নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যেমন চান আমি ঠিক তাই।

নান্দনিক নন্দিনী

লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।

নান্দনিক নন্দিনী › বিস্তারিত পোস্টঃ

প্রেমে থাকা এক বিষয়, আর প্রেমে থেকে অসম্মানিত হওয়া অন্য বিষয়...

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৭



তীর্থ আমার বিভাগের প্রথমসারির শিক্ষার্থীদের একজন। তীর্থের চোখ জোড়া ভীষণ বুদ্ধিদীপ্ত। থার্ড ইয়ার ফাইনাল টার্মে রেজাল্ট পুরো ধপাস। যেহেতু সে আমার এডভাইজি ব্যাচের শিক্ষার্থী তাই লেখা পড়ার এই দুর্দশা নিয়ে কথা বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো তীর্থের ইন্টেরোগেশন।  কি হাল-চাল জানার জন্য ডাকলাম।  আমি সাধারণত ইন্টেরোগেশনে এক কাপ ''Good Day' কফি খাওয়ায়। আমাদের এটেনডেন্ট হানিফ আল হাসান খুব ভালো কফি বানাতে পারে। পুর্ব নির্ধারিত সময়ে তীর্থ আসলো, কফির কাপও আসলো এবং আলাপ শুরু হলো। 

তীর্থের হাল-চাল হলো, তার তিন বছর পুরনো প্রেমের ইতি ঘটেছে। যে মেয়েকে প্রথম দেখায় প্রেমে পড়েছিল। একসময় মেয়েটাকে ইম্প্রেস করতে না পেরে আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে ড্রপ আউট হয়ে ঘুমের বড়ি খেয়ে হসপিটালে ছিলো সপ্তাহ খানিক।  সেই প্রেম তার জীবনে আসলো ঠিকই আবার চলেও গেল!

'আমাদের যে শুধু ব্রেক আপ হয়েছে তাই নয় ম্যাডাম, নীল এখন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের এক ছেলের সাথে প্রেম করে আর শামসুন্নাহার হলের সামনে বসে ফ্রেঞ্চ ফ্রাই খায়'। আমি জিজ্ঞেস করলাম, তো আপনার বর্তমান সমস্যা কী ফ্রেঞ্চফ্রাই, শামসুন্নাহার হল নাকি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ছেলেটা। 'আমার মূল সমস্যা আমার ঘুম আসে না'। লাস্ট ছয়মাস নীল আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে। আমার সবকিছু নিয়ে ওর অভিযোগ ছিল। সব সময় আমাকে মনে করিয়ে দিত আমাকে দিয়ে কিচ্ছু হবে না। মনে হয় আমি প্রেম না ম্যাডাম,  নীলের কাছে কৈফিয়ত দেয়ার একটা চাকরি করতাম'। যার জীবনই স্বাভাবিক অবস্থায় নাই তাকে রেজাল্ট নিয়ে আর কি প্রশ্ন করবো... 

মৃদু হেসে বললাম, অবসাদও প্রেম হয়ে আসে কারো কারো জীবনে, প্রেমিকার মতো মিষ্টি স্বার্থপরতায় সমস্ত মনোযোগ কেড়ে নিতে থাকে একে একে। তারপর হৃদয়ের সবক’টা ঘরদোর, লেপ-কাথা-বালিশ-তোশক সব দেয় এলোমেলো করে। ... প্রেমিকার মুখে কথার কথাও যেনো হয়ে ওঠে ভাবের সমুদ্র।

একজন প্রেমিক যখন প্রচলিত লাভ-ক্ষতির দুনিয়া থেকে ছুটি নিতে পারে পুরোপুরি, ঠিক তখনই তার সঙ্গে দেখা হতে পারে এক সাধকের।

মন দিয়ে শোনেন, জীবনে আবার প্রেম 'অতিথি' হয়ে আসার হলে আসবে, না আসলেও ক্ষতি নেই। প্রেমে থেকে অসম্মানিত হওয়ার সুখের কিছু না। অসম্মানিত হওয়ার চেয়ে নিজের সঙ্গে থাকা ভালো।

একা কেউ বাঁচে না কথাটা ভুল। বাঁচতে হলে একাই বাঁচতে হয়। আপনার জীবন আপনাকেই যাপন করতে হবে। আপনার লড়াই আপনাকেই লড়তে হবে; আপনার সিদ্ধান্ত, আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি কী পোশাক পরবেন, কী রঙের জুতো পরবেন ; কেউ ইচ্ছাকৃত ধাক্কা দিলে আপনি তার প্রতিবাদ করবেন নাকি মুখ বুজে সহ্য করবেন, সে সিদ্ধান্ত শুধুই আপনার। এবং আপনাকে আরো মনে রাখতে হবে আপনি শুধু আপনার কাছেই অপরিহার্য; আপনার সম্মান অটুট রাখার দায়িত্বও আপনার। অন্য কারো হওয়ার আগে আপনাকে আপনার হতে হবে।

মন্তব্য ৪৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২২

ডার্ক ম্যান বলেছেন: আপনার ছাত্ররা আপনার প্রেমে না পড়ে কিভাবে থাকে?

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৮

নান্দনিক নন্দিনী বলেছেন: আমিও জানতে চাই, কিভাবে থাকে?!

২| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২২

মিরোরডডল বলেছেন:





জীবনে আবার প্রেম অতিথি হয়ে আসার আসবে, না আসলেও ক্ষতি নেই। প্রেমে থেকে অসম্মানিত হওয়ার সুখের কিছু না। অসম্মানিত হওয়ার চেয়ে নিজের সঙ্গে থাকা ভালো।

শুধু প্রেম না, যে কোন সম্পর্কেই অসম্মান আসলে সেই সম্পর্ক ভেঙ্গে যায়।

যে কোন সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে ট্রাষ্ট এবং রেসপেক্ট।

নন্দিনী নিয়মিত হচ্ছে দেখে ভালো লাগলো।


১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০০

নান্দনিক নন্দিনী বলেছেন: শুধু আপনার জন্য, এবং আপনার জন্যই লেখাগুলো লিখছি...

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৬

মিরোরডডল বলেছেন:




একা কেউ বাঁচে না কথাটা ভুল। বাঁচতে হলে একাই বাঁচতে হয়। আপনার জীবন আপনাকেই যাপন করতে হবে। আপনার লড়াই আপনাকেই লড়তে হবে; আপনার সিদ্ধান্ত, আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনি কী পোশাক পরবেন, কী রঙের জুতো পরবেন ; কেউ ইচ্ছাকৃত ধাক্কা দিলে আপনি তার প্রতিবাদ করবেন নাকি মুখ বুজে সহ্য করবেন, সে সিদ্ধান্ত শুধুই আপনার। এবং আপনাকে আরো মনে রাখতে হবে আপনি শুধু আপনার কাছেই অপরিহার্য; আপনার সম্মান অটুট রাখার দায়িত্বও আপনার। অন্য কারো হওয়ার আগে আপনাকে আপনার হতে হবে।

Absolutely brilliant!!

এ যেনো আমার মনের কথা।


১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০১

নান্দনিক নন্দিনী বলেছেন: অ-নে-ক অ-নে-ক ধন্যবাদ

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৭

ডার্ক ম্যান বলেছেন: ডলের সাথে সহমত। সম্পর্কে ট্রাস্ট এবং রেসপেক্ট না থাকলে, যেকোনো মূহুর্তে শেষ হয়ে যেতে পারে।

কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না। এটা একদম ভুল কথা। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি।
নিজের জন্য বাঁচার চেয়ে সুন্দর আর কিছু নাই। কেউ চাইলে সেই পথচলার সঙ্গী হতে পারে মাত্র।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৩

নান্দনিক নন্দিনী বলেছেন: বাহ্ বাহ্ দারুণ ব্যাপার যে আপনি নিজের অভিজ্ঞতা অকপটে জানালেন।
ধন্যবাদ ডার্ক ম্যান।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৬

কামাল১৮ বলেছেন: শেষ প্যারাটা অসাধারণ।ঠিক হতে সময় লাগবে।প্রথম প্রেম কেউ ভুলে কেউ ভুলে না।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৪

নান্দনিক নন্দিনী বলেছেন: প্রকৃতির চাওয়া বোধহয় এমনই যে, মানুষ খুব করে সব প্রথমকে মনে রাখুক।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পোষ্টের শেষের কথাগুলো মন ধরেছে। শুভ কামনা রইল।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৫

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৭

মিরোরডডল বলেছেন:




ডার্ক ম্যান বলেছেন: কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না। এটা একদম ভুল কথা। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি।
নিজের জন্য বাঁচার চেয়ে সুন্দর আর কিছু নাই। কেউ চাইলে সেই পথচলার সঙ্গী হতে পারে মাত্র।


ডার্ক ম্যান এখন ভালো আছে, নিজের জন্য বাঁচতে শিখেছে, দেখে ভালো লাগলো।
সবসময় এমন ভালো থাকবে এটাই প্রত্যাশা।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ডার্ক ম্যান এর জন্য শুভকামনা রইল।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



জীবনে ভালোবাসা থাকতেই হবে।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ

৯| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৮

নান্দনিক নন্দিনী বলেছেন: মিরোরডডল আপু আপনার আগের পোস্টের কমেন্টঅটা ড্রাফটে নিচ্ছি। পোস্টটা গুছিয়ে খুব শীগ্রই দিবো। তখন কথা হবে।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২১

মিরোরডডল বলেছেন:




নো প্রবলেম নন্দিনী।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: বাঁচতে হলে একাই বাঁচতে হয়। B-)

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৭

নান্দনিক নন্দিনী বলেছেন:

১২| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৪

ঘুম ভাঙ্গা শহরে বলেছেন: বেঁচে থাকার কারণ নিজেকেই খুঁজে বাহির করতে হবে।

১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৯

নান্দনিক নন্দিনী বলেছেন: নাহ, উপদেষ্টা মন্ডলী নিয়োগ করুন; তারাই খুঁজে বাহির করে দিবে।

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম কি আর মান সম্মান ভেবে হয়। কথা আছে না প্রেমে পড়লে পেটের ওপর প্রজাপতি উড়ে । প্রজপতি উড়লেই হলো ।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৮

নান্দনিক নন্দিনী বলেছেন: একদমই না, প্রেম কেন মান সম্মান ভেবে হবে। প্রেম হবে প্রেমের কথা ভেবে।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দিন শেষে অনেক গুলো প্রশ্ন সামনে আসে :---
.............................................................................................................
# আমরা কি আজীবন প্রেম বা বিবাহ করে সুখ পেতে চাই ?
# আমরা কি শুধুই আমার জন্য বেচেঁ থাকব ?
# আমরা একবার বিয়ে বা প্রেম করার পর আবারও বিয়ে/ প্রেম করে সুখ শান্তি খুজঁব ?
# আমরা প্রেমে আঘাত/ অসম্মান পেলে তার দ্বায় কি সমাজ নেবে ?
# আমরা প্রেমে পড়ার পূর্বে আমাদের মানসিকতা বা সমাজ কতটুকু দায়ী ?
# আমরা শুধু প্রেম করব, সমাজ বা সন্তানের প্রতি দ্বায় দ্বায়িত্ব থাকবে না ?
# আমরা প্রেম ভালোবাসা না করে রোবটের আচরন করব। তাহলে সমাজের অবস্হান কি হতো ???
#

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৯

নান্দনিক নন্দিনী বলেছেন: প্রশ্নের সংখ্যা বেশি হয়ে গেছে, তাই উত্তর দিতে ইচ্ছা করছে না।

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



বাচতে হলে একাই বাচতে হয়। নিজের জীবন নিজেকেই যাপন করতে হবে

এই কথা গুলো পুরোপুরি সত্য। এছাড়া সম্পর্কে শ্রদ্ধার ব্যাপারটা থাকতে হবে। নয়ত সেটা কোন এক সময় ভেঙ্গেই যাবে। পারস্পারিক শ্রদ্ধা ও বিশ্বাসের উপর ভিত্তি করেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে।

আপনার সাথে কি কাউন্সেলিং এর জন্য দেখা করা যাবে?

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৯

নান্দনিক নন্দিনী বলেছেন: অবশ্যই দেখা করা যাবে।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

রবিন.হুড বলেছেন: প্রেমের নাম বেদনা আর অপরিপক্ক প্রেম জীবনের জন্য ক্ষতিকারক।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩১

নান্দনিক নন্দিনী বলেছেন: কে বলেছে প্রেমের নাম বেদনা। পর্দায় যার নাম প্রেম বাস্তবে তার নাম সালমান খান।

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: মানুষ কেন মানুষের প্রেমে পড়বে?
মানুষ প্রেমে পড়বে কবিতার, প্রকৃতির, সমুদ্রের। রক্ত মাংসের মানুষের প্রেমে পড়া অন্যায়। যে মানুষের প্রেমে পড়বে তার দুঃখ পেতে হবে।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৪

নান্দনিক নন্দিনী বলেছেন: মানুষ তো মানুষেরই প্রেমে পড়বে।
কবিতা, প্রকৃতি আর সমুদ্রের প্রেমে পড়বে তো 'good for nothing' রা।

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৪১

বাকপ্রবাস বলেছেন: গল্পের প্রেমটা জোর করে করতে চাওয়ার মতো, স্বাভাবিক একটা প্রেম আছে, সেটা হলে ভাঙ্গা গড়া থাকেনা, সেটা চলে নিজের নিয়মে, সেখানে চাওয়া পাওয়াও থাকেনা। মিল হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু প্রেম চলে যায় তার নিয়মে

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

নান্দনিক নন্দিনী বলেছেন: চাওয়া পাওয়া না থাকলে প্রেম হয় না বাকপ্রবাস।

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন: ভালোবাসা সবার মাঝেই আছে তবে সেটা নরনারী হতে হবে এমন কোন মানে নাই।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

২০| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৩

রানার ব্লগ বলেছেন: আপিনার কি কেবল আপনার ক্লাশের প্রথম সারির শিক্ষার্থীদের চোখে পরে? পেছন সারির দিকেও তাকান ওদের জীবনেও অনেক উথালা পাথালা আছে।

** আমি আপনার ছাত্র হলে সব বাদ দিয়ে আপনার প্রেমে মশগুল থাকতাম।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

নান্দনিক নন্দিনী বলেছেন: আমার সৌভাগ্য ঈর্ষণীয়...

২১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই ভাবনার বিষয়।
চিন্তার বিষয়।

২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

নান্দনিক নন্দিনী বলেছেন: নিজের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগ পেইজে না আসলে খুশি হবো

২২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৭

নাইমুল ইসলাম বলেছেন: দারুণ লিখেছেন শেষ দুই অনুচ্ছেদ। শুধু ছাত্র জীবনের জন্য নয় বরং উপদেশ গুলি সর্বজনীন।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ নাইমুল ইসলাম

২৩| ২০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩

নীলসাধু বলেছেন: জি, সহমত।
সবকিছুর আগে নিজের হতে হবে আগে। তারপর নাহয় অন্য কারো।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ নীলসাধু ভাই

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০১

রানার ব্লগ বলেছেন: পোস্ট মুছে দিলেন কেনো?! প্রতি মন্তব্য দিয়ে পোস্ট মুছে দিলে মনের ভেতর খুশখুশানি বেড়ে যায়।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৪

নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ রানা, আপনার চায়ের দাওয়াত পেয়েছি।

২৫| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৫

জাহিদ অনিক বলেছেন: প্রত্যেকটা প্রেম আমাদের কিছু না কিছু শিখিয়ে পড়িয়ে যায়। প্রেমে পরা উচিত। কষ্টটষ্ট হবে, এসব ভেবেই প্রেমে যাওয়া উচিত। নিজেকে কিছুটা আবারও নতুন করে চিনতে পারা যাবে এই চিন্তা আমাকে প্রেমের দিকে ধাবিত করে।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০২

নান্দনিক নন্দিনী বলেছেন: কবি লর্ড বায়রন এর পর কবি জাহিদ অনিককে পেল জাতি।

বায়রনের সেই বিখ্যাত উক্তি, 'আমি সবসময় পরবর্তী প্রেমে পড়ি পূর্ববর্তী প্রেমকে ভোলার জন্য'।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.