নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি হচ্ছে প্রেমে পড়ার মতন একটা ব্যাপার, কোনো ধরনের কর্তৃত্ব জাহির করা নয়।
আপনার চেয়ে কম জানে এমন দুজন মানুষের নাম বলেন তো? সবাই যখন বেশি জানে, তখন ওখানে কিভাবে একটা ভালো জিনিস তৈরি হবে?
নতুন বছর এলেই মানুষ বদলে যাবার প্রত্যয় এমন ভাবে প্রকাশ করে যে, রীতিমতো দ্বিধায় পড়ে যাই। ভাব এমন যে, তার জীবনটা এত বেশি ভুলে ভরা যে বদলে গিয়ে প্রাণটাকে রেহায় দিতে চাচ্ছেন। নতুন বছর শুরুর প্রক্কালে এতোদিনের যত্নে রাখা সবকিছুর অপ্রয়োজনীয়তা হঠাৎ উপলব্ধি করেছেন। আসলে আমাদের বদল জরুরি নাকি সংশোধন?
আমাদের সযত্নরচিত নিরাপদ আটপৌরে জীবনে মন ও মস্তিষ্কজুড়ে এটে বসে থাকা স্বৈরাচারী শব্দ/ভাব হলো 'ভালো'। যার কোনো মানদণ্ড কারোরই জানা নাই। ভালো মানুষ, ভালো বেতন, ভালো সঙ্গ...। অনেক মানুষকে জানি যারা, চাহিদা মতো নিজেকে বাজারি করে তুলতে পারাকে 'ভালো' বলে চালিয়ে দেন।
মানব মন যতটা না বৈচিত্র্যে ভরা, তারও বেশি জটিলতায় পূর্ণ। 'আধুনিক' মানুষ তার বিচরণ ক্ষেত্রের আয়তন লঘু করতে করতে নিজেকে করে ফেলছে স্বেচ্ছাবন্দি। অনেকটা ভুল সময়ে জন্মেছি বলে মনে করেন। ভুল সময় বলে কী আসলে কিছু হয়?
শিক্ষিত বোকারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় সমস্যা। এরা নিজের সামর্থ্যের সীমা অতিক্রম করে তবেই মূল্যবান থেকে গুরুত্বপূর্ণকে আলাদা করা শেখেন। এইসব মানুষগুলোর জন্যই পানির মতো সুলভ বস্তুকে পর্যন্ত সবার জন্য পণ্য বানানো গেছে। তাদের জন্য ছোট্ট করে বলি, অন্যকে উষ্ণতা দেয়ার জন্য নিজেকে পোড়াবেন না...
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৩
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ
২| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৪
নয়ন বড়ুয়া বলেছেন: ভালো বলেছেন...
নতুন বছরের শুভেচ্ছা...
সুস্থ ও ভালো থাকুন...
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৩
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা নয়ন বড়ুয়া
৩| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উষ্ণতা বিনিময় আসলে একটি মিথস্ক্রিয়ার ব্যাপার ।
এখানে একে অপরের পরিপূরক।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৪
নান্দনিক নন্দিনী বলেছেন: জ্বী
৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৩
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কিন্তু নিজেকে নিয়ে অসম্পূর্ণ ভেবে পূর্ণতা পাবার ভাবনা তো মানুষের মাঝে আজন্মকালই ছিল।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৭
নান্দনিক নন্দিনী বলেছেন: পূর্ণতা মানে কী নিজেকে বিলীন করে দেয়া।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
পাবলো এসকোবার ডলার পুড়িয়ে নিজের ফ্যামিলিকে উত্তাপ দিয়েছিলো।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৮
নান্দনিক নন্দিনী বলেছেন: জানতাম এই তথ্য।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২২
সেলিম আনোয়ার বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা...
সুস্থ ও ভালো থাকুন...
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৮
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৫
মিরোরডডল বলেছেন:
no new year's resolution.
to me, no difference between tonight and tomorrow except one digit when writing date.
2023 না লিখে 2024 লিখবো, এইতো।
নন্দিনীকে নতুন বছরের শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৫
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আপু।
৮| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৯
কামাল১৮ বলেছেন: প্রতিটা দিনই নতুন।সেটা বছরের শেষ দিন হোক বা প্রথম দিন।নতুন বছরের সুভেচ্ছা।শিরনামটা কেমন স্বার্থপরের মতো শোনাচ্ছে।
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৩
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ কামাল১৮।
আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫০
আহমেদ জী এস বলেছেন: নান্দনিক নন্দিনী,
মানুষ যতোই নিজেকে বদলে ফেলার কসরত করুক না কেন, সে বারে বারে নিজের পুরোনো বৃত্তেই ঘুরপাক খায়। অন্যকে উষ্ণতা দেয়ার জন্য নিজেকে পুড়িয়ে আসলে সে নিজের জন্যেই উষ্ণতা খোঁজে!
৭ নম্বর মন্তব্যে মিরোরডডল এর সাথে একমত।
নতুন বছরে সবাইকে নান্দনিক শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৪
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনাকেও শুভেচ্ছা আহমেদ জী এস
১০| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৩
কামাল১৮ বলেছেন: এই শ আর য এবং ন এর সমস্যা থেকে মুক্ত হবার উপায় ক?
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৫
নান্দনিক নন্দিনী বলেছেন: শুদ্ধ উচ্চারণে কথা বলা।
আর কোনো কিছু পড়ার ক্ষেত্রে পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে হবে।
১১| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: কবি বলেছেন- নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!”
০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ
১২| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভুল সময়ে জন্মেছি বলে মনে করেন। ভুল সময় বলে কী আসলে কিছু হয়?
..........................................................................................................
সময়টা আপেক্ষিক ও মানসিক ক্যালকুলেসনের ফলাফল মাত্র ।
জীবনে অনেক কিছু করা যায়,
এইতো করে ফেলব,
সময়ের জন্য অপেক্ষা
এসবই আমাদের কর্মফলে যোগ না দিতে পারার ব্যর্থতা ।
আসলে বাস্তবে আমি কি করতে পেরেছি , সেটাই মুখ্য !!!
................................................................................
নুতন বর্ষের শুভেচ্ছা থাকল ।
০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
১৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৩
নতুন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
দুনিয়াতে সবচেয়ে দামী/গুরুত্বপূর্ন জিনিস মানুষ নিজেই।
অন্যের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়ে নিজে কস্ট করার কোন দরকার নাই।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা নতুন ভাই।
কন্যা কেমন আছে?
১৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩০
মায়াস্পর্শ বলেছেন: আমাদের দরকার সংশোধন ।
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:০৮
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ মায়াস্পর্শ।
১৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪০
ডার্ক ম্যান বলেছেন: ইতিমধ্যে যারা নিজেদের পুড়িয়ে ফেলেছে তাদের জন্য কোন পথ্য ?
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২
নান্দনিক নন্দিনী বলেছেন: দারুণ প্রশ্ন! আংশিক পুড়েছেন নাকি ভস্মীভূত হয়েছেন ডার্ক ম্যান?
১৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪৫
নীল আকাশ বলেছেন: পোস্টে আমি কোনো উষ্ণতা পেলাম না।
যাই হোক আপনাকে নববর্ষের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
নান্দনিক নন্দিনী বলেছেন: কেউ তো পুড়ছে না আপনার জন্য। আমরা বেশিরভাগ মানুষ হয় ট্রেন্ড ফলো করতে পুড়ি নয়তো, পুঁজিবাদকে উষ্ণ রাখাতে পুড়ি।
ধন্যবাদ নীল আকাশ। আপনাকেও শুভেচ্ছা।
১৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা জানতে?
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬
নান্দনিক নন্দিনী বলেছেন: পুরনো অসুখ সারেনি তাহলে
১৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৫
প্রামানিক বলেছেন: পোষ্ট পড়ে নববর্ষের শুভেচ্ছা জানালাম
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮
নান্দনিক নন্দিনী বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
১৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
রানার ব্লগ বলেছেন: আমি সবার থেকে কম জানি। এই কারনেই নিউ ইয়ারে সবাই যখন পার্টি তে যায় আমি মাথা নিচু করে ঘরের দড়জায় টোকা মারি।
০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩০
নান্দনিক নন্দিনী বলেছেন: পার্টি এটেন্ড না করার মধ্যে কোনো কৃতিত্ব আছে কি?
২০| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৩
ডার্ক ম্যান বলেছেন: পুরো পুড়ে গেছি
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫০
নান্দনিক নন্দিনী বলেছেন: তাহলে আপনাকে 'ফিনিক্স' পাখি হতে হবে।
২১| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৭
রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: পার্টি এটেন্ড না করার মধ্যে কোনো কৃতিত্ব আছে কি?
হুম আছে। কারন তারা জেনে গেছে জীবনের সারমর্ম। আর আমি আজো খুজি অন্যের সিমানায় জীবন কে।
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৪
নান্দনিক নন্দিনী বলেছেন: দোয়া করি খুব শীগ্রই পেয়ে যান, যা আপনি খুঁজচ্ছেন।
২২| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৫
লিযেন বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৫৫
নান্দনিক নন্দিনী বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা লিযেন।
২৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৯
মহিউদ্দিন হায়দার বলেছেন: আপনাকে নতুন বছরের শুভেচ্ছা
২৪| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৬
ডার্ক ম্যান বলেছেন: আপনি কি একেবারেই হারিয়ে গেলেন
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সঠিক ভাবনা।