নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইশপ নই

সাঈদ নওশাদ

কমিউনিস্ট সত্তা, ফাসিস্ত সত্তা, হিন্দু সত্তা, খ্রিস্টিয়ান সত্তা বলে কোনও সত্তার অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। ধর্মীয় গোঁড়ামির কোনও একটা শাসনে সসাগরা পৃথিবী সর্বকালে শাসিত হবে, এ অবাস্তব কল্পনা। হিন্দু পারেনি, বৌদ্ধ পারেনি, খ্রিস্টিয়ান পারেনি, মুসলমান পারেনি, ফাসিস্ত পারেনি, নাৎসি পারেনি। কমিউনিস্টই বুঝি এর ব্যতিক্রম হবে?

সাঈদ নওশাদ › বিস্তারিত পোস্টঃ

জেমস ওয়েব টেলিস্কোপ

১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫৭

জেমস ওয়েব ট্যালিস্কোপ যখন পাঠানো হয় ভাগ্যক্রমে আমি পাহাড়ে ছিলাম। ২৫ ডিসেম্বর ২০২১।
আমার থনচি যাবার কথা। বান্দরবান থেকে থানচির ৭৪ কিলোমিটার জার্নি প্রচুর এনার্জি লস করে। তাই আলীকদম থেকে থানচির রাস্তাটাই আমার প্রিয়।
ইলেকশনের কারনে থানচির সব রুট বন্ধ। এখনো যাত্রা শুরুই করিনি। আলীকদম থেকে যেতে হবে। খাবারদাবার সব কিনে নেয়ার কারনে হাতে টাকাও খুবই লিমিটেড। হোটেল এ দুইদিন থাকা সম্ভব না।৷ তাই প্লান করলাম মারায়ংতং থেকে যাবো। হালের ক্রেজ এই পাহাড়ও ঘুরা হয়ে যাবে। যেহেতু রেশন আছে প্রচুর। রান্নাবান্না করে নিলেই কিছু টাকাও বেঁচে যাবে।

সেই মারায়ংতং এ রাতে আকাশ দেখছি। প্রিতম হুট করে ডাক দিয়ে বলে ধুমকেতু!
আকাশে ধুমকেতু সদৃশ কিছু একটা দেখি৷ ফোন নেট নেই। সার্চ করার সুযোগ হয়নি ধুমকেতুর নাম। তবে সন্দেহ থেলে গেলো। এইটা ধুমকেতু না। ধুমকেতুর গতি এতো বেশি থাকেনা।

প্রায় ১০ দিন পর পাহাড় ঘেটেঘুটে বাসায় আসলাম। ছবিটা দেখেই মনে পড়লো ধুমকেতুর কথা। সময় মিলিয়ে দেখলাম সেদিন আসলে জেমস ওয়েব ট্যালিস্কোপ পাঠানো হয়েছে। আর সেই ইতিহাস মহাকাশে পাঠানোর একটা ছবি আমার মোবাইলে তখনো রয়ে গিয়েছে!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বুদ্ধিদীপ্ত পর্যবেক্ষণ।

২| ১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪৫

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১৩

সাঈদ নওশাদ বলেছেন: ধন্যবাদ

৩| ১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:


আপনি বলছেন যে, আপনার তোলা ছবিটা "জেমস ওয়েব টেলিস্কোপের"? দক্ষিণ আমেরিকা থেকে ৫৩ মিটার লম্বা, ৬ মিটার ব্যসের রকেটে, ১৩ মিটার লম্বা, ৫ মিটার ব্যসের টেলিস্কোপ আপনি বান্দরবন থেকে দেখেছেন? ইহা কিভাবে সম্ভব?

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১২

সাঈদ নওশাদ বলেছেন: খুব সহজেই সম্ভব। একটু খোঁজাখুঁজি করলেই তো জানতে পারবেন।

৪| ১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৩৪

কামাল৮০ বলেছেন: রাশিয়া প্রথম যখন রকেট পাঠায় ১৯৫৭ সালে সেটা আমরা অনেকেই আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত গতিতে উড়ে যেতে দেখেছি !আকাশ ছিল স্বচ্ছ সময় ছিল বিকেল।সারা গ্রামে কতো রকম জল্পনা কল্পনা।

৫| ১৭ ই জুলাই, ২০২২ রাত ১:১৬

সাঈদ নওশাদ বলেছেন: ওই রকেট দেখাটাই টেলিস্কোপ দেখা! নাকি টেলিস্কোপকে আলাদা করে চর্মচক্ষু দিয়া দেখা লাগবে?

৬| ১৭ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৯

কোনেরোসা বলেছেন: জেমস ওয়েব টেলিস্কোপ

৭| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.