নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোয়েট্রিক জাস্টিস বলে একটা টার্ম আছে আমরা সবাই এই জাস্টিসের অপেক্ষায় আছি

noyon2009

noyon2009 › বিস্তারিত পোস্টঃ

B-) ভোট B-)

৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:০২

সবকিছু যখন ঘরে চলে আসতেছে তখন ভোট দিতে আমার ভোটকেন্দ্রে কেন যেতে হবে? এন আইডি ভেরিফাই করে মোবাইল দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা থাকলে ভালো হয়। পোস্টাল ব্যালটের সিস্টেম তো আগে থেকেই আছে। তখন আর সেটার ও প্রয়োজন থাকবে না। :) প্রিয় ব্লগারগন আপনারা কি বলেন?

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:১৫

জুন বলেছেন: আমি অনলাইনে ভোট দিতে আগ্রহী । ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে :-<

২| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:২০

কামাল১৮ বলেছেন: উত্তম প্রস্তাব।

৩| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এমন ব্যবস্থা হয়তো সামনে হবে।

৪| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪০

রাােসল বলেছেন: এটি সুষ্ঠু নির্বাচনে সহায়ক হতে পারে। আমাদের প্রযুক্তি আপডেট করতে হবে।

৫| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪২

বাকপ্রবাস বলেছেন: কেউ যদি খাইয়ে দেয় তাহলে খাবনা কেন? সরকারতো বলছে আপনার আসার দরকার নেই ভোট আমরাই দিয়ে দেব। ব্যাবস্থাটা এতটাই উন্নয়ন হয়েছে যে, মৃতরাও এখন ভোট দিতে পারছে। সুতরাং নাকে তেল আর ঘুম

৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫২

noyon2009 বলেছেন: যথার্থ

৬| ৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: না রে ভাই, তাও ত কষ্ট হবে; তার চেয়ে দরকার ভোট নাই

৩০ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৬

noyon2009 বলেছেন: কি কষ্ট হবে ভাই ?

৭| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: আইডিয়া মন্দ নয়।

৮| ৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সবার আগে এমন একটা ফুলপ্রুফ সিস্টেম দরকার, যাতে একজনের ভোট অন্যজনে না দিতে পারে। এরপর আপনি চেষ্টা করুন ঘরে বসে অনলাইনে ভোট কাস্টিঙের জন্য। অনলাইনেও যে কারচুপি হতে পারবে না, ব্যাপারটা তা না। আপনার ডিভাইস যেমন হ্যাক হতে পারে, অনলাইন ভোটিং মেশিনেও (ধরুন এর নাম OVM or Online Voting Machine) আপন মনের মাধুরী মিশিয়ে যত খুশি তত ভোট দেয়া যেতে পারে। এ ব্যাপারে আপনার কতটুকু নলেজ আছে জানি না।

সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা এনশিওর করা গেলে সব সিস্টেমই চালু করা যাবে।

আপনার এ পোস্টের সাথে জুড়ে দেয়া উচিত ছিল, পৃথিবীর কোন কোন দেশে অনলাইন ভোটিং সিস্টেম চালু আছে, তাদের সাফল্য-ব্যর্থতা, ইত্যাদি। এটা শুধু মুখের কথা না। ইভিএম দিয়েও এখন পর্যন্ত অনেক উন্নত দেশে ভোট হয় না, আর বাংলাদেশে ইভিএম তো আছেই, একধাপ পেরিয়ে ওভিএম-এ যাওয়া অনেক কঠিন অপশন।

০১ লা ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৩১

noyon2009 বলেছেন: আমি শুদ্ধু সম্ভাবনার কথা বলেছি ।

৯| ০১ লা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি শুদ্ধু সম্ভাবনার কথা বলেছি ।

আলো আসবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.