নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

তোমার হতে ইচ্ছে করে, লোভ হয়, সাহস হয় না...

০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০৭


অচেনা একটা অনুভূতি হচ্ছে, না অচেনা নয়, অচেনা বলে অগ্রাহ্য করা একটা অনুভূতি। মনের গহীন কোণে যেখানে সমস্ত অযাচিত বোধকে লুকিয়ে রাখি সেখানে দ্বিধা দ্বাররক্ষক হয়ে চরম এক সত্যকে মনে করিয়ে দিচ্ছে, বলছে; বাস্তবে এই সংসারে যত কথাবার্তা হয় তা মানুষের মধ্যে হয় না, তাদের কোনো স্বার্থের মধ্যে হয়। নিজেদের স্বার্থপর কুৎসিত চেহারা কল্পনায়ও কি নিদারুন নির্মম!

শিথিল বিধিনিষেধের সৌজন্য পেরিয়ে স্বীকার করছি, সিদ্ধান্তে পৌঁছাতে নিজের ইচ্ছাশক্তির সবটুকু ব্যয় করতে হয়েছে আমাকে। আসলে জীবনের 'নিষ্ঠুর অনিশ্চয়তা'র উপলব্ধির কারণে খুব ঘনিষ্ঠ লোকেরা একে অপরের কাছ থেকে অনেক কিছুই লুকায়। যদিও আমরা ঘনিষ্ঠ নই! এবং লোভাতুর যে দিবাস্বপ্ন মনে জায়গা করে নিয়েছে তা আসলেই বিপদজনক।

নিজেকে নিজের কাছ থেকে রক্ষা করার জন্যই ইমারানের সাথে আমার কথা বলা প্রয়োজন। অপরিহার্য এই প্রয়োজনকে এড়িয়ে যাওয়ার সময় প্রতিবার মনে হচ্ছে, আমার ভেতরে ছোট্ট একটা অংশ মরে যাচ্ছে। যদিও ভালোবাসা প্রকাশের চেয়ে সুন্দর আর কিছু নেই। তবু ইমরানের মুখোমুখি হতে হবে ভাবলেই এক ধরনের অস্থিরতা গ্রাস করছে। অস্থিরতা না বলে একে বিহবলতা বলা যায় কি? হয়তো যায়, হয়তো যায় না।

জীবন ক্ষনস্থায়ী, জীবনের বসন্ত তারচেয়েও ক্ষনস্থায়ী। প্রত্যাশার সাথে প্রতারণা করে আর কি হবে? তাই 'কারণে বা অকারণে নাম ধরে কাছে ডাকবার' যে আকাংক্ষা মনে লুকিয়ে রেখেছিলাম তাকে ভাষা খুঁজে দিয়েছি। ফিরতি বার্তা পেতে সময়ের দীর্ঘসূত্রিতা ইতোমধ্যে আমার ক্ষয়িষ্ণু আত্মবিশ্বাসের মূলে আঘাত হেনেছে। অতঃপর...

এককাপ ভালো চায়ের জন্যেও তো অপেক্ষা করতে হয়, নাকি?

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২১ রাত ১:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সাহস না করে অনেকের জীবন আনন্দহীন হয়ে যায়।কিছু সময়ের জন্য যদি কারো সাথে আনন্দে থাকা যায় সেটাই একটা বিরাট পাওয়া।প্রতিটা মুহুর্ত আনন্দে থাকাই জীবনের মূল উদ্দেশ্য।যদিও জনে জনে উদ্দেশ্য আলাদা।

০৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৮

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ নুরুলইসলা০৬০৪, সুন্দর মন্তব্যের জন্য।

২| ০৬ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ছবিটাই অনেক কথা বলে।পুরো বক্তব্যটি ফুটে উঠেছে ছবিটায়।

০৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০৮

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ, অনেক ধন্যবাদ!

৩| ০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:২৬

আহমেদ জী এস বলেছেন: নান্দনিক নন্দিনী,




এমন করে অপেক্ষায় থাকা তাদেরই মানায় যাঁরা বিশেষ কারন ছাড়াই আশাবাদী হওয়ার বিরল ক্ষমতা রাখেন ।

০৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১৫

নান্দনিক নন্দিনী বলেছেন: তাহলে তো 'বিরল ক্ষমতা' আছে জেনে মেয়েটার উচিৎ নিজের পিঠ চাপড়ে দেয়া।
ধন্যবাদ আহমেদ জী এস।

৪| ০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৯

জুল ভার্ন বলেছেন: জীবন ক্ষণস্থায়ী বলেই জীবনের প্রতি মানুষের এতো মায়া।

০৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১৯

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ জুল ভার্ন।
'জীবন' এই শব্দটাই তো মায়াময়। সময় নিয়ে, ধীরে সুস্থে, ভেঙে ভেঙে উচ্চারণ করতেও অসম্ভব ভালো লাগে।

৫| ০৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০১

জ্যাকেল বলেছেন: সুন্দর লাগল পড়তে।

০৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:১১

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ জ্যাকেল।

৬| ০৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: পড়লাম। তা জানিয়ে গেলাম।

০৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৬

নান্দনিক নন্দিনী বলেছেন: না পড়লেই ভালো করতেন। মূল্যবান কিছুসময় বেঁচে যেত আপনার।

৭| ০৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১১

মিরোরডডল বলেছেন:



ভালোবাসার অনুভূতিটা মুখে কিছু না বললেও ভালোবাসার মানুষ সেটা ঠিকই বুঝতে পারে ।
বলা হয়ে গেছে এটাও বেশ !
প্রিয়জনের প্রিয় কথাটি শোনার জন্য যে অনন্ত অপেক্ষা সেটার মাঝেও অন্যরকম চার্ম আছে । গুড লাক নন্দিনী ।


০৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৪

নান্দনিক নন্দিনী বলেছেন: থ্যাংক ইউ মিরোরডডল আপু!

৮| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:২৬

কবিতা ক্থ্য বলেছেন: পৃথিবী টা অনেক সুন্দর।
.
.
.
.
.
.
এমন কি তুমি ছাড়াও।

১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫০

নান্দনিক নন্দিনী বলেছেন: জ্বী, আমি আপনার সাথে ঐক্যমত পোষণ করছি।

৯| ১৭ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: অপেক্ষা ঠিক আছে তবে অপেক্ষার সময় বেশী হলে অনেক সময় কাংখিত ফলাফল লাভের সম্ভাবনা তিরোহিত হয়ে যায়।

আর ভাললাগা-ভালবাসার ক্ষেত্রে এটা আরো বেশী সত্য । আর তাইতো শাহরুখ খানের ছবির একটা ডায়ালগ (ছবির নাম মনে নেই ) যে, " যদি তুমি কাউকে ভালবাস তাহলে তাকে তাড়াতাড়ি বলে দাও, না হলে পরে দেরী হয়ে যাবে বা যেতে পারে " ।

১৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:০৯

নান্দনিক নন্দিনী বলেছেন: ঠিক বলেছেন জামান ভাই।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.