নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমিউনিস্ট সত্তা, ফাসিস্ত সত্তা, হিন্দু সত্তা, খ্রিস্টিয়ান সত্তা বলে কোনও সত্তার অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। ধর্মীয় গোঁড়ামির কোনও একটা শাসনে সসাগরা পৃথিবী সর্বকালে শাসিত হবে, এ অবাস্তব কল্পনা। হিন্দু পারেনি, বৌদ্ধ পারেনি, খ্রিস্টিয়ান পারেনি, মুসলমান পারেনি, ফাসিস্ত পারেনি, নাৎসি পারেনি। কমিউনিস্টই বুঝি এর ব্যতিক্রম হবে?
ধরুন, আপনি রাষ্ট্র চান না৷ বেঁচে থাকতে চান বিশ্ব নাগরিক হয়ে৷ পুরো পৃথিবীর একজন নাগরিক হয়ে। সহজভাবে বললে কাঁটাতার বিহীন কোন পৃথিবীতে।
কিন্তু আমাদেরতো বেঁচে থাকতে হয় কাঁটাতারে ঘেরা কোন রাষ্ট্র, ভুমি বা দেশের হয়ে...
মানুষ কি জন্ম থেকেই স্বাধীন? নাকি বিনা পাপেই দেশ নামক বৃহৎ জেলখানায় বন্দী।
১১ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:৪৫
সাঈদ নওশাদ বলেছেন: পুরো জিনিসটাই কি জটিল৷
২| ১১ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ১১ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৫৬
শেরজা তপন বলেছেন: এই যে দেশ-টেশ পুরো ব্যাবস্থাটাই মানুষকে বেড়ি পড়ে শাসন ও শোষন করার জন্য। এটা নিশ্চিত একটা জেলখানা তবে এই জেলখানাতেই বাস করে শান্তি পায় বেশীরভাগ মানুষ। অনেকেই ঘুরে ফিরে নিজের জেলখানাতেই এসে মরতে চায় কিংবা বিদেশ বিভূঁইয়ে মরার পরে নিজের লাশখানা যেন স্বদেশ জেলে কবরস্থ হয় সেই আকুতি থাকে!!!
১২ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৫৫
সাঈদ নওশাদ বলেছেন: শশাঙ্ক রিডেম্পশন ফিল্মটার ব্রুক এর কথা মনে পড়ে গেলো৷জেলখানাও মানুষের ঘর হয়।
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০২৩ ভোর ৪:০০
কামাল১৮ বলেছেন: আমরা রাষ্ট্র বানিয়েছিলাম অর্থনীতির বিকাশের জন্য।সমস্য হলে আবার আমরা ইউরোপিয় ইউনিয়নের মতো একত্র হয়ে যাবো।কোন কাটাতারের বেড়া নাই এক মুদ্রা।