নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

" বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে "

আমি বন্য

আমি আমার মত। এলোমেলো জীবন যাপন ভালো লাগে! বদলে যাওয়া বাংলাদশের সপ্ন দেখতে ভালোবাসি।

আমি বন্য › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি বিখ্যাত বাণী ্ মজাদার জোকস ্ একটি ইলুউসন (ভাল ছাত্রদের প্রবেশ নিষেধ)--৬:):D;)

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

বিখ্যাত বানী

প্রত্যেকে বিশ্বকে বদলে দেওয়ার চিন্তা করে কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা কেউ করে না।---লিও টলস্টয়



স্কুলে যা শেখানো হয় তার সবটুকু ভুলে যাওয়ার পর যা থাকে তাই হল শিক্ষা --- আলবার্ট আইনস্টাইন



প্রেম হল সিগারেটের মতো , যার আরাম্ভ হল অগ্নি দিয়ে আর শেষ পরিনতি ছাইয়েতে ।--- বার্নার্ডশ



আপনি যদি জেতেন (যুদ্ধে) তাহলে আপনার ব্যাখ্যা করার দরকার নেই, তবে হ্যা আপনি যদি হারেন তাহলে ব্যাখ্যা করার জন্য আপনার সেখানে থাকার দরকার নেই --- এডলফ হিটলার



-বিয়েটা একটা রোমাঞ্ছকর উপন্যাস, যার প্রথম

পরিচ্ছেদেই নায়কের মৃত্যু হয়ে থাকে।। ---সেক্সপিয়র



ফুলশয্যার রাতে



১) গান্ধীজীর বৌ = “ বিয়ের রাত পবিত্র রাত, আজ উপোষ :D।“

২) বিদ্যাসাগরের বৌ =“ হ্যাঁগা, আমি বেধবা হলে আমার আবার বে হবে?”B-)

৩) রবীন্দ্রনাথের বৌ = “ আজ সারারাত ধরে আমাকে নোতুন বৌঠানের কথা শোনাও।“:)

৪) সেক্সপীয়রের বৌ = “ কি ভাবছো, এই মধুরাতে TO BE OR NOT TO BE ।“ ;)

৫) শাজাহানের বৌ = “ আজ আমায় দেখাও তোমার স্বপ্ন, দেখাও তাজমহলের নকশা ।“:D

৬) আর্কিমিডিসের বৌ = ( দরজায় খিল দিয়ে ) কি জানি বাপু !

কখন “ইউরেকা ইউরেকা “ বলে ছুট লাগাবে !” :-*

৭) লেনিনের বৌ = “ এই বুঝলাম, বন্দুকের নলই ক্ষমতার উৎস ।“ :P

৮) পুলিশের বৌ “ আজ বুঝলাম, পুলিশের অত্যাচার কাকে বলে !” :P

৯) চোরের বৌ = “ খবরদার, গায়ে একদম হাত দেবে না, সব গয়না আমার বাবার দেওয়া ।“ B-)

১০) জুলিয়েট = “প্রেমের শিরোমণি রোমিও // তোমার স্পীড কেন হোমিও?” ;)





ইলুসউনঃ


নিচের ছবিতে মোট কতগুলো মানুষ আছে,দখি কে বলতে পারেন?? ;) মার্ক করেও দিতে পারেন.।





উত্তর পরে দিয়ে দেয়া হবে।



ধন্যবাদ। ভালা থাইকেন ।।;)







মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

মো: আতিকুর রহমান বলেছেন: ++

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

আমি বন্য বলেছেন: ধন্যবাদ।
ইলুউসন এর উত্তর কয়া যান মিয়া :-B

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

মো: আতিকুর রহমান বলেছেন: ++

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

আইউটি(IUT)-The Red Heaven বলেছেন: +++++++++

১৪ টা

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

আমি বন্য বলেছেন: ধন্যবাদ
তয় উত্তর হয় নাই ;)
আবার ট্রাই মারেন B-)

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০

মোহাম্মাদ আবু সাইদ বলেছেন: +++

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

আমি বন্য বলেছেন: ধন্যবাদ।
ইলুউসন এর উত্তর কই B:-)

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

বড় ভাইয়া বলেছেন: ১৩ জন আছে

+++++++++
ধন্যবাদ
Bangladesh Tour

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

আমি বন্য বলেছেন: বড় ভাই উত্তরটা হয় নাই যে
আরেকবার চেষ্টা করেন :-B

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

আমি কানিজ বলেছেন: ১৩ জন
++++++

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

আমি বন্য বলেছেন: কানিজ আপা হয় নাই.।
আরেকবার চেষ্টা করেন

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

লাল সবুেজ বলেছেন: ধন্যবাদ।
১১ জন।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

আমি বন্য বলেছেন: হই নি ভাই
ত্রাই মারেন

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

ঘুড্ডির পাইলট বলেছেন:
আমি বন্যর বউ : ( দরজায় খিল দিয়ে ) কি জানি বাপু !
কখন “কবিতা কবিতা “ বলে ছুট লাগাবে !” B-)) B-)) B-))

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

আমি বন্য বলেছেন: এতা কি বললেন ঘুড্ডির পাইলট

ঘুড্ডির পাইলটের বঊঃ " তুমিতো দেহি ভালোই ঘুড্ডি উরাও, আমি ঘুড়ি তুমি লাটাই, সুতা যেন কখনো না ছেড়ে" =p~

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

এ্যাপেলটন বলেছেন: 16 জন আছে

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

আমি বন্য বলেছেন: ১৫ জন হবে

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯

লাভ ভাই বলেছেন: স্কুলে যা শেখানো হয় তার সবটুকু ভুলে যাওয়ার পর যা থাকে তাই হল শিক্ষা --- আলবার্ট আইনস্টাইন B:-) B:-) B:-) B:-)

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

আমি বন্য বলেছেন: B:-) B:-) B:-)

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫

আমি বন্য বলেছেন:

উত্তরঃ ১৫ জন

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৯

শ্বর্ণকিট বলেছেন: আমিও পৃথিবীকে বদলে দেয়ার স্বপ্ন দেখি । কিন্তু নিজেকে বদলাতে পারিনা ।:-D

প্রত্যেকে বিশ্বকে বদলে দেওয়ার চিন্তা করে কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা কেউ করে না।
--- লিও টলস্টয়

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

আমি বন্য বলেছেন: ভালো বলছেন ভাই আমার ক্ষেত্রেও ইহা সত্য :P

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

মাক্স বলেছেন: :P :P :P :P :P :P :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

আমি বন্য বলেছেন: :P :P :P :P :P

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

খায়ালামু বলেছেন: জুলিয়েট = “প্রেমের শিরোমণি রোমিও // তোমার স্পীড কেন হোমিও?” ;) :P :P =p~ =p~

১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৫

আমি বন্য বলেছেন: :P =p~ =p~

১৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:২০

ধ্রুবালয় বলেছেন: ইউরেকা ইউরেকা :P :P

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২

আমি বন্য বলেছেন: :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.