নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

মাধুকরী হও নয়নমোহিনী স্বপ্নের কাছাকাছি…

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১:২৩



হেমন্তের গাঢ় কুয়াশার মতো, মানুষ আসলে কিছু দুঃখ পুষতে ভালোবাসে। নিত্যনৈমিত্তিক জীবনে অপেক্ষায় থাকে, কেউ একজন এসে বদলে দিবে; যে বদলে বদল হতে সে হাপিয়ে উঠবে না। মানুষের মনের পেছনে জরুরি ও গোপন একটা ব্যাপার রয়ে যায়, সেটা মানুষ স্থগিত রাখে বটে; তবে কাজ শেষ হলেই সেটাকে নিয়ে পড়তে হবে; এ খেয়াল বরাবর রয়েই যায়। জীবনের এই খেয়ালগুলো দ্বীপের মতো, গুপ্ত আক্রোশে ভরা সমুদ্রে যাত্রার আগে খানিকটা জিরিয়ে নেয়া। কিছু মানুষের নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভয়ংকর, অদ্ভত অথবা সুন্দর। তারা একে অন্যেকে মেনে নেয় না, মানিয়ে নেয়; তেমনটাও নয়। সম্ভবত মনে নেয়ার দুর্বার ক্ষমতা থাকে তাদের। সম্পর্কের অভিধানে কোনো ধরনের ভনিতা ছাড়াই একে অন্যের সম্পূরক হয়ে ওঠে। নিবিড়, সাবলীল, প্রাণবন্ত!

আমাদের সর্বশেষ হেমন্তের সুখ যাপনের কথা কি তোমার মনে আছে মিলি? সেই দ্বৈত-মিথ্যেটা, সেই না বলা কথাটা- আমি কেন? আমিই বা কেন? আর যার অন্যদিকে রয়েছে, আমি নই! আমি তো নই! ঝড়ের মুখে ধোঁয়ার মতো কোথায় যেন হারিয়ে গেলাম দু’জন! আত্মসমর্পিত আর দৃঢ়তাহীন এই আমি সেইসব ভেবে মাঝেমধ্যে কীবোর্ডে আঙুল রাখি। আর তখন রাত্রির চেয়েও কালো হয়ে যায় আমার মুখ। ভাগ্যিস তুমি তা দেখতে পাও না। একটা তাপমাত্রাযন্ত্র, যা অনেকদিন আগেই অনুভূতির নিন্মতম মাত্রাটা দেখিয়ে দিয়েছিল, তা আরও শীতল হয়ে গেছে। দুঃখ আর আশার প্রতি উদাসীন এই বসন্ত। ও এসেছে। সেটাই যথেষ্ট।

দরজার গায়ে ছবির মতো আঁকা সন্ধ্যার প্রশান্ত আকাশ। ডানা ভাঙা টিয়াপাখির ঝাঁকের মতো হঠাৎ সবকিছু বদলে গেল। যে আশ্বাস হঠাৎ করে আছড়ে পড়েছিল বুকের ভেতর-নিমিষেই তা মিলিয়ে গেল শূন্যে। যেন এক গাঢ় অন্তহীন স্বপ্ন থেকে জেগে উঠেছি। বরফ আর শূন্যতার টুকরো টুকরো হয়ে পড়ার নিঃশব্দ চিৎকার। এক এক সময় মানুষ নিঃসঙ্গতার অভিশাপ ভোগ করে। সমুদ্রে পাহাড় ডোবার মতো একটা অবুঝ অহংকার গলার কাছে আটকে আছে। অল্পক্ষণের জন্য অনেক দূর অতীত পর্যন্ত দেখি, যতক্ষণ না ক্লান্তির কুয়াশা এসে সবকিছুকে ছেয়ে ফেলে। এমন তীব্র মন খারাপের কথা মনে পড়লে আমার আর কিচ্ছু করতে ইচ্ছে করে না মিলি...

আকাশে চাঁদ উঠছে ধীরে ধীরে। আকাশটা ঘোলাটে, চাঁদের সভা বসেছে বেশ বড় করে। আর আমি ভেতরে ভেতরে বিস্ফোরিত হচ্ছি, অথচ পাশে থাকা মানুষটাও সেটা শুনতে পাছে না; এ এক করুণ মুহূর্ত। সীমান্তে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা অপ্রত্যাশিত বাতিগুলো মতো নিরুত্তাপ-নৈর্বিত্তিক হয়ে গেছি। বহুদিন আগেই আমরা আলাদা হয়ে গেছি- আর এখনও আমরা কেউই কারও কাছে ঋণী থাকতে চাই না। মানুষের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কি জানো মিলি, মানুষ সুগভীর ভালোবাসাও তুচ্ছ জ্ঞান করতে পারে, পায়ে ঠেলতে পারে; অন্য কোনো প্রাণী সেটা পারে না।

অপার্থিব বলতে যেসব সংজ্ঞা শব্দবিদ্যা তৈরি করেছে, তাকে ভেদ করে আমাদের যৌথসময় স্মৃতির টালিখাতায় জায়গা করে নিয়েছে। ঝুঁকির কথা ভুলে কল্পনায় রোমান্টিক মিথ্যের জাল বুনেছি কত! কল্পনা গুনতে জানে না। সংখ্যা দিয়ে অনুভূতির জোর বাড়ে না। অনুভব করতে পারলে সেইটুকুই যথেষ্ট। ভুল করে চেয়ে ফেলা নিজের বোকামিগুলোকেও আজকাল কত আপন লাগে। একটা বোবা টান অনুভব করি। মিলি, তোমার চোখে যে প্রেমিক, হরিণের চোখে সে শিকারী। নিৎসে বলেছিলেন, ‘মানুষই একমাত্র প্রাণী, যে হাসে। কারন মানুষের যন্ত্রণা এমনই দু:সহ যে, সে হাসির উদ্ভাবন করতে বাধ্য হয়েছে’। অথচ কিছু হাসি প্রবল দুঃখের প্রকাশ। জীবনটা চাহিদা আর যোগানের ২২গজে আটকেই গেল...। ভাষাহীন মুখ, নিরীহ জীবন নিয়ে লজ্জায় মাথা নিচু করি অথবা ব্যথায়।

‘অসুখে মানুষ মরে যায়,
মরে যায় স্বভাবে,
তার থেকেও বেশি মরে মানুষ
একটা নিজের মানুষ না-থাকার অভাবে’…

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ১:৪৫

ঢুকিচেপা বলেছেন: চমৎকার একটা লেখা পড়ে গেলাম।
এত সুন্দর শব্দের গাঁথুনী, অসাধারণ !!!!
শেষের ৪ লাইন দুর্দান্ত।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১:৫১

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ ঢুকিচেপা।
অনেক অনেক ধন্যবাদ!

২| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ২:৩০

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ l ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

১৪ ই আগস্ট, ২০২০ রাত ২:৩৯

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই।
আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।

৩| ১৪ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০১

শেরজা তপন বলেছেন: ভাল লেগেছে- শেষের কবিতার চরনটুকু আরো ভাল।

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ শেরজা তপন!

৪| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:০১

সামু পাগলা০০৭ বলেছেন: মানুষজন এত ভালো লেখে কি করে? সোওও গুড আপু!
পোস্ট পড়ার পরে কিছুক্ষন অন্য দুনিয়ায় ছিলাম তারপরে লাইক বাটন চেপেছি। :)

ভালো থাকবেন আপু!

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫৯

নান্দনিক নন্দিনী বলেছেন: গতকাল আপনার লেখা পড়ে একটা কথা ভাবছিলাম, আপনার 'আউট অফ দ্য বক্স' ভাবার গুনটা ঈর্ষনীয়।
আপনার চিন্তার বৈচিত্র্য, উপস্থাপনায় সাবলীলতা আমাকে বরাবরই মুগ্ধ করে।

ভালো থাকবেন সামু পাগলা০০৭। নিজের খেয়াল রাখবেন।

৫| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: আবেগে ভরা লেখা।
লেখায় খুঁজতে গেলে শেষমেশ কিছুই পাওয়ার নাই।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:০৩

নান্দনিক নন্দিনী বলেছেন: রাজীব ভাই,
আপনি লেখায় আসলে কোন বিষয়গুলো খোঁজেন, পেতে চান; জানালে বাধিত হতাম।
শেষমেষ সবকিছুই অর্থহীন, আবার সবকিছুই অর্থপূর্ণ।
দেখার-বোঝার জায়গাটা শুধু একটু পরিবর্তন করতে হয়, এই যা!

ধন্যবাদ, ভালো থাকুন।

৬| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১:১৭

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৫

নান্দনিক নন্দিনী বলেছেন: আমি সাধারণত প্রতিউত্তর করি। যার বা যাদেরটা করি না; তারা জানেন কেন করিনি।

জ্বী ভালো আছি, থাকার চেষ্টাও অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.