার প্রেমে পড়েছি। নাহলে আমার একই মনে, নানা রকমের ইচ্ছে কেন জাগে? রোজ! I am in the mood of love, simply because of you. আপনার মনে হতেই পারে আমি একটা অসম্ভব!
একজাতের মানুষ আছে যাদেরকে ইংরেজিতে বলে ইম্পেচ্যুয়াস। এরা বুদ্ধি দিয়ে বাঁচে না অনুভূতি দিয়ে বাঁচে। আমরা একে অন্যের জীবনে যুক্ত নই বলে অভিযুক্ত হতে পারছি না। তবুও দুজনেই দুই জায়গায় একইরকম আছি, বিষাদে কিংবা ভালোবাসায়। আপনি আমার ব্যক্তিগত চাঁদ। আপনার সাথে সারাজীবন ধরে সারাজীবনের গল্প করতে ইচ্ছে করে। আলোর মতো এই জীবনটাকে আলোয় আলোয় রাঙিয়ে নিতে ইচ্ছে করে। আপনাকে ছাড়া দিবস বিস্বাদ রজনী নিদ্রাহীন। খুব অল্পসময়ে সম্ভবত আমি আপনার হৃদয়ের সৌন্দর্যের বর্ণছটা চিনে নিয়েছি। তাই হয়তো আপনার কাছেই যাবার জন্য কারণ খুঁজছি ...। আমরা না হয় জল ও বাতাসের মতো থাকবো। জল ও বাতাস যেমন একে অন্যকে মৃদু ছুঁয়ে থাকে। আমাদের সম্পর্ক হবে আলিজ্ঞনের, অবলম্বনের নয়। আর সেটাকেই বেঁচে থাকা মনে করে বেঁচে থাকবো।
জানাতে যাচ্ছি যত কথায়, হারাচ্ছি তত মানে...
জগজিৎ সিংয়ের অসাধারণ একটা গজল আছে, পেয়ার কি পেহেলে খাত লিখনেমে ওয়াক্ত তো লাগতা হ্যায়... জিসমে নেহি এ বাত দিল পার জানা হ্যায়। বিনয় বাবু বলেছেন, প্রেমপত্র ততক্ষণই সুন্দর যতক্ষণ সেটা দুজনের মধ্যে থাকে, সর্বসাধারণের হাতে তা হয়ে ওঠে কদর্য। তাই পত্র স্থগিত রেখে এবার মনের কথা বলি...
'তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয়।'- জীবনানন্দ দাশ
এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা সারাজীবনেও ভালোবাসার মানুষের দেখা পায় না, অনেকে দেখা পায় তবে মানুষটিকে পায় না। ‘ওয়ার এন্ড পিস' উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র নাতাশা তার জীবনে বহু ভুল প্রেম জমতে দিয়ে, একটা সময়ে এসে বুঝতে পেরেছিলেন সে আসলে শুরু থেকে পিয়রকেই ভালোবেসেছে। আপনি নিশ্চয় ভাবছেন, নাতাশার এই সত্যটা বুঝতে এতো দেরি হলো কেন? কারন, ভালোবাসা হচ্ছে চিরটাকাল একটা কিছু চাওয়া- এবং সেটা কোনোদিনই না পাওয়া। তবুও সেই না-পাওয়ার আশংকা নিয়েই আকাংক্ষায় অপেক্ষায় থাকবে হৃদয়; অন্তত একলাইনে হলেও আপনি আমায় লিখে পাঠাবেন, 'দুপুরের রোদে কমণীয়তাটুকু হারালে, তোমাকে বকবো ভীষণ, বকবো আড়ালে'।
৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০০
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ
২| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০০
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ রাজীব নুর
৩| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
স্বর্ণ খুবই কঠিন পদার্থ, সহজে গলে না; ভালোবাসার কথাকে হৃদয় থেকে প্রকাশ করতে হলে, পদার্থ বিজ্ঞান ও রসায়নও বুঝতে হয়, মনে হয়।
৩০ শে আগস্ট, ২০১৯ রাত ১০:০৩
নান্দনিক নন্দিনী বলেছেন: স্বর্ণ ধাতু নিয়ে আরো খানিকটা পড়াশোনা প্রয়োজন আছে আপনার। আর উপমার সৌন্দর্য বলেও একটা কথা আছে, বিষয়টা মাথায় রাখবেন। ধন্যবাদ।
৪| ৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:২৬
খায়রুল আহসান বলেছেন: একটি নির্মেদ, পরিপক্ক পোস্ট। এতটুকু কোথাও বাহুল্য নেই, আছে অনেক কথা কোট করার মত, অথবা নোট করার মত।
৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩১
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ প্রিয় খায়রুল আহসান স্যার
৫| ৩১ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা হচ্ছে চিরটাকাল একটা কিছু চাওয়া- এবং সেটা কোনোদিনই না পাওয়া। দেয়ালে টাঙিয়ে রাখার মতো একটা কথা বলেছেন।
৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৩
নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা, ধন্যবাদ রূপক বিধৌত সাধু
৬| ৩১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৭
নীল আকাশ বলেছেন: প্রেমের চিঠি ভালোই লাগলো পড়তে। বেশ আবেগ নিয়ে লিখেছেন।
নীচে একটা ছবি দিলাম, কেন দিয়েছি চিন্তা করুন?
ধন্যবাদ।
৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৮
নান্দনিক নন্দিনী বলেছেন: সংসারে নারীর দু'টো রূপ থাকে,
অসাধু ব্যবসায়ীর যেমন থাকে দুটো খাতা,
খাজনা ফাঁকি দেয়ার জন্য...
৭| ৩১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর চিঠিটি পাঠে মুগ্ধতা নিয়ে ফিরলাম।
৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৫
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন ভাই
৮| ৩১ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর
ভালো থাকুন।
৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৬
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনিও ভালো থাকুন সবসময়
৯| ৩১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫১
বিজন রয় বলেছেন: ভাল লাগল। লেখাটি আমার বেলায় খুবই প্রোযোজ্য বর্তমানে।
প্রিয়তে নিয়ে রাখলাম।
ভাল থাকুন।
৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৯
নান্দনিক নন্দিনী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিজন রয়।
ভালো থাকুন
১০| ৩১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
রাকু হাসান বলেছেন:
খায়রুল আহসান বলেছেন: একটি নির্মেদ, পরিপক্ক পোস্ট। এতটুকু কোথাও বাহুল্য নেই, আছে অনেক কথা কোট করার মত, অথবা নোট করার মত।--স্যারের সাথে একমত।
গতকাল আপনার সুন্দর নিকের দিকে চোখ গিয়েছিল । হঠাৎ আসছিলেন ব্লগে মনে হয় । তারপ উঁকি দিয়েছিলাম ব্লগে । এসেই দেখি এই পোস্ট । লেখাটি িএমন একটু নীরবে নিভৃতে পড়াই ভালো । তাই তখন পড়েনি । এখন পড়লাম । মুগ্ধ হলো ।রোমান্টিক হয়েছে।
আপনি আমার দৃষ্টির আনন্দ ,চিন্তার সুখ । কামানার পাত্র আপনি নন,আপনি আমার ধ্যানের ধন । --আহ কত সুন্দর করে ভাবেন ! বললেন । অনেক ধন্যবাদ আপনাকে এমন একটি লেখা উপহার দেওয়ার জন্য।
৩১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৪০
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ রাকু হাসান, ভালো থাকবেন
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:২৫
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! বেশ ! অনেকদিন পরেই বোধয় আপনার লেখা পড়লাম। খুব সুন্দর চিঠি। ভালোবাসার এরকম স্বীকারোক্তি করলে তাকে ভালো না বেসে থাকা যায় না। পত্রবালক এবং পত্রবালিকা দুজনের জন্যই শুভেচ্ছা রাশি রাশি
০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৫
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক।
কোনো এক মেঘলাদিনে আমরা দু'জনে মিলে চা-চক্রে আপনার দেয়া রাশি রাশি শুভেচ্ছার উষ্ণতা উৎযাপন করবো।
ভালো থাকবেন।
১২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৯
খায়রুল আহসান বলেছেন: ৬ নং প্রতিমন্তব্যটি অসাধারণ হয়েছে। +
০১ লা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৫
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ স্যার!
১৩| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: লেখিকা বলেছেন 'ভালোবাসা হচ্ছে চিরটাকাল একটা কিছু চাওয়া – এবং সেটা কোনও দিনও না পাওয়া'। আমার মতে যার কষ্টে আমার কষ্ট হয় বুঝতে হবে তাকে আমি ভালবাসি।
০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৮
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫০
ইসিয়াক বলেছেন: বেশ তো।