নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

হাজবেন্ড এপ্রিসিয়েশন ডে...

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ২:০১



হাজবেন্ড এপ্রিসিয়েশন ডে গেল। এপ্রিসিয়েশন মানে গিয়ে হলো স্বামী’র কদর, উপলব্ধি, গুনগ্রহীতা, আদর, মর্যাদাদান, সমাদর, তারিফ, সমঝদারি, মূল্যবিচার, মূল্যায়ন করার দিন।

বাঙালি স্ত্রীরা হাজবেন্ডকে এপ্রিসিয়েশন করলেই স্বামীদের
প্রথম প্রশ্ন হয় অনেকটা এমন 'তোমার কি শরীর খারাপ লাগছে?।
দ্বিতীয় প্রশ্ন- তোমার কি কিছু লাগবে?।
তৃতীয় সম্পূরক প্রশ্ন - কোনো বিশেষ ভুল ভ্রান্তি!
পেয়ে অভ্যাস নেই তো তাই...


তারপর ধরুন, যেদেশে স্বামী মাত্রই আসামী... না না সিনেমার কথা বলছি না, বাস্তবতাটাই এমন। দেখুন গণমাধ্যমের পাতা জুড়ে স্ত্রী নির্যাতনের খবর তো আমরা রোজ পড়ি। রোজ। এদেশে যে পরিমাণ যৌতুক আইনে মামলা হয় সেই পরিমান মাছও বাজারে বিক্রি হয় না।

স্ত্রীর কটুবাক্য বাণে বিদ্ধ হননি এমন স্বামী খুঁজে পাওয়া দায়। এবং বলাই বাহুল্য কটুবাক্যের ভয়ে ভীতসন্ত্রস্ত যারা তারা তো অর্ধেক মানুষ।

সেখানে একদিনের ভালো ভালো কথা, লেখা, ব্যবহার!! স্বামী বেচারার ঠিক হজম হয় না। আমাদেরই (নারীদের)আর দোষ কোথায় বলুন, সব ভালো ভালো স্বামী তো সিরিয়ালে ঢুকে বসে আছে। তারা দেখতে ভালো। আয় রোজগার ভালো। সংসারের ভালো মন্দে স্ত্রীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোভাবর্ধন করেন।

মেয়ে জন্মানোর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কোন মেয়ের সাথে সংসার করতে হয় না।
ভুলে গেলে চলবে না যে 'বিবাহ পুরুষের দায় বাড়ায়, আর নারীর বাড়ায় দাম'।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৩:২৫

অনেক কথা বলতে চাই বলেছেন: মেয়েদেরকে মেয়েদের সাথে সংসার করতে হয় না কিন্তু বিয়ের পরে না চাইতেই পেয়ে যায় এক বা একাধিক ননদ, ননাশ, জা। উহাও কম ধকলের ব্যাপার না। শাশুড়ীর চ্যাপ্টারে যেতেই চাই না।

আমার মনে হয় অনেক মেয়েই আপনার শেষের বাক্যটায় দ্বিমত করবেন।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৩৬

নান্দনিক নন্দিনী বলেছেন: দ্বিমতে তো আমার কোনো সমস্যা নাই :)

২| ১৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:৫৯

সোহানী বলেছেন: দিল্লিকা লাড্ডু!! প্রথম ধাক্কায়ই যা স্বাদের তারপরউ শুরু হয় ঝামেলা। কিন্তু এ ঝামেলাকে কিন্তু আরো ঝটগট পাঁকিয়েছে ওই সিরিজ ওয়ালারাই। আদর্শ স্বামী যেমন দেখাচ্ছে তেমনি আদর্শ স্ত্রীও। যার কারনে দু'পক্ষই মরিয়া :P

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ঠিক বলছেন। শুধু মরিয়া নয় একেবারে রিহার্সাল দিয়ে মরিয়া।

৩| ১৯ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৪৮

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২৮

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা

৪| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৭:০৩

লাতিনো বলেছেন: আপনার প্রত্যেকটা কথা একেবারে আমার মনের কথা। তবে এখনকার কথা আলাদা। পশ্চিমে অনেক মেয়েরা মেয়েদের সাথে সংসার করছে। যার ঢেঊ খুব ভালোভাবেই ভারতে এমনকি আমাদের দেশে এসে লেগেছে।

হাসবেন্ডকে এপ্রিশিয়েট করলে কি টাকা পয়সা খরচ হয়? এই কাজে মেয়েরা এত কৃপণ কেন? আমি যদি ওয়াইফকে এপ্রিশিয়েট করি, তাহলে সন্দেহ করে। কি অদ্ভুদ হিপক্রেসির জগতে বাস করছি আমরা।

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৩৭

নান্দনিক নন্দিনী বলেছেন: নারীদেরকে নারীদের সাথে সংসার করতে হয় না বলতে যেটা বুঝিয়েছি তা পশ্চিমা ধারণার সাথে গুলিয়ে ফেলা ঠিক হবে না।
ঠিক যে অদ্ভুত হিপোক্রেসির জগতে বাস করছি আমরা।

৫| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৯

জুন বলেছেন: রুই মাছের পেটি দোপেয়াজা উইথ ধইন্যা পাতা। "এইটা কি রান্না করছো! একটু আলু বা পটল দিলে ভালো হইতো না? সাথে আবার কতগুলা ধইন্যাপাতা দিয়া সর্বনাশ করছো"! কয়েকদিন পর রুই এর পেটি + আলু। এইটা কি রানছো আলু দিয়া ! দোপেয়াজা করতে পারো নাই! ধইন্যাপাতাও দেখি দেও নাই :|
এই চলতে থাকে আমার বাসায় /:)

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪১

নান্দনিক নন্দিনী বলেছেন: বাহ্!
এই রুই মাছের পেটি+ আলু/পটল+ ধইন্য্যা পাতা আছে বলেই জীবনটা সুন্দর।

৬| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:০৮

নেওয়াজ আলি বলেছেন: করোনা কালে যৌতুকের জন্য কী নারী নির্যাতন বেড়েছে?

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৪

নান্দনিক নন্দিনী বলেছেন: শুধু করোনা কালে নয়, সবকালে অন্তত গত ২০বছর যৌতুকের মামলা চলছে। যৌতুকের জন্য যতটা না নির্যাতন হয় মামলা হয় তার চেয়েও কয়েকগুন বেশি।

৭| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০২

পদ্মপুকুর বলেছেন: ব্যক্তিগতভাবে এইসব বিশেষ দিনগুলোই আমার পছন্দের না। আপনার এই লেখা এবং এর আগের লেখাটায় স্রোতের বিপরীতে দাঁড়ানোর একটা প্রবণতা লক্ষণীয়।

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: কেন রে ভাই কেন?!
মিসেস একটু প্রশংসা /তারিফ করলে লজ্জা পাওয়ার কিছু নাই।

স্রোতের বিপরীতে!?

৮| ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: ওকে।
তবে কথা হলো, রবীন্দ্রনাথ বলেছেন- নির্বোধ স্ত্রী যার জীবন তাঁর দুর্বিষহ।

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪৭

নান্দনিক নন্দিনী বলেছেন: স্ত্রী নির্বোধ হয় না, তারা তাদের (নিজেদের) মতো বোঝে।

৯| ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: একম খাটি কথা,"বিবাহ পুরুষের বাড়ায় দায় আর নারীর বাড়ায় দাম"।

যুগে-যুগে,কালে-কালে নারীকে ভালবেসে হউক আর ভাললাগায় হউক পুরুষ যেভাবে নারীকে প্রশংসায় ভাসিয়েছে বা ভাসায় সেভাবে নারীরা কিন্তু পুরুষকে মোটেও প্রশংসা করতে চায়না।

আর এক্ষেত্রে (প্রশংসার) নারী অনেকটাই কৃপণতার পরিচয় দেয় আর পুরুষ উদারতার।

১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৯

নান্দনিক নন্দিনী বলেছেন: পুরুষ মাঝেমধ্যে নারীর মিথ্যে প্রশংসা করে সেইফ সাইডে থাকতে চায়।
আর নারীদের সবচেয়ে বড় ক্ষতি করেছে এই মিথ্যে প্রশংসা।

১০| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৯

স্থিতধী বলেছেন: পুরুষ মাঝেমধ্যে নারীর মিথ্যে প্রশংসা করে সেইফ সাইডে থাকতে চায়। আর নারীদের সবচেয়ে বড় ক্ষতি করেছে এই মিথ্যে প্রশংসা

এই বাস্তবতাটা অনেক নারী-ই বোঝেনা । তবুও শুধু ফাঁকা বুলির মতো কিছু মিথ্যা প্রশংসা নিয়ে থাকতে চায়।

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৫

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা

১১| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৪

করুণাধারা বলেছেন: লেখায় ভালো লাগা!

১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩২

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!!

১২| ১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৭

আহমেদ জী এস বলেছেন: নান্দনিক নন্দিনী,




প্রকারন্তরে নারীদের দোষারোপই করলেন মনে হয়!
নারী বা পুরুষ কেউই ফেয়ার এ্যান্ড লাভলী চর্চিত ফকফকে সাদা নন মুখে ও মুখোশে। উভয়েই দোষে গুনে মানুষ। সংসার একটা দায় তো বটেই সে কারনেই দায় টানতে গড়িমসি হলেই মেজাজের চাকা ওল্টায় দু'পক্ষেরই।

আসলে কি, দায় টানার ভুলত্রুটির পরেও সংসারের পুরুষটি এবং নারীটিও চান একটু এপ্রিসিয়েশান বা পিঠ চাপড়ানো! এই বিনা খরচের কাজটুকু করতেও নারী পুরুষদের মহাসাগর পাড়ি দিতে হয় । সেটা হয়ে ওঠেনা বলেই ডোবা-নালার জলেই সারতে হয় জলকেলী। যা আতরের সুগন্ধের বদলে দূর্গন্ধই ছড়ায় হয়তো মাঝে মাঝে।

শুভ নববর্ষ।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩০

নান্দনিক নন্দিনী বলেছেন: শুভ নববর্ষ আহমেদ জী এস।

আমি কাউকে দোষারোপ করতে চাইছি না। এই খানিকটা মজা করলাম আর কি। নাথিং সিরিয়াস।
আটপৌরে জীবনে হলুদের দাগ থাকবে, বাজেটের ঘাটতি থাকবে এবং সবকিছুর পরেও জীবন চলবে।
এখানে এপ্রিসিয়েশন থাকলে ভালো হয় , বেশি বেশি ভালো হয়!

১৩| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪৭

অনেক কথা বলতে চাই বলেছেন: পুরুষদের জন্য কেউ কিছু লেখেন না। নারীরা তো না-ই, এমনকি পুরুষরাও তেমন লেখেন না। নুরু ভাইকেই দেখলাম কিছু লিখেছেন।

এই বিশেষ দিনটা যে আদৌ ছিলো, সেটাই জানতাম না। এতো এতো নারীবাদীদের ভিড়ে আপনি যে আমাদের জন্য কিছু লিখেছেন, সেটাই তো অনেক! অনেক ধন্যবাদ!

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৫

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার ধন্যবাদ গৃহীত হলো।

১৪| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে দিন হয়েছে বাসি
হাজবেন্ড এপ্রিসিয়েশন ডে !=p~
চাষ করে কোন চাষি !! :-P

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৮

নান্দনিক নন্দিনী বলেছেন: তাও ভালো স্বামীর উপার্জিত অর্থ ব্যয় করে স্বামীকে উপহার দেয়নি কোনো স্ত্রী...

১৫| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে বলে কিছু আছে, তা জানলাম গতকাল আমার এক পোস্টে সৈয়দ তাজুল ইসলাম ভাইয়ের এক কমেন্টে। জেনে ভালো লাগলো যে স্ত্রীকে একটা বিশেষ দিনে বিশেষভাবে অ্যাপ্রিশিয়েট করার একটা সুযোগ রাখা আছে। গতকাল তো ব্লগিং করে আর স্ত্রীর সাথে গল্পগুজব করে কাটিয়েছি, প্রশংসা করার সুযোগ পাই নাই। আজকেও অনেকটা তাই। ---- কী বলতে কী বকে যাচ্ছি, আমাকেই বরং স্ত্রীর বলার কথা ছিল- তুমি একজন ভালো স্বামী, তোমারে পাইয়া অনেক খুশি এবং ধন্য আমি, ওগো স্বামী আমার স্বামী।

ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে'-তে আমার স্ত্রীকে এই উপহার দিব :

স্ত্রীরূপে সংসারী করেছ, প্রেমিকারূপে কবি
সংসার আর প্রেমের মাঝারে তুমি মনোজ্ঞ ছবি


রাগ ঝাল করার অত সময় নাই। দেখলাম, স্ত্রীর চাইতে বড়ো কোনো বান্ধবী নাই। তাই প্রতিটা মুহূর্তেই স্ত্রীর সান্নিধ্য চাই, এমনকি ঝগড়া করার জন্য হলেও।

পোস্ট ভালো লেগেছে আপু। শুভেচ্ছা।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১:১০

নান্দনিক নন্দিনী বলেছেন: কবিতার সাথে কি.... না মানে এক জোড়া কানপাশা হলে ভালো হতো না :)

১৬| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার সাথে কি.... না মানে এক জোড়া কানপাশা হলে ভালো হতো না!

তা আর বলতে!! আমার কাজ রুজি করা, স্ত্রীর কাজ হলো তা দিয়া সংসার চালানো। আমি তো বলতে চাইব, এ মাসের বেতন পুরাটাই তোমার :) স্ত্রী কী উত্তর দেয় তা অবশ্য গুরুত্বপূর্ণ - আমার টাকা পুরাটাই আমার মানে?

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১:২৯

নান্দনিক নন্দিনী বলেছেন: চিরকাল 'তোমার সংসার' বলে স্বামী সমাজ আয়েস করে গেলেন বৈকি...
রান্না করা খাবার, পরিচ্ছন্ন পোশাক, পাতানো বিছানা পেলে সংসারটার সর্বস্বত্ব স্ত্রীকে দেয়া যেতেই পারে :)
'পুনশ্চ' নামে কলকাতার একটা সিনেমা আছে, দেখতে পারেন ভাইয়া। ভালো লাগবে।

১৭| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৬

রানার ব্লগ বলেছেন: অ্যাপ্রিসিয়েট জিনিসটা স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনে থাকা জরুরী কিন্তু বাস্তবতা হলো তা নেই। আমার জানা বেশ কয়েকটি ঘটনার মধ্যে থেকে একটা বলি।

স্বমী জন্মদিনের গিফট দিতে ভুলে গেছে বলে স্ত্রী বাবার বাড়ি তল্পিতল্পা গুছিয়ে চলে গেছে যাওয়ার আগে মোটামুটি ঘরময় তাইফুন চালিয়ে গেছে, বেচারা মুখ কালো করে দুই দিন ধরে আফিসে আসে যায় একদিন তাকে জিজ্ঞাসা করলাম ঘটনা কি সে অতি দুঃখে ঘটনা খুলে বললো, আম বেশ রুষ্ঠ হয়ে বললাম বাহ তোরে তো ভাবি ঠিকি জন্মদিনের গিফট দেয় ত্যি গাধা ভুলে গেলি ক্যান বেচারা আমার দিকে করুনা মিসৃত হাসি দিয়ে বললো বিবাহিত জীবনের ১২ বছরে একবারও না।


তো ম্যাডাম এই হলো অ্যাপ্রিসিয়েশন!!!

২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

নান্দনিক নন্দিনী বলেছেন: ছেলেদের তারিখ মনে থাকে না বলে একটা ধারণা প্রচলিত আছে। এবং তা প্রমাণিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.