নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

যে ভালোবাসা ইচ্ছে হলেই ভুলে যাওয়া যায়!

১৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২০



তুহিন রহমান আমার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র। বিজনেস ফ্যাকাল্টির শিক্ষক। উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকাতে আছে। একদিন প্রায় মাঝরাতে ফোন!

➤ আপু আপনার ডিপার্টমেন্টের ছোটবোন আমার কাছে কী চায়?

বললাম, বই যে ধার চায় না, এটা নিশ্চিত ভাবে বলতে পারি। তবে কে চায় জানা গেলে, বোঝা যেত কী চায়।

➤  আপনি নাদিয়াকে চিনেন তো
এবার আমি কতক্ষণ হা হা হা করে হেসে নিলাম। হ্যাঁ চিনি। কেন?

➤ নাদিয়া আমাকে আজকাল নিয়মিত নক দেয়। কথা শুনে বুঝলাম, আমার প্রোফাইল সে খুব ভালোভাবেই ঘাটাঘাটি করেছে।

তো? তুমি আসলে কী জানতে চাও, নাদিয়া কেমন মানুষ সেটা; নাকি সে কী চায়।

➤ দুটোই...
নাদিয়া প্রেমিকা হিসেবে নিস্পৃহ। আর ভবিষ্যৎ স্ত্রী হিসেবে যদি ভাবো তাহলে জেনে রাখা ভালো যে, সে অনেক উচ্চাকাঙ্খী। এটুকু হজম হলে দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই। তোমরা দুজনই পশ্চিমা দেশে আছো। তোমরাই ভালো জানো একে অন্যের কাছে কী চাও। তবে আমার মনে হয় না, নাদিয়ার আসলে তোমার কাছ থেকে পাওয়ার আছে। ও আসলে মানসিক ভাবে বিপর্যস্ত, তাই টাইম পাস করতে চাচ্ছে। মাসুদ (ওর প্রাক্তন প্রেমিক) সম্প্রতি বিয়ে করেছে। মেয়েটা জার্নালিজম ডিপার্টমেন্টের ই। মাত্র দুই মাসের পরিচয়, অত:পর পরিনয়। খুব সুন্দর আয়োজনে, আনন্দ নিয়ে অনুষ্ঠান করে। এসব মেনে নিতে খানিকটা সময় তো লাগবে। তাই না!

➤ তা তো লাগবেই। আচ্ছা আপু, আমি কেমন মানুষ ?
আমার দৃষ্টিতে তুমি App's এর মতো। কয়দিন পর পর নিজেকে আপডেট দিয়ে নাও আরক...



এই ঘটনার রেশ তো এখানে-এভাবে শেষ হওয়ার নয়। মজা নেয়া যখন একবার শুরু হয়েছে সেটা এত দ্রুত থামবে না। তো কল দিলাম নাদির ক্লাসমেটকে। যদিও নওশীন লেখাপড়ার ধারাপাতে নাদীয়ার ক্লাসফেলো, স্নেহের প্রধান্যে সে আমার জীবনের ম্যাজিশিয়ান। যে পারিপার্শ্বিক স্ট্রেস কমানোর ম্যাজিক জানে। নওশীন পেশায় শিক্ষক, ম্যা হু না মুভির মিস চাঁদনী। ঐ ডায়ালগটার মতো, ইতনা ছোটা টিচার, এমেইজিং!

তো পরের দিন নওশীনকে কল দিলাম।

➤ নওশীন, তোমার প্রিয় ক্লাসমেট আমার ছোট ভাইয়ের কাছে কী চাই।
সবাই তো আমার প্রিয় ক্লাসমেট আপু, আপনি কার কথা বলছেন।

ব্রিলিয়ান্ট, লম্বা, ফর্সা, স্লিম, শুদ্ধ উচ্চারণে কথা বলে এমন একজন। যিনি বর্তমানে মার্কিন মুল্লুকে আছেন, নামটা মনে করো বলো তো।
বুজচ্ছি আপনি কার কথা বলতেছেন, নাদীয়া। কী করছে ও?

কিছু করে নাই। তুহিন ওর বিষয়ে আলাপ করলো গতকাল। তাই ভাবলাম একটু খোঁজ খবর নিই।
নাদীয়ার কথা আর কি বলবো আপু, নাদীয়া সেদিন মোহাইমিঙ্কে ফোন করে বলছে, তোমরা কিভাবে পারলা মাসুদের বিয়ের প্রোগ্রামে যেতে। আচ্ছা আপু বলেন, মাসুদ ওর এক্স বয়ফ্রেন্ড। আমাদের তো কিছু না। কেন দাওয়াত পেয়ে আমরা ক্লাসমেটের বিয়ে মিস করবো?
মাসুদের বিয়ের প্রোগ্রামটা কিন্তু আপু অনেক সুন্দর হয়েছে।

হ্যাঁ ঠিক বলছো। অনেক সুন্দর হয়েছে। তুহিন নাদীয়াকে জিজ্ঞেস করেছে, নন্দিনী আপুকে চিনেন। নাদীয়া কি উত্তর দিয়েছে জানো। বলছে, নান্দিনী আপু তো অনেক ভালো, আমাকে অনেক আদর করে।
হা হা হা

আমি ভালো এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি তো ওকে আদর করি না। আমি তো সব আদর তোমাকে করি, আল্লাহ তা'য়ালা সাক্ষী। গএমনকি আমি তোমাকে আমার ভাইয়ের বৌও বানাতে চাই।

তাইলে আপু আপনি প্রবালকে আপনার ভাই বানায় ফেলেন। আপনার ইচ্ছাপূরন হয়ে যাবে।
আল্লাহ গো ... অত কষ্ট করতে পারবো বাপু, তারচেয়ে নাদীয়াকে ভাইয়ে বৌ হিসেবে মেনে নিবো। নাদীয়া প্রসঙ্গ বাদ, আসো আমরা অন্য গল্প করি।
হা হা হা , সেটাই ভালো।

আজকে একটা নতুন বিষয় জানতে পারলাম।
কী আপু কী জানলেন।

➤ এই জানলাম যে আমাদের এখানকার মালী নাকি তোমার ইউনিভার্সিটিতেও মালী হিসেবে কাজ করে।
তাই নাকি?

➤ তুমি এক কাজ কইরো তো, মালীর হাতে একটা পাতার চিঠি পাঠায় দিয়ো।
পাতার চিঠি! কেন?

➤ আরেহ মোঘল শাসন আমলে রাজকন্যাদের কাছে গোপনে চিঠিপত্র পাঠানো হতো। সেগুলো এভাবেই পাঠানো হতো। দাসী-বাদী-খোঁজা-মালীদের হাতে। তাই রাজকন্যা রাজকন্যা ফিল নিতে মন চায়।

আচ্ছা ঠিক আছে, আপনার জন্য লিখলাম না হয় পাতায় চিঠি। এখন আমাকে বলেন আপনার প্রাক্তনদের খবর কী?
হুমায়ূন সাঈদ, ইমরান আব্বাস কেমন আছেন?

ভালো কথা মনে করছো তো। অনেক দিন কোনো খোঁজ খবর জানি না। দেখছো, মনেও নাই আমার এদের কথা। ।

➤আপু আপনি কী তেরে বিন নাটকটা দেখতেছেন?
দেখি না মানে, কি বলো তুমি। ওহাজ আলী তো আমার সত্যিকারের ভালোবাসা।

➤ সত্যিকারের ভালোবাসা! সত্যিকারের ভালোবাসার সংজ্ঞা কী আপু?
যে ভালোবাসা ইচ্ছে হলেই ভুলে যাওয়া যায়!

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৬

অপু তানভীর বলেছেন: ব্রেক আপ হয়ে গেলে যতনা কষ্ট লাগে প্রাক্তন মুভ অন করেছে এটা জেনে তার থেকেও বেশি কষ্ট লাগে । নাদিয়া আফার জন্য সমবেদনা রইলো । :D

আর এপসের মত আপডেটের সাথে পুরানো সমস্যা দুঃখ গুলো দুরে করা গেলে কিন্তু বেশ হত ! জীবন আরো সহজ হয়ে যেত অনেক ।

১৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

নান্দনিক নন্দিনী বলেছেন: মানুষ তো মুভ অন করে, আর অপু তানভীর তো ফুল অন এ থাকে। বলেন ঠিক না বেঠিক

২| ১৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

আমি সাজিদ বলেছেন: পোস্টের ছবিটি কি আপনার তোলা আপি? তুহিনের জন্য চিন্তা হচ্ছে। টাইম পাসের চক্করে পড়ে না যায় আবার :(

১৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

নান্দনিক নন্দিনী বলেছেন: তুহিনকে নিয়ে চিন্তার কিছু নাই সাজিদ।
একজন মানুষ কি চিন্তা করবে, কোন কাজে অংশ নিবে, কোন বিষয়ে কি সিদ্ধান্ত নিবে এসবই নির্ভর করে তার পারিপার্শ্বিকতার উপর। আশাকরি তুহিন জানে, তাকে কোন পথে কতটা যেতে হবে।

৩| ১৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: যদ্দুর দেখেছি বা শুনেছি, উচ্চাকাঙ্ক্ষী ছেলেমেয়েরা সুবিধার না। নিজেও সুখ পায় না, অন্যকেও সুখী রাখতে পারে না।

১৮ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

নান্দনিক নন্দিনী বলেছেন: যে অল্পতেই সুখি, তার সুখ কেউ কেড়ে নিতে পারে না।
আর আড়ম্বর যাকে সুখি করতে পারে না, তাকে সুখি করা তো অসম্ভব।

বিষয়টা ছেলের বা মেয়ের নয় রূপক, বিষয়টা আকাঙক্ষার।

৪| ১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৫১

রানার ব্লগ বলেছেন: মেয়েরা বোধহয় এমনি। নিজের ক্ষত পুষিয়ে নিতে অন্যকারো কাধ খুজে নেয়। ক্ষতো শেষ কাধের পরিবর্তন।

১৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩৫

নান্দনিক নন্দিনী বলেছেন: মেয়েরা এমন, ছেলেরা ওমন - এইসব সরলীকরণ না করাটাই বুদ্ধিমানের কাজ।

৫| ১৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:০০

কিরকুট বলেছেন: আপনার কি মনে হয় মুভ অন করতে পারাটাই কি সাহসী প্রেমিক বা প্রেমিকার লক্ষন?

১৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩৭

নান্দনিক নন্দিনী বলেছেন: আমার তো মনে হয় 'পৃথিবীতে প্রেম বলে কিছু নাই, কিছু নাই' ♪♪♪♪

৬| ১৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: ছবিটা বড় অদ্ভুত।

১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৫০

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ

৭| ২০ শে এপ্রিল, ২০২৩ রাত ২:১৪

কামাল১৮ বলেছেন: সুখ বিষয়টা নিজের কাছে।সুখী হতে জানতে হয়।

২০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৬

নান্দনিক নন্দিনী বলেছেন: তাই নাকি?
এতোদিন ধরে জানতাম, অসুখী হতে জানতে হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.