নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমিউনিস্ট সত্তা, ফাসিস্ত সত্তা, হিন্দু সত্তা, খ্রিস্টিয়ান সত্তা বলে কোনও সত্তার অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। ধর্মীয় গোঁড়ামির কোনও একটা শাসনে সসাগরা পৃথিবী সর্বকালে শাসিত হবে, এ অবাস্তব কল্পনা। হিন্দু পারেনি, বৌদ্ধ পারেনি, খ্রিস্টিয়ান পারেনি, মুসলমান পারেনি, ফাসিস্ত পারেনি, নাৎসি পারেনি। কমিউনিস্টই বুঝি এর ব্যতিক্রম হবে?
এই শনিবার একজন ইসলামী বক্তার জি/হ্বা কে/টে ফেলে দুর্বৃত্তরা।
মতের মিল না হওয়ায় অপরাধীরা এ কাজ করে। তাদের চেষ্টা স্পষ্ট। এই বক্তা যেনো আর কখনো এমন বক্তব্য না দিতে পারে। আমারা প্রগতিশীলরা এই বাক স্বাধীনতার জন্য মুখে ফে/না তুলে ফেললেও এই ব্যপারে একদম টু শব্দটিও করিনি। বাক স্বাধীনতার উপর এইরকম প্রতীকী আঘাত এর পর পুরো দেশ একসাথে জলে উঠার কথা ছিলো। কিন্তু আন্দোলন এখন কেবলমাত্র সোশাল মিডিয়ায় প্রোফাইল পিকচার পর্যন্ত। প্রগতিশীলদের কাছে এখনো পর্যন্ত বাক স্বাধীনতার মানে তাদের স্যাকুলারিজমের বানী পৌছায় দেয়া। এরা হয়তো জানেও না বাক স্বাধীনতা কি। অথবা সেই ওয়ায়েজ যতেষ্ট স্মার্ট না। তবে এই ওয়ায়েজ এর জায়গায় ছাব্বিশ বছর বয়সী উদ্দ্যানে তে বসে গাঁজা খেয়ে ধর্ম দর্শন নিয়ে লেকচার দেয়া এলোমেলো চুলের যুবক থাকলে অবশ্য আন্দোলন গড়াতো শাহাবাগ পর্যন্ত। এই হিপোক্রেটরা মনে করে রবীন্দ্র তাদের বাকস্বাধীনতার প্রতীক। বিদ্রোহের মূর্তি।
এতো চিন্তায় মাথায় যন্ত্রনা, কোকাকোলা খেতে খেতে গীতাঞ্জলি পড়ে ঘুমিয়ে যাই। আমার অস্র তো আঙ্গুল। এই আঙ্গুলেই লিখি। কেটে ফেললে কোনদিন আপনাদের পক্ষে এই কাথাও বলার লোক থাকবে কিনা কে জানে!
০৮ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৩৫
সাঈদ নওশাদ বলেছেন: একদম তাই। এইটাও বর্তমান স্যাকুলারিটির বৈশিষ্ট্য।
২| ০৮ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৩৫
কামাল১৮ বলেছেন: কার জিহ্বা কে কেটে নিছে কিছুই বুঝলাম না।নাস্তিকরা কি কারো জিহ্বা কেটে নিয়ে গেছে।এটা খুব খারাপ কাজ করেছে।
০৮ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৩৪
সাঈদ নওশাদ বলেছেন: প্রগতিশীল মানেই নাস্তিক? আস্তিকই যদি আস্তিকের জিহ্বা কেটে নেয় এতেও কি নাস্তিকের কিছু যায় আসে না?
৩| ০৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০২
বিষাদ সময় বলেছেন: নাস্তিকরা এখানে কিছু বললে তখন উভয় পন্থীরা এক হয়ে নাস্তিকদের জিহ্বা কটবে.......
০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১০
সাঈদ নওশাদ বলেছেন: তা কাটতে আসবে বলেই হয়তো সবাই নীরব
৪| ০৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১৮
মৌন পাঠক বলেছেন: যাদের কথা কচ্ছেন, তাদের তো আগে ভাগে ই চুপ করাই দিছেন।
০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১০
সাঈদ নওশাদ বলেছেন: কোথায় কিভাবে চুপ করালাম?
৫| ০৮ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩
পুকু বলেছেন: তোমার ভাষা বোঝার আশা দিলাম জলাঞ্জলি।
০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১:১১
সাঈদ নওশাদ বলেছেন: লিখালিখির হাত ভালো নয়। একটু কষ্ট করে বুঝে নিতে হবে যে
৬| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: দুঃখজনক
০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২১
সাঈদ নওশাদ বলেছেন: সেই আমরাই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে লাফঝাপ করি।
৭| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৯
কিরকুট বলেছেন: কারো জিহবা কাটা মানে তার অঙ্গহানী করারা সামিল । ইহা আইনিভাবে জঘন্য অপরাধ । যারা এই কাজ করেছে তাদের কঠর শাস্তি আশা করছি ।
৮| ০১ লা মার্চ, ২০২৪ ভোর ৪:৩৬
আলামিন১০৪ বলেছেন: হিপোক্রীট বললে কম বলা হবে, এরা চোখ অন্ধ কাক
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: বাক স্বাধীনতা, সমঅধীকার ইত্যাদি ইত্যাদি এর লিমিট ঐ পর্যন্তই। এগুলি সবার জন্য তারা রাখে না।