নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

প্রাইভেট জেট তো রেডিই থাকবে; উড়াল দেয়ার জন্য!

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:০৪


আপনি যদি বুদ্ধিমান হন তবে আপনার সেটাই করা উচিৎ যা করতে আপনার ভালো লাগে। আর আপনি যদি জিনিয়াস হন তবে আপনি সেটাই করবেন যা করা প্রয়োজন। এখন বলেন তো, সাকিব আল হাসান বুদ্ধিমান নাকি জিনিয়াস।

সম্প্রতি স্বর্ণ ব্যবসায়ী আরাভ কান্ডের পর কোনো একটা সংবাদমাধ্যমে পড়েছি, সাকিব ব্যক্তিগত জেট বিমান কিনতে চান। বিষয়টা আমার খুব ভালো লেগেছে। মানুষ আসলে কত বড়? তার স্বপ্নটা যত বড়। এবং স্বপ্ন এমন একটা জিনিস যা আপনি ধার দিতেও পারবেন, ধার নিতেও পারবেন।

সাকিব আল হাসানের প্রোফাইল সবারই জানা।
সাকিব আল হাসান, বয়স ৩৬, পেশায় ক্রিকেটার। বিশ্ব সেরা অলরাউন্ডার। ব্যবসায়ী হিসেবেও তিনি নিজের কিছু প্রতিষ্ঠান গড়ছেন। এবং অদূর ভবিষ্যতে তাকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে পাবো বলেই আমার ধারণা। অন্তত সাকিবের সাম্প্রতিক কার্যসূচি সেটারই ইঙ্গিতই দিচ্ছে। টংয়ের দোকানে চা, এলাকায় ঈদের নামাজ আদায়, ছুটিতে মাগুরায় আসা যাওয়া- এ সবকিছুই আসলে জনসংযোগ।

সাকিব সম্ভবত Never Give Up দলেরও ক্যাপ্টেন। না হলে ১৪বছর লেগে থেকে বিজনেস ফ্যাকাল্টির ব্যাচেলর ডিগ্রি নেয়া, কোনো অংশেই মেধা নয় বরং ধৈর্যের পরিচয়। মাঝে মাঝে আমার মনে হয় সাকিবের হয়ে ক্রিকেটটা আসলে প্রকৃতিই খেলে। ১৯অক্টোবর ২০১৯ সাকিবের উপর নিষেধাজ্ঞা আসে এবং ২৯অক্টোবর ২০২০সাকিব মুক্ত হন। দেখেন এখানেও সাকিব দৃঢ়। ভুল করা, স্বীকার করা এবং ফর্ম নিয়ে ফিরে আসার এমন উদাহরণ কি খুব বেশি আছে। ঐযে বললাম প্রকৃতি। সাকিবের উপর দেয়া নিষেধাজ্ঞা চলছে আর আমরা করোনার টালমাটাল সময় পাড়ি দিচ্ছি। ১৬মার্চ ২০২১ তৃতীয় সন্তান (পুত্র) জনক হন সাকিব।

সাকিব বাংলাদেশ দলের সাথে প্রাকটিস সেশন বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের গেছেন। বাদ দিয়ে নয়, বলা উচিৎ ছুটি নিয়ে। বাংলাদেশ দল আজ যখন সিলেটের বিমানে উঠবে, ততক্ষণে যুক্তরাষ্ট্রে পৌঁছে সাকিব ঢুকে পড়েছেন পারিবারিক বলয়ে। পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটানোর জন্য সাকিব বেছে নিয়েছেন আয়ারল্যান্ড সিরিজের আগের সময়টাই। যদিও প্রাকটিস সেশন দলের সবার মধ্যে স্পোর্টস স্পিরিট দৃঢ় করে।
তবু সিলেটের সংক্ষিপ্ত প্রস্তুতি ক্যাম্পে সাকিব ছাড়া সেখানে দলের বাকি সবাইকেই পাচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সাকিব কোন দলের হয়ে নির্বাচনে অংশ নিতে চান সে তো সবারই জানা। এবং নির্বাচনে অংশ নিলে সাবিকের জয়ী হওয়ার সম্ভাবনার পাল্লাও বেশ ভারী। সাংবাদিক খালেদ মহীউদ্দীন তার এক প্রোগ্রামে বলেছিলেন 'সাকিব হচ্ছেন ছোট ঘরের বড় জানালা'- কী চমৎকার অলংকরণ।

ক্রিয়া সাংবাদিক উৎপল শুভ্র'র লেখা শচীন রূপকথা বইয়ে শচীনের বর্ণাঢ্য ক্যারিয়ার, শচীনের ডেডিকেশন লেভেল কিংবা শচীনের ক্রিকেট ঈশ্বর হয়ে ওঠার জার্নি আমাকে বরাবর তুলনায় ফেলেছে। আজ থেকে ৫০বছর পরেও যদি কেউ ভারতীয় গণমাধ্যম ঘাটাঘাটি করে, একবাক্যে এটা শিকার করবেন জেন্টেলম্যান শচীন তেন্ডুলকার সাধনার মধ্য দিয়েই হয়ে উঠেছিলেন ক্রিকেটের ঈশ্বর। সন্দেহাতীত ভাবে ক্রিকেটের পরিপূরক। ক্রিকেট থেকে অবসর নেওয়ার দিন শচীনের বিদায়ী বক্তব্যটা যারা শোনেননি কিংবা পড়েননি, সবাইকে অনুরোধ করবো সময় করে পড়তে কিংবা শুনতে।

আজকাল দুটো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে
১) সাকিবের এই মাল্টি ট্যাস্কিংএর 'মাস্টার মাইন্ড আসলে কে? (আই মিন কে সাকিবকে গাইড করছেন)

২) এমপি নির্বাচিত হওয়ার পরও কী সাকিব এমন স্বেচ্ছাচারী আচরণ করবেন? (এই এ প্রাকটিস সেশন বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে চলে গেলেন)।

যদি সাকিব না বদলান তাতে ব্যক্তি সাকিব লাভবান হলেও ক্ষতিটা কিন্তু দেশেরই হবে। কিভাবে? এই ধরেন, এয়ারপোর্ট থেকে সংসদ অধিবেশন। আর সংসদ থেকে এয়ারপোর্ট... প্রাইভেট জেট তো রেডিই থাকবে; উড়াল দেয়ার জন্য!

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:১৬

আমি সাজিদ বলেছেন: সাকিবের চ্যাম্পিয়ন মাইন্ডসেটই মনেহয় তাকে অনেক জায়গায় এগিয়ে নিয়ে গেছে।
এরকম আরও সাকসেসফুল ব্যবসায়ী এবং পেশাজীবিও আছেন। তাঁদের সবার এই মানসিক শক্তি ও ফোকাসড হয়ে বছরের পর বছর কাজ করে যাওয়া দেখে গড়পড়তা বাঙ্গালী হিসেবে আমি শেখার অনেক কিছুই পাই। একই ধরনের স্ট্রেংথ আপনি মুশফিকের মধ্যেও দেখবেন। মাশরাফিকেও আমার ভালো লাগে, এই কারনেই।

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৩৭

নান্দনিক নন্দিনী বলেছেন: তাহলে তো বড় হয়ে আমাকে সাকিব আল হাসান হতে হবে!

চ্যাম্পিয়ন মাইন্ডসেট, দারুণ পর্যবেক্ষণ। ধন্যবাদ সাজিদ।

২| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৩১

ডার্ক ম্যান বলেছেন:
সাকিব রাজনীতিতে আসার সম্ভাবনা কম বলেই আমার মনে হয়। সাকিব আমেরিকার স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি।

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪০

নান্দনিক নন্দিনী বলেছেন: সামনের নির্বাচনে সাকিব আসলে দলের ট্রামকার্ড!
আমার বিশ্লেষণ বলছে, নির্বাচনে সাকিবের অংশ নেয়াটা অবধারিত।

৩| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১:১৩

কামাল১৮ বলেছেন: অনেকে রাজনীতি করে তার সম্পদকে নিরাপদ রাখার জন্য।তার যদি অবৈধ সম্পদ না থাকে তবে ভয়ের কিছু নাই।রাজনীতি করা না করা তার ইচ্ছার উপর নির্ভর করে।

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৭

নান্দনিক নন্দিনী বলেছেন: রাজনীতি করাটা সমস্যা নয় কামাল।
রাজনীতিতে নাম লিখিয়ে, গুরুত্বপূর্ণ পদে থেকে জনসম্পৃক্ততা এড়িয়ে চলার রাজনীতি দেশের এবং দশের ক্ষতি করে। সেটা যেন সাকিব না করেন সেই প্রত্যাশা নিয়ে লিখেছি।

ধন্যবাদ।

৪| ২৭ শে এপ্রিল, ২০২৩ ভোর ৪:২৩

আমি সাজিদ বলেছেন: আমি আসলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সাকিব কেন সব পারে এই টাইপের প্রশ্নটার। আপনাকে কিন্তু সাকিব হতে প্ররোচিত করি নাই। 8-|

চ্যাম্পিয়ন মাইন্ডসেট শব্দটা অনেক খেলো মনে হলেও আসলে তা হার না মানা মানসিকতাকে বুঝিয়েছে।

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫১

নান্দনিক নন্দিনী বলেছেন: চ্যাম্পিয়ন মাইন্ডসেট শব্দটাকে মোটেও খেলো মনে করছি না।
জীবনে আমি যেখানে পৌঁছাতে চায়, সেখানে পৌঁছানোর জন্য এই শব্দকে বা টার্মটাকে একটা মূলমন্ত্র হিসেবে রেকর্ড রাখলাম আরকি।

অনেক অনেক অনেক ধন্যবাদ।

৫| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:২৫

রানার ব্লগ বলেছেন: একটা লোক তার উপর অর্পিত দায়ীত্ব পালনের পর সে ব্যেক্তি জীবনে উড়াল দেবে না কি ডুব দেবে উহা নিয়ে ভাবা বা চর্চা করাটা অভদ্রতা। সোশ্যাল মিডিয়ার এই যুগে এমন অভদ্রতা বেড়েই যাচ্ছে।

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৬

নান্দনিক নন্দিনী বলেছেন: মিস্টার রানা,
ভবিষ্যতে আমার পোস্টে মন্তব্য করার আগে ভাষার ব্যবহারে এবং ভাব প্রকাশে যথেষ্ট সংযত থাকবেন।

ইটস আ ওয়ার্নিং।

৬| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৬

কিরকুট বলেছেন: সাকিব নির্বাচনে যাবে কি না এখনি বলার সময় আসে নাই কিন্তু সে যদি ক্রিকেট বোর্ডের পরিচালনার দায়ীত্বে আসে ব্যাপক কিছু না হলেও আশাজাগানিয়া পরিবর্তন আসবে ।

২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৫৭

নান্দনিক নন্দিনী বলেছেন: দেখা যাক।

৭| ২৭ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩০

বিটপি বলেছেন: মাশরাফি ক্যাপ্টেন ছিল, মানুষের অন্তরে তার একটা জায়গা করে নিয়েছিল। এমপি হয়েছে আর সাপের পাঁচ পা দেখে ফেলেছে। বাপের বয়েসী স্কুল মাস্টারের দিকে আঙুল তুলে শাসায়, সরকারী হাসপাতালের ডাক্তারদেরকে হুমকি ধ্মকি দেয়। প্রতারক ই কমার্স প্রতিষ্ঠানের হয়ে দালালি করে।

মাশরাফি পচে গিয়ে গন্ধ ছড়াচ্ছে ছড়াক। আমি চাইনা এমন করুণ পরিণতি আর কারো হোক। কিন্তু সাকিবের বেশ কিছু অন্যায় আছে। এগুলোর বিচার হওয়া জরুরী। এসব অন্যায় ঢেকে ফেলতে তার ক্ষমতার ভাগী হওয়া ছাড়া আমি আর কোন উপায় দেখিনা। সে এমপি হবেই এবং তার ক্ষমতারও অপব্যবহার করবে। আমাদের তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবেনা।

২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪১

নান্দনিক নন্দিনী বলেছেন: শুরুতেই এতটা নেগেটিভ না ভাবাটাই ভালো হবে।
ক্ষমতার ব্যবহার কিংবা অপব্যবহারের আগে, আমি চাই সাকিব যাকিছু করবে সময় নিয়ে করবে। ভালো ভাবে করবে।
ধরি মাছ না ছুঁই পানি- টাইপের কিছু না করুক।

৮| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: শাকিব ক্রিকেট মাঠে ভালো। কিন্তু রাজনীতির মাঠে পোলাপান। তার রাজনীতিতে আসা উচিৎ হবে না।

২৭ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৩

নান্দনিক নন্দিনী বলেছেন: রাজনীতিতে সাকিব অলরেডি প্রিভিলেজড।
আমার দৃঢ় বিশ্বাস সাকিব পারবে, ভালো ভাবে রাজনীতি করতে।

৯| ২৭ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজনীতিতে সাকিব দের মতো লোক দরকার। দূর্নীতি করবে না নিশ্চিত।

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩০

নান্দনিক নন্দিনী বলেছেন: রাজনীতিতে সবচেয়ে বড় দরকার একজন নেতা। যিনি সব সময়, সব পরিস্থিতিতে জনগনের পাশে থাকবেন।

১০| ২৭ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বুদ্ধিমান নাকি জিনিয়াস
.................................................
প্রায়গিক ব্যাখ্যা কি ???
সাকিব নির্বাচনী টিকেট পাবেন এখনও নিশ্চিত নয় ।
সাকিবের আরভ কানেকশন জনগনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ।
সাকিবের থেকে মাশরাফি অনেক জনপ্রিয় ।
.................................................................................................
সাকিবের ক্রিকেট পারফরমেন্স আমারও ভালো লাগে কিন্ত ব্যক্তিগত
ষ্টাইল নয় ।

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩২

নান্দনিক নন্দিনী বলেছেন: সরল বাক্য পড়েই যখন আপনি বোঝেননি, ব্যখ্যা দিলেও বোঝা সম্ভাবনা ক্ষীণ।
ধন্যবাদ।

১১| ২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:০৯

শাহ আজিজ বলেছেন: যত যা কিছু বলেন আমাদের একখানা সাকিব আছে এই গর্বে আমরা উৎফুল্ল । অনেক ঘটনার পরেও সাকিব বিশ্ব সেরা একজন ক্রিকেটার । আমার ভাল লাগে সাকিবকে । জেট প্লেন কিনলে সবাই হা করে তাকিয়ে থাকবে বাংলাদেশের দিকে , গর্বের নয় কি????

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৪

নান্দনিক নন্দিনী বলেছেন: বিশ্ব সেরা অলরাউন্ডার আমাদের এটা অবশ্যই গর্বের। তবে অনেককিছু করতে গিয়ে কিংবা পেতে গিয়ে যেন সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ায়। সাকিবের কাছে এটাই প্রত্যাশা।

১২| ২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১:০০

জ্যাক স্মিথ বলেছেন: সাকিবের ব্যটিং স্ট্যাইল আমার কোন কালেই ভালো লাগেনি। এই ছবিটিতেই দেখুন এমন ভাবে ব্যাট ধরেছে মনে হচ্ছে যেন জীবনে এই প্রথম ব্যাট ধরছে। ব্যক্তি সাকিবকেও আমার খুব একটা পছন্দ না। তবে সাকিবের পারফর্মেন্স ভালো এ কথা অস্বীকার করার উপায় নেই।

২৮ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:২০

নান্দনিক নন্দিনী বলেছেন: সাকিব কিভাবে ব্যাট ধরবে কিংবা করবে সেগুলো কোচ দেখুক।
আমি চাই সাকিব ক্যারিয়ারের শেষ দিকে এসে খেলোয়াড় সুলোভ আচরণ করুন

ধন্যবাদ জ্যাক।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৮

মহিউদ্দিন হায়দার বলেছেন: সাকিব যেভাবে আছে সেভাবেই থাকবে। সাকিব প্রধানমন্ত্রী হলেও তার স্বার্থের উর্ধ্বে উঠতে পারবেনা।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫১

নান্দনিক নন্দিনী বলেছেন: অতি সত্য এবং অতি বাস্তব কথা বলেছেন।

সাকিবের সব আছে, কেবল নৈতিকতা ছাড়া।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.