![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজে জানি না, অন্যরা ভালো বলতে পারবে?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের দুই সেনা নিহত এবং আরো দু'জন আহত হয়েছে।
জম্মু মহাসড়ক থেকে ১৭৩ কিলোমিটার পশ্চিমে কাশ্মিরের মেন্ধার সেক্টরে এ ঘটনা ঘটেছে। এ সময় দু'দেশের সেনাবাহনীর মধ্যে দীর্ঘ সময় ধরে গুলি বিনিময় হয়। কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাদের হামলায় পাকিস্তানের এক সেনা নিহত হওয়ার মাত্র দু'দিনের মাথায় এ ঘটনা ঘটল।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় এক সেনা কমান্ডারও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ভারতের কোনো কোনো বেসরকারি টিভি চ্যানেল দাবি করেছে, ভারতীয় সীমান্তের ভেতর আত্মগোপন করে থাকা পাক সেনাদের অতর্কিত হামলার শিকার হয়েছে ভারতীয় সেনারা। অবশ্য, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনা মুখপাত্র আর কে পাল্টা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করছেন।
রোববার পাকিস্তান বলেছিল, ভারতীয় সেনারা কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে একটি সেনা চৌকিতে হামলা করলে এক পাক সেনা নিহত ও একজন আহত হয়। ওই ঘটনার পর বিনা উস্কানিতে হামলার জন্য পাকিস্তান এরইমধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক অভিযোগ পাঠিয়েছে। তবে, সীমানা পার হওয়ার অভিযোগ অস্বীকার করে ভারত বলেছে, তারা পাকিস্তানি হামলার জবাবে ওই হামলা চালিয়েছিল।#
©somewhere in net ltd.