নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমিউনিস্ট সত্তা, ফাসিস্ত সত্তা, হিন্দু সত্তা, খ্রিস্টিয়ান সত্তা বলে কোনও সত্তার অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। ধর্মীয় গোঁড়ামির কোনও একটা শাসনে সসাগরা পৃথিবী সর্বকালে শাসিত হবে, এ অবাস্তব কল্পনা। হিন্দু পারেনি, বৌদ্ধ পারেনি, খ্রিস্টিয়ান পারেনি, মুসলমান পারেনি, ফাসিস্ত পারেনি, নাৎসি পারেনি। কমিউনিস্টই বুঝি এর ব্যতিক্রম হবে?
ঘটনা আছে এই ঝরনায় জিংশিয়াম নামে এক মেয়ে মারা যায়৷ টিমলিডার প্রিতম এই ঝরনার রাস্তায় হাটার সময় বলছিলো সেই জিংশিয়াম এর কথা৷ গা শিরশির করছিলো হাটার সময়, কখন দেখবো ঝর্নাটা। কখন দেখবো সেই ঝর্না যেখানে, কোন বম কিশোরী হয়তো কোন আক্ষেপ নিয়ে আত্মহত্যা করে বেঁচে গিয়েছিলো৷
পাহাড় কিনতে চাইনা, অন্তত ঝরনায় আমার নামটা পরিয়ে দিতে চাই! [
১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৭
সাঈদ নওশাদ বলেছেন: ছবিটা সোজা করা যাচ্ছেনা। আমি ছবি দিলে কেনো যেনো রোটেড হয়ে যাচ্ছে।
১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৮
সাঈদ নওশাদ বলেছেন: বান্দরবান এ রুমা উপজেলায়। রুমনা পাড়ার কাছে।
২| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:২০
মোগল সম্রাট বলেছেন: কোথায় এই ঝর্না?
২০ শে জুলাই, ২০২২ রাত ১:১৪
সাঈদ নওশাদ বলেছেন: বান্দরবানের রুমা উপজেলায়। রুমনা পাড়ার কাছে।
৩| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: এই ঝর্না তে কি সারা বছর পানি থাকে? না শুধু বর্ষাকালে?
১৮ ই জুলাই, ২০২২ রাত ১:২৭
সাঈদ নওশাদ বলেছেন: এইটা গতবছর শীতে তোলা। শীতে যেহেতু পানি পেয়েছি, সারাবছরই থাকে। আমি বর্ষায় যাইনি কখনো জিংশিয়াম
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৬
শেরজা তপন বলেছেন: ছবিটা উল্টো হয়ে আছে- ভাবছিলাম কিসের ছবি!!
কোথায় এটা?