নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কমিউনিস্ট সত্তা, ফাসিস্ত সত্তা, হিন্দু সত্তা, খ্রিস্টিয়ান সত্তা বলে কোনও সত্তার অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। ধর্মীয় গোঁড়ামির কোনও একটা শাসনে সসাগরা পৃথিবী সর্বকালে শাসিত হবে, এ অবাস্তব কল্পনা। হিন্দু পারেনি, বৌদ্ধ পারেনি, খ্রিস্টিয়ান পারেনি, মুসলমান পারেনি, ফাসিস্ত পারেনি, নাৎসি পারেনি। কমিউনিস্টই বুঝি এর ব্যতিক্রম হবে?
২০২২ সালেই টেইলর সুইফটের কার্বন ইমিশন ৮৩০০ টন!
এভারেজ বাংলাদেশিদের কার্বন ইমিশন ০.৪৮-০.৬৩ টন।
সেই হিসেবে একজন বাংলাদেশীর টেইলরের সমান কার্বন ফুটপ্রিন্ট তৈরি করতে বেঁচে থাকা লাগবে প্রায় ১৫০০ বছর!
জেনারেশনের হিসাব করলে আপনার দুইজন সন্তান এবং তারা যদি এভারেজ বাংলাদেশীদের জীবনকাল পায়, আপনার দুই সন্তানের দুই জন করে ৪ জন বাচ্চা, তাদের চার জনের প্রত্যেকের ২ জন করে মোট ৮ জন এবং এভাবে চলতে থাকলে ৮ তম জেনারেশন এই পরিমানে ফুটপ্রিন্ট তৈরি করবে।
এই ৮৩০০ টন কার্বন ডাই-অক্সাইড বাংলাদেশের সার্ফেসে ঢেলে দিলে এর পুরুত্ব থাকবে ২৮ মিটার! মোটামোটি ৮ তলা বিল্ডিং এর সমান!
এই সবই টেইলর সুইফটের এক বছরের কার্বন নিঃসরন এর হিসাব!
গাছ লাগান, অবশ্যই গাছ লাগান, তবে কি কঞ্জিউম করছেন, সেইটার প্রকৃতি পরিবেশে ইম্প্যাক্ট কতোটুকু জানুন, তারপর আরেকটা গাছ লাগান!
©somewhere in net ltd.