নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

তীব্র শীতে ‘ওম’ ছড়ানো…

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫০



ভালোবাসা কি এইভাবেই একটু একটু করে জন্মাতে থাকে? এই হালকা মেজাজ, খুশি-খুশি ভাব। এলোমেলো কথা বলা, অতিরিক্ত আত্মসচেতনতা এবং পুরোপুরি ভিন্ন একজন মানুষ হয়ে উঠা; একেই কি ভালোবাসা বলে?

তাহলে অবশ্যই আমি ভালোবাসি! এখন যদি গিয়ে বলি, সারাজীবন আপনার সাথে থাকতে চাই। তিনি নির্ঘাত বলে বসবেন, এডভান্স দেন! মানুষটার সামনে সবসময় নিজেকে আমার অল্পবয়সী তরুণী মনে হয়। এক অনির্বচনীয় অনুভূতিতে আক্রান্ত হই। মনে হয়, তিনি ছুঁয়ে দিলে হব রূপান্তর, না ছুলে হবে তেপান্তর।

ভালোবাসা নির্দিষ্ট কোনো অনুভূতি নয়। ভালোবাসা স্বতঃস্ফূর্ত ভাবে যেকোন সময় সৃষ্টি হতে পারে। আমাদের হৃদয়ে ভালোবাসার অনুভূতির সৃষ্টি হয় যখন আমাদের দরকার ওটার। প্রেম হচ্ছে অন্যের ইচ্ছার কাছে নাজুক হয়ে পড়া আর ভালোবাসা হলো, হৃদয় বিস্ফোরিত হওয়ার মুহূর্ত। ভালোবাসা অনেকটা বাইলায়া স্মার্ত বা সাদা মৃত্যু। বাইলায়া স্মার্ত বা সাদা মৃত্যু বিষয়টা রাশিয়ার মাফিয়াদের আবিস্কৃত কৌশল। মুখের ভিতর বরফ কুচি ঢুকিয়ে চোয়ালটা জোর করে চেপে ধরে রাখতে হয়। গলায় বরফ আটকে তিন মিনিটের মধ্যে মৃত্যু নিশ্চিত। মৃত্যুটা কীভাবে হয়েছে তার কোনো চিহ্ন থাকে না।

চমৎকার মানুষটিকে হারানোর ভয়, ধরে রাখার যন্ত্রণাকে জয় করতেই হবে। সব সময় আবেগকে দমিয়ে রাখতে নেই। ব্যাপারটা চিরতরের মত মিটিয়ে দেয়া উচিৎ। ভালোবাসা প্রকাশে হাজার লাইন খরচ করার চেয়ে একশব্দের ‘ভালোবাসি’ বলে দেয়াটা বেশি কঠিন। ভালোবাসা গোপন করাটা সৌন্দর্য্য হলেও প্রকাশ করাটা তীব্র শীতে ‘ওম’ ছড়ানোর মত। ভাবছি, চিরকুটে লিখে পাঠাই; চলুন আমাদের যৌথ অনাগত দিনগুলোকে উৎযাপন করি। ঘরের আয়নাতে জমে থাকা টিপগুলোও জানে ‘আপনাকে ভালোবাসি'…

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৭

নাহিদ০৯ বলেছেন: অনেকদিন পরে আপনার লিখা পড়ছি। অনেক ভালো লাগছে।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:০২

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ নাহিদ।
আপনাকে অনেকদিন বাদে দেখা গেলো।
কেমন আছেন?

২| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভালবাসা একটা অনুভূতি,যত দীর্ঘ করা হয় তত ফিকে হয়ে যায়।সারাজীবন ঘরসংসার করা যায়,ভালবাসা যায় না।বহুবার বহুভাবে আসে ক্ষনিকের জন্য আবার ফুরুৎ।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০১

নান্দনিক নন্দিনী বলেছেন: প্রাসপেক্টিভের সামান্য পরিবর্তনে অতিপরিচিত কোনো কিছুও নতুন আলোয় দেখা যায়...

৩| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: বানান করে-করে পড়লাম।
এবং বানান করে ধীরে ধীরে লিখছি। বানান ভুল হলে আমি দুঃখিত।

মানুষের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভালোবাসা। ভালোবাসার কাছে শত্রুও হার মানে, মাথা নত করে। তাই নিঃস্বার্থ ভাবে ভালোবেসে যেতে হবে।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: Well done!
'ভালোবাসা নিঃস্বার্থ' একটি মধুর মিথ্যে ধারনা।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঘরের আয়নাতে জমে থাকা টিপগুলোও জানে ‘আপনাকে ভালোবাসি'…
......................................................................................................
সবক্ষেত্রে অবশ্যই নয় ।
টিপগুলোও মোহ ছড়িয়ে ভূল পথেও নিয়ে যায় ।

২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫৮

নান্দনিক নন্দিনী বলেছেন: অনেকসময় ভুল পথও মানুষকে সঠিক গন্তব্যে পৌঁছে দেয়...

৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৩৫

বলেছেন: শিরোনাম আর সারকথায় আমার দ্বিধা লাগলো !!!!

২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ ল। পরিবর্তন করে দিয়েছি। শিরোনামটা আসলেই যাচ্ছিলো না।

৬| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৮

অপু তানভীর বলেছেন: এই আর আমার কপালে নাই !
হায় প্রেম হায় ভালুবাসা ! :D

২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৮

নান্দনিক নন্দিনী বলেছেন:

৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩০

পদ্মপুকুর বলেছেন: বইয়ের তালিকার পরীক্ষায় পড়ার পর থেকে দেখি আপনার লেখা আর বুঝতে পারছি না... তবে ভালোবাসা আসলেই কোনো নির্দিষ্ট অনুভূতি নয়, কখনও তা ভীষণ আবেগ, কখনও অভিমান- সে কেনো আমাকে বুঝছে না, অথবা কখনও শুধুই জীবনানন্দ- থাকে শুধু অন্ধকার, পাশাপাশি বসিবার.... কখনওবা পাশে না থেকেই কাছে থাকা অথবা তা হাওয়ার মত, না দেখতে পেলেও অনুভব করা.... ডিপেন্ড করে দেখার পার্সপেকটিভটা কেমন, তার উপর।

চিরকুটটা ভালোই :-B যৌথ অনাগত দিনগুলোকে উদযাপন করি.... চিরকুটের গুঢ়ার্থ বের করতেই দিন তিনেক পার...

১৪ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৬

নান্দনিক নন্দিনী বলেছেন: অভিনন্দন,
দেরি হয়েছে তবে ঠিকভাবে গুঢ়ার্থ বের করতে পেরেছেন আশাকরি।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৯

নীল আকাশ বলেছেন: এটা আপনার জন্যঃ

২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!

৯| ২৬ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৫

আখেনাটেন বলেছেন: ঢাকা শহরে আজকাল ভালোবাসা পাওয়া খুবই মুশকিল মনে কয়। করোনায় কিছু ফাঁকা হলেও...চড়ামূল্য...।

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৫

নান্দনিক নন্দিনী বলেছেন: এই ধরনের মন্তব্য না করলে বাধিত হবো।

১০| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা দেখতে।

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৪

নান্দনিক নন্দিনী বলেছেন: এই সারকাজম আপনি সবার পোস্টে গিয়েই করেন। এটা নতুন কিছু নয়।

১১| ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০০

রামিসা রোজা বলেছেন:
প্রথম দেখায় ভালো লাগার চেয়ে ,
দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক বেশী
চিরস্থায়ী তেমনি একইভাবে ভালোবাসাও..

অনেক দিনের পথ চলার মাঝে সব ভালো খারাপ উত্তীর্ণ
হয়েও যে সম্পর্ক গুলো শক্তভাবে টিকে থাকে সেটাই
সবচাইতে মজবুত ভালোবাসা কারণ ছেড়ে যাওয়ার হাজারো
কারণ থাকলেও থেকে যাওয়ার একটি কারণই বেশি মজবুত
ছিল ।

আপনার আজকের এই লেখাটায় খুব মুগ্ধ হলাম ।

২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ রামিসা।

১২| ২৮ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:০১

কবিতা ক্থ্য বলেছেন: হাসি মুখে নিয়ো ফুল তার পর হায়
ফেলে দিয়ো সেই ফুল যদি সে শুকায়।

অনেকে ফুল শুকানোর অপেক্ষায় থাকেনা, নতুন ফুল দিয়ে ফুলদানি ভরতে হবে- তাই ফুল ফেলে দেওয়া।

২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮

নান্দনিক নন্দিনী বলেছেন: যে ফুলের জন্ম সৌন্দর্য প্রকাশের জন্য তা শুকালে ফেলে দেয়া নৈমিত্তিক।
তবে যে ফুলের আদান-প্রদান অনুভূতির প্রকাশের জন্য তার স্থান স্মৃতিতে অম্লান!

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১৬

কবিতা ক্থ্য বলেছেন: আপনি কোন ডিপার্টমেন্ট এ?

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৪২

নান্দনিক নন্দিনী বলেছেন: এই প্রশ্নের কারণ কী

১৪| ১৬ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৮

ফড়িং-অনু বলেছেন: গতকাল থেকে আপনার লিখা পড়ছি আর মনে হচেছ অন্য ভুবনে আমি।

আপনার লিখার মুগ্ধতায় আমি কাম কাজ ফেলে লিখা পড়ে যাচ্ছি গতকাল থেকে এক এক আপনার লিখা গুলো।

ভালো থাকুন, সুস্হ থাকুন।

১৬ ই মার্চ, ২০২১ রাত ৮:২৯

নান্দনিক নন্দিনী বলেছেন: পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন ফড়িং অনু। আমি কিন্তু মাঝে মধ্যে পড়া ধরি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.