নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের অত রূপ ভালো নয়...

১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৫০



'মেয়েদের অত রূপ ভালো নয় গোলাপ' জন্মাবার পর থেকেই কথাটা বারংবার শুনতে হয়েছে শাকেরা আরজু ওরফে গোলাপ আপাকে। শাকেরা আরজু নামটা লেখা হয়েছিল স্কুল-কলেজের খাতায়, আর লেখা হয়েছিল বিয়ের কাবিননামায়। গোলাপ আপার সৌন্দর্যের সুখ্যাতি ছিল। সুন্দরের কারণেই তাকে ছোটবেলা থেকে সবাই গোলাপ বলে ডাকত। কলেজ পড়ুয়া গোলাপ আপার ধুমধামে বিয়ে হয় সমাজের এক ভদ্রস্থ পরিবারে। অনেক আয়োজন হয়েছিল বিয়েতে। মাস ছয়েক যেতে না যেতেই গোলাপ আপার কাছে পরিষ্কার হয়, কোন যোগ্যতা ছাড়াই জামান সাহেব তার বর নির্বাচিত হয়েছেন।

মাতাল বর নিয়ে ঘর করা যায়, কলহপ্রিয় বরের সাথে কোনমতে মানিয়ে গুছিয়ে চলে যায় কিন্তু যে বর কাছেও টানে না দূরেও ঠেলে না, তার সাথে ঘর করবে কিভাবে! জামান সাহেব ছিলেন অন্যানুরাগী। আপা তার মাকে জানালেন। সব ঠিক হয়ে যাবে এই আশায় খালাম্মা কেটে কেটে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠালেন। ঘরকন্যা করে কেটে যায় দুটো বছর। জামান সাহেব তার দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেছেন জেনে গোলাপ আপা স্থায়ীভাবে চলে এলেন। আইনত বিবাহ বিচ্ছেদ হলো। নিরুত্তাপ নৈর্ব্যক্তিক গোলাপ আপা বুঝেছেন, যে ঘরের দেয়াল ভেঙে যায় সে ঘরের উপর দোতলা করার চেষ্টা কোন কাজেই আসে না এর চেয়ে উত্তম ওই ঘরটা ভেঙে ফেলা।

ঈশ্বর গোলাপ আপাকে শক্তি দিল এমন বিষয় মেনে নিতে যা তিনি বদলাতে পারবেন না। জাপানে কিন্টসুকি বলে একটা শিল্প আছে। যে শিল্পে ভেঙে যাওয়া কাঁচের পাত্রের টুকরোগুলোকে সোনার পাত দিয়ে জুড়ে দেয়া হয়। এই শিল্পে প্রথমে ভাঙ্গা টুকরোগুলো গুছিয়ে এক জায়গায় করা হয় অতঃপর সোনা ধাতু এবং সিমেন্ট দিয়ে টুকরোগুলোকে জুড়ে নিয়ে একটা নিরাপদ স্থানে কিছুদিন সংরক্ষিত রাখা হয় যেন জোড়ানো টুকরোগুলো মজবুত এবং পুনরায় ব্যবহার উপযোগী হয়ে ওঠে। গোলাপ আপা নিজেকে জুড়ে নিলেন।

বিষাদ মানুষকে সুন্দর করে দেয়, গোলাপ আপাতত দেখলাম! বিয়ে তাকে এক অদ্ভুত নিরব বেদনা উপহার দিয়েছে। যা তার পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়, আর ক্ষমা করার তো প্রশ্নই ওঠে না। কিছু আঘাতের চেয়ে মর্যাদাহানি মানুষকে বেশি কষ্ট দেয়। তখন মানুষ তার খাঁটি ভালোবাসা আর আবেগশূন্য স্থানকে পুরোন করে অপরিণত প্রচেষ্টায়।

যদিও ব্যথা বেড়ে ওঠার অংশ এবং ক্ষতকে ক্ষত বলে মেনে নেয়াই একে সারানোর পূর্বশর্ত। এবং জীবনের নির্মম বাস্তবতা হলো, সময় একাকিত্বকে সারিয়ে নয় বরং বাড়িয়ে দেয়। পার্থক্যটা মাত্রগত! অনেক সময় আমরা যা দেখি তার পেছনে রয়েছে, আরেকটা গোপন জগত। ঝড়ের মুখে যা কিছু হারিয়ে যায় তা ভুলে যাওয়ার বিকল্প নেই। দীর্ঘ বছর বাদে আমাদের গোপনীয়তা রাখার সিন্দুক 'গোলাপ আপা'র আজকে বিয়ে ...

বি.দ্র. এই লেখা পড়ে জামান সাহেবকে নেতিবাচক ভাবার অবকাশ নাই। তিনিও ভালো মানুষ। পরিবারের মতামতে বিয়ে হয়েছিল। দুজন মানুষের সুখের চেয়েও আমাদের সমাজে পরিবারের মান-সম্মানকে বড় করে দেখা হয়।
গোলাপ আপার পরিবারও অনুরূপ।
গোলাপ আপা আশা করি বাকি জীবনটা ভালো থাকবেন।

মন্তব্য ৪৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৫৬

রানার ব্লগ বলেছেন: আমি রূপবতীদের পছন্দ করি।

১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৮

নান্দনিক নন্দিনী বলেছেন: বারে... সে তো বেশিরভাগ মানুষই করে

২| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৮

কামাল১৮ বলেছেন: আমি গুনবতী মহিলাদের প্রসংশা করি।

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: একজন গুনবতীর নাম জানান তো... গুনের কদর এখন ইতিহাসের বইয়ের পাতায় খুঁজে পাওয়া যায়।

৩| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৩০

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন। আপনি তো সব্যসাচী ব্লগার হয়ে উঠেছেন।
আপনার লেখা পড়ার পর নিজের চিন্তার দৈন্যতা প্রকট হয়ে ওঠে।
প্রথমত সুনির্দিষ্ট বিষয়গুলো নিয়ে না ভাবা।
দ্বিতীয়ত ভাবলেও 'গভীরভাবে' না ভাবা।
তৃতীয়ত প্রকাশযোগ্য করে ভাবতে না পারা।

ধন্যবাদ, অনেক সাবলীল লেখা উপহার দেয়ার জন্য!

৪| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



মেয়েদের রূপ না থাকলে, মানব জাতি থাকতো না।

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:০৬

নান্দনিক নন্দিনী বলেছেন: চাঁদগাজী সাহেব, মায়াবতী নারী না থাকলে মানব জাতি থাকতো না।

৫| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪৭

সোহানী বলেছেন: বিয়ে কি কোন সুখের যাদুকাঠি? হয়তো কারো কাছে, হয়তো না!!!

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১২

নান্দনিক নন্দিনী বলেছেন: সোহানী আপা, বিয়ে কোনো সুখের যাদুকাঠি নয়। তবে ভুল বিয়ে হয়েছে এমন একজন মানুষ যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত!

৬| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: আমি নারীদের সম্মান করি। শ্রদ্ধা করি। তবে তা রুপ দেখে নয়।
শেক্সপিয়ার বলেছেন, সুন্দরী নারীদের কাছ থেকে সততা আশা করা ভুল।

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪৮

নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা।

৭| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪১

কুশন বলেছেন: রুপহীন নারীরা সমাজে অবহেলিত।

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪৯

নান্দনিক নন্দিনী বলেছেন: একসময় ছিলো, এখন শিক্ষাগত যোগ্যতা নারীর জন্য মুক্তি বয়ে এনেছে।

৮| ১৬ ই অক্টোবর, ২০২১ ভোর ৪:৩৪

কামাল১৮ বলেছেন: যে স্বনির্ভর সেই গুনবতী।আপনি স্বনির্ভর হলে আপনিও গুনবতী।

১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:২৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ভালো বলেছেন কামাল১৮।

৯| ১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৫০

শেরজা তপন বলেছেন: ফের গোলাপ আপার বিয়ে হচ্ছে-কত বছর বাদে?
উনি কি নিজেকে সুশিক্ষিত করেছেন?

রুপের টান অল্পদিনের -মায়ার টান আজীবনের!

১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:২৯

নান্দনিক নন্দিনী বলেছেন: ১৫/১৬বছর বাদে।
গোলাপ আপা একটা স্কুলে পড়ান।
ধন্যবাদ শেরজা তপন ভাই।

১০| ১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০২

রোকনুজ্জামান খান বলেছেন: কুটি বিয়ে হচ্ছে বারে, ইনকা করলে হবি, গোলাপ আঁপার বিয়ে সফল ও সুন্দর হোক।

১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:২৯

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ

১১| ১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৫

ওমেরা বলেছেন: আমি একজনকে চিনি সেও খুব সুন্দর ছিল তাই তাকে আপেল ডাকতো । যদিও আমি তার সৌন্দর্য দেখিনি কারন আমি যখন তাকে দেখেছি সে তখন বেশ বয়স্ক ও মোটা হয়ে গিয়েছে তবে তার গুন দেখেছি তার সুখী জীবন দেখেছি ।

১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩১

নান্দনিক নন্দিনী বলেছেন: আলহামদুলিল্লাহ। একে বলে একাদশে বৃহস্পতি। রূপ-গুন-সুখী জীবনের সমন্বয়।

১২| ১৬ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:০৫

ওমেরা বলেছেন: আমি একজনকে চিনি সেও খুব সুন্দর ছিল তাই তাকে আপেল ডাকতো । যদিও আমি তার সৌন্দর্য দেখিনি কারন আমি যখন তাকে দেখেছি সে তখন বেশ বয়স্ক ও মোটা হয়ে গিয়েছে তবে তার গুন দেখেছি তার সুখী জীবন দেখেছি ।

১৩| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:১৭

মেহবুবা বলেছেন: ৯ নাম্বার মন্তব্য এর৷ জবাব দেখে ভাল লাগল।
আপনার লেখায় অনেক বাক্য আমার নিজের মত মনে হল।

একজনকে জানি সুন্দরী লাবন্যময়ী অত্যন্ত মেধাবী, পছন্দের বিয়ে ছেড়ে আসতে হল এক কন্যা নিয়ে। অন্য একজন তাকে ভালবাসত, সে অবিবাহিত থেকে গিয়েছিলো। পরে তার সাথে বিয়ে হল কিন্তু now LAT.

১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:১৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মেহবুবা আপা।
ভালোবাসা, সুখ-শান্তি এত পরাবাস্তব বিষয় যে; কে কাকে ভালোবাসে, কার যে কিসে/কিভাবে/কোথায় সুখ-শান্তি হবে আগে থেকে ধারণা করা যায় না।

১৪| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:২০

জুন বলেছেন: আসলেও আঘাতের চেয়ে মর্যাদাহানি বেশি কষ্টের নান্দনিক নন্দীনি। তারপরও দেখবেন সব জায়গায় সুন্দরের আদর। পরীমনি যদি দেখতে তথাকথিত কুরূপা হতো তাহলে তার জামিনের জন্য, বা তার মুক্তির জন্য এত তোলপাড় হতোনা বলেই আমার বিশ্বাস।

১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:২১

নান্দনিক নন্দিনী বলেছেন: আপনার সাথে আমি একমত জুন আপু।
নব্য ধনী শ্রেণীই মুলত পরীমনিকে মুক্ত করার এজেন্ডা সেট করে দিয়েছেন।
ম্যাচ ফিক্সিং!

১৫| ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:১৩

রোকসানা লেইস বলেছেন: দ্বিমত পোষন করছি আপনার শিরোনাম এবং বক্তবের সাথে। শিরোনামটি হয় তো প্রবচন হয়ে আছে এবং করা হয়েছে পুরুষের প্রয়োজনে নারীরা মাথা ঢুকিয়ে দিয়ে মেনে চলেছে নিজেদের মানুষ না ভেবে।
বহু সুন্দরী মেয়েদের সুখি জীবন দেখেছি। আত্ম নির্ভর নারী কখনো বিয়ের উপর ভরষা করে সুখি হয় না। পৃথিবীতে বহু উদাহরণও আছে। এইসব কাঁদুনে নারীর জীবন ছাড়াও।
সুন্দরী মেয়েদের নিজের সৌন্দর্য সম্পর্কে স্বচেতন হতে হবে। নিজেকেই আদর করতে হবে ভালোবাসতে হবে। অসুখি হওয়ার মন্ত্র বুকে জীবন যাপন নয়।
বিয়ে একটা সাবসিডি জীবনে প্রধান নয়। সুখি বিয়ে হলে ভালো নয় তো তার ভিতর পরে থাকা নির্বোধের কাজ।

১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:২৯

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ রোকসানা আপু।
একজন কলেজ পড়ুয়া মেয়ে কিভাবে আত্মনির্ভরশীল হতো? (যখন গোলাপ আপার প্রথমবার বিয়ে হয়েছিল)।

আপনার পুরো মন্তব্যের প্রতিউত্তর হলো -
বৃত্তের বাইরেও জীবন থাকে। যা আপনার ধারণা, চিন্তা এবং ফর্মুলার বাইরে।
কি হলে কি হতো, কি হলে মান বজায় থাকে, কিংবা আদতে কি হওয়া উচিৎ সেটা নিয়ে লিখিনি।
লিখেছি যা ঘটে গেছে এবং সদ্য ঘটলো, তা নিয়ে।

১৬| ১৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৬

বিটপি বলেছেন: চাঁদগাজী আবারও একটা থার্ড ক্লাস মার্কা কথা বলল। মানবজাতির অস্তিত্বে নারীর রূপের কোন অবদান নেই - আছে তার প্রজনন ক্ষমতার। নারীর রূপের কোন অবদান তার যৌনতায়ও নেই - কারণ অন্ধকার ঘরে সুন্দরী আর অসুন্দরীর কোন পার্থক্য নেই, সব একই। তবে বেশির ভাগ পুরুষই নারীর রূপ দেখে প্রেমে পড়ে - আমিও তেমনই একজন। কিন্তু রূপবতী তরুণীর ঝাল যে মরিচের চেয়েও বেশি - এটা জানা থাকলে আমি জীবনেও রূপবতী নারী বিয়ে করতাম না।

অবশ্য হাসি একটা বড় ব্যাপার। রূপবতী নারীর হাসি বোধ হয় খুব সুন্দর হয় - যা তার সামনে থাকা পুরুষের সমস্ত দুঃখ-যন্ত্রণা এক নিমেষে ভুলিয়ে দেবার জন্য যথেষ্ট।

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৪৭

নান্দনিক নন্দিনী বলেছেন: বিটপি, ভাবীকে আমার সালাম জানাবেন।
আর আপনার জন্য আন্তরিক শুভকামনা রইলো।

১৭| ১৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০০

নিমো বলেছেন: লেখক বলেছেন: একজন কলেজ পড়ুয়া মেয়ে কিভাবে আত্মনির্ভরশীল হতো?
বাংলাদেশের আত্মনির্ভরশীল নারীদের কতভাগ কলেজ পাশ করেছেন ? বাংলাদেশের সবচেয়ে বেশী বৈদেশিক মূদ্রা আনয়নকারী খাতের আত্মনির্ভরশীল নারীরা কি আদৌ কলেজে গেছে ?
@রোকসানা লেইস , যথার্থ বলেছেন।

১৮| ১৬ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০১

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা গোলাপ আপা র জন্য।

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৪৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মনিরা আপা।

১৯| ১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৮:০০

মুক্তা নীল বলেছেন:

গোলাপ আপার সঠিক সিদ্ধান্ত ও নতুন জীবনের জন্য
আন্তরিক ভালোলাগা ও অনেক শুভকামনা ।

১৬ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৪৮

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মুক্তা নীল।
অনেক ভালো থাকুন।

২০| ২০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

Abida-আবিদা বলেছেন: মেয়েদের অনেক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বাঁচতে হয়। ভালো লিখছ, আপু।

২১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ।
তবে, অপরিচিত কারোর 'তুমি' সম্বোধন আমি পছন্দ করি না।

২১| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১:০৬

সাত ভাই চম্পা বলেছেন:

Abida-আবিদা ,
ব্লগে আগমনের জন্য সুস্বাগতম ।
মাত্র কয়েক ঘন্টা আগেই লগইন হয়ে সবাইকে তুমি করে
সম্বোধন করাটা কেমন যেন অস্বাভাবিক লাগছে ।
সিনিয়র ব্লগারদের মন্তব্য করতেই যেখানে ভয় লাগে অথচ
কোন দ্বিধা ও নূ্ন্যতম সম্মানবোধ নেই তাঁদের প্রতি আপনার



২১ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১৩

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ

২২| ২১ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:২৫

Abida-আবিদা বলেছেন: ব্লগার নান্দনিক নন্দিনী,

বাংলাদেশের সংস্কৃতিতে বড় বোনদের আপু ডাকে। এটা স্বাভাবিক সরলতা ও জটিলতামুক্ত অবস্থা। তুমি বলাটা ঘনিষ্ঠ হবার চেষ্টামাত্র।

নিজেদেরকে শিক্ষকদের কাতারে গন্য করলে, আমি আন্তরিকভাবে দুখিত। শিক্ষকদের আমি সম্মান করি।

আর ব্লগার সাত ভাই চম্পা, আগে নিজেকে জানুন। অন্যকে জ্ঞান পরে দিয়েন।

ধন্যবাদ!


২১ শে অক্টোবর, ২০২১ রাত ৮:১৪

নান্দনিক নন্দিনী বলেছেন: অত্যন্ত খোঁড়া যুক্তি ব্লগার আবিদা।
আপনি চাতুর্য্যের সাথে নিজেকে প্রকাশ করতে সম্পুর্ন ব্যর্থ হয়েছেন। আপনার জন্য সমবেদনা থাকলো।
আলগা ভাব জমানো ব্যবহারটা আমি সর্বান্তকরণে ঘৃণা করি।
ধন্যবাদ।

২৩| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪০

সাত ভাই চম্পা বলেছেন:

Abida-আবিদা

আপনার জন্যে সমবেদনা রলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.