নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

\'আচ্ছা একটা দুঃখ বলতে না পারার বেদনা কেমন!\'

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৪



এ দেখা নাই বা হতো যদি তোমার সাথে আমার, আরো কিছু জীবন হয়তো বেঁচে যেতাম,
একটা গাছের মত প্রাণ হয়ে সারাদিন রোদ বৃষ্টি ঝড় এসব তোলপাড় না হয় সহে নিতাম আর কিছুদিন
আরও কিছুদিন না হয় তোমাকে না পাওয়ার বেদনায় পুড়িয়ে নিতাম নিজেকে,
এ দেখা নাই বা হতো যদি তোমার আমার- বিশ্বাস করো তবে হয়তো বেঁচে যেতাম
কিন্তু এখন ছায়ারাও খুব কৌশলে ছুড়ে ফেলে দিচ্ছে আমায়
মনে হচ্ছে মাথার উপরে আকাশ নেই আমার- যা আছে তা আসলে হাহাকার,
আচ্ছা একটা দুঃখ বলতে না পারার বেদনা কেমন কিংবা
একজন একা মানুষ আবার একা হয়ে যাবার বেদনার ভাষা কি পৃথিবী জানে
জানে কি
জানি না।
শুধু জানি একটা হাহাকার হুইসেল বাজিয়ে সিগনালে দাঁড়িয়ে আছে ওই ট্রাফিকের মত একা
এ দেখা নাই বা হত তোমার আমার- এ দেখা নাই বা হত যদি...

ভালোবাসা কারে কয়? নিতান্ত তুচ্ছ, অবান্তর, অপ্রয়োজনীয় এবং প্রায় বিরক্তিকর একটা প্রশ্ন নিয়ে DBC চ্যানেল ৩জন ঝানু রাজনৈতিকদের নিয়ে বসেছে আলাপ চালাতে। রাজনৈতিক চাল দেয়ার চেয়েও অনুভূতিকে যথাযথ শব্দে প্রকাশ বোধহয় বেশি জটিল এবং কঠিন। তাই টকশোটির আলাপ কিংবা অপালাপ বাদ দিয়ে ইউটিউব কন্টেন্টে মনোসংযোগ করলাম।

আসলে এখনকার ভিজ্যুয়াল কন্টেন্ট গুলো এত বেশি যৌগিক যে কখন কোনটা দেখি বা দেখি না পরে আর সেটা মনে রাখতে পারি না। অতি অভিনয় দেখার অত্যাচার থেকে নিজেকে রেহায় দিতে কালে ভদ্রে স্ক্রিনটাইম কাটায় বলা চলে। মনোজ সাহেবের সাবলীল অভিনয় ভালো লাগে আমার। তাই সামনে পেয়ে তার অভিনীত 'এ দেখা না-ই বা হতো' নাটকটা দেখে ফেললাম। কবিতাটা মনোজ সাহেবের কন্ঠে এককথায় চমৎকার লেগেছে।

নির্দ্বিধায় নাটকটা এনজয় করতে পারেন। সময় নষ্ট হবার কষ্ট পাবেননা আশা করি।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১২

সোবুজ বলেছেন: দেখা যদি নাই হতো ,তাহলে না পাওয়ার এমন মধুর বেদনা কোথায় পেতেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২১

নান্দনিক নন্দিনী বলেছেন: ঠিক ঠিক
ধন্যবাদ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৬

নেওয়াজ আলি বলেছেন: নেতার ভালোবাসা হলো জনগণের টাকা। সুইস ব্যাংক,ইউরোপ কিংবা আমেরিকা

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৩

নান্দনিক নন্দিনী বলেছেন: নাটক দেখেন নেওয়াজ আলি

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:১৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: শেষের টুইস্টটা দারুন ছিলো , নাটক মোটামুটি ভালো লেগেছে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ঠিক, শেষের টুইস্টটা বেশ চমকপ্রদ ছিল।
ধন্যবাদ তানীম আবদুল্লাহ।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কোথা থেকে কোথায় নিয়ে গেলেন? এটার কথা বললেন?

প্রথম থেকে 'ভালোবাসা কারে কয়'-এর আগ পর্যন্ত তো খুব ভালো লিখেছেন। নীচের অংশটুকু না লিখলেই হতো। নাকি নাটকে এ কবিতাটা আবৃত্তি করা হয়েছে?

অথবা অন্যকিছু বুঝিয়ে থাকলে আমার অ্যান্টেনায় তা ধরে নি :(

--

উপরের কমেন্ট লেখার পর আবার গিয়ে দেখে এলুম, কবিতাংশ নাটক থেকে নেয়া। ঠিক?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৫৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ঠিক ✔

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:০৬

মনিরা সুলতানা বলেছেন: কতকিছুতে যে মন দিতে হয়, সময় অপচয় হয় নিদারুণ ভাবে। নিঃসন্দেহে তোমার পছন্দের উপর ভরসা করা যায় :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৪

নান্দনিক নন্দিনী বলেছেন: নাটকে কাহিনিতে বিশ্ববিদ্যালয় জীবনের প্রেম দেখতে দেখতে অরুচি ধরে গেছে আপা,
কিছু পরিনতি ভিন্নরকমও হয় সেটা দেখিয়েছে

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: নাটক টি আজই দেখব।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৫

নান্দনিক নন্দিনী বলেছেন: দেখতে পারেন, মাত্র ৩৮মিনিট৪৮সেকেন্ড সময় ব্যয় হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.