নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যি বলছি, এভাবে আর চাইবো না।
ধূসর মরুর বুকের তপ্ত বালির শপথ ,
বালির গভীরে অবহেলায় লুকানো মৃত পথিকের
অজানা করুন ভালোবাসার শপথ..
ভালোবাসার মরীচিকায় আমি আর বিশ্বাস
প্রতিস্থাপন করবো না।
তারার মেলায় নগ্ন আকাশের নিচে,
ঠান্ডায় যদিও কাপুনি উঠবে জানি,
আমি দেখেও তোমায় দেখবো না।
ভোরের স্নিগ্ধ সুষমায় ওই মুখখানায়
আমার পূর্বে রবির পূর্ণ ক্ষমতা থাকবে
তোমাকে ছোয়ার, আমি বারণ করবো না।
সত্যি বলছি, এইবার আমি নিস্তার চাই,
আমার সমস্ত নির্লজ্জ আবেগের কাছ থেকে ,
যারা তোমার বিশাল সমুদ্রে মাথা কুটে মরে।
ভিক্ষুকের থলের পয়সার রিনিঝিনি বড্ড করুণ
জানো কি!
রাস্তার কুকুরদের খাবার কাড়াকাড়ি করে
খাওয়ার মতই ব্যাপার টা।
এত করুণ নিঃসরণ ভালোবাসার
আমার আর সইবে না।
তাই... আমি আজ পাগলা ঘোড়ার থেকে
ভালোবাসার লাগাম সরিয়ে নিলাম।
তোমার কাছে প্রাপ্য সময় গুলো কে
নিজের বশে নিলাম।
সময়কে আজ লাগাম দিলাম ,
আর তোমায় কথা দিলাম...
কোনভাবেই তোমাকে আর চাইবো না।
---- নওরীণ হোসেন
২| ০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫৫
সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৩
আহসান হাবীব রুদ্র বলেছেন: ++++++