নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।
একটা গণিত বই আরেকটা গণিত বইকে কী বলে জানেন? I have so many problems. পরিচিত গন্ডির সবাই আজকাল গনিত বইয়ের মতো আচরণ করে। আলাপে-সংলাপে কেবল সমস্যা নিয়ে কথা বলে। যেন সবাই জীবনের সৌন্দর্য - সৌজন্যের কথা ভুলেই বসে আছে!
জীবনের খেলায় আমি গ্রান্ডমাস্টার হতে চেয়েছিলাম। গ্রান্ড টুকু ঝরে পড়ে এখন মাস্টারিতে আটকে আছি। তবে এখনো জানি, একদিন অবশ্যই নিজেকে আমি জীবনের গ্রান্ডমাস্টার হিসেবে দেখতে পাবো। গ্রান্ডমাস্টারদের বিশেষত্ব হলো তারা দাবার বোর্ডে চাল দেয়ার সময় পরবর্তী সম্ভাব্য আট চাল মাথায় রেখে দাবা খেলে।
জন্মদিনের শুভেচ্ছা আদান-প্রদান ব্যাপারটা সামান্য। কিন্তু অনেকগুলো সামান্য ব্যাপার যখন একসঙ্গে দানা বাধে তখন আর তা সামান্য থাকে না। মধ্যাকর্ষণ নয় বরং জন্মদিনের শুভেচ্ছাবার্তাকর্ষণ আমাকে বাঁচিয়ে রেখেছে। প্রতিটি জন্মদিনে আমি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি কে কে শুভেচ্ছা জানালো; কি কি সুন্দর কথা লিখে পাঠালো...
আমি আসলে বড় হতে হতে চাইনি; আর বড় হতে হতে এই বড় হওয়াটাকে মেনে নিতে পারিনি। তবু আমার বয়স আমি ভালোবাসি; করি যত ভুল লিখে রাখে মলিন খাতায়...
২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৬
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন।
কফির দাওয়াত থাকলো।
২| ২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৮
মিরোরডডল বলেছেন:
নন্দিনীকে জন্মদিনের একরাশ শুভেচ্ছা !
২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৮
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মিরোরডডল আপু।
আপনার জন্য সুলতান ডাইন'স এর কাচ্চির দাওয়াত থাকলো
৩| ২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:২৫
মিরোরডডল বলেছেন:
উইশ করছি নন্দিনীর গ্র্যান্ড মাস্টার হবার স্বপ্ন একদিন সত্যি হবে ।
strong will-force and effort can make your dream true.
২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২০
নান্দনিক নন্দিনী বলেছেন: ইনশা আল্লাহ।
একদিন আমি গ্রান্ডমাস্টার হয়ে নিজেকে পিঠ চাপড়ে দিবো।
অনেক অনেক অনেক ধন্যবাদ!
৪| ২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:০৭
ফুয়াদের বাপ বলেছেন: যথার্থ লিখেছেন। জীবনের পথে গণিতের বই হওয়া সহজ কিন্তু গণিতের সমাধান গাইড বই হওয়া কঠিন। চারপাশের হাজারো সমস্যার মাঝে জীবনকে সুন্দর-সুখী রেখায় পরিচালনা করতে পারাই পাকা গণিতজ্ঞের কাজ।
বয়স একটা সংখ্যা মাত্র। তারুন্য লালিত হয় হৃদয়ে। নিজের যা আছে তাই নিয়ে যারা তৃপ্ত থাকতে পারে তারাই বরং জীবনের জটিল গণিতের পরিক্ষায় পাশ করে সহজে।
শুভ হোক এমন সুন্দর ব্লগিং।
২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:২১
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ
৫| ২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুখ শান্তিতে ভরে উঠুক আপনার জীবন,দুঃখ কে যেন সইতে পারেন,জন্ম দিনে এই কামনা।
২৫ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ
৬| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৪
সাতশো একান্ন বলেছেন: শুভ জন্মদিন ম্যাম। ভালোবাসা অবিরাম।
২৫ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪৩
নান্দনিক নন্দিনী বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাতশো একান্ন।
৭| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৫৯
ঢাবিয়ান বলেছেন: শুভ জন্মদিন আপু
২৫ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৪৯
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ ঢাবিয়ান!
৮| ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১০:১৪
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: শুভ জন্মদিন আপু।শারীরিক সুস্থতা ও মানসিক শান্তির সাথে দীর্ঘায়ু প্রাপ্তি হোক।
২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৪৬
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ তমাল!
৯| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন। বাইরে গেলে মাস্ক মাস্ট। ঘরে বাইরে সব সময় সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন। আমি দুই ডোজ টিকা নিয়েছি। আপনি? আপনার জীবন হোক আনন্দময়।
২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫৬
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।
১০| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৩৫
সাইবার সোহেল বলেছেন: কঠিন কথাগুলোর সাবলিল ও সরল এবং সুন্দর উপস্থাপনার জন্য সাধুবাদ জানাই, আর সাথে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপানার জীবনের সকল অপূর্ন ইচ্ছা গুলো পুরোন এই কামানা করছি... ভাল থাকুন স্বপরিবারে সব সময়...।
২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫৭
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ সোহেল।
১১| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
জীবনের জটিল জাল ছিন্ন করে সফলতায় পূর্ণ হোক আপনার আগামীর সময়গুলো।
২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ১:২৩
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মাইদুল সরকার।
১২| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ইতিবাচক চিন্তা-ভাবনার মানুষ কমে গেছে, তাই বেশিরভাগ মানুষই শুধু সমস্যা নিয়েই কথা বলে। ইতিবাচক আলাপ কমই করে।
২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৮
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ রূপক বিধৌত সাধু।
১৩| ২৬ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪১
উদারত১২৪ বলেছেন: ভালো ছিল
ইসলামিক ইতিহাস চ্যানেল এ আপনাকে স্বাগতম।
২৬ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৬
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ।
১৪| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ২:০৩
সোহানী বলেছেন: ওরে বাপরে! অনেক বিষয় একসাথে!! তবে তোমার লিখাগুলো পড়তে যেমন ভালোলাগে তেমনি তোমার সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করতেও আমার খুব ভালাে লাগে। তাই আসলাম ধীরে সুন্থে!
সবার প্রথমে জন্মদিনের শুভেচ্ছা।
জন্মদিনকে যদি একটি সংখ্যা মনে করো তাহলে বলবো এটা বাড়ছে। এবং সেই সাথে জীবন ক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। যার কারনে এটাকে মানতে না পারাটা খুব স্বাভাবিক। কিন্তু তুমি যদি বিপরীতটা চিন্তা করো, জন্মদিন মানে তোমার অভিজ্ঞতার ঝুলিতে অনেক অনেক কিছু যুক্ত হয়েছে তাহলে সেটা তোমার জন্য দারুন একটি প্লাস পয়েন্ট, মানতে না পারার কোনই কারন নেই।
আমাকে যদি বলো, তাহলে বলবো আমি কোনদিনই গ্রান্ডমাস্টার হতে চাই না। কেন? এতো জটিলতা, এতো অর্জন, সে অর্জনের জন্য ব্যাক্তি জীবনের জলান্জলী দিতে আমি ভালোবাসি না। আমি জীবন চাই ঠিক এক পাতা রঙ্গীন কাগজ, সেখানে নেই কোন আঁকাজোকা। কিন্তু নির্মম সত্য হলো, আমার জীবনের কাগজে ভয়ংকর রকম কাটাছেঁড়া।
আসলে সত্যি কথা হলো, সবার জীবনই একেকটা গণিতের বই। যা আগেও ছিল, এখনো আছে। শুধু পার্থক্য, আগে কেউই জানতো না আর এখন স্যোশাল মিডিয়ার কল্যাণে সবাই জানে। সেটা প্রকাশেই হোক আর অপ্রকাশেই হোক, কিছুই গোপন থাকে না।
অনেক ভালো থাকো। আর গ্রান্ডমাস্টার হবার পর ঠিক এরকম একটা লিখা লিখবে তোমার অনুভূতি নিয়ে।
২৭ শে অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৯
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ সোহানী আপা। আপনার জন্য ভালোবাসা।
আমি বড় হতে চাইনি কারণ, শৈশবের আমিকে আমি মিস করি।
বড় হতে হতে সুখ-দুঃখ-আনন্দ-বেদনা-ঘৃণা-ক্ষোভ- মান-অভিমান- সরলতা-প্রতারণা এগুলো আলাদা করে চিনতে শিখেছি। এগুলো আজকাল বড় পীড়া দেয়। তখন নিজেকে ভালো রাখার জন্য আমি স্কুলের বাইরে বসা চালতার আচারের কথা ভাবি। পাঁচ টাকা প্লেট চটপটির স্বাদ মনে করি।
গ্রান্ডমাস্টার হয়ে কী লিখবো ভাবতে গিয়ে হাসি পাচ্ছে। তবে লিখবো ইনশা আল্লাহ।
ভালো থাকবেন। ভালোবাসা যায় এমন মানুষের সংখ্যা দিন দিন আশংকাজনক হারে কমে যাচ্ছে। যোগাযোগহীনতায় ক্রমশ পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছি। আবারও ভালোবাসা লিখছি, ভালোবাসা নিয়েন আপা।
১৫| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৮:০৩
মনিরা সুলতানা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা নন্দিনী !
ভালোবাসা।
৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:০১
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মনিরা আপা।
আপনার জন্য দ্বিগুণ ভালোবাসা!
১৬| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৫১
নতুন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা নন্দিনী !
জীবনের উদ্দেশ এখন সাধারন। সুখী জীবন জাপন করা।
যাতে মৃত্যুর আগে যখন পুরু জীবনের স্বৃতি সামনে আসবে তখন যেন মনে হয় যে :- Life was beautiful.
সামনের জীবনে প্রতিটি দিনের সুখের মূহূর্তের সংখ্যা বেশি হউক এই কামনা করি।
৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২১
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
দোয়া করি আল্লাহ তায়া’লা আপনার মনের আশা পূরণ করুন, আমিন।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৩
জুল ভার্ন বলেছেন: বাহ ভিন্ন আংগীকে অসাধারণ সুন্দর করে লিখেছেন।
জন্ম দিনের শুভেচ্ছা ❤️