নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

\'প্রেম হচ্ছে প্রিয় অভ্যাস\'...

১৩ ই মার্চ, ২০২১ রাত ২:৪৯



বছরখানিক হলো ফেসবুক একাউন্ট ডিএক্টিভেট করে রেখেছি। একটা কাজে একাউন্টে লগইন করে দেখি, ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলাপ চলছে। শিক্ষার্থীদের মধ্যে সে এক রূপকথাসম দীর্ঘশ্বাস! ছবিটি মুহূর্তে এফোড় ওফোঁড় করে ফেললেছে অডিয়েন্সের হৃদয়। এমন সুন্দর অভিজাত অনুভাবকে জীবনের যে কোনো সঞ্চয় দিয়ে দিতে পা্রে তারা। সম্ভবত প্রেমে পড়েছে এই মুহুর্তের। এমনটাই দেখলাম অনেকের ক্যাপশানে।

ছবির মেয়েটি স্ত্রী হিসেবে দৃষ্টান্ত, আর ছেলেটি স্বামী হিসেবে চমৎকার। অন্যের এমন সুন্দর স্ত্রী ধারনা করছি তরুনদের বুকে ব্যথা জাগিয়েছে, আর এমন হ্যান্ডসান পরপুরুষ নিশ্চিত তরুণীদের বুকে জ্বালা ধরিয়েছে…। নিটোল সম্পর্কের বিজ্ঞাপন। দু’জন মানুষের চমৎকার বোঝাপড়াটাই এই ছবি’র মূল সৌন্দর্য। অদৃশ্য পারস্পারিকতাটাই এই সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

অনেকেই কৌতুক করে বলেন, ডিভোর্স যেখানে নিশ্চিত বিয়ে সেখানে বিলাসিতা। অনুভুতিহীন স্পর্শ, আলিঙ্গনের ভেতর সন্দেহের কাঁচ, লালাসিক্ত ওষ্ঠের ব্যর্থ চুম্বন, ক্রমশ অনুতপ্ত হতে থাকে সৌজন্যের কুয়াশা। ভুল মানুষের জন্য ভুল সময়ের বিনিয়োগ!

মাঝে মাঝে মনে হয় দিন দিন ভালোবাসাকে আমরা কঠিন বানিয়ে ফেলছি। এই শতাব্দীর শেষভাগে দাঁড়িয়ে ভালোবাসা বিলুপ্ত হলে আমাদের মাথায় অনুভুতি কাজ করাতে হরমোন ইনজেক্ট করতে হবে হয়তো। অনেক পাওয়া না-পাওয়ার মধ্য দিয়ে বড় হতে হতে একটা বিষয় স্পষ্ট যে, সম্পর্ক… একটা অর্থহীন সম্পর্কও ভালো রাখে যখন অনেক অর্থপূর্ণ সম্পর্কগুলো সম্পর্কের অর্থ বোঝে না। সুখি হওয়াটা আসলে খুব সহজ, শুধু সেটা অনুভব করতে হয় মন থেকে।

‘ভালোবাসা ছাড়া যে জীবন তার কোন মূল্য নেই। ভালোবাসার কোন নাম হয় না। কোন সংজ্ঞা হয় না। ভালোবাসা হলো ভালোবাসা, বিশুদ্ধ এবং খাঁটি ভালোবাসা। ছবির দুইজন পাত্রপাত্রী একে অন্যকে শুধু জীবনসঙ্গী হিসেবেই বেছে নেয়নি, তারা হয়ে উঠেছে একে অন্যের হৃদয়! শেষটা যদি ভালো হয় তবে প্রতিফলও ভালো হয়। মানুষ ভালোটাকেই মনে রাখে। মেয়েটির চোখের চাপা আনন্দের হাসি আজীবন অমলিন থাকুক…

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০২১ রাত ৩:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রেম, প্রিতি ভালবাসা সব কিছুই সর্ত সাপেক্ষ,নিঃস্বার্থ বলে কিছু নাই।যতদিন দুইজনের স্বার্থ রক্ষা হবে ততদিন একসাথে থাকবে,যখন হবে না তখন থাকবে।শুনতে খারাপ লাগছে কিন্তু চরম সত্য কথা।

১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৩৮

নান্দনিক নন্দিনী বলেছেন: সব সত্যি আপনি একা জানেন এমন নয়। এটা সবাই জানে। তবে নিজেদের মধ্যে আলাপকালে প্রকাশ করেন না। এটাকে বলে ট্যাবু কমিউনিকেশন।

২| ১৩ ই মার্চ, ২০২১ ভোর ৫:৫০

ডাব্বা বলেছেন: মানুষ খারাপটা মনে রাখে।

১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৪০

নান্দনিক নন্দিনী বলেছেন: এটা মনুষ্য স্বভাবের উল্লেখযোগ্য দিক। তাই বিদায়টা স্মরণীয় হওয়ার চেয়েও গ্রহনযোগ্য হওয়া বেশি জরুরি।

৩| ১৩ ই মার্চ, ২০২১ ভোর ৬:৩৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মানুষ সময়ের সাথে সাথে অনেক ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, অর্থ বিত্তের পিছনে ছুটতে ছুটতে হারিয়ে ফেলছে আবেগ-অনুভূতি, নৈতিকতা ও মানবিকতা। এই সময়ে নিখাদ ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার।

১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৪১

নান্দনিক নন্দিনী বলেছেন: দুর্দান্ত মন্তব্য করেছেন ভাই।

৪| ১৩ ই মার্চ, ২০২১ সকাল ৮:১৪

দ্বীপ রয় বলেছেন: আমরা কেনো বর্তমান কে নিয়ে ভবিষ্যতের জন্য শুভ স্বপ্ন দেখতে পারিনা? এটা কি আমাদের পরশ্রীকাতরতা নাকি হীনমন্যতা? পবিত্র একটা সম্পর্ক'কে শুভকামনা জানাতে এতোটা কৃপণতা নাই'বা করলাম।বিচ্ছেদ নয়,সকল বন্ধন হোক কলুষমুক্ত প্রেমময়, ভালবাসাময় হোক প্রতিটি হৃদয়।

১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৬

নান্দনিক নন্দিনী বলেছেন: দ্বীপ রয়, ব্লগ অনুসরণ করছেন বলে ধন্যবাদ।
আজ প্রথম মন্তব্য করেছেন আমার লেখায়, অভিনন্দন।
আমরা আস্থাহীনতা নিয়ে রোজকার জীবনে বেঁচে বর্তে আছি।
প্রেম এখন শারীরিক সংঘর্ষ, আর বিয়ে? সুবিধাজনক সাময়িক চুক্তি।

৫| ১৩ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৬

মাহমুদ শরীফ মুন্না বলেছেন: ভালোবাসা ছাড়া যে জীবন তার কোন মূল্য নেই। ভালোবাসার কোন নাম হয় না। কোন সংজ্ঞা হয় না। ভালোবাসা হলো ভালোবাসা, বিশুদ্ধ এবং খাঁটি ভালোবাসা।[/sb
কথাটি বুকের বামপাশে বিন্দাইয়া গেল..

১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৭

নান্দনিক নন্দিনী বলেছেন: হিফজ করে ফেলুন।
ধন্যবাদ!

৬| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৪

নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা হোক নির্মল স্বচ্ছ ও স্বার্থহীন। মানুষ তার সঠিক প্রয়োগ করবে একদিন

১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৯

নান্দনিক নন্দিনী বলেছেন: আজ থেকেই শুরু হোক সেই চর্চা। অর্থ নয়-বিত্ত নয় বরং সম্পর্কগুলো আস্থা নির্ভর হোক।

৭| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: রাগ হিংসা বিদ্বেষ সব দূর হোক। ভালোবাসা আর মানবতার জয় হোক।

১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৫০

নান্দনিক নন্দিনী বলেছেন: এটাও একটি আবেগি লেখা, মন্তব্য করে শুধু শুধু সময় নষ্ট করলেন।

৮| ১৩ ই মার্চ, ২০২১ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:




ছবির ছেলেটা কি সিগারেট ধরাচ্ছে? ইহা নিয়ে আবার লেখা?

১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৬

নান্দনিক নন্দিনী বলেছেন: চাঁদগাজী, কেউ যদি ধূমপান করে এবং সেটা নিয়ে যদি তার নিকটজনের কোনো অভিযোগ না থাকে তবে অডিয়েন্স হিসেবে আমার থাকতে হবে কেন।
ভালোবাসলে ভালমন্দ দুইদিকসহই ভালোবাসা উচিৎ।

আমি লিখেছি কারণ, এই ছবিটা আমার কাছে একটা ছোট্ট-সুন্দর-মিষ্টি গল্প।
এবং আমি ভালোবাসার পক্ষের মানুষ।

৯| ১৩ ই মার্চ, ২০২১ রাত ৮:২৮

সোহানী বলেছেন: ভালোবাসার বর্ননায় ভালোবাসা।

১৩ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ভালোবাসার প্রাপ্তি যোগে বড় আপুর জন্য অনেক অনেক আদর!

১০| ১৪ ই মার্চ, ২০২১ রাত ১:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এটাও একটি আবেগি লেখা, মন্তব্য করে শুধু শুধু সময় নষ্ট করলেন।

আপনার আবেগ বেশী। তাই আপনি কিছু লিখলেই আবেগ ছড়িয়ে থাকে। তবে লেখার মধ্যে আবেগ থাকলে সমস্যা নাই। কিন্তু বাস্তব জীবনে আবেগ বেশী হলে কষ্ট পাবেন।

১৪ ই মার্চ, ২০২১ রাত ২:০৫

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার আগ বাড়িয়ে পরামর্শ দেয়ার ব্যাপারটা আমার ভালো লাগে না।
পরামর্শ তখনই মূল্যবান যখন সেটা চেয়ে নেয়া হয়।

১১| ১৪ ই মার্চ, ২০২১ রাত ৩:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ‘ভালোবাসা ছাড়া যে জীবন তার কোন মূল্য নেই। ভালোবাসার কোন নাম হয় না।
.................................................................................................................
এইতো সেদিন,
ভালবাসার জন্য মেয়েটি যা কিছু চাইলো ছেলেটি তাই তাই করল
মেয়েটির ইচ্ছা পুরন হলো,
ছেলেটির হলোনা ।
ভালবাসায় অপেক্ষা ! এটাও এক তীব্র পরীক্ষা !!!

১৪ ই মার্চ, ২০২১ দুপুর ১:৩৪

নান্দনিক নন্দিনী বলেছেন: সত্যিকারের ভালোবাস বদলে দিতে পারে স্রোতের দিক, বয়ে আনতে পারে সমাপ্তি!

অপেক্ষা বাদ দেন। নিজের আত্মাকে কষ্ট দেয়ার কোনো মানে হয়না।

দেখা যাবে, অপেক্ষারত আপনি 'যার জন্য কাতর, বাস্তবে সে ঘুরছে গায়ে মেখে আতর'।

১২| ১৪ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০০

মোহামমদ কামরুজজামান বলেছেন: ত্যাগ ও সমঝোতা ছবিটাতে যে গোপন বার্তা লুকিয়ে আছে ,তা আমার মতে "ত্যাগ ও সমঝোতা'র"।

সাধারনত যে কোন মেয়েই ধুমপান অপছন্দ করে আর নব বিবাহিত দের ক্ষেত্রে তা আরও চরম সত্যি।ছবিতে ছেলের সিগারেট ধরানোর দৃশ্য দেখে মেয়েটির অভিব্যক্তি এটাই মনে করিয়ে দেয় ,বিবাহিত জীবনের সফলতার মুলই হল "ত্যাগ ও সমঝোতা'র"।পারিবারিক জীবনে যে যত ত্যাগ করে সে তত সুখী হয় বা হতে পারে।

আর সুখের কোন সাবজনীন সংগাও নেই,নেই সুখের কোন সর্বজনীন বা দৃশ্যত কোন রুপ। সুখ মানুষের মনের একটি অবস্থা মাত্র।আর একজন যে জিনিষে সুখী অন্যজন তাতে সুখী নাও হতে পারে।তবে সারা দুনিয়ায় একটা জিনিষ মানা হয় যে " ভালবাসা তথা ত্যাগ ও সমঝোতা'র" মাধ্যমে সুখী হওয়া যায় অন্য কোন ভাবে নয়।

১৪ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪২

নান্দনিক নন্দিনী বলেছেন: আমার জীবনের একটা গোল্ডেন রুল হচ্ছে ' শর্ত মেনে কোনো সম্পর্কে জড়ানো যাবে না'।

বেশিরভাগ মানুষ প্রেমে পড়ে লাইলী-মজনু ভাব ধরে। তারপর ফেসবু্কে স্ট্যাটাস দেয় 'তোমার ইচ্ছাকৃত বিন্দুমাত্র ভুলের দায়ে-দোষী আমিই হবো!' এদের কাছে পারস্পারিক সমঝোতা বিষয়ক ধারনা আশা করা বাতুলতা।

১৩| ১৫ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩১

রানার ব্লগ বলেছেন: ভালোবাসার যদি সংজ্ঞা খুঁজতে যান তবে ওটা আর ভালোবাসা থাকবে না ওটা ব্যাকরন হয়ে যাবে। ত্যাগ ফ্যাগ সমঝোতা এই গুলা কিছুই না, এই গুলা স্রেফ মুখের কথা। ভালোবাসুন চোখ বন্ধ করে, এতে যদি কুয়ায় পরে যান জানবেন ভালোবাসার জন্য পরেছেন। যখনি আপনার মাথায় এই প্রশ্ন আসবে কি পাইলাম জীবনে ধরে নিন আপনার ভালোবাসার অপমৃত্যু ঘটেছে। আসলে ওটা ভালোবাসা ছিলো না ছিলো চাওয়া পাওয়ার হিসেব।

১৫ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৭

নান্দনিক নন্দিনী বলেছেন: 'একজন নিখোঁজ স্রষ্টাকে ভালোবাসার সহজ কারণ তিনি নির্ভুল এবং নিষ্কলঙ্ক । তার চেয়ে অনেক কঠিন কাজ হলো মানুষকে ভালোবাসা। তাদের সকল দোষ ত্রুটি এবং ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখ। মনে রেখো মানুষ কেবল সেইটুকুই জানতে পারে যে টুকু সে ভালোবাসতে পারে। ভালোবাসা ছাড়া কোনো জ্ঞান এর আগমন ঘটে না। যতক্ষণ না আমরা সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালবাসতে পারছি ততক্ষণ পর্যন্ত সেই স্রষ্টাকে সত্যিকার অর্থে জানার, ভালোবাসার কোনো সুযোগ নেই।' (ভালোবাসার ৪০ নীতি'র ১৫তম নীতি)

১৪| ১৬ ই মার্চ, ২০২১ সকাল ১১:২৭

রানার ব্লগ বলেছেন: ভালোবাসা খুবই সহজ একটা ব্যাপার কিন্তু আপনি সেই সহজ সরল সুন্দর ব্যাপারখানা জটিল বানিয়ে ছাড়লেন, এটা এখন গবেষনার বস্তুতে পরিণত হয়ে গেছে।

আমার কাছে ভালোবাসা মানে শৃঙ্খলহীন এক জীবন!!! যেখানে আমি ভালোবাসবো মন খুলে হৃদয় দিয়ে। তেল নুনের হিসেব মুক্ত !!!!

১৬ ই মার্চ, ২০২১ রাত ৮:৩৭

নান্দনিক নন্দিনী বলেছেন: যারা ভালোবাসেন; এমন মানুষদের মধ্যে দুটো ধরন থাকে,
১) I love you but...
২) ... but i love you.
ভালোবাসার প্রতি আপনার সহজ, সুন্দর, সাবলীল মনোভাব দীর্ঘজীবী হোক।
শুভকামনা রইলো রানা ভাই।

১৫| ২৮ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫৫

রানার ব্লগ বলেছেন: ভাই বলেই তো ক্যাচাল টা লাগাইলেন শুধু রানা কি যথেষ্ট নয় !! ;)

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:২৯

নান্দনিক নন্দিনী বলেছেন: ক্যাচাল বোলে তো!
শুধু রানা, আর ভাই রানা; পার্থক্য কী?
আপনে আমার সিনিয়র ব্লগার।

১৬| ২৯ শে মার্চ, ২০২১ সকাল ১০:৫৫

রানার ব্লগ বলেছেন: সিনিয়র বলে কি আপনি ইন ডাইরেক্টলি আমাকে বুড়া বললেন B:-)

আপনার কবিতা বেশ লাগে।

২৯ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!
আপনাকে সিনিয়র প্রমাণ করতে পারলে নিজেকে তরুণী ভাবা যাচ্ছে!
ব্যাপারটা কিন্তু মন্দ নয়।

১৭| ২৯ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫১

রানার ব্লগ বলেছেন: কামনা করি অনন্তকাল আপনি তরুনি থাকুন

চির সবুজ আর কি !!!

২৯ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৭

নান্দনিক নন্দিনী বলেছেন: আমিন, আমিন; ছুম্মা আমিন।

১৮| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৫

আহমেদ জী এস বলেছেন: নান্দনিক নন্দিনী,




ভালোবাসা একটা ফালতু জিনিষ । তবু ঐ ফালতু জিনিষটা আমাদের কিছুতেই ছাড়েনা ।

৪ নম্বর প্রতিমন্তব্যে বলেছেন - ' আমরা আস্থাহীনতা নিয়ে রোজকার জীবনে বেঁচে বর্তে আছি।' এর প্রেক্ষিতে বলতেই হয় - পৃথিবীতে বেঁচে থাকাটাই হলো সবচেয়ে দূর্লভ । বেশীর ভাগ মানুষই শুধু থেকে যায় , বেঁচে নয় ।

০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১০:২১

নান্দনিক নন্দিনী বলেছেন: ভালোবাসা নামক (ফালতু) যন্ত্রণার জন্যও মানুষ একদিন পুরস্কৃত হয়। তার অর্থ যদি শ্বাশত বেদনাও হয়, তারও মূল্য আছে...

১৯| ২২ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:১৫

কবিতা ক্থ্য বলেছেন: বেঁচে থাকাটাই অনেক আনন্দের।
ভালবাসা তো বিলাসিতা বৈ কিছু না।

২২ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৪

নান্দনিক নন্দিনী বলেছেন: :) :)

২০| ৩০ শে মে, ২০২১ রাত ১০:৩০

জাহিদ অনিক বলেছেন: উপরে আহমেদ জী এস ভাইয়ের মন্তব্যটা ভালো লাগলোঃ

ভালোবাসা একটা ফালতু জিনিষ । তবু ঐ ফালতু জিনিষটা আমাদের কিছুতেই ছাড়েনা ।


ছেলেটা সদ্যবিয়ে করেছে, মেয়েটাও। মেয়েটা বেশ খুশিমনে ছেলেটার সিগারেট ধরানো দেখছে, তাকে হ্যাপি লাগছে।

সুন্দর পোষ্ট।

৩১ শে মে, ২০২১ রাত ১২:০৮

নান্দনিক নন্দিনী বলেছেন: ভালোবাসা কি আসলেই ফালতু?
'এসেছিল ভালোবাসা, তার জন্য একরাশ ধন্যবাদ!'
সারাহ কে' এবং ফিল কে' এর কবিতা When love arrives থেকে।

আপনার সদ্যবিয়ে শব্দটা থেকে মনে হলো, আজকাল বিয়েগুলো কেমন অবোধ্য হয়ে যাচ্ছে। মেন্টাল কম্পিটিবিলিটির অভাব।

২১| ৩০ শে মে, ২০২১ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ভালোবাসাময়। +

৩১ শে মে, ২০২১ রাত ১২:০৮

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.