নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুঠো মুঠো সূর্যের আলো
সব তোমায় দিলাম ।
ঘাসের ডগার যে শিশির বিন্দু গুলো ,
যারা সূর্যের আলোয় স্নান করে ,
তা ও তোমার জন্য ।
বন্ধু তুমি জানো কি ?
রোজ যে রক্তিম কৃষ্ণচূড়া গুলি ফোটে ,
তারা তোমার বন্ধুত্তের মতই উজ্জ্বল ।
আমার সব টাই তোমার জন্য ,
তোমার বন্ধুত্তের জন্য ,
বন্ধুত্তই চাই ,
এই রইল আশা ,
নিও এক বুক ভালবাসা ।।
২| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪০
জেন রসি বলেছেন: বন্ধুত্বের জয় হোক
৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪০
শায়মা বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর!!!!
২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৩
নওরিন হোসেন বলেছেন: ধন্যবাদ আপু !!
৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১১
কলমের কালি শেষ বলেছেন: বন্ধুত্ব টিকে থাকুক হাজারো বছর ।
২৪ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪৬
নওরিন হোসেন বলেছেন: সবার বন্ধুত্ব দীর্ঘজীবী হোক ।
৫| ০৬ ই মে, ২০১৫ রাত ১০:৪৭
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।
০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৪
নওরিন হোসেন বলেছেন: ধন্যবাদ
৬| ০৬ ই মে, ২০১৫ রাত ১০:৫৮
বটের ফল বলেছেন: বন্ধুত্ব'কে অনুভব করি খুব বেশি।
ভালো থাকুন অনেক বেশি ।
++++
০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:৪৫
নওরিন হোসেন বলেছেন: ধন্যবাদ ++++
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৯
শাফায়াত উল্লাহ রহমত বলেছেন:
সব আমাকে দিলে হবে কিভাবে...???
অন্তত এই গোলাপ টুকু নিজের কাছে রেখে দাও।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
নওরিন হোসেন বলেছেন: সব টুকু দেয়ার পরেও বন্ধুত্ত ফুরিয়ে যায় না বন্ধু ......
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:১১
অবনি মণি বলেছেন: ঘাসের ডগার যে শিশির বিন্দু গুলো ,
যারা সূর্যের আলোয় স্নান করে ,
তা ও তোমার জন্য ।