![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।
হঠাৎ মাথায় একটা প্রশ্ন এলো। যাদের সাথে মাঝে মধ্যে কথা হয় সবাইকে জিজ্ঞেস করলাম, তোমার/আপনার জীবনের পাঁচজন গুরুত্বপূর্ণ মানুষের নাম বলেন তো। যে কোনো প্রশ্ন করার সময় আমার নিজের উত্তর তৈরি থাকে। ক্ষেত্র বিশেষ নিজের উত্তর উপস্থাপনের পর আমি অপর পক্ষের উত্তরটা শুনি। কারণ যিনি উত্তর দিচ্ছেন তিনি যেন কোনো ভাবেই বিব্রত বোধ না করেন।
আমি যাদেরকে প্রশ্নটা করেছি তাদের ৬০ভাগ পাঁচজনের নামের কোটা পূরণের আগেই তালিকা শেষ বলে দিয়েছেন। অর্থাৎ তাদের জীবনে বলার মতো পাঁচজন গুরুত্বপূর্ণ মানুষ নেই! ২০ভাগ মানুষ নিজের পরিবারের সদস্যদের কথা বলেছেন। বাকি ২০ভাগ নিকটজন/বন্ধু স্থানীয়দের থেকে পাঁচটি নাম বলেছেন।
যারা পাঁচটি নামের তালিকা অসম্পূর্ণ রেখেছেন তাদের কথায় পরে আসি। যারা পরিবারের সদস্যদের মধ্যে থেকে পাঁচটি নাম বললেন, তাদেরকে বললাম, পরিবারের সদস্যরা জীবনে অপরিহার্য কেবল গুরুত্বপূর্ণ প্রশ্নে তাদের নাম চলে আসলো। অপরিহার্য আর গুরুত্বপূর্ণ দুইটা টার্মের মধ্যে একটা বিভাজন আছে কিন্তু।
যারা পারেননি বলতে জীবনের পাঁচজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম, আমার চেনাজানা এরা সবাই যাথেষ্ট সামাজিক ও বন্ধুত্বশীল মানুষ। এদের থেকে পাওয়া ফলাফল আমাকে মনে করিয়ে দিলো, মানুষ একত্রে থাকে ঠিকই, তবু; আত্মিক দিক থেকে মানুষ কতখানি একা! আমি কেবল গুরুত্বপূর্ণ পাচজনের নাম জানতে চেয়েছিলাম, প্রিয়জন নয়।
##
ধরেন, কোনো এক কারণে একজন মানুষের সাথে আপনার অনেকদিন কথা হয় না। হতে পারে তিনি আপনার বন্ধু কিংবা প্রিয়জন। হঠাৎ করে কোনো একদিন আবার কথা হলো; কিন্তু আপনার মনেই হলো না, মাঝখানে এতগুলো দিন চলে গেছে যোগাযোগহীন।
আবার; একজন মানুষের সাথে আপনার প্রায় প্রায়শই কথা হয়। কথা বলে ফোন রেখে দেয়ার কিছু সময় পর থেকে মনে হতে শুরু করে, কতদিন আমাদের কথা হয় না!
এই দুইটা সম্পর্কের মধ্যে কোনটা বেশি সুন্দর/গুরুত্বপূর্ণ? এবং কেন?
(আপনার মনে যে উত্তর আসে মন্তব্যের ঘরে লিখে দিতে পারেন)
২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৮
নান্দনিক নন্দিনী বলেছেন: অন্তত পাঁচজনের নাম যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ মনে করে দেখুন।
২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হওয়া উচিৎ যে ৭ জন:
১) মা
২) বাবা
৩) স্ত্রী/গার্লফ্রেন্ড
৪) সন্তান সন্ততি (যদি থাকে)
৫) যে বিপদে সবার আগে পাশে দাঁড়ায়
৬) যে রোজগার করতে সাহায্য করে।
৭) বেস্ট ফ্রেন্ড
২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫
নান্দনিক নন্দিনী বলেছেন: মোহাম্মদ গোফরান, আবারও বলি পরিবার অপরিহার্য। এদের বাইরে আমাদের জীবন নানাবিধ কারণে যুক্ত হওয়াদের মধ্যে থেকে পাঁচটা নাম মনে করুন।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৪
জ্যাক স্মিথ বলেছেন: এতকিছু বুঝি না, আমি চাই না কিছু মানুষের সাথে আমার দেখা হোক, কথা হোক যোগাযোগ হোক। ১ হাজার বছর যোগাযোগ না হলেও তাদের আমি মিস করবো না।
২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৮
নান্দনিক নন্দিনী বলেছেন: জ্যাক স্মিথ, আপনি হাজারে থেমে গেলেন! আমি তো বলবো লক্ষ কোটি বছর যোগাযোগ না হলেও মিস করার কিছু নাই।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৮
কামাল১৮ বলেছেন: যার কথা শুনতে ভালোলাগে,তার কথা শেষ হবার পর আবার কথা বলতে ইচ্ছা করে।মনে হয় কতোদিন কথা হয় না।
আপনি কি কোন থিসিস লিখছেন যে এতো কিছু জানতে চান?
২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৮
নান্দনিক নন্দিনী বলেছেন: না ভাই থিসিস লিখছি, আপাতত ব্লগ লিখছি।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৩
রানার ব্লগ বলেছেন: সময় টা ছিলো ভোর বেলা। আমি রিক্সা করে ফিরছি এমন সময় রাস্তার ওপারে আমার এক বাল্যবেলার বন্ধুর দেখা পেলাম দুই জন এমন চিৎকার দিয়ে ছুট লাগালাম যে রাস্তার লোকজন গাড়ি সব থেমে গেছিলো।
২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৯
নান্দনিক নন্দিনী বলেছেন: বাহ্ বাহ্ , বন্ধুত্ব এমনই হওয়া উচিত।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬
শেরজা তপন বলেছেন: সময়ের সাথে সাথে একেকজন মানুষের গুরুত্ব প্রয়োজন আমুল পাল্টে যায়। এখনো বদলাচ্ছে- তবে নিজেকে নিজের প্রয়োজনটাই বেশী।
২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬
নান্দনিক নন্দিনী বলেছেন: শেরজা তপন, আমার ধারণা আপনার জীবনের গুরুত্বপূর্ণ মানুষ যারা তারা অসম্ভব ভাগ্যবান।
আমার দেখা সবচেয়ে চৌকস ব্লগার হলেন শেরজা তপন।
ধারণা করি, ব্যক্তি মানুষ হিসেবেও আপনি দারুণ সাবলীল।
অনেক ধারণা প্রকাশ করলাম, আশাকরি ক্ষমাসুন্দর ভাবে নিবেন।
ভালো থাকবেন।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯
নান্দনিক নন্দিনী বলেছেন: মিরোরডডল আপুর কমেন্ট যা ভালোবাসার যত্নে তুলে রেখেছিলাম:
সেদিনের কমেন্টটাও এখানে দিয়ে গেলাম।
ধরেন, কোনো এক কারণে একজন মানুষের সাথে আপনার অনেকদিন কথা হয় না। হঠাৎ করে আবার কথা হলো কিন্তু মনে হলো না মাঝখানে এতগুলো দিন চলে গেছে।
আবার; একজন মানুষের সাথে আপনার প্রায় প্রায়ই কথা হয়। কথা বলে ফোন রেখে দেয়ার কিছু সময় পর থেকে মনে হতে শুরু করে কতদিন আমাদের কথা হয় না। এই দুইটা সম্পর্কের মধ্যে কোনটা বেশি সুন্দর/গুরুত্বপূর্ণ? এবং কেন? (আপনার মনে যে উত্তর আসে মন্তব্যের ঘরে লিখে দিতে পারেন)
উল্লেখিত দুটো সম্পর্কই সুন্দর এবং গুরুত্বপূর্ণ।
অনেকদিন কথা হয়না কিন্তু যখন কথা হয় মনে হয় যেন রেগুলার কথা হয়, এতো সময় চলে গেছে মনে হয়না কারণ
We are close to each other by heart.
ব্যস্ততার জন্য কথা না বলার যে দূরত্ব, সেটা মনে কোন দূরত্ব তৈরি করেনি।
আর সেকেন্ডটা যদি বলি, প্রায়ই কথা হয় কিন্তু ফোন রেখে দিলেই মনে হয় কতদিন কথা হয় না।
এটাতো জটিল প্রেম!!!
এতো কথা বলেও কথা যেন শেষ হয়না, আরও অনেক কথা থাকে না বলা।
মন সবসময় তার সাথে তার কাছেই থাকতে চায়।
সব কথা শুধু তাকেই বলতে ইচ্ছে করে।
সারাক্ষণ শুধু তাকেই শুনতে ইচ্ছে করে।
নন্দিনীর কোনটা হয়েছিলো সেটা শুনি 
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫১
নান্দনিক নন্দিনী বলেছেন: নন্দিনীর দুইটা-ই হয়েছে,...
৮| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০১
মিরোরডডল বলেছেন:
থ্যাংক ইউ নন্দিনী আগে করা কমেন্টটা শেয়ার করার জন্য।
আমার মতো অলসকে আবার লিখতে হলো না
So sweet of you!
২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮
নান্দনিক নন্দিনী বলেছেন: এত্তো সুন্দর একটা কমেন্ট পাঠক না পড়তে পারলে লেখাটি অসম্পূর্ণ থেকে যেত।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৬
মিরোরডডল বলেছেন:
জ্যাক স্মিথ বলেছেন: এতকিছু বুঝি না, আমি চাই না কিছু মানুষের সাথে আমার দেখা হোক, কথা হোক যোগাযোগ হোক। ১ হাজার বছর যোগাযোগ না হলেও তাদের আমি মিস করবো না।
লেখক বলেছেন: জ্যাক স্মিথ, আপনি হাজারে থেমে গেলেন! আমি তো বলবো লক্ষ কোটি বছর যোগাযোগ না হলেও মিস করার কিছু নাই।
যেমন মন্তব্য, সেরকম প্রতিমন্তব্য।
অনেক মজা পেলাম
২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯
নান্দনিক নন্দিনী বলেছেন: হা হা হা
১০| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১২
মিরোরডডল বলেছেন:
রানার ব্লগ বলেছেন: এমন চিৎকার দিয়ে ছুট লাগালাম যে রাস্তার লোকজন গাড়ি সব থেমে গেছিলো।
রানা পাগলার কমেন্টটাও মজার ছিলো
২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১০
নান্দনিক নন্দিনী বলেছেন: দৃশ্যটা একবার কল্পনা করেন আপু
১১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নবীজী ও তার সাহাবীরা!
২৬ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ
১২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: মার কেউ নেই। দুনিয়াতে আমি বড় একা।
২৬ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫
নান্দনিক নন্দিনী বলেছেন: এবং বোকা...
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৭
শেরজা তপন বলেছেন: এই Compliments কি ভুল করে আমাকে উদ্দেশ্য করে??
আমি কাল থেকে ভাবছি; আপনার নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে - আপনি সেটা শুধরে নিবেন।
কিন্তু পুরনো মন্তব্যখানা আজকেও বহাল তবিয়তে আছে দেখে চিন্তায় পড়ে গেলাম!
...এখন ভাবছি নাহ্ আর এলেবেলে থাকা যাবে না একটু ভাবে সাবে চলতে হবে
২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৫
নান্দনিক নন্দিনী বলেছেন: হা-হা-হা
আপনি নিশ্চিন্ত মনে 'বিরাট: ভাবে-সাবে চলতে পারেন।
বাই দ্যা ওয়ে 'মধু কি জানে সে কত মিষ্টি'...
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০৪
জাহিদ অনিক বলেছেন: আমার ৫ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা কিছুটা হলেও প্রভাব ফেলেছে ওনারা হলেন -
আলবেয়ার কামুস
কাফকা, আর
আমি নিজের দুই তিনিটা ভার্শন। হা হা
২৮ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১০
নান্দনিক নন্দিনী বলেছেন: চমৎকার, চমৎকার জাহিদ অনিক। এত সুন্দর ভাবনা!
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪৪
বিজন রয় বলেছেন: বিরাট প্রশ্ন!
ভেবে দেখতে হবে।
তবে এখন সম্পর্ক নিয়ে অত ভাবি না।
কেমন যেন ভালই আছি বা চলছে সবার সাথে।