নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইশপ নই

সাঈদ নওশাদ

কমিউনিস্ট সত্তা, ফাসিস্ত সত্তা, হিন্দু সত্তা, খ্রিস্টিয়ান সত্তা বলে কোনও সত্তার অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। ধর্মীয় গোঁড়ামির কোনও একটা শাসনে সসাগরা পৃথিবী সর্বকালে শাসিত হবে, এ অবাস্তব কল্পনা। হিন্দু পারেনি, বৌদ্ধ পারেনি, খ্রিস্টিয়ান পারেনি, মুসলমান পারেনি, ফাসিস্ত পারেনি, নাৎসি পারেনি। কমিউনিস্টই বুঝি এর ব্যতিক্রম হবে?

সাঈদ নওশাদ › বিস্তারিত পোস্টঃ

জিংশিয়াম সাইতার

১৭ ই জুলাই, ২০২২ সকাল ১১:২৩



ঘটনা আছে এই ঝরনায় জিংশিয়াম নামে এক মেয়ে মারা যায়৷ টিমলিডার প্রিতম এই ঝরনার রাস্তায় হাটার সময় বলছিলো সেই জিংশিয়াম এর কথা৷ গা শিরশির করছিলো হাটার সময়, কখন দেখবো ঝর্নাটা। কখন দেখবো সেই ঝর্না যেখানে, কোন বম কিশোরী হয়তো কোন আক্ষেপ নিয়ে আত্মহত্যা করে বেঁচে গিয়েছিলো৷

পাহাড় কিনতে চাইনা, অন্তত ঝরনায় আমার নামটা পরিয়ে দিতে চাই! [

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৬

শেরজা তপন বলেছেন: ছবিটা উল্টো হয়ে আছে- ভাবছিলাম কিসের ছবি!!
কোথায় এটা?

১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৭

সাঈদ নওশাদ বলেছেন: ছবিটা সোজা করা যাচ্ছেনা। আমি ছবি দিলে কেনো যেনো রোটেড হয়ে যাচ্ছে।

১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৮

সাঈদ নওশাদ বলেছেন: বান্দরবান এ রুমা উপজেলায়। রুমনা পাড়ার কাছে।

২| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:২০

মোগল সম্রাট বলেছেন: কোথায় এই ঝর্না?

২০ শে জুলাই, ২০২২ রাত ১:১৪

সাঈদ নওশাদ বলেছেন: বান্দরবানের রুমা উপজেলায়। রুমনা পাড়ার কাছে।

৩| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: এই ঝর্না তে কি সারা বছর পানি থাকে? না শুধু বর্ষাকালে?

১৮ ই জুলাই, ২০২২ রাত ১:২৭

সাঈদ নওশাদ বলেছেন: এইটা গতবছর শীতে তোলা। শীতে যেহেতু পানি পেয়েছি, সারাবছরই থাকে। আমি বর্ষায় যাইনি কখনো জিংশিয়াম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.