নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমিউনিস্ট সত্তা, ফাসিস্ত সত্তা, হিন্দু সত্তা, খ্রিস্টিয়ান সত্তা বলে কোনও সত্তার অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। ধর্মীয় গোঁড়ামির কোনও একটা শাসনে সসাগরা পৃথিবী সর্বকালে শাসিত হবে, এ অবাস্তব কল্পনা। হিন্দু পারেনি, বৌদ্ধ পারেনি, খ্রিস্টিয়ান পারেনি, মুসলমান পারেনি, ফাসিস্ত পারেনি, নাৎসি পারেনি। কমিউনিস্টই বুঝি এর ব্যতিক্রম হবে?
বাংলাদেশের মানুষের মাঝে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কি কোন পরিবর্তন লক্ষ্য করেন?
মানুষ কি বেশিই এডাল্ট জোক, কন্টেন্ট, মিম শেয়ার করছে?
যদি করে তাহলে তার পেছনে কারন কি থাকতে পারে?
২| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: মানুষ যা বেশি পছন্দ করে, সেগুলো বেশি উপস্থাপন কোরা হয়।
৩| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ১:৩৪
আমি সাজিদ বলেছেন: এডাল্ট কনটেন্ট শেয়ার করে জাতে উঠেছে প্রমাণ করতে চায়?
সময় নষ্ট আর অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকার নোবেল প্রাইজ আমাদেরই পাওয়া উচিত।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:৩১
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি ২০০৮ এর পোষ্ট ২০২৩ এ দিয়ে ফেলেছেন। এডাল্ট জোক, মিম ইত্যাদি ইত্যাদি মানুষ ২০০৮ এর দিকে পোষ্ট করতো। এখন ভয়ে ফেসবুক, ইন্সটাগ্রাম খোলা যায় না। বিশেষত মেয়েরা প্রায় কোন কাপড় ছাড়াই ভিডিও আপলোড করে। বেশীরভাগ কন্টেন্ট ক্রিয়েটর যৌনতাকে প্রাধান্য দিয়ে কন্টেন্ট বানায়।
এর পিছনে আমাদের লজ্জা উঠে যাওয়া দায়ী।