![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাত্র সপ্তাহ খানেকের ব্যাবধানে আবারও পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় (সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৯ হাজার ৩৫ ফুট উঁচু) আবারও বাংলাদেশের পতাকা ওড়ালেন বাংলাদেশের নারী ওয়াসফিয়া নাজরীন। গতকাল ২৬শে মে, শনিবার, স্থানীয় সময় সকাল ৬টা বেজে ৪১ মিনিটে এভারেস্টের সর্বোচ্চ চূড়াটি স্পর্শ করেন তিনি। গত ২৬শে মার্চ এই অভিযাত্রা শুরু করেন ওয়াসফিয়া। তাঁর এই শক্তিমত্তা ও বিজয় তিনি বাংলাদেশের সমস্ত নারীকে উৎসর্গ করেন।
মাত্র এক সপ্তাহ আগে ১৯শে মে সকাল সাড়ে ন'টায় এভারেস্ট চূড়ায় বাংলাদেশের পতাকা তুলে দেন নিশাত মজুমদার, প্রথম বাংলাদেশি নারী হিসেবে। তাঁর সহযাত্রী ছিলেন এম এ মুহিত এবং এটি ছিল তাঁর দ্বিতীয় এভারেস্ট বিজয়। উল্লেখ্য ২০১০ সালের মে মাসে সর্বপ্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম।
অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশের মানুষ।
আমরা আনন্দিত ও গর্বিত।
সামহোয়্যার ইন...ব্লগ পরিবার
ছবি সূত্র: ওয়াসফিয়া নাজরীন এর ফেইসবুক প্রোফাইল
২| ২৭ শে মে, ২০১২ সকাল ১১:৫৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমিও যাইতাম চাই, ইসপনচর কি কেউ আছে??
৩| ২৭ শে মে, ২০১২ সকাল ১১:৫৭
লিঙ্কনহুসাইন বলেছেন: ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন।
২০২০ সালঃ
১।
[পাত্রী চাই]
মেয়ের প্রাথমিক যোগ্যতা হল মেয়েকে অবশ্যই এভারেস্ট বিজয়ী হতে হবে। মেয়ের গায়ের রং এবং উচ্চতা শীথীলযোগ্য।
যোগাযোগঃ ০১****
২।
শীলাঃ বান্ধবী, কি হইসে জানিস? আমাদের পাশের বাসায় নতুন এক ভাবী আসছে। বয়স ৩৫ হবে, অথচ উনি নাকি এখনো এভারেস্টে উঠে নাই।
নীলাঃ কি বলিস ? মাথা খারাপ নাকি? আমার ১৯ বছরের ছোট বোন এখন কাঠমান্ডুতে।
মোরালঃ মেয়েরা যেভাবে এভারেস্টে উঠা শুরু করসে, কিছুদিন পর মা, বোন, বান্ধবীরে পাঠাইয়া দেয়া লাগবে। হাজার হলেও প্রেস্টিজের ব্যাপার!
৪| ২৭ শে মে, ২০১২ সকাল ১১:৫৯
তীর্থযাত্রী বলেছেন: অভিনন্দন
৫| ২৭ শে মে, ২০১২ দুপুর ১২:০২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: লিঙ্কনহুসাইন
৬| ২৭ শে মে, ২০১২ দুপুর ১২:১৩
চিন্তায় আছি বলেছেন: অভিনন্দন.............ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন
৭| ২৭ শে মে, ২০১২ দুপুর ১২:১৪
েশাভন আহমেদ বলেছেন: অভিনন্দন ওয়াসফিয়া।
৮| ২৭ শে মে, ২০১২ দুপুর ১২:২০
জীবন্মৃত০১ বলেছেন: হুমমম...অভিনন্দন!
এরপরে আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সীর এভারেস্ট বিজয়, বিশ্ববিদ্যালয় পাশ করুয়া প্রথম বেকার ছেলের এভারেস্ট বিজয়, বাংলাদেশের প্রথম টোকাইয়ের এভারেস্ট বিজয়, বাংলাদেশের শেয়ার বাজার কেলেংকারীর হোতার এভারেস্ট বিজয়, বিদ্রোহী কন্যার এভারেস্ট বিজয়, সমুদ্র কন্যার এভারেস্ট বিজয়...এই প্রতিযোগিতা শুরু করে দিতে পারি!!
৯| ২৭ শে মে, ২০১২ দুপুর ১২:২৯
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ভাই আর কত এবার বাদ দেন না
১০| ২৭ শে মে, ২০১২ দুপুর ১২:৪৭
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আমরা সব কিছু নিয়ে এমন জগাখিচুরি পাকাইতে পছন্দ করি যে যাকে নিয়ে এত আলাপ তাকে প্রাপ্য অভিনন্দনটাও জানাতে পারি না।
ওয়াসফিয়াকে অভিনন্দন। সেই সাথে প্রশ্ন এইটাতে স্টিকি পোস্টের কি হইল/
১১| ২৭ শে মে, ২০১২ দুপুর ১২:৪৯
সুব্রত সরকার বলেছেন: ওয়াসফিয়াকে অভিনন্দন।
ওয়াসফিয়াকে অভিনন্দন।
ওয়াসফিয়াকে অভিনন্দন।
ওয়াসফিয়াকে অভিনন্দন।
ওয়াসফিয়াকে অভিনন্দন।
ওয়াসফিয়াকে অভিনন্দন।
ওয়াসফিয়াকে অভিনন্দন।
ওয়াসফিয়াকে অভিনন্দন।
ওয়াসফিয়াকে অভিনন্দন।
১২| ২৭ শে মে, ২০১২ দুপুর ১২:৫৪
বেলা চৌধুরী বলেছেন: এভারেস্ট জয়ের ধুম পড়ে গেছে দেখি। হায়রে বাঙ্গালী, কাজ না করে বিখ্যাত হওয়ার সুযোগ খোঁজে সর্বদা।
১৩| ২৭ শে মে, ২০১২ দুপুর ১:০৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: অভিনন্দন...
১৪| ২৭ শে মে, ২০১২ দুপুর ১:২৭
নন্দনপুরী বলেছেন:
ওয়াসফিয়াকে অভিনন্দন।
১৫| ২৭ শে মে, ২০১২ দুপুর ১:৩৯
সত্যচারী বলেছেন: এভারেস্ট জয় আবার কিতা?? যেই কালে এভারেস্টে কেউ যাইতো না, হেই কালে এভারেস্টের চূড়ায় উঠলে সেইটা হইত এভারেস্ট বিজয়। এখন ইউরোপ-আমেরিকার লোক যেইখানে এভারেস্টের চূড়ায় উঠা এডভেন্চার হিসেবে নিসে, সেইখানে আমরা সেইটারে বিজয় বলি। বড়ই হাস্যকর।
প্রথম চূড়ায় উঠা মুসারে অভিনন্দন দেয়া যাইতে পারে, আর বাকীগুলানরে অভিনন্দনের নামে তেল মারা উচিৎ নহে (অনেকে কইবেন প্রথম নারী হিসেবে নিশাত আপারেও দেয়া যায়, তয় আমি কই সামু যেইখানে নারী-পুরুষে বিভাগ করায় মোটেও বিশ্বাসী নয়, সেখানে মুসাও যা, নিশাত ও তাই, নারী আর পুরুষ নয়, তারা দুজনেই এভারেস্ট যাত্রী।)
১৬| ২৭ শে মে, ২০১২ দুপুর ১:৪৫
মিস্টিক ফিউচার বলেছেন: সবচেয়ে কম বয়স, বুঝলাম। কিন্তু সেই বয়সটা কত??
১৭| ২৭ শে মে, ২০১২ দুপুর ১:৫৯
বলাক০৪ বলেছেন: ওয়াসফিয়া সহ অন্য সব বিজয়ীদের সালাম।
ডেসটিনির রফিকুল আমিন টাইপের গুলারে ঐখানে তুইল্লা মই কাইড়া নেওন যায়না? ওরাও বিজয়ী হইতো।
১৮| ২৭ শে মে, ২০১২ দুপুর ১:৫৯
রফিকুজজামান লিটন বলেছেন: ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন ...........
১৯| ২৭ শে মে, ২০১২ দুপুর ২:০২
ফয়সাল আকরাম বলেছেন: ওয়াসিফা আপু আর নিশাত আপুর এভারেস্ট বিজয় নিয়ে আর এই পোস্ট স্টিকি করা নিয়ে উল্টা পাল্টা কথা বলছেন, তাদের উদ্দেশ্যে বলছি,
যদি ইদানিং এর মধ্যে মুক্তিযুদ্ধ হইতো তাইলে আপনারাই বাসায় বইসা বগল চুলকাইতেন আর লিখতেন, মুক্তিযোদ্ধাদের এতো বাহবা দেয়ার কি আসে, কাজ তো করসে বন্দুক...
২টা মেয়ে দেশের ইমেজরে উপরে উঠানির জন্য এত কষ্টের মধ্যে দিয়া গেল আর আপনারা আইসেন সমালোচনা করতে? লজ্জাও লাগেনা এইসব করতে?
২০| ২৭ শে মে, ২০১২ দুপুর ২:০৫
ক্ষুধিত পাষাণ বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা।
২১| ২৭ শে মে, ২০১২ দুপুর ২:১৬
সুচিন্তিত মতবাদ বলেছেন: ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন।
২২| ২৭ শে মে, ২০১২ দুপুর ২:২৯
রাতুলবিডি বলেছেন: সত্যই অভিনব!
কোন ৬০০০ মিটার পাহাড়ে উঠার সাফল্য ছাড়া,
কোন ৭০০০/৮০০০ মিটারের চেষটা ছাড়াই
টপাটপ, পটাপট এভারেষট জয়,
১.৪ কি মি সাতরাতে পারে না এমন লোকের
১৪ কিমি বাংলা চ্যানেল জয়!
সত্যই অভিনব!
২৩| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:০৩
তৌহিদ জামান73 বলেছেন: অভিনন্দন রইলো। কিন্তু প্রশ্ন একটা উঁকি দেয় মনে, সর্বকনিষ্ঠ এই আরোহীর বয়স কত ?
২৪| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:১৩
সিলেটি জামান বলেছেন: এভারেস্ট বিজয়ীদের অভিনন্দন !!
একটি বিষয় আমরা পুরুষগণ ভাবিয়া পাই না যে এভারেস্ট জয় সহজ হইয়া গেছে না নারীরা দিন দিন আরো কঠিন হইয়া যাইতেছে
তয় আমি নিশ্চিত যারা এভারেষ্ট বিজয়ী তারা কেউ নারিকেল গাছে উঠতে পারবেনা
২৫| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:২০
সরলতা বলেছেন: অভিনন্দন ওয়াসফিয়া!
২৬| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:৩৪
বিপ্লব কান্তি বলেছেন: অভিনন্দন
২৭| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:৩৫
ঠানডুমিঞা বলেছেন: জীবন্মৃত০১ বলেছেন: হুমমম...অভিনন্দন!
এরপরে আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সীর এভারেস্ট বিজয়, বিশ্ববিদ্যালয় পাশ করুয়া প্রথম বেকার ছেলের এভারেস্ট বিজয়, বাংলাদেশের প্রথম টোকাইয়ের এভারেস্ট বিজয়, বাংলাদেশের শেয়ার বাজার কেলেংকারীর হোতার এভারেস্ট বিজয়, বিদ্রোহী কন্যার এভারেস্ট বিজয়, সমুদ্র কন্যার এভারেস্ট বিজয়...এই প্রতিযোগিতা শুরু করে দিতে পারি!
ধন্যা পাতা....
২৮| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:৩৬
উদাসীপথিক বলেছেন: একটা প্রশ্ন... হঠাৎ এভারেস্টে ওঠার ধুম পড়লো কেন? মানুষের কি আর কোন কাম-কাইজ নাই?
আর কোন ভালো কাজ করে পপুলার হওয়া যায় না?
আইলা গেল কত বছর? এখনো সেই এলাকার মানুষ বিশুদ্ধ পানিয় জল পায় না... এইগুলা করাও তো কাম না কি?
সহমত @ সত্যচারী
২৯| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:৩৮
ঠানডুমিঞা বলেছেন: আমার টাকা নাই..। থাকলে দেখতেন... কেওকারাডাং তো মামুলি জিনিশ... এভারেসট হাতের ময়লা... আর এনটারটিকা .... হে হে সেইটাতো আমাদের পি্য়ন মফিজ কবেই জয় কইরা আসছে!!!!!!!!!
৩০| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:৩৮
ব্লাক উড বলেছেন: অভিনন্দন ওয়াসফিয়া নাজরীন ।
৩১| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:৪৯
মুহিব বলেছেন: এই তরুনরা কত কি করে ফেলছে। এভারেস্টে উঠা আবার নিরাপদে নেমে আসা কম কথা!! অথচ আমরা কত আজেবাজে কাজে ব্যস্ত থাকি। নিজেকে ধিক দিতে ইচ্ছা করছে।
অভিনন্দন ওয়াসফিয়া নাজরীন ।
৩২| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:৫২
তাজহারুল বলেছেন: অনেক অনেক অভিনন্দন
৩৩| ২৭ শে মে, ২০১২ বিকাল ৩:৫২
বিডিওয়েভ বলেছেন: অভিনন্দন!
এরপরে আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি বয়সীর এভারেস্ট বিজয়, বিশ্ববিদ্যালয় পাশ করুয়া প্রথম বেকার ছেলের এভারেস্ট বিজয়, বাংলাদেশের প্রথম টোকাইয়ের এভারেস্ট বিজয়, বাংলাদেশের শেয়ার বাজার কেলেংকারীর হোতার এভারেস্ট বিজয়, বিদ্রোহী কন্যার এভারেস্ট বিজয়, সমুদ্র কন্যার এভারেস্ট বিজয়...এই প্রতিযোগিতা শুরু করে দিতে পারি!!
৩৪| ২৭ শে মে, ২০১২ বিকাল ৪:২২
জুল ভার্ন বলেছেন: অভিনন্দন ওয়াসফিয়া নাজরীন।
৩৫| ২৭ শে মে, ২০১২ বিকাল ৪:৪৭
অদৃশ্য মানবী বলেছেন: অভিনন্দন ওয়াসফিয়া নাজরীন।
৩৬| ২৭ শে মে, ২০১২ বিকাল ৫:২৬
দরিয়ানগর বলেছেন: ওয়াসফিয়াকে অভিনন্দন। একটা কথা পরিষ্কার প্রশিক্ষন আর টাকা টাকা থাকলে যে কেউ এভারেস্ট বিজয় করতে পারে, দয়া করে আর কেঊ পারাপারি করে এভারেস্ট বিজয় করতে যাবেন না। কারণ এভারেস্ট বিজয় করতে গিয়ে মরলে কেঊ দেখবে না।
এভারেস্ট বিজয় আর দরকার আছে বলে মনে করি না।
৩৭| ২৭ শে মে, ২০১২ বিকাল ৫:৫২
অদ্ভুতুরে বলেছেন: অভিনন্দন ওয়াসফিয়া!
প্রত্যেকটা অর্জনে সমালোচনা থাকবেই, তাদের দিকে তাকানোর সময় নাই বিজয়ীদের!
৩৮| ২৭ শে মে, ২০১২ বিকাল ৫:৫৯
আলকাতরা বলেছেন: অভিনন্দন ওয়াসফিয়া!
৩৯| ২৭ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
রিমন রনবীর বলেছেন:
৪০| ২৭ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
বান_দর বলেছেন: ওয়াসফিয়াকে অভিনন্দন।
৪১| ২৭ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৫৪
সাইক চৌধুরী বলেছেন: ওয়াসফিয়া, আপনাকে ধন্যবাদ আমাদের গর্বিত করবার জন্য।
৪২| ২৭ শে মে, ২০১২ রাত ৯:২৩
ভাবসাধক বলেছেন: মোরালঃ মেয়েরা যেভাবে এভারেস্টে উঠা শুরু করসে, কিছুদিন পর মা, বোন, বান্ধবীরে পাঠাইয়া দেয়া লাগবে। হাজার হলেও প্রেস্টিজের ব্যাপার!
৪৩| ২৭ শে মে, ২০১২ রাত ৯:২৭
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: ওয়াসফিয়াকে অভিনন্দন।
৪৪| ২৭ শে মে, ২০১২ রাত ৯:৪৬
নাজনীন১ বলেছেন: নাজরীনকে অভিনন্দন!
৪৫| ২৭ শে মে, ২০১২ রাত ১০:৪৩
জেবাল বলেছেন: ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন।
৪৬| ২৮ শে মে, ২০১২ রাত ১২:৩২
আনমনেএকাকী বলেছেন: অভিনন্দন ওয়াসফিয়াকে ..বেশী ভালো লাগছে এই ভেবে যে মেয়েরা আর পিছিয়ে নেই ..
৪৭| ২৮ শে মে, ২০১২ রাত ১২:৫২
ম,ন,রেজা বলেছেন:
৪৮| ২৮ শে মে, ২০১২ রাত ১:১২
তানভীরএফওয়ান বলেছেন: ২টা মেয়ে দেশের ইমেজরে উপরে উঠানির জন্য এত কষ্টের মধ্যে দিয়া গেল আর আপনারা আইসেন সমালোচনা করতে? লজ্জাও লাগেনা এইসব করতে.............।
৪৯| ২৮ শে মে, ২০১২ রাত ১:৫২
আহমদ মুয়াজ বলেছেন: ওয়াসফিয়াকে নিয়ে এই পোষ্টের নিতান্ত ১০ ঘন্টা আগে একটি পোষ্ট ও এভারেস্টে র ডেথ জোন সম্পর্কে একটি রিসার্চ পোষ্ট করেছিলাম। কিন্তু একটিও মন্তব্য পড়েনি। তাহলে স্টিকি করার কি প্রয়োজন ছিল এই পোষ্ট?
৫০| ২৮ শে মে, ২০১২ রাত ২:৪৬
ফেরদাউস আল আমিন বলেছেন: ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন
৫১| ২৮ শে মে, ২০১২ ভোর ৪:১৭
ভিয়েনাস বলেছেন: ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন
৫২| ২৮ শে মে, ২০১২ সকাল ৯:২৬
মৃগয়া বলেছেন: হেডিং এর সাথে বিষয়বস্তুর কোন মিল ই নাই। সবচেয়ে কম বয়স। সেই বয়স টা কত তা পুরা পোষ্ট তন্ন তন্ন কইরা খুজে পাওয়া যায়না।
উঠলো বাই চল মা দরগা যাই।
৫৩| ২৮ শে মে, ২০১২ সকাল ৯:৫৭
মুঘল সম্রাট বলেছেন: ওয়াসফিয়াকে অভিনন্দন!!! হেডিং এ যেহেতু বলা হয়েছে সবচেয়ে কম বয়সী তাই বয়স বলাটা জরুরী ছিল।
পোস্টটি এডিট করে দিলে ভালো হয়।
৫৪| ২৮ শে মে, ২০১২ সকাল ১১:১১
ইমন জুবায়ের বলেছেন: ওয়াসফিয়া নাজরীনকে জানাই অভিনন্দন।
৫৫| ২৮ শে মে, ২০১২ সকাল ১১:৪৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন
৫৬| ২৮ শে মে, ২০১২ দুপুর ১২:২৩
চিলেকোঠার_সেপাই বলেছেন: সামুতে আগামী কয়েক দিনের কিছু সম্ভাব্য পোস্টের তালিকা দিলামঃ
ওয়াসফিয়া নাজরীন, একজন মডারেট মুসলিম পরিবারের মেয়ে
এভারেস্ট জয় করল বাঙ্গালী মুসলিম মেয়ে
এভারেস্টে আবার উড়ল ইসলামের পতাকা
সেই সাথে যদি কিছু আয়াত পাওয়া যায়, যেখানে মহিলাদের আকারে ইঙ্গিতে কিংবা রূপক অর্থে কস্টকর কাজ করার কথা বলা হয়েছে, তাইলে তো আর কথাই নাই, সামুর পাঠকেরা আনন্দে পুচ্ছ দোলানো সুরু করে দেবে।
ও হ্যা, আবার সেই সাথে পাহাড়ে ওঠা জায়েজ নাকি না-জায়েজ এই নিয়েও কিছু গুরুত্বপুর্ণ পোস্ট পড়বে। পাহাড়ে ওঠার সময় টাকনুর নিচে যেন কাপড় না নামে এই নিয়েও কিছু গুরুত্বপুর্ণ পোস্ট আসবে।
এরকম না হলে ঠিক সামুর ব্লগ মানায়না।
৫৭| ২৮ শে মে, ২০১২ দুপুর ১২:৪৫
কার্তিক কারুকর বলেছেন: অভিনন্দন।
৫৮| ২৮ শে মে, ২০১২ দুপুর ১:৪৮
খালি ব্যান খাই বলেছেন: অভিনন্দন
৫৯| ২৮ শে মে, ২০১২ বিকাল ৩:৩৭
শাহ মো. আরিফুল আবেদ বলেছেন: সবচেয়ে কম বয়স, বুঝলাম। কিন্তু সেই বয়সটা কত?? B:-) B:-) B:-)
৬০| ২৮ শে মে, ২০১২ বিকাল ৫:৩৩
তাহসিন আলম বলেছেন: এভারেস্ট বিজয়ের চিন্তা ব্রেইন থেকে মায়নাস করে ঐসময়টুকু কোরআন বুঝার কাজে ব্যায় করলে দুনিয়া আখেরাতে বিজয়ী হওয়া সম্ভব ।
৬১| ২৮ শে মে, ২০১২ বিকাল ৫:৫৩
মাহমুদা সোনিয়া বলেছেন: ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন।
৬২| ২৮ শে মে, ২০১২ সন্ধ্যা ৬:১২
সাঈদ০০৭ বলেছেন: অভিনন্দন।
৬৩| ২৮ শে মে, ২০১২ রাত ৯:১৩
স।দ।ফ বলেছেন: মানুষের কি আর কোন কাম-কাইজ নাই?
৬৪| ২৮ শে মে, ২০১২ রাত ৯:৫৫
রক্ষণশীল বিপ্লবী বলেছেন: ওয়াসফিয়া নাজরীন আপুর বয়স কতো? আমার যদি উনার চেয়ে কম হয়ে থাকে, তাহলে রেকর্ড করার একটা সুযোগ নিতে খায়েশ হচ্ছে। :!> :!>
এবং অবশ্যই ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন।
৬৫| ০২ রা জুন, ২০১২ দুপুর ২:১১
রাতুলবিডি বলেছেন: এভারেষ্ট বিজয় সংবাদ! অর্জনের মহিমা? না কলঙ্কের কালিমা??
Click This Link
৬৬| ০৪ ঠা জুন, ২০১২ দুপুর ২:১৬
রাতুলবিডি বলেছেন:
এভারেষ্ট বিতর্ক : পর্বত আরোহনের গ্রহনযোগ্য প্রমান গুলো কি কি ?
Click This Link
এভেরেষ্ট বেস ক্যাম্প থেকে সামিট : দেখে নিন কেমন দেখা যায় ?
http://www.somewhereinblog.net/blog/ratulbd
৬৭| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ৩:১৪
রুপসী2012 বলেছেন:
ধুর!! আমার রেক্রড সবাইকে হার মানাবে!
কারণ খুব শীঘ্র আমি এভারেস্টে বিয়ে করতে যাচ্ছি।
হা হা হা।
এভারেস্ট পাগলামি অনেকতো হলো।
আর কাউকে উৎসাহিত করার দরকার নেই।
এভারেস্টে কাউকে হারিয়ে অরজনটাকে হাস্যকর করা ঠিক হবেনা।
এভারেস্ট ছাড়া অনেক কিছু করার আছে।
৬৮| ০৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:৪৭
হারুন অর রশীদ বলেছেন: অভিনন্দন তমাকে।
৬৯| ১৩ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
নোয়াখাইল্যা হোলা বলেছেন: কোন এলাকার মাইয়্যা দেখতে হইব না!অনেক দেরিতে অভিনন্দন ওয়াসফিয়া তোমাকে!
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১২ সকাল ১১:৫৫
আমি লিখতে চাই না বলেছেন: ওয়াসফিয়া নাজরীনকে অভিনন্দন।