নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

মিস অচেনা...

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:১৪




হন্তদন্ত হয়ে গ্রিনলাইন বাস কাউন্টারে ঢুকলাম। ঘড়ির কাটায় ২টা৫৫। ক্ষীণ আশাবাদী ছিলাম ৩টার বাসটা পাবো। টিকেট কাউন্টারে বসা মেয়েটার ব্যাচপ্লেটে লেখা সৈয়দা শিমলা।
জানতে চাইলাম, খুলনার বাস কখন আছে?
শিমলা: বিকাল ৪টাতে।
শীতের বিকেল ৪টা মানে প্রায় সন্ধ্যা। বললাম, এর আগে আর কোনো বাস শিডিউল নেই?
শিমলা জানালেন৷ জ্বি না ম্যাডাম।
জিজ্ঞেস করলাম, সাতক্ষীরার কোন সিডিউল বাস আছে?
জ্বী আছে, সাড়ে চারটায়।

শিমলা কম্পিউটার স্ক্রিন থেকে চোখ তুলে জানতে চাইলো আপনারা দু'জন কী একসাথে? আমি তো বাসা থেকে কাউকে নিয়ে আসিনি তাহলে! ঝটিকা পেছনে তাকিয়ে দেখলাম পারিবারিক দূরত্বে একজন দাঁড়িয়ে। লম্বা একটা ছেলে, নীল রঙের হুডি গলায় গিট দেয়া। সম্ভবত ছেলেটা আমার ওভার শোল্ডার ঝুঁকে চেহেরার দিকে তাকিয়ে খুব মনোযোগ দিয়ে আমার এক্সপ্রেশন দেখার চেষ্টা করছিলো। বার্জার রাউন্ডের মতো যথাসম্ভব দ্রুততার সাথে, বোধহয় খানিকটা অবজ্ঞার সাথে বললাম 'না'। ছেলেটাও একই সাথে বলে উঠলেন না! (না এর দ্বিরুক্তি আরকি)।

শিমলা হেসে ফেললেন। সামনে সিট প্ল্যান রেখে, আমার সিট চয়েজ শুনে আপার ডেকারে E-3 টিকেট প্রিন্ট করে দিলেন। ছেলেটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, স্যার কোথায় যাবেন? ছেলেটা জানালেন খুলনা। এবং প্রথমে আমার সামনের রোয়ের সিট পছন্দ করেও সিধান্ত পরিবর্তন করে লোয়ার ডেকে সিট নিলেন। যাওয়ার আগে আমার দিকে খুব ঠান্ডা স্থির ভাবে তাকালেন। নিঃশব্দে বলে গেলেন, একটা না একজন বললেই যথেষ্ট, দু'জনের বলার দরকার নেই মিস অচেনা!

ছেলেটা কী আমার উপর রাগ করে; নাকি রাগ দেখিয়ে লোয়ার ডেকে সীট নিলেন, জানাতে খুব ইচ্ছে হচ্ছিল...

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।
অনেকদিন পর সামুতে এলেন।

গ্রীণলাইন বাস যেখান থেকে ছাড়ে, তার পেছনেই আমার বাসা।

০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:১০

নান্দনিক নন্দিনী বলেছেন: এরপরে যখন খুলনা যাবো তখন আর হন্তদন্ত হবো না, ধীরে সুস্থে টিকিট কেটে সুরভী ভাবির হাতের ভালো মন্দ রান্না খেয়ে গল্পগুজব করে তারপর বাসে উঠবো ইনশা আল্লাহ।

ধন্যবাদ রাজীব নুর।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৩৬

কামাল১৮ বলেছেন: @রাজীব,বাসার ঠিকানা কেন জানালেন,ঠিক বুঝতে পারলাম না।কেউ বুঝে থাকলে জানাবেন।

০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:১২

নান্দনিক নন্দিনী বলেছেন: কামাল১৮, পৃথিবীতে সবকিছু কেন আপনাকে বুঝতে হবে?
সৌজন্যতা শিক্ষনীয়। ভালো থাকবেন।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: মিস অচেনা - গল্পাংশ বা অনুগল্প ভালো হয়েছে।

০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:১২

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মহাজাগতিক চিন্তা।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 'একটা না একজন বললেই যথেষ্ট'। কথাটা বুঝতে পারি নি। আর গল্পটার মজাটা কোন জায়গায় সেটা আসলে আমি ধরতে পারি নি।

যাই হোক, বহুদিন পর আপনাকে ব্লগে দেখলাম। শুভেচ্ছা রইল।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৯

কামাল১৮ বলেছেন: গল্পটার মজাটা মনে হয় সিট বিষয়ক ঝটিলতা।

৬| ০১ লা মার্চ, ২০২৩ রাত ১:৪১

নেওয়াজ আলি বলেছেন: অনেক দিন পর এসে একটা মনোরম গল্প লিখলেমন

০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:১৩

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি। কেমন আছেন আপনি?

৭| ০১ লা মার্চ, ২০২৩ সকাল ১১:৩৯

অপু তানভীর বলেছেন: একবার ভাবুত তো দেখি নীল রংয়ের হুডিওয়ালা যদি বলে দিতো জ্বী আমরা এক সাথে তাহলে ব্যাপারটা কেমন মজার হত ! :D

০১ লা মার্চ, ২০২৩ বিকাল ৪:১৫

নান্দনিক নন্দিনী বলেছেন: অ-নে-ক মজার হতো!
ভাবতেই তো আমার হাসি পাচ্ছে।

৮| ০২ রা মার্চ, ২০২৩ রাত ১২:৪৬

কামাল১৮ বলেছেন: মন্তব্যটা করেই আহাম্মক হয়ে গেছি।এটা কি লিখলাম।মুছতেও পারছি না।এই মন্তব্য আমার সাথে যায় না।

০৫ ই মার্চ, ২০২৩ রাত ১:০৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.