নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তম
তথাপি তারা আসলো...
আমাদের মাঝে,
একদা তোমার জীবনের ফুল
এখন কাঁটার সাজে ।
কীভাবে আসলো তারা সেতো এক ইতিহাস,
তোমার উদাসীনতা আমার জীবনের পরিহাস।
তারা সত্য, তাদের তুমি অমরত্ব দিয়েছ,
রেখেছ নষ্ট সৃতিগুলো, সবার আড়ালে,
রুচি নিয়ে প্রশ্ন করব না আজ,
প্রশ্ন...আমায় কেন জড়ালে?
তথাপি প্রিয়তম,
বলব না চলে যাচ্ছি।
আত্মা সেতো চলেই গেছে,
শুধু শরীর টা বয়ে বেড়াচ্ছি।
সময় ফুরিয়ে গেছে আমাদের,
লীলা খেলা হোল সাঙ্গ
হয়তো আমিও একদিন সৃতি হয়ে থাকব,
আহ ! জীবনের শ্রেষ্ঠ ব্যাঙ্গ !!!
২| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০
কিরমানী লিটন বলেছেন: সময় ফুরিয়ে গেছে আমাদের,
লীলা খেলা হোল সাঙ্গ
হয়তো আমিও একদিন সৃতি হয়ে থাকব,
আহ ! জীবনের শ্রেষ্ঠ ব্যাঙ্গ !!!
অসাধারণ... !!!
৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২২
সুমন কর বলেছেন: তথাপি প্রিয়তম,
বলব না চলে যাচ্ছি।
আত্মা সেতো চলেই গেছে,
শুধু শরীর টা বয়ে বেড়াচ্ছি।
ভালো লাগা রইলো।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৩
গেম চেঞ্জার বলেছেন: নরম গরম কাব্য!!
৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৪
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালোই। চালিয়ে যান। বানানে আরেকটু নজর দিয়েন। আর কবিতা লেখার অভ্যাস কি নতুন নাকি আগে থেকেই লিখতেন? কন্সেপ্ট ভালো হলেও পরিনত মনে হয়নি সেভাবে। যদি নতুন হয় তবে বলবো কবিতা অনেক কাটাকাটি করবেন। লিখে ফেলছেন দেখে মায়ার জন্য কিছু লাইন বাদ দিয়ে আবার নতুনভাবে সাজাইতে না পারলে পারফেকশন আসেনা। আবার অনেক লিখলে আর পড়লে এমনিতেই কিছু লেখা যায়।
শুভকামনা রইলো।
৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৪
নওরিন হোসেন বলেছেন: ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮
কালের সময় বলেছেন: