![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(লেখার আগ্রহ) হারিয়ে ফেলেছি। মনে গুঞ্জরিত তরংগ আর বর্ণের শব্দমালায় বিকশিত হয় না। আশ-পাশে দেখা চিত্র মনকে আর উদ্বেলিত করেনা। কোন গল্প ও কাহিনীর প্রাণ-সজিবতা আজ যেন মৃয়মান। নীল আকাশে সাদা সাদা মেঘ। পরন্ত বিকেলে সূর্যের লালিমা। তারাভরা রাতের আকাশ।মিস্টি মিষ্টি জোসনা ছড়ানো রূপালী চাঁদ। সবই আছে। কিন্তু নেই শুধু আমার মনের আগের অবস্থা। যখন নীলাকাশ, সাদামেঘ, মিটি মিটি আলো ছড়ানো তারা রূপালী চাঁদ এদের সাথে ছিল প্রাণের মিতালী আর হৃদয়ের সখ্যতা। ভাব বিনিময় হত গভীর আবেগে, হৃদয়ের ভালবাসায়। আবেগের শুষমায়। কোথায় সেই বন্ধন! কোথায় হারিয়ে গেল প্রীতি আর সে ভালবাসা। আজ খুজছি। তবুও.........
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০১
কালজয়ী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৮
কাগজ কলম বলেছেন: মনে আপনার অনেক ব্যাথা তাইনা ?