নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরে লিখবো

নায়না নাসরিন

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

নায়না নাসরিন › বিস্তারিত পোস্টঃ

কাউকে ভালোবেসেছিলাম

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৪


- জীবনানন্দ দাশ
কাউকে ভালোবেসেছিলাম জানি
তবুও ভালোবাসা,
দুপুরবেলার সূর্যে ভোরের শিশির
নেমে আসা,
ভোরের দিকে হৃদয় ফেরাই
যাই চলে যাই-
নীল সকালে যাই চলে যাই-
একটি নদী একটি অরূণ
শিউলি শিশির পাখি-
'আমরা মায়ার মনের জিনিস
মায়াবিনীর বেলায় শুধু জাগি'
বলছে সে কোন্‌ ত্রিকোণ থেকে
ছায়ার পরিভাষা।
কাউকে ভালোবেসেছিলাম, জানি,
তবুও ভালোবাসা।
সে কোন্‌ সুদূর মরুর মনে চলে গেছ
হায়, যাযাবর তুমি,
সেইখানে কি মিলবে বনহংসী বাঁধা বাসা!

হায় বলিভূক, কখন ভেবেছিলে
মাটি ছেড়ে দূর আকাশের নীলে
ধূসর ডানার অগ্নি ছেড়ে দিলে
মিটে যাবে মায়াময়ী মাটির পিপাসা।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৫

আরজু পনি বলেছেন:
শুভ ব্লগিং...

:)

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৯

নায়না নাসরিন বলেছেন: আপনাকে দেখে অনেক খুশি হয়েছি আপু :)

২| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০৫

নিলয় নীল বলেছেন: জীবন মানেই প্রেম

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৬

নায়না নাসরিন বলেছেন: জী

৩| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: কাউকে ভালোবেসেছিলাম জানি
তবুও ভালোবাসা,
দুপুরবেলার সূর্যে ভোরের শিশির
নেমে আসা,
- খুব সুন্দর!
ব্লগিং জগতে আপনাকে জানাচ্ছি সুস্বাগতম! এখানে আপনার বিচরণ স্বচ্ছন্দ হোক, আনন্দময় হোক, দীর্ঘস্থায়ী হোক!

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৭

নায়না নাসরিন বলেছেন: ধন্যবাদ

৪| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৪

সাহসী সন্তান বলেছেন: জীবনানন্দ দাশ আমার খুবই প্রিয় একজন কবি! তার কবিতা দিয়ে আপনার ব্লগীয় পথ চলা শুরু হয়েছে দেখে ভাল লাগছে!

ব্লগে স্বাগত! হ্যাপি ব্লগিং.....!! !:#P

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৯

নায়না নাসরিন বলেছেন: ধন্যবাদ :D

৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,




জীবনানন্দ দিয়ে আপনার যাত্রা শুরু করলেন । এ যাত্রাপথে জীবনের সব আনন্দ থাকুক আপনাকে ঘিরে । এই ব্লগে আপনার বিচরন যেন প্রোপিকের পাখিটির মতো ডানা মেলে নিঃসঙ্কোচ উড়ে বেড়ানোর মতো হয় ..............

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৮

নায়না নাসরিন বলেছেন: ভাইয়া আপনি এসেছেন দেখে কি যে খুশি লাগছে । বলে বোঝাতেই পারবো না । উনিও আপনার মত আমার আরেকটা পৃয় কবি ।

৬| ১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৯

জুন বলেছেন: ব্লগে স্বাগতম নায়না নাসরিন।
ভালোবেসেছিলেন!! বলেন কি!! ওসব মিত্থ্যে অভিনয়। ওতে ভুলবেন না। ভালোবাসা মানে ভালোবাসার মানুষকে নীচতা, হিংস্রতা, অপমান অপদস্থ করার সুযোগ পাওয়া। সুযোগ বুঝে ঠেলে ফেলা মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে। যে কাজ নিজে করছি তা নিয়ে অন্যকে অপমান করা। কথাগুলো কঠিন হয়ে গেল কি? জানিনা আপনার বয়স কত? তবে পরিনত বয়সে এসে মনে মনে বলবেন আপুটা ঠিকই বলেছিল।
জীবনানন্দ এত ভালোবেসেছিল বলেই হয়তো ট্রামের তলায় গলা পেতে দিয়েছিল। আজকের কবিরা ভালোবাসার জন্য এসব করবে না। তারা আপনাকেই তা করার জন্য ব্যাবস্থা করবে।
যাক আপনার সুন্দর পোষ্টে এত সুন্দর সুন্দর মন্তব্যের মাঝে আমার এত কঠিন কথা বলা ঠিক হয় নি নায়না। হয়তো ভালোবাসার কথা শুনেই আক্রোশে এত কথা বলা। তাছাড়া আমি ঠিক সুস্থও নই বর্তমানে। তাই ক্ষমাপ্রার্থী।
+

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৩

নায়না নাসরিন বলেছেন: আপু স্বাগতম আমার এখানে । আপনাকে দেখে কি যে ভালোলাগছে ।
না আপু রাগ করবো কেন। আর মাপই বা চাইছেন কেন ? আপনি মনে হয় আমার থেকে বয়সে বড় । জানেন অনেক কিছু । আবার আসবেন আপু ।

৭| ১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:১৪

এফ.কে আশিক বলেছেন: জীবনানন্দ দাশে, শুভ পথ চলা......।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৪১

নায়না নাসরিন বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৮| ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,




প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ । তবে লিখেছেন ---- উনিও আপনার মত আমার আরেকটা পৃয় কবি । কার কথা বলেছেন বুঝতে পারিনি । নিশ্চয়ই জীবনানন্দকে বুঝিয়েছেন । কিন্তু আমি যে তার নখেরও যোগ্য নই তাই দ্বিধায় পড়ে গিয়েছিলুম ।
উনি আমার মতো প্রিয় হয় কি করে ! ওঁর স্থান তো অনেক অনেক আগে । হতে পারতো, আপনিও ওনার (জীবনানন্দর) মতো প্রিয় কবি ।

তবে আমার মন্তব্যের প্রতিউত্তর দেখতে এসে ব্লগার “জুন” এর আক্রোশের কথাগুলো নজরে এলো । মনে হয়, জুন একপেশে ভাবে মেয়েদের পক্ষ হয়ে ছেলেদের দোষারোপ করে গেছেন । যেহেতু জুন এ সাবধান বাণী আপনাকেই শুনিয়েছেন তাই সঙ্গত কারনেই ধরে নিতে হয় ছেলেদের দিকেই আঙুল তুলেছেন । অভিযোগ, অপবাদ তো মেয়েরাও ছেলেদের দেয়, তাইনা ?
ভালোবাসা যদি সত্যিই থাকে তবে তার কথামতো হিংস্রতা, অপমান, অপদস্ত করা, মিথ্যে অপবাদ দেয়া ইত্যাদি প্রশ্ন অবান্তর হয়ে ওঠার কথা। ওগুলো তখনই ঘটবে যখন ভালোবাসার নামে মিথ্যাচার করা হবে ।
যিনি ভালোবাসাকে এতোটা নীচের বলে ভাবেন তার হয়তো বোঝার কোথাও ভুল থাকে। আর মানুষ রাগে অন্ধ হলে নিজের ভুলটা কিছুতেই স্বীকার করতে চায়না । নিজের ভুলটা বুঝতে পেরে অনুশোচনায় নিজেই পুড়ে মরে আর রাগ আরও চড়তে থাকে । এই অবদমিত রাগ থেকেই অপবাদ দেয়ার ঘটনাগুলো ঘটে যায় । আর নিজের দোষটা ঢাকতে মরিয়া হয়ে ওঠে । এমনটা ছেলে বা মেয়ের যে কারো পক্ষ থেকে হতে পারে । এজন্যে ছেলেরা একক ভাবে কোনও ক্রমেই দায়ী নয় মনে হয় ।
আর জীবনানন্দ সম্ভবত বেশী ভালোবাসার কারনে ট্রামের তলায় গলা পেতে দেননি । দিয়েছেন অর্থনৈতিক অস্বচ্ছলতার কারনে । যদিও তার মৃত্যু নিয়ে কন্ট্রোভার্সি আছে ।

যাকগে, জুন এর মতো আমারো হয়তো এসব বলা ঠিক হয় নি ।

ভালো থাকুন আর কবিতাতেই থাকুন । রাতের শুভেচ্ছা ।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:১৬

নায়না নাসরিন বলেছেন: ভাইয়া আপনার এই মন্তবটি আমার ফেবুতে শেয়ার দিয়েছি । সবাই জানবে উনি কেমন টাইপ =p~

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:০৮

নায়না নাসরিন বলেছেন: মুছে দিয়েছি ভাইয়া :)

৯| ১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৪

আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,




অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

১৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪০

নায়না নাসরিন বলেছেন: আবার আসার জন্য বিধায় থেংকু থেংকু থেংকু :)
আপনার ফেবু আইডির লিং টা দ্যান ---- আমি এড করে নেবো ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.