নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নওরিন হোসেন

লেখালেখির ইচ্ছা ছিল অনেক আগে থেকেই... সেই ইচ্ছা বাস্তবায়ন এর চেষ্টা করছি ।

নওরিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

একটি বিকালের মৃত্যু

২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:২৮

আমাদের বিকালটা শুরু হল...
ঝিরঝিরে বৃষ্টি দিয়ে
দুজন কে ভিজিয়ে......
অজানা জায়গা, অচেনা মানুষ
চিনি শুধু তোমাকে, জানি শুধু তোমাকে
কিন্তু তুমি মাঝে মধ্যে নেই কেন তোমার মাঝে?
হয়তো আমি ব্যাস্ত অনেক...
নতুন দেখা সমুদ্র নিয়ে,
পাথরের উপর বসে আমি- মগ্ন তাকিয়ে
কেন বকছ?
তুমি তো জানো আমি কখনও
পাথরের উপর হাটিনি
তাই পরে যাচছি।
আমি তোমার হাত আশা করেছিলাম।।

আমি হাত বাড়ালাম তোমার মন ছুতে
হাত পূর্ণ হল বৃষ্টির পানিতে, সমুদ্রের নোনা জলে
আর রুপালি বালিতে ।

বুক ভরা সমুদ্রের তাজা বাতাস নিয়ে
ফিরছি তোমার সাথে
আধো আলো সিএনজিতে, খুব কাছাকাছি দুজনে,
তোমার নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইড কে
অক্সিজেন মেনে বুক ভরে শ্বাস নিয়েছি, কাঁধে মাথা রেখেছি,
আবেশে চোখ বুজেছি...... আর তুমি কিনা বললে,
আমাকে সংযত হতে, মানুষ কি ভাববে !!

আমি কি ভাবলাম জানি না,
তুমি কি ভাবছ সেটাই ছিল আমার ভাবনা ।
তোমার ছিন্ন চিন্তার জাল জোড়া দিতে,
কত সুঁই এ হাত ভরেছি ।
তোমার অস্থির মন কে শান্ত করতে,
নিজে কত টা অস্থির হয়েছি ।
তোমার ক্লান্ত দেহ কে প্রান দিতে, তোমার মলিন মুখে হাসি ফোটাতে
কখন যে নিজের আবেগ বিসর্জন দিয়েছি ।।

রুপালী সৈকতের সোনালি বিকাল টা
শেষ হল বেদনার এক বেগুনী রঙা সন্ধ্যায় ।
নীল জোছনার রাতের গল্পটা নাই বললাম,
কষ্টের রঙ যে গাঁড় নীল সেদিন যে বুঝলাম ।।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩২

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোই লাগলো।

ব্লগে স্বাগতম।

২| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৫

আসিফ হাওলাদার বলেছেন: অসাধারণ!রোমান্টিক আবহ সৃষ্টিকারী বাক্য-সমাবেশ!!

৩| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৯

নওরিন হোসেন বলেছেন: উৎসাহিত করার জন্য ধন্যবাদ । ব্লগে এটি আমার প্রথম লেখা ।

৪| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪২

শতদ্রু একটি নদী... বলেছেন: উত্তর দেবার জন্য সবুজ তীর চিহ্ন ক্লিক করে জবাব দিন। কমেন্টকারী নোটিফিকেশন পায়। ধন্যবাদ

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৭

নওরিন হোসেন বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

৫| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৩

জেন রসি বলেছেন: ভালো লেগেছে।

স্বাগতম। :)

৬| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৪

যুগল শব্দ বলেছেন:
হাত বাড়িয়ে ছুঁই না তোকে
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করিনা
এককে করি দুই।


এই কবিতাটি মনে পড়ে গেল!
ভালোলাগা রইল কবিতায়। +

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৯

নওরিন হোসেন বলেছেন: আপনার ছোট্ট কবিতা টি চমৎকার !

৭| ২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৫

কালের সময় বলেছেন: সুন্দর কাব্য । ভালো লাগা রইলো

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫০

নওরিন হোসেন বলেছেন: ধন্যবাদ !

৮| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৮

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।

২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫১

নওরিন হোসেন বলেছেন: ধন্যবাদ !

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৪

শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: বাংলা বল্গের দুনিয়ায় স্বাগত...
মন্তব্য করার ভাষা জানা নেই শুধু বলব ব্লগের প্রথম লিখায় এত আবেগ কিভাবে সম্ভব...???

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

নওরিন হোসেন বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.