নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চেরাগ আলী

মনকে আমি যত চাইযে বুঝাইতে, মন আমার চায় রংয়ের ঘোড়া দৌড়াইতে। (আমার চেরাগ এ আলো কম তাই আলোর আশায় ব্লগ এ ঘুরি )

টাইম পাস

নিজে জানি না, অন্যরা ভালো বলতে পারবে?

টাইম পাস › বিস্তারিত পোস্টঃ

সৌদি সরকারের হুঁশিয়ারি : ভুঁড়ি কমাও নইলে শাস্তি

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২













সৌদি আরবের রয়্যাল গার্ড বাহিনীর সদস্যদের ভুঁড়ি কমানোর হুঁশিয়ারি দেয়া হয়েছে। রয়্যাল গার্ডের যেসব সদস্যের মেদবহুল ভুঁড়ি রয়েছে তাদেরকে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতেই হবে অন্যথায় তাদেরকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়েছে।





সৌদি আরবের সরকারি তথ্য থেকে এ কথা জানা গেছে। সৌদি রয়্যাল কোর্টের প্রধান খালিদ আল-তুয়াইজিরি স্বাক্ষরিত একটি ফরমানের ভিত্তিতে মিরাত আল-জাজিরা ওয়েবসাইট ওই খবর দিয়েছে। তুয়াইজিরি বলেছেন, ইদানিং রয়্যাল গার্ড বাহিনীতে মেদবহুল অফিসারের সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে এবং শারীরিক স্থূলতার কারণে তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না।





সৌদি রয়্যাল কোর্টের ফরমানে আরো বলা হয়েছে- "রাজা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ তিন মাসের মধ্যে মেদ ভুঁড়িওয়ালা কর্মকর্তাদের দেহের আকার ঠিক করার নির্দেশ দিয়েছেন।" আর শাস্তি হিসেবে জরিমানার কথা বলা হয়েছে এ ফরমানে।#







মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

নিশ্চুপ শরিফ বলেছেন: ভালো কাজ। তেলেরে আরামে এদের ভুরি বেড়ে গেছে। বাংলাদেশের পুলিশদেরও এই ব্যাবস্থা নিলে ভালো হবে।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

গ্রাম্যবালিকা বলেছেন: হুম। গুড।

বাংলাদেশের ছেলে্রা বিয়ের পর ভুড়িওয়ালা হয়ে যায়, তার জন্যও আইন করা উচিত। B-)

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

জামানমখা বলেছেন: তেলের আরামে এদের ভুরি বেড়ে গেছে। তো ামাদের পোলিচে কি খান?

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

ভিটামিন এ বলেছেন: ঠিক করেছে, আমাদের দেশেও এটা করা উচিত। মজা পাইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.