নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে অপেক্ষার প্রহর ফুরালো। গ্রেন্ড থেফট অটো নিয়ে অনেকেরই রয়েছে নস্টালজিয়া। অনেকে অপেক্ষায় ছিলেন কবে আসবে গেমটির পরবর্তী সংস্করণ। প্রতিষ্ঠানটি জানিয়েছে ৫ ডিসেম্বর গেমটির ট্রেইলার উন্মুক্ত হওয়ার সাথে সাথে সকল গেম প্রেমীরা হুমরি খেয়ে পরেছে। যদিও রকষ্টার কোম্পানী গেমটি রিলিজ করবে ২০২৫ সালে। জিটিএ ৫ প্রকাশের পর ১০ বছর পেরিয়ে গেছে। মাইনক্রাফটের পর এটি সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভিডিও গেমের খেতাব পেয়েছে। এখন পর্যন্ত গেমের কপি বিক্রি হয়েছে ১৮ কোটি ৫০ লাখ কপির বেশি। কয়েক বছর ধরেই জিটিএ ৬-এর উন্নয়নে কাজ করছে রকস্টার গেমস। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে কোম্পানিটি প্রথম উন্নয়নসংক্রান্ত তথ্য প্রকাশ করে। এর আগে গেমিং জায়ান্টটির প্রেসিডেন্ট স্যাম হাউজার ডিসেম্বরে কোম্পানির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ট্রেলার উন্মোচনের ঘোষণা দিয়েছিলেন। খবর এখানেই শেষ নয়। নেটফ্লিক্সের সঙ্গে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে রকস্টার। এর মাধ্যমে বেশকিছু গেম স্ট্রিমিং জায়ান্টটির গেমিং সেগমেন্টে আনা হবে বলে জানা গেছে। এর অংশ হিসেবে ১৪ ডিসেম্বর থেকে নেটফ্লিক্স মোবাইল সাবস্ক্রাইবারদের জন্য জিটিএ ৩, ভাইস সিটি ও স্যান অ্যান্দ্রেজের মতো গেম নিয়ে আসা হবে।
০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৮
noyon2009 বলেছেন: ভাই তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই তাই টাইটেল এ ভুল হয়েছে । আমি দোষী ক্ষমা করবেন।
২| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: প্রেসিডেন্ট স্যাম কোন দেশের প্রেসিডেন্ট?
০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪০
noyon2009 বলেছেন: ভাই উনি রকস্টার গেমসের বর্তমান সভাপতি, এবং এই গেমের প্রযোজক
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫২
বিজন রয় বলেছেন: আমি এসব বুঝি না বাপু, তাই কিছু বললাম না।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০১
ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখার টাইটেল দেখে মনে হয়েছিলো যে রিলিজ হয়ে গেলো।
যাইহোক, প্রথমে বুঝান যে, প্রতিক্ষার "অবসান" ফুরায় ক্যামনে?
এরপর একটু বুঝাবেন, ক্যামনে প্রতিক্ষার "অবসান" ফুরালো!