নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

যদি তোমার ভেতরে কোনো ক্ষত তৈরি করে থাকি, তবে সেটা শুধু তোমার নয়, আমারও...

১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৫



'জীবনে আমরা যা করি, সেটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ? নাকি যা আমরা করতে পারি না, সেটার ভারই সবচেয়ে বেশি?' বহুদিন ধরে ভাবনাটা মসজিদের মিনারের মতো অটল অহংকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে... সত্যি কথা বলতে কী, আজকাল চিন্তা বাদ দিয়ে আর সবকিছু করতে রাজি আছি আমি।

'কাজ না থাকলে লোহায় মরিচা পড়ে, কাঠ ফেঁটে যায় আর মানুষ ভুল করতে শুরু করে'। ভুলগুলোকে যতই ভুলে যেতে চাই না কেন, ভেতরে কোথাও না কোথাও সেগুলো হালকা বাতাসের মতো করে রয়েই যায়। নিজের ভাঙা অংশগুলো জোড়া দেয়ার জন্য খুঁজতে গিয়ে যে অংশটুকু পেলাম না আর; সেটুকু সম্ভবত রয়ে গেছে তোমার কাছে। 'কেননা আমরা যখন কারো মধ্যে ক্ষত তৈরি করি, সেই ক্ষততেই আমরা থেকে যাই তার কাছে। সামান্য আর অবিচ্ছেদ্য অংশ হয়ে'। পৃথিবীর এই নির্মম নিয়মটা আমি বানায়নি, প্রথম থেকেই এরকম ছিল।

জীবন আসলে সেইসব সিদ্ধান্তের সমষ্টি যেগুলো মানুষ নিজে নেয়নি। সেই রাস্তার শেষ প্রান্ত যে রাস্তা সে আপন ইচ্ছেতে বেছে নেয়নি। খেয়াল করে দেখলাম আশপাশের সবকিছু কোনো কারণ ছাড়াই আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আমার আর জীবনের মধ্যে কষ্টের একটা ঠান্ডা পর্দা তৈরি হয়ে গেছে। অবশ্য আমি যেরকম তাতে আমি অভ্যস্ত।

তোমাকে নিজের মধ্যে কোথাও লুকিয়ে ফেলতে চেয়েছিলাম। তুমি আমার কাছে ছোটবেলার কোন আকাংক্ষার মত, যা কখনো ফুরায় না। অথবা কল্পনার সেই গোপন দুনিয়া, বাস্তবতা নিঃশেষিত হলে যার শুরু। মাঝে মাঝে ভাবি, কখনো- কোথাও দেখা হলে তুমি কি আমার ভালোবাসাটুকু দেখতে পাবে? কিংবা বিগত বছরগুলো ধরে আমার কষ্টটুকু? চাকা শুধু ঘুরতে পারে, দু'পাশের কোন দিকে গড়াতে পারে না। আমার বর্তমানটা ঠিক তেমন। আমরা বোধহয় পৃথিবীতে ভুল ধরতে আসিনি, এসেছি এর সাথে অভ্যস্ত হতে। তবু কেন নিজের জন্য সবকিছু জটিল করে তুলি আমি?

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪৭

অপু তানভীর বলেছেন: সত্যিই তাই আমরা যখন কারো মাঝে কোন ক্ষত তৈরি করি তখন সেই ক্ষতেই রয়ে যাই । এই ক্ষত তারা আজীবন মনে রাখে । যত মহানই সে হোক না কেন এমন করেই সে মনে রাখে । আচ্ছা আমরা যদি মনে আনন্দ তৈরি করি তাহলেও কি আজীবন সেই আনন্দতেই আমাদের মনে রাখবে?

১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫১

নান্দনিক নন্দিনী বলেছেন: রাখে তানভীর, মানুষ আনন্দকেও মনে রাখে। হয়তো কম মানুষ এই দলে পড়ে, তবে অবশ্যই মনে রাখে।

২| ১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: অতীতের দিকে তাকানো বা অতীতকে স্মরণ রাখা এবং প্রনিয়ত নিজেকে - নিজের করা কাজকে নিয়ে ভাবা বা উপলব্ধি করা জীবনের জন্য জরূরী।

জীবনে দুটাই জরূরী। যা করেছি এবং যা করতে পারিনী । যা করে করেছি তার ফলাফল আমি দেখে ফেলেছি বা পেয়েছি আর যা করতে পারিনি তবে করতে চেয়েছিলাম তা যা করে ফেলেছি তার ফলাফলের উপর ভিত্তি করে ভবিষ্যতে আরো ভালো ভাবে করার
চেষ্টা করতে পারি । আর তার জন্যও দরকার অতীতকে স্মরণ রাখা ও উপলব্ধি করা ।

আর চলার পথে যে যতটা ত্যাগ ও সমঝোতা করে অভিযোজিত (মেনে নিয়ে-মানিয়ে) হয়ে সহজ করে-সহজ ভাবে সবকিছু গ্রহণ করে নিতে পারে তার কাছে-তার জন্য সাফল্য ততটা সহজ হয়ে পড়ে।

আর যারা এসব ছেড়ে শুধু অভিযোগ করে না পাওয়ার , আকাংখা পূরণ না হওয়ার তারা শুধু সমস্যাই তৈরী করে । যে সমস্যায় তারা নিজেরা সারা জীবন সাতার কেটে বেড়ায়, সাথে সাথে সমাজের ও বাকীদেরও তার সমস্যার বোঝা বয়ে বেড়াতে হয়।

১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৫

নান্দনিক নন্দিনী বলেছেন: বাহ্, সুন্দর বলেছেন জামান ভাই।
ধন্যবাদ।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৯

জুল ভার্ন বলেছেন: বাহ! চমতকার লিখেছেন!!!

১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ। তবে,
তবে বড় হয়ে আমি আপনার মতো ভার্সেটাইল রাইটার হতে চাই।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: মানুষ ও তাদের চিন্তা ভাবনা নিয়ে আপনি একজন অভিজ্ঞ মানুষ।

১৩ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: লেখা পড়েই আপনি বুঝে ফেললেন আমি কেমন মানুষ, বিরাট ব্যাপার রাজীব নুর।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৯

তোমার দখিনা হাওয়া বলেছেন: অনন্য অসাধারণ পোস্ট। সবার মনের অভিপ্রায় যদি এমন হতো।

১৩ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৫

নান্দনিক নন্দিনী বলেছেন: তাহলে সেটা আটপৌরে হয়ে যেত, দখিনা হাওয়া।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৫

মিরোরডডল বলেছেন:




The stronger and intense the feeling of your love is,
The deeper the wound of suffering.
It takes time to heal.

তবু কেন নিজের জন্য সবকিছু জটিল করে তুলি আমি?

May be you can handle this well.
এই গভীর কষ্টের মাঝেও একরকম সম্মোহনী ভালোলাগা আছে ।
আছে একটা আসক্তি । ক্ষতবিক্ষত আর রক্তাক্ত হবার আসক্তি ।

১৩ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৭

নান্দনিক নন্দিনী বলেছেন: Such a wonderful comment!
Thank you Apu.

৭| ১৩ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৩

জ্যাকেল বলেছেন: আপনি খুব ভাল ব্যক্ত করতে পারছেন। ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩১

নান্দনিক নন্দিনী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জ্যাকেল।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: লেখা পড়েই আপনি বুঝে ফেললেন আমি কেমন মানুষ, বিরাট ব্যাপার রাজীব নুর।

বুঝে ফেলি নাই। ধারনা করেছি মাত্র।

১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৫

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০৪

আহমেদ জী এস বলেছেন: নান্দনিক নন্দিনী,




বরাবরের মতোই বিশেষ অনুভূতি মাখা লেখা।
যা জীবনে করতে পারিনি কিম্বা করা হয়ে ওঠেনি তার ভর অসীম, স্মৃতির মহাকাশে নিম্নগামী হতে হতে তা পৌঁছে যায় 'জিরো সিঙ্গুলারিটি"তে। হয়ে ওঠে স্মৃতির ব্লাকহোল, টেনে নেয় ভালোলাগার সবকিছু নিজের গহ্বরে! ফিরিয়ে দেয়না আর ........
তবুও মাঝে মাঝে আলো জ্বেলে দেখে নিতে হয় তাকে।

১৪ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪০

নান্দনিক নন্দিনী বলেছেন: আহমেদ জী এস,

এত চমৎকার একটা মন্তব্যের প্রতিউত্তর দেয়াটা বাহুল্য।
অনেক অনেক ধন্যবাদ।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৬

কল্পদ্রুম বলেছেন: শুরু আর শেষটা প্রশ্ন দিয়ে, মাঝে ভাবনার যোগান দেওয়া কিছু প্রবচন। ভালো লাগলো পড়ে।

১৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৫

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ!

১১| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৫৪

সোহানী বলেছেন: নিজের মনের ভাবনাকে সঠিকভাবে শব্দের ছন্দে প্রকাশ করতে পারা একটি বিশেষ গুন, সবাই তা পারে না।

১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৪

নান্দনিক নন্দিনী বলেছেন: আমি আসলে 'সবাই' এর একজন আপু, আপনি আমাকে স্নেহ করেন এটাই আমার অর্জন।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৫

কবিতা ক্থ্য বলেছেন: হুমায়ূন স্যার বলেছিলেন - যতই আমি যাই যে দূরে, ততই আসি কাছে, তোমার গায়ে আমার গায়ের গন্ধ লুকিয়ে আছে।
আমার মতো মাথামোটা লোকের বুঝে ইহা কখনোই আসে না।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৯

নান্দনিক নন্দিনী বলেছেন: সবকিছু সবাইকে বুঝতে হবে, এমন কোনো নিয়ম নেই।
যা আপনার বোঝার বাইরে সেটা তেমনই থাকুক।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১:৩০

জ্যাকেল বলেছেন: কি ব্যাপার, আপনার কাছ থেকে নতুন পোস্ট পাওয়া যাচ্ছে না।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১০:৩৮

নান্দনিক নন্দিনী বলেছেন: লিখতে ইচ্ছা করছে না তাই নতুন লাখ পাওয়া যাচ্ছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.