নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল তো সবাই যার যেই মুভি ভালো লাগে সেটা তেই Masterpiece শব্দ টা জুড়ে দেয়, কিন্তু মাস্টারপিস কাকে বলে সেটা এই মুভি টা দেখলেই বুঝতে পারবেন।
Movie: 12th Fail (Restart)
Genra: Biographical
IMDB Rating: 9.2/10
Personal Rating: 9.8/10
(স্পয়লার নেই)
ইন্ডিয়ার কোনো এক কোনে ছোট্ট একটা গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা কলেজ ফেইল এক তরুনের IPS হয়ে উঠার গল্প।
পুরো গল্পটায় সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, ২ ঘন্টা ২৬ মিনিটের সিনেমা আপনাকে ১ সেকেন্ডও বোর হতে দিবেনা, এটা শুধু পড়লেখা করে প্রতিষ্ঠিত হওয়ার গল্প না, জীবনের প্রতিটি পদক্ষেপে বার বার হেরে গেলেও রিস্টার্ট করে আপনি যদি ফিরে আসেন, আপনার চেষ্টা যদি থাকে তাহলে আপনি সফলতার মূখ অবশ্যই দেখবেন।
২০২৩ এর সেরা মুভি এটা, এটার কোনো তুলনা হয় হবে না। এই মুভির বিন্দুমাত্র স্পয়লার দিতে চাচ্ছি না তাই বিস্তারিত আর কিছু বললাম না, আপনারাও একরাশ মুগ্ধতা নিয়ে দেখুন আর জীবনের যে প্রান্তে হেরে গিয়েছেন ভেবে থেমে গিয়েছিলেন সেখান থেকে আবার শুরু করুন, সফলতা আসবেই।
হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয়, হেরে যাওয়া মানে নতুন উদ্যমে আবারো ফিরে আসা
যারা হিন্দী ভাষা বুঝেন না তারা বাংলা সাব দিয়ে দেখতে পারেন।
Must Watch Movie ❤️
২| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৯
নয়ন বড়ুয়া বলেছেন: দেখেছি...
ভালো সিনেমা...
৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০১
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মুভিটা নামানো আছে, আজ হয়ত দেখব।
৪| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:০৪
অপু তানভীর বলেছেন: এই মুভি আমাদের বিসিএস কিংবা অন্য সরকারি চাকরী প্রত্যাশিদের আরো অনুপ্রাণিত করবে ।
যারা নিম্নবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান তাদের জীবনের স্ট্রগল এই মুভির মতই । বরং আরো বেশি । এখানে তো সাপোর্টিভ ক্যারেকটার রয়েছে কিন্তু বাস্তবে ছেলেদের কোন সাপোর্ট থাকে না । সব থেকে বেশি কথা শুনতে হয় নিজের মানুষদের কাছ থেকেই।
০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৬
noyon2009 বলেছেন: এখানে যে সাপোর্টিভ ক্যারেকটার রয়েছে তা রুপক অর্থে নেই নাই মেইন স্টোরিতেও আছে। মুল কথা কোন চরিত্র কাল্পনিক ছিলো না
৫| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৫
বিজন রয় বলেছেন: ভালো মুভি তো!
দেখতে হবে।
আপনি না পোস্ট দিলে তো জানতেই পারতাম না।
আপনাকে ধন্যবাদ।
০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫
noyon2009 বলেছেন: ভাই দেখিয়েন ভালো না লাগলে পয়সা ফেরত
৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: মুভিটা অবশ্যই দেখব।
৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ডাউনলোড দিয়ে রেখেছি দু দিন আগে। দেখে ফেলব আজ।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১২
শূন্য সারমর্ম বলেছেন:
আমাদের বিসিএস যোদ্ধা নিয়ে মুভি বানানো দরকার।