![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লুঙ্গির বহুবিধ ব্যবহারঃ
১। আপনি যদি মন্ত্রী মিনিস্টার কিংবা কোন হেডা হন, তাইলে অনেক সময়ে গোপন মিটিং এ বসতে হয়।। এই মিটিং গুলোতে মাঝে মাঝে মিডিয়া হানা দেয়। আপনি যদি লুঙ্গি পরে থাকেন তাহলে কোন ছবি তোলার আগেই লুঙ্গি দিয়ে মুখ ঢাকতে পারবেন । হাতের ব্যবহারের চেয়ে লুঙ্গির ব্যবহার এখানে অনেক সেভ
২।মনে করেন আপনার অনেক হাগা পাইছে, টয়লেটে যাইতে যাইতে সব ঘুর্নিঝড়ের মত বাহির হয়া আসতে চায়,
এই সময় যদি আপনি প্যান্ট পড়ে থাকেন তয় খাইছে, কাপড়-চোপড় খারাপ হয়ে সারছে।
আর যদি লুঙ্গি পইড়া থাকেন তাইলে নো চিন্তা ডু ফুর্তি, ঊঠিয়া দিয়া বইয়া পরবেন। কাপড় খারাপ হওনের কোন ভয় নাই
৩।আম কিংবা বরই যাই হোক না কেন পারতে গেলে পরে ফাইটা যাই। এমন সময় নিচে কেউ লুঙ্গি নিয়া হাত ফাক কইরা দাড়াইয়া থাকে তাইলে সব আম আর বগর অই লুঙ্গিতে পরবো। ফাইটা যাওনের কোন চিন্তা নাই
৪।শীতকালে কাঁথা মুড়ি দিয়া ঘুমাইছেন, কখন যে কাঁথা সইরা গেছেন টেরও পান নাই, আর খুব ঠান্ডাও লাগতেছে কাঁথাও তুলতে ইচ্ছা করতেছে না। এমন সময় আপনার পরনে লুঙ্গি থাকলে লুঙ্গিটারে কাঁথা হিসাবে ব্যবহার করে শীত নিবারন করবার পারবেন
লুঙ্গির পড়নের ঊপকারিতাঃ
১।আপানার খাওন পড়নের টাকা নাই, যান বারিধারার রাস্তায় লুঙ্গি পইড়া হাটা দেন, পুলিশ আপ্নারে শ্রীঘরে লইয়্যা যাইবো, যেখানে থাকা খাওয়া সব ফ্রী
২।আজকাল রাস্তা ঘাটে রাহাজানি ছিনতাই বেড়ে গেছে, কোট টাই পরা লোক দেখলেই পিছু লাগে, তাই অফিস কিংবা গ্রামের বাড়ি যেখানেই যান না কেন লুঙ্গি পরে যান, গন্তব্যস্থানের কাছাকাছি কোন ভালো যায়গা দেখে প্যান্ট পরে নিন। আসার সময় একয় পন্থা অনুসরন করুন। দেখবেন ছিনতাই কারীর কবলে পড়ার কোন চিন্তাই করতে হবে না।
৩।সারা শরীরে বাতাস লাগাইতে চান অথবা বাতাস খাইতে চান, লুঙ্গি পরে বাতাস লাগানোর মজা আর কিছুটেই পাবেন না।
৪।লুঙ্গি পরে টয়লেট করার যে আরাম তা আর কিছুতেই পাওয়া সম্ভব নহে
৫। রাতে লুঙ্গি পরে যে একবার ঘুমিয়েছে সে এই সুখ আর অন্য কিছুতে কল্পনাও করতে পারে না।
সাবধানতাঃ
১।বিচ এ কখনো লুঙ্গি পরে গোসলে যাবেন না, জোয়ারে লুঙ্গি ভাইসা যাইতে পারে ঢেউএর তালে ধরে রাখতে পারবেন না।
২।মেয়েদের স্কুলের সামনে দিয়া হেঁটে যাওয়ার সময় লুঙ্গি ধইরা হাইটেন, যদি কোন কারনে খুইলা যায় কি হইব আর কওন লাগে না।
ভবিষ্যতের বারিধারা
আসুন দলে দলে লুঙ্গি মার্চে যোগ দেই
ইভেন্টঃLungi march to baridhara park
পরিশেষে কইবার চাই, আসুন নিজে লুঙ্গি পরি অপরকে লুঙ্গি পরতে উদবুদ্ধ করি।। দেশের ট্রেডিশন বাঁচিয়ে রাখি.....
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:২১
আমি বন্য বলেছেন: আমারো যে কম হয় তা কিন্তু নয়। তাই নিচের দিকে গিট্টু বাধিয়া ঘুমাই
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৬
সাদা কলো বলেছেন: লুঙ্গি পরে টয়লেট করার যে আরাম তা আর কিছুতেই পাওয়া সম্ভব নহে
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০
আমি বন্য বলেছেন:
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩১
মিজভী বাপ্পা বলেছেন: এইডা কন ক্যালা, এইডা হইছে বাঙ্গালীর ওপেন এসি।এনি টাইম এ্যাকশনের লিগ্যা রেডি :!>
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২১
আমি বন্য বলেছেন: ভায়া এরকম এসি জন্মেও দেহি নাই, চারিদিক দিয়া সুধু বাতাসে ঢুকে, আহ কি শান্তি
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৭
ব্লগার রানা বলেছেন: ভাইরে লুংগি ইভেন্ট সত্য না মিথ্যা??? আই মিন ফান????
আর পোস্ট এর কথা বললে তো পুরাই উরাধুরা,,,,,
লুংগি নিচের দিকে গিট্টু দেয়া লোক দেখি কম না
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২
আমি বন্য বলেছেন: সত্য ভাই সত্য
আর গিটতু না দিলে যে কি হই তা আর বলার অপেক্ষা রাখে না , তাই গিট্টু ছাড়া কোন উপায় নাই
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫১
আলতামাশ বলেছেন:
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
আমি বন্য বলেছেন:
ছোট ভাই ভালো আচেন নাহি
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩২
কাজী মামুনহোসেন বলেছেন: মাননীয় মহোদয়গনের দৃষ্ঠি আকর্ষন
লুঙ্গি নামক এক জাতীয় বস্তুর অবমাননার প্রতিবাদে আমিও একখানা পোস্ট প্রসব করিয়াছি।
জনাব এবং জনাবা গন,
আমার এই পোস্ট পড়লে জানতে পারবেন
লুঙ্গি আমাদের বাস্তব জীবনে কি কি কাজে লাগে
কে বা কাহারা আমাদের এই প্রানপ্রিয় লুঙ্গিকে বিশেষ এক এলাকা থেকে উৎখাত করার ষড়যন্ত্র করছে। ইত্যাদি ইত্যাদি
বিস্তারিত জানতে পড়ুন এই পোস্ট
Click This Link
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬
আমি বন্য বলেছেন: পরছি , খারাপ না
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৬
ইমরাজ কবির মুন বলেছেন:
পোস্ট পড়ে মজা পাইসি ||
০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
আমি বন্য বলেছেন: ধইন্যা
৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৫
ঘুড্ডির পাইলট বলেছেন: ছুট বেলা থিকা লুংগি পরি , অখন কোনহানের কিডা কি কইলো হের লাইগা লুংগি পরা বন্ধ করুম আমি এমন বোকা না !
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৭
আমি বন্য বলেছেন: হ ভাই ঠিক বলছেন, নিজেরা তো ঘরের মধ্যে ঠিকি পরবো এখন আমগো অধুকার কাইরা নিবার চায় ্আজীব
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আমার লুংগী পড়লে ভীষন সমস্যা হয় । রাতের বেলা যদি লুংগী পড়ে ঘুমাই, সকালে ঘুম থেকে উঠে দেখি লুংগী আমার পায়ের কাছে গড়াগড়ি করছে । লুংগী গলা দিয়ে বেরিয়ে পায়ের কাছে চলে যায় । পুরাই লুল........................... গোপন কথা ফাস কইরা দিলাম ।