নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।
তোমার কাজল লেপ্টানো অভিমান শেষ হলে এসো, জীবন যেখানে ফেলে রেখে এসেছিলাম, সেখান থেকেই আরো একবার শুরু করি...
জানি খারাপ ব্যবহারের কোন অজুহাত হয় না, কখনো সেটা করা উচিতও নয়। অস্বস্তির চোরকাঁটা বিধে আছে মনে এবং এই অস্বস্তিকে অগ্রাহ্য করা কোনভাবেই ঠিক হচ্ছে না। অনুতাপের হাজারো প্রাথমিক ব্যথার ভেতর দিয়ে যাচ্ছি। ভেবে দেখলাম মাত্র একটি শব্দই পারে ব্যবধান বিসর্জন দিতে। দুঃখিত!
বাস্তবের ঘড়ির কাটা খুব ধীর গতিতে চলে। টিক টিক টিক করে উপহাস করে। যেন সে জানে যে কিছু একটা ঠিক নেই। অভিমানের নিরবতা ব্যাখ্যা করা মোটেও সহজ কাজ নয়। এ অবস্থায় কিছু করার চেষ্টা বেদনাদায়ক। হাত পা গুটিয়ে বসে থাকার অনুভূতি আরও জঘন্য।
আসলে কিছু হয়েছে কি না এই প্রশ্নের জবাব দিয়ে আমি কি বলতে চাচ্ছি সেটা বোঝানো যাবে না। তোমাকে নিজের মতোই চিনি আমি। দূরত্ব বেড়ে যাওয়ায় তুমি কেমন আছো সেটা কেবল আন্দাজ করতে পারছি। আমার ভেতর যা ছিল না বলে জানতাম, চোখে আঙুল দিয়ে তুমি দেখিয়ে দিলে সেগুলো সবাই আমার ভেতর আছে।
সবকিছুর জন্য অন্যদের মতো তুমিও হয়তো আমার হৃদয়কে দায়ী করবে, শক্তির জন্য নয়; দুর্বলতার জন্য...মনের গহীনে পরস্পরের জন্যে অমূল্য কিছু অনুভূতি আছে আমাদের। তুমি যদি আমার আর কোন কথা বিশ্বাস না করো, দয়া করে এটা কোরো। আমি তোমাকে কোন কষ্ট দিতে চাইনি। আমার জীবনে তুমি ভোরের সূর্যের মতোই গুরুত্বপূর্ণ... ভালোবাসা নিও।
২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১৩
নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা... তাহলে বাদ দেয়ার প্রস্তুতি নিই, কী বলেন?
ধন্যবাদ সোবুজ, ভালো থাকবেন।
২| ২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:০৮
মনিরা সুলতানা বলেছেন: আমার জীবনে তুমি ভোরের সূর্যের মতোই গুরুত্বপূর্ণ...
চমৎকার প্রকাশ !
২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১৫
নান্দনিক নন্দিনী বলেছেন:
৩| ২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৯
জোভান আহমেদ বলেছেন: লেখাটি একজন অভিমানির অভিমান ভাঙানোর জন্য যথেষ্ট ।
২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৭
নান্দনিক নন্দিনী বলেছেন: বলছেন তাহলে...
ধন্যবাদ।
৪| ২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৪৬
জোবাইর বলেছেন: জীবন শুরু করা খুবই সহজ। যে কোনো সময়, যে কোনো স্থান, যে কোনো বয়সেই শুরু করা যায়। শুরু করা জীবন হাজারো বাধাবিপত্তি, মান-অভিমান, ঝড়-ঝঞ্চাকে সামলিয়ে দীর্ঘ পথ পেরিয়ে আনন্দ, সন্তুষ্টি ও কৃতিত্ত্বের সাথে শেষ করাই কঠিন।
২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৪
নান্দনিক নন্দিনী বলেছেন: ভীষণ সত্যি কথা...
ধন্যবাদ।
৫| ২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:১৩
নেওয়াজ আলি বলেছেন: কাজল ..... ফিরে আসো কপালে একটা ভালোবাসার চচুশা দিবো
২৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:১৬
নান্দনিক নন্দিনী বলেছেন: নিয়ত-এ বরকত... নেওয়াজ আলি। ভালো থাকবেন।
৬| ২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৫৩
রানার ব্লগ বলেছেন: জীবন যেখানে ফেলে এসেছিলেন সেখান থেকে আবার শুরু করা যায় না কারন সেই ফেলে আসা অবস্থানে যে জঞ্জালগুলো ছিলো তা শুরু করতে দেয় না।
২৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:০৬
নান্দনিক নন্দিনী বলেছেন: সবসময় সব ক্ষেত্রে ব্যাকরণ মেনে নিতে হবে কেন, ব্যাকরণের নিয়মেও বাত্যয় ঘটে।
ধন্যবাদ।
৭| ২৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: এই লেখার সারমর্ম কি?
২৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:০৬
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনি সুস্থ আছেন তো...
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৮
সাহাদাত উদরাজী বলেছেন: যে যায় সে আর ফিরে আসে না, যাকে যেতে দিতে ইচ্ছা হয় না, আকে শুরু থেকেই ধরে রাখতে হয়! অবহেলায় ঘৃণা জন্মে আর ছেড়ে চলে যায়!
০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫১
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ সাহাদাত উদরাজী। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৯
সোবুজ বলেছেন: আপনার লেখায় বিরহের এই সুরটি সব সময় থাকে।