নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইন ব্লগের সৌজন্যে পাওয়া উপহার!

২৪ শে জুন, ২০২০ রাত ১২:৪৮



সামুতে ব্লগ লিখি ৫বছর ২মাস হয়ে গেছে। নিজেকে আদতে আমি ব্লগার ভাবিনা। ব্লগার পরিচয়টা আমার কাছে বেশ উঁচু দরের। হয়তো ব্লগার পরিচয়টাই কোনো একদিন আমি গর্ব ভরে দিতে পারবো। যাক মূল প্রসঙ্গে মানে, সামুর সৌজন্যে পাওয়া উপহার নিয়ে কথা বলি…

ব্লগে লিখবো এমন কোনো পরিকল্পনা ছিলো না, আগ্রহ? নাহ। আকাংক্ষা? তাও না। তবে কোনোকিছু না জেনে-বুঝে-ভেবে একদিন ছোটভাইকে বললাম, সামহোয়্যারইন ব্লগে আমাকে একটা একাউন্ট করে দাও। ফেসবুকের সুবাদে সোস্যাল মিডিয়ার সাথে পরিচয় ছিলো বলেই ‘নিক’ না বলে একাউন্ট বলেছিলাম। তারপর ২০১৫ সালে মার্চ মাসে ‘নিক’ রেজিষ্ট্রেশন করা হলো। ২৯মার্চ থেকে লেখা প্রথম পাতায় প্রকাশের অনুমতি মিললো।

তারপর? তারপর থেকে লিখছি। ডাকবাক্স, চিঠিপত্রে গল্প, ইতি তোমারই ঢাকা শিরোনামে তিনটা সিরিজ লিখেছি। প্রতিটা সিরিজ ১০পর্ব করে। অতঃপর লেখা চুরি হলে সিরিজগুলো সরিয়ে নিয়েছি।

সামুতে লিখতে গিয়ে প্রথম মনে হলো, বাহ্ লেখালিখিতে তো বেশ আনন্দ! এরপর প্রিন্ট মিডিয়াতে আনন্দ নিয়ে খেলার ছলে লেখা পাঠালাম, প্রকাশও হলো! পরবর্তী লেখা চেয়ে ফোনকল কিংবা মেইল পেয়েছি। পরেরবার লিখেছি, তারপর আবারও। আবার কখনো কখনো রেডিও শোতে অতিথি হয়ে কথা বলেছি, সেও ঐ লেখালিখির কল্যাণেই।

লিখলে লেখককে যে সম্মানি দেয়া হয় সেটার সাথেও পরিচয় হলো। লেখালিখির সম্মানি একটা ছোট্ট বাক্সে জমিয়ে রাখতাম। ছোটবেলায় যেমন নানা দেশের ডাকটিকিট জমাতাম ঠিক তেমন। পাঁচবছরে এসে বাক্সটা খুলে গুনে দেখি, মাই গুডনেস এত্তগুলো সম্মানি জমেছে। অনুমান করুন তো কত হতে পারে? আমার জাদুর বাক্স থেকে বের হলো ৫০,০০০/= টাকা । জ্বী হ্যাঁ, পঞ্চাশহাজার টাকা!

আমি আবার টাকাপয়সা জমিয়ে রাখার ঘোর বিরোধি। কী করা যায়? কি যে করি! ভেবে চিন্তে মাতাশ্রীর পছন্দে কিনে এনেছিলাম এই ব্যংলেট। এটার পরিচয় আমার কাছে সামুর সৌজন্যে পাওয়া উপহার। আমি আমার কাজকে সম্মান করি।

এরকম আরো অনেক উপহারের অপেক্ষায়… হ্যাপি ব্লগিং!

মন্তব্য ৭১ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২০ রাত ১২:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ !!
অভিনন্দন

২৪ শে জুন, ২০২০ রাত ১:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ নূর মোহাম্মদ নূরু ভাই!

২| ২৪ শে জুন, ২০২০ রাত ১:০০

শায়মা বলেছেন: আপুনি!!
প্রথমে অভিনন্দন জানাই
এবং তারপরে তোমার ব্রেসলেটা অনেক সুন্দর হয়েছে বলছি।

একটু আগে একজনের সাথে কথা হচ্ছিলো, আমি বলছিলাম বর্তমানে যারা লিখছে তোমার লেখা তাদের মাঝে সেরাদের কাতারে। তুমি ইমোশ্যনাল বা লজিকাল যাই লেখো তাই সোনা হীরা মনি মানিক্য হয়ে যায়।

অনেক অনেক শুভকামনা!!!

আরও অনেকগুলো উপহার জুটে যাক তোমার জীবনে....

৩| ২৪ শে জুন, ২০২০ রাত ১:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: অভিনন্দন। দোয়া করছি একদিন সম্মানির টাকা দিয়ে যেন ডাইমন্ড এর ব্রেসলেট কিনতে পারেন

২৪ শে জুন, ২০২০ রাত ১:১০

নান্দনিক নন্দিনী বলেছেন: নাহ, এর পরের বার জাদুর বাক্স খুলে যা পাবো সেটা দিয়ে কোনো একটা দেশ ঘুরে আসবো ইনশা আল্লাহ!

ধন্যবাদ মোহাম্মদ গোফরান ভাই!

৪| ২৪ শে জুন, ২০২০ রাত ১:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার। আপনাকে অভিনন্দন! :D
ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। এতে নতুন অনেক লেখক অনুপ্রেরনা পাবে।

লেখালেখিতে আপনার আরো সফলতা আসুক। শুভ কামনা রইল।

২৪ শে জুন, ২০২০ রাত ১:১৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ!

৫| ২৪ শে জুন, ২০২০ রাত ১:৪৩

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর অনুভূতির প্রকাশ ।

২৪ শে জুন, ২০২০ রাত ১:৪৫

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!

৬| ২৪ শে জুন, ২০২০ রাত ২:০৪

রাজীব নুর বলেছেন: গ্রেট। অভিনন্দন বোন।

২৪ শে জুন, ২০২০ রাত ২:০৮

নান্দনিক নন্দিনী বলেছেন: Really? Thank you very much!

৭| ২৪ শে জুন, ২০২০ রাত ২:২৮

সোহানী বলেছেন: অভিনন্দন!

এই বুদ্ধি মাথায় থাকলেতো এতোদিনে ডায়মন্ডের কিছু একটা গগহুটতো মনে হয়...হাহাহাহা

২৪ শে জুন, ২০২০ রাত ২:৩৩

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনাকে কয়দিন খুব মিস করছিলাম!
ফাইনালি আপনার দেখা পাওয়া গেলো।

এখন থেকে শুরু করেন আপু, হাজার মাইলের ভ্রমন প্রথম পদক্ষেপে শুরু হয়...

অনেক অনেক ভালো থাকবেন, ভালোবাসা জানবেন।

৮| ২৪ শে জুন, ২০২০ রাত ২:৪৫

সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ আমাকে স্মরণ করার জন্য।

আসলে হোম অফিসের যে কি যন্ত্রনা তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝে না। ৯-৫ অফিস তবু একটা রুটিনে চলে কিন্তু হোম অফিস কোন রুটিন চলে না। তার উপর বাচ্চারাও বাসায় তাই বাড়তি কাজ যোগ হয়ে সাথে। এদেরকে প্রতিদিনের রুটিনে আনতেই আমার দিন শেষ...।

আপনার কেমন চলছে? দেশ নিয়ে সারাক্ষনই টেনশানে থাকি।

২৪ শে জুন, ২০২০ রাত ২:৫৯

নান্দনিক নন্দিনী বলেছেন: গত ৯৭দিন ধরে গৃহবন্দী আছি। রান্না-বান্নাসহ বাসার সব কাজ করি।

অনলাইন ক্লাস নামক কিম্ভুতকিমাকার একটা কিছু এটেন্ড করতে হচ্ছে। শিক্ষার্থী সমাজের নেট কানেকশন থাকে তো ক্লাস করার মুড থাকে না। তাদের মুড আসে তো নেট কানেকশন চলে যায়। দেড় ঘন্টা টানা কথা বলতে বলতে পরের তিনঘন্টা আমি সাইলেন্ট মুডে চলে যাই!

সবধরনের গণমাধ্যম থেকে দূরে আছি। সোস্যাল মিডিয়া ডিএক্টিভেট করে দিয়েছি। নানামুনির নানা মত আর সহ্য হয় না।
অপেক্ষা করছি, ইনশা আল্লাহ সব ঠিক হয়ে যাবে।

৯| ২৪ শে জুন, ২০২০ রাত ৩:০৩

কাছের-মানুষ বলেছেন: আপনাকে অভিনন্দন রইল। মনের আনন্দে লিখতে থাকুন।

২৪ শে জুন, ২০২০ রাত ৩:০৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ কাছের-মানুষ!

১০| ২৪ শে জুন, ২০২০ সকাল ৭:০৬

কাওসার চৌধুরী বলেছেন:



আপনি লিখুন। সম্মানীর অংকটা আরো বাড়ুক। লেখালেখি করে কাউকে সম্মানী পেতে দেখলে খুব ভালো লাগে। আপনার কোন বই বের হয়েছে কিনা জানাবেন। সংগ্রহ করার ইচ্ছে আছে। সামহোয়্যারইন অনেক প্রতিভাকে বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছে। এটা নিঃসন্দেহে সামুর জন্য গর্বের।

ভালো থাকুন।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:১১

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ কাওসার চৌধুরী ভাই।
নাহ ভাই বই লেখার মতো বড় মানুষ এখনো হইনি। ছোট্ট একটা গল্প বল, এবারের বই মেলায় নতুন লেখকদের কিছু বই পেলাম সৌজন্য কপি। পড়ে জানাতে বলেছেন, কেমন হয়েছে। বইগুলো পড়তে পড়তে মনে হচ্ছিল 'কাগজ-কালির কি নিদারুন অপচয়'।

জ্বী ভাই, সামু আমাদের জন্য সেই মঞ্চ যেখানে আমরা নিজের সমৃদ্ধ করার সুযোগ পেয়েছি।

১১| ২৪ শে জুন, ২০২০ সকাল ৭:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার পরিচয় টি আমার কাছে সত্যি সম্মানের। নিজেকে ব্লগার হিসেবে পরিচয় দিতে অনেকে পছন্দ করেন না। তবে আমি পছন্দ করি । আমার কাছে ব্লগার একজন আধুনিক সৃজনশীল সুনাগরিক। আপনার সম্মানি বিষয় টি আনন্দের। দিনে দিনে সমৃদ্ধ হোক আপনার ব্লগ জীবন।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:১২

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
ছোট ছোট প্রাপ্তি'র উৎযাপন আনন্দকে কয়েকগুন বাড়িয়ে দেয়।

১২| ২৪ শে জুন, ২০২০ সকাল ৮:১৯

মনিরা সুলতানা বলেছেন: আরেয় বাহ !!
সুন্দর তো অনেক ।
অভিনন্দন নন্দিনী

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:১৫

নান্দনিক নন্দিনী বলেছেন: মনিরা আপু, একবার আপনি আমাকে একটা ইমেইল করেছিলেন মনে আছে আপনার?
ছোট্ট একটা পরামর্শ, আমার কাছে; কেউ আমার হাতটা ধরে রেখেছে ধরনের অনুভূতি দিয়েছিল।
আপনি আমার কাছে শুধু একটা নিক না, তারচেয়েও বেশি!

ভালো থাকবেন আপু।

১৩| ২৪ শে জুন, ২০২০ সকাল ৮:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ!
অভিনন্দন!

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:১৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই!

১৪| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:৫০

সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা রইল ।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:১৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড!

১৫| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাহ! বেশ।

আরও সুন্দর উপহার শোভা পাক আপনার অঙ্গে।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:১৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মোঃ মাইদুল সরকার ভাই।
ইনশা আল্লাহ।

১৬| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:২৯

পদ্মপুকুর বলেছেন: উপহারের ভাগ (ভার্চুয়াল) দেওয়ার জন্য ধন্যবাদ।
এই ব্লগের এটা একটা কৃতিত্ব যে অসংখ্য লেখক তৈরী করেছে যারা ভার্চুয়াল প্লাটফর্মের বাইরের জগতেও একসময় সদর্প বিচরণ করতে সক্ষম হয়েছে। যখনই সামহ্যোয়ার কোনো সমস্যায় পড়ে, তখনই আমার মনে পড়ে যে এই শক্তির কারণেই ব্লগটা আবার জেগে উঠবে।

কদিন ধরে ব্লগকে খুবই প্রাণবন্ত লাগছে। সেটা হয়তো লকডাউনজনিত কারণে ভালো লেখকেরা বেশি সময় দেয়াতে.... বুঝতেই পারছেন যে বলতে চাইছি আপনার আরও বেশি লেখা এবং থাকা উচিৎ এই ব্লগে... দায় শোধের একটা ব্যাপারও তো আছে... :-B

আন্তরিক অভিনন্দন আপনাকে।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:২৪

নান্দনিক নন্দিনী বলেছেন: পদ্ম পুকুর, আপনার লাস্ট পোষ্টটা তে বেশ কিছু প্রাণবন্ত আলোচনা হয়েছে পড়লাম। ভালো লাগলো।

আমার ব্লগিং শুরুর দিকে এক ব্লগার ঘোষণা দিয়েছিল, আমার মতো বেশিদিন ব্লগে টিকতে পারবে না। জানি না আমি তার কোন বাড়া ভাতে ছাই দিয়েছিলাম! যা হোক আজকাল আর সেই নিকের কোনো লেখা চোখে পড়ে না। পড়লেও অবশ্য পড়বো না।

লেখার সংখ্যা কমবেশি হতে পারে, তবে লিখে যাবো আশা রাখি।

অনেক অনেক ধন্যবাদ!

১৭| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৩১

নতুন নকিব বলেছেন:



চমৎকার!

অভিনন্দন। +

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:২৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ নতুন নকিব ভাই!

১৮| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৩

জুন বলেছেন: অভিনন্দন আপনাকে নান্দনিক নন্দিনী :) ব্রেসলেটটা দারুন হয়েছে ।

আমিতো ১০ বছরের উপর সামুতে লিখছি , পেপার পত্রিকায়ওঁ কিছু লেখা ছাপা হয়েছে কিন্ত :-/

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:২৬

নান্দনিক নন্দিনী বলেছেন: আচ্ছা জুন আপু ২০২০ থেকে শুরু করেন, এর চেয়েও সুন্দর কোনো সেলিব্রেশন করতে পারবেন আশা করি।

অনেক অনেক ভালোবাসা!

১৯| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১২:৫২

অপু তানভীর বলেছেন: কিছু টেকাটুকা বিকাশ করিয়া দিন :D

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:২৮

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার প্রাইভেট সেক্রেটারি কি একটু কষ্ট করে আপনার সেলনম্বরটা আমাকে পাঠাতে বলবেন?

২০| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:২৭

মৌরি হক দোলা বলেছেন: সুন্দর অভিজ্ঞতা ও অনুভূতি... খুব ভালো লাগল আপনার লেখাটা পড়ে :)

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:২৯

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মৌরি হক দোলা! (অনেক সুন্দর একটা নাম)

২১| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:১৪

পদ্মপুকুর বলেছেন:

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:৩১

নান্দনিক নন্দিনী বলেছেন: পদ্ম পুকুর,
'টাকা মাটি, মাটি টাকা। মিল মহোব্বত বড় কথা'

অপু তানভীর কী জানে, আপনেও মিঞা বিকাশের খোঁজ পেয়ে গেছেন!

২২| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৩

পদ্মপুকুর বলেছেন: অপু তানভীর এর সাহসেই আমিও লাইনে খাড়াইছি...

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:৪২

নান্দনিক নন্দিনী বলেছেন: তাইলে আর কি! টেকাটুকা যা আছে দুইজনরে সমানভাগে ভাগ করে পাঠাবোনে।

যা হোক, আপনার প্রাইভেট সেক্রেটারিকে আপনার সেলনম্বরটা টেক্সট করতে বলিয়েন!

২৩| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৫

আখেনাটেন বলেছেন: দুর্দান্ত ব্যাপার-স্যাপার। সামুতে লিখে আপনি খুশি। সামুও নিশ্চয় আপনার মতো গুণী লিখিয়ের লেখায় খুশি।

এভাবেই লিখতে থাকুন। শুভকামনা।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৩

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ আখেনাটেন!

হ্যাপি ব্লগিং...

২৪| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি বলবো, লেখক হিসাবে এটা একটা বিরাট প্রাপ্তি। সবচাইতে ভালো লাগছে, সামহোয়্যারইন ব্লগের অ্যাকাউন্ট থেকে টাকা না পেয়েও 'সামহোয়্যারইন ব্লগের সৌজন্যে পাওয়া উপহার!' কথাটা লিখেছেন। ব্লগের প্রতি আপনার কৃতজ্ঞতা বোধ প্রকাশ পেয়েছে, এবং আপনার এ গুণটা আপনার বিনয় ও মাহাত্ম্যকে অনেক উপরে নিয়ে গেছে।

অভিনন্দন রইল।

সে যাক গে, সম্মানি জমাতে থাকুন, পরের বার এমন কিছু একটা উপহার আমাকে দিয়েন, এরপর কা_ভা ভাইয়ের কথাও ভাবতে পারেন :)

২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা...
মনে রাখলাম তবে, প্রথমে আপনাকে উপহার দিতে হবে, দ্বিতীয়ত তে থাকবেন কা_ভা ভাইয়া।

এমনিতে বিকাশ লইয়া আছি মুসিবতে, যাকে বলে মধুর যন্ত্রণা!

২৫| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:০১

ইসিয়াক বলেছেন: অভিনন্দন।
চমৎকার অনুপ্রেরণামূলক পোস্ট।
শুভকামনা।

২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০১

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ ইসিয়াক!

২৬| ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২২

তারেক ফাহিম বলেছেন:
আরে বাহ, ভালোতো।

অভিনন্দন আপনাকে।


২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম!

২৭| ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



আপনার লেখাটি ব্লগারদের জন্য অনেক প্রেরণাদায়ক। সম্মানীর উল্লেখ আছে সেজন্য নয়, ব্লগারদের লেখালেখির দক্ষতাকে আপনি অনেক উচ্চে তুলে দিয়েছেন।

টাকাপয়সা হাতের ময়লা - ভারতের মোদির মতো নোট বাতিল করে দিলেই হয়তো ফতো হয়ে যেতেন :)

২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল!

হাতের ময়লা আর পায়ের ধূলা তো দেখছি খুব মূল্যবান! শেয়ার মার্কেটে দর পতনের কোনো চান্স নাই।
এই জন্যই তো গোল্ড কিনে রেখেছি। মোদী কেন, কেউই এই ধাতু বাতিল করতে পারবে না।
আমার বুদ্ধি-বিবেচনা তো দেখছি, মাশ আল্লাহ সেই লেভেলের ভালো!

২৮| ২৪ শে জুন, ২০২০ রাত ৯:১২

শেরজা তপন বলেছেন: আপনার সৌভাগ্য দেখে হিংসে হচ্ছে! পাঁচ বছর লিখে এমন সুন্দর একতা 'ব্যংলেট'- আরো দশ বিশ বছর লিখে গেলেতো? উফ ভাবতে পারিছি না :) :)

২৪ শে জুন, ২০২০ রাত ৯:৩৫

নান্দনিক নন্দিনী বলেছেন: গাড়ি কিনে ফেলবো!

ধন্যবাদ শেরজা তপন!

২৯| ২৫ শে জুন, ২০২০ রাত ১:০২

রাকু হাসান বলেছেন:



আপনিও এসব কাজ করে বেড়ান। আবার এত সম্মানি । কেমনে কি ? :( কিভাবে সম্ভব !! সত্য তো ! X((



























































































































































































































































































































































মানে হলো এত বড় খুশির খবর অথচ মিষ্টির একটি ছবিও দিলেন না । ;) B-) । অভিনন্দন । নতুন রা উৎসাহিত হবে । :)

২৫ শে জুন, ২০২০ রাত ৯:৪৩

নান্দনিক নন্দিনী বলেছেন: রাকু হাসান, আপনার তিন কিলোমিটার দীর্ঘ মন্তব্য পড়ে হয়রান হয়ে গেছি।

সত্যি কিনা জানতে চেয়েছেন, মিথ্যা বলে কী কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাব এমন হতে পারে?

মিষ্টির ছবি গুগলে আছে রে ভাই, একটু কষ্ট করে দেখে নিয়েন।

ধন্যবাদ!

৩০| ২৫ শে জুন, ২০২০ রাত ২:৩০

শের শায়রী বলেছেন: আপনি অনেক ভালো লেখেন, অবশ্য আমার মতামতে কিছু যায় আসে না, তবুও আমার ব্যাক্তিগত অভিমত জানিয়ে গেলাম। অভিনন্দন আপনাকে।

২৫ শে জুন, ২০২০ রাত ৯:৪৫

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার ব্যক্তিগত অভিমতের জন্য অনেক অনেক ধন্যবাদ শের শায়রী।
ভাল থাকবেন।

৩১| ২৫ শে জুন, ২০২০ রাত ৩:০৩

অনল চৌধুরী বলেছেন: লেখালেখি করে ৩ দশকে লক্ষ লক্ষ টাকা আয় করেছি।
কিন্ত কোটি কোটি টাকা হারিয়েছি!!!!
লাভের চেয়ে ক্ষতি অনেক বেশী।
কিন্ত দেশের জন্য কিছুটা হলেও করতে পেরেছি,এটাই সবচেয়ে বড় লাভ।

২৫ শে জুন, ২০২০ রাত ৯:৪৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!

৩২| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:৫৮

মাহমুদ রহমান (মাহমুদ) বলেছেন: অভিনন্দন। :)
শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার উত্তরোত্তর সফলতা কামনা করি।

২৫ শে জুন, ২০২০ রাত ১০:০২

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মাহমুদ রহমান (মাহমুদ)!

৩৩| ২৬ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথমে আপনাকে অভিনন্দন আপনার প্রতিভার বিকাশের খবর জানানোর জন্য এবং এর সাথে সামুকে যুক্ত করে আনন্দটা সবার মধ্যে বেটে দেয়ার জন্য। শুনেছি আনন্দ বাটলে বাড়ে আর দুঃখ বাটলে কমে। যা আপনি কিনেছেন সেটা সোনার হলে ভালো জায়গায় বিনিয়োগ করেছেন। স্বর্ণের ভরি প্রায় ৫ হাজার টাকা বেড়েছে। ভবিষ্যতেও কমার কোনও শম্ভবনা নেই।

২৬ শে জুন, ২০২০ রাত ১১:৩৮

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ সাড়ে চুয়াত্তর!

৩৪| ২৭ শে জুন, ২০২০ রাত ১:৪৮

রাকু হাসান বলেছেন:

সরি ,মজা করা ঠিক হয় নি আমার ।
সত্যি কিনা জানতে চেয়েছেন, মিথ্যা বলে কী কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাব এমন হতে পারে?
ধন্যবাদ!
মাফ করবেন দয়া করে ।

২৭ শে জুন, ২০২০ রাত ২:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: রাকু হাসান, এই যে ভাই এত্ত সিরিয়াস হওয়ার কিচ্ছু নাই!

আমিও মজা করেছি বলেছি।

ধন্যবাদ।

৩৫| ২৮ শে জুন, ২০২০ রাত ৯:২৮

পদ্মপুকুর বলেছেন: এখনও কি উপহারেই মজে আছেন, নতুন লেখা কই?

০২ রা জুলাই, ২০২০ রাত ১২:১১

নান্দনিক নন্দিনী বলেছেন: আজকে পাবেন আশাকরি

৩৬| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:১৫

সুমন কর বলেছেন: অভিনন্দন !! শুভকামনা রইলো।

০২ রা জুলাই, ২০২০ রাত ১২:১২

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ সুমন কর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.