নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নওরিন হোসেন

লেখালেখির ইচ্ছা ছিল অনেক আগে থেকেই... সেই ইচ্ছা বাস্তবায়ন এর চেষ্টা করছি ।

নওরিন হোসেন › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার ডায়েরি

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১২


আমি আসবো সেদিন .........
থাকবে তুমি আনমনা,
চুপটি করে দেখবো তোমায়
আর আমার পাশে থামবে সময় ।

যেদিন.........
এই হরিণী চঞ্চলা হবে অবলা,
বলবো আমার যত কথা
ছিল এতদিন না বলা ।

সেদিন তুমি দাড়িয়ে থাকবে জানালার পাশে,
বৃষ্টি ছুঁতে এক হাত বাড়িয়ে,
দরজায় দাড়িয়ে আমি ভীষণ চাইব
তোমার হাত যেন মেঘ ছুঁয়ে যায় বৃষ্টি ছাড়িয়ে ।

আসবো আমি, যেদিন
সময় আমাকে সময় দিবে
বৃষ্টি আমাকে অভয় দিবে,
কোন এক সন্ধ্যা আমায় সঙ্গ দিবে ।
গভীর সব অনুভূতি আবেগি দৃষ্টি হেলে
তোমার সামনে দেবো মেলে,
তোমার চোখের বিন্দু জলে
আমি উত্তর পাবো সেদিন ।।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২০

গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর কবিতা । অপেক্ষার হোক অবসান ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

নওরিন হোসেন বলেছেন: ধন্যবাদ ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩২

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভাললাগার কবিতা-চমৎকার লিখেছেন ...

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩২

নওরিন হোসেন বলেছেন: :-)

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:১৩

গেম চেঞ্জার বলেছেন: বাঃ বাহঃ ভালো । চালিয়ে যান ।

এই নিন কাব্যকমেন্টঃ

ঝিরঝির বৃষ্টির শেষে, অবনীল গগনে সূর্যের সাতরঙা ধনু ওঠে,
লোকচক্ষুর আড়ালের দূর দূর উপত্যকা হতে,
সবুজ শ্যামল সর্বোচ্চ ভাললাগার বৃষ্টির ফোটা,
পাথারে মিলিত হবার বৈধ আকাঙ্খা নিয়ে,
বিলীন হবার মিছিল দিয়ে, একে একে সবাই,
ছোট ছোট ঝর্নাধারা হয়ে,
সোল্লাসে যখন পৌছাঁবে ঠিক তখন, ঠিক তখনি
আমাার অপেক্ষার হবে অবসান ।
তোমায় নিয়ে নৃত্য হবে, হবে সব আস্বাদন ।


২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৪

নওরিন হোসেন বলেছেন: ধন্যবাদ ভাইয়া :-)

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩০

আমি বিশাল...... বলেছেন: সেদিন তুমি দাড়িয়ে থাকবে জানালার পাশে,
বৃষ্টি ছুঁতে এক হাত বাড়িয়ে,
দরজায় দাড়িয়ে আমি ভীষণ চাইব
তোমার হাত যেন মেঘ ছুঁয়ে যায় বৃষ্টি ছাড়িয়ে ।

ভালো লিখেছেন । ভালো লাগলো ..........

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৩

নওরিন হোসেন বলেছেন: :-)

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৪

নওরিন হোসেন বলেছেন: :-)

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৭

নওরিন হোসেন বলেছেন: :-)

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩১

কস্কি বলেছেন: আহা!!!! :P :P :P

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৮

নওরিন হোসেন বলেছেন: :-)

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৪

শাফায়াত উল্লাহ রহমত বলেছেন: গতানুগতিক ধারার বাহিরে সুন্দর লিখা।
আপনি আসবেন আপনার সময় যখন আপনাকে সঙ্গ দিবে কিন্তু প্রশ্ন হল সে কি আপনার আসার প্রতিক্ষায় বসে আছে নাকি এরই মাঝে বৃষ্টিতে হাত ভিজিয়ে ফেলেছে...??????
|-) |-)

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩০

নওরিন হোসেন বলেছেন: আমি তার প্রতীক্ষায় আছি আর বৃষ্টি তে ভেজা হাত ধরতে আমার আপত্তি নেই ।
:) :) :)

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭

রুদ্র জাহেদ বলেছেন: আসবো আমি, যেদিন
সময় আমাকে সময় দিবে
বৃষ্টি আমাকে অভয় দিবে,
কোন এক সন্ধ্যা আমায় সঙ্গ দিবে ।
গভীর সব অনুভূতি আবেগি দৃষ্টি হেলে
তোমার সামনে দেবো মেলে,
তোমার চোখের বিন্দু জলে
আমি উত্তর পাবো সেদিন ।।

খুব ভালো লাগল

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৩

নওরিন হোসেন বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.