![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯
নায়না নাসরিন বলেছেন: আপু আপনার মন্তব্য পেয়ে ধন্য হোলাম
২| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৩১
আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,
ধন্যবাদ শেয়ার করার জন্যে ।
তবে উপরে "মানবী"র মন্তব্যের মতো আমিও বলি , ছবিগুলোর কিছু কিছু বর্ণনা দিন । এতে পোস্টটি আরো আকর্ষনীয় হবে ।
০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৪২
নায়না নাসরিন বলেছেন: পরামর্শের জন্য তোমাকেও ধন্যবাদ ভাইয়া
অনেকদিন পরে ব্লগ পাতায় এসে তোমাদের দেখা পেয়ে কি যে ভালোলাগছে ।
৩| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৩৭
সুমন কর বলেছেন: শিল্পীদের নাম দিলে আরো ভালো হতো।
০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৪৩
নায়না নাসরিন বলেছেন: নাম জানিনা তো তাই
৪| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৫৫
পথে-ঘাটে বলেছেন: চমৎকার সব পেইন্টিং। ছোট আকারে ক্যাপশন বর্ণনা থাকলে আরও ভাল হত মনে।
২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৬
নায়না নাসরিন বলেছেন: আর ভুল হবে না ভাইয়া
৫| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২১
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো
২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৬
নায়না নাসরিন বলেছেন: থেংকু
৬| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৩১
সামিউল ইসলাম বাবু বলেছেন: পথে-ঘাটে বলেছেন: চমৎকার সব পেইন্টিং। ছোট আকারে ক্যাপশন বর্ণনা থাকলে আরও ভাল হত মনে।
২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৭
নায়না নাসরিন বলেছেন: আর ভুল হবেনা ভাইয়া
৭| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:৩৯
কানিজ রিনা বলেছেন: বেশভালছবিগুল
২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৭
নায়না নাসরিন বলেছেন: ধন্যবাদ আপু
৮| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫
জীবন সাগর বলেছেন: সুন্দর হয়েছে আর্ট
ভালো লাগলো পোষ্ট +++++
২১ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৫৯
নায়না নাসরিন বলেছেন: বিদেশী আর্ট ভাইয়া
৯| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিগুলো চমৎকার।
ধন্যবাদ বোন নায়না নাসরিন।
২১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০০
নায়না নাসরিন বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১০| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৮:৫৩
জুন বলেছেন: আপনার দেয়া ছবিগুলো অসাধারন নায়না । সাতসকালে আপনার ছবি দেখে মন ভরে গেলো নায়না ।বহুদিন পরে চমৎকার ছবির সংগ্রহ নিয়ে আসলেন মনে হলো । আবার হারিয়ে যাবেন না যেন
উপরে মানবী আর আহমেদ জী এস এর কথাগুলো ভেবে দেখতে পারেন । ওনারা দুজনাই অত্যন্ত শ্রদ্ধেয় এবং জ্ঞানী ব্লগার ।
শুভকামনা জানবেন
ভালোলাগা রইলো ।
+
২১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০১
নায়না নাসরিন বলেছেন: আপনার কথাগুলি মুল্যবান। পরের বার ভুল হবে না প্রিয় আপু
১১| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর ছবিগুলো +
২১ শে মার্চ, ২০১৭ সকাল ৮:০১
নায়না নাসরিন বলেছেন: ধন্যবাদ
১২| ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩
আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,
কি হলো আপনার ? ছবিগুলোতে ক্যাপশান দিলেন নাতো !
শুভেচ্ছান্তে ।
২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
নায়না নাসরিন বলেছেন: ভাইয়া আবার আসায় কিযে খুশী লাগছে। আমি নতুন বিধায় কেপসনের ব্যপারটা ঠিক বুঝিনা। কেমনে দিব?ফেসবুক নাই বলছিলেন। ইয়াহু মেইল আছেতো? মেইলে সাহায্য করতে পারবেন
১৩| ২১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
মনিরা সুলতানা বলেছেন:
চমৎকার ছবি সব গুলোই ভালো লেগেছে
০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৮
নায়না নাসরিন বলেছেন: থ্যংকু আপু
১৪| ২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: বেশ কালারফুল, ভালোলাগা জানিয়ে গেলাম।
০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১০
নায়না নাসরিন বলেছেন: কালারফুলই আমার পছন্দ ভাইয়া ।থ্যংকু থ্যংকু মেনি মেনি
১৫| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৫
আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,
ক্যাপসান হলো ছবির ভাবের সাথে মিলিয়ে কিছু কথা লেখা । অর্থাৎ পোস্টদাতা ছবিটি দিয়ে কি বোঝাতে চাইছেন তা । ছবির উপরে নীচে যে কোনও জায়গাতে ছবি সংলগ্ন করে লিখবেন । এটা ছবি সম্পর্কে কিছু বলা ।
যেমন প্রথম ছবিটির ক্যাপসান দিতে পারেন এমন ---- কি কথা তাহার সাথে !!!
৬ নম্বর ছবিতে দিতে পারেন এমন .... কে আবার বাজায় বাঁশী এ ভাঙা কুঞ্জবনে ........
এমন করে ভেবে ভেবে লিখুন ।
০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১২
নায়না নাসরিন বলেছেন: ওহ জী এস ভাইয়া আপনি এত্তগুলা ভালো । কি সুন্দর শিখায়ে দিলেন কেপশন দেয়ার সিস্টেম । এখন থেকে দেখবেন আর একটুও ভুল হবে না। থেংকু মেনি মেনি
১৬| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৯
প্রবাসী দেশী বলেছেন: ছবিগুলো অসাধারন
০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৩
নায়না নাসরিন বলেছেন: থেংকু ভাইয়া
১৭| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৪
খায়রুল আহসান বলেছেন: চমৎকার সব পেইন্টিং! সবগুলোই ভাল লেগেছে, সবগুলোই আপন প্রভায় উজ্জ্বল, তবে আমার কাছে ৪, ৫, ৬ আর ৭ নম্বরের ছবিগুলো বেশী ভাল লেগেছে।
অন্য আরো অনেকে যেমনটি বলেছেন, প্রতিটি ছবি সম্পর্কে আপনার নিজস্ব ভাবনার কিছু কথা শুনতে চাই।
আমি নতুন বিধায় কেপসনের ব্যপারটা ঠিক বুঝিনা। কেমনে দিব? -- ১২ নং প্রতিমন্তব্য সম্পর্কে বলছিঃ
আপনার পোস্টের নীচে এডিট করুন এ ক্লিক করুন। তারপর প্রতিটি ছবির লিঙ্কের পাশে (ইংরেজীতে লেখা) কার্সার এনে একটা স্পেস দিয়ে এন্টার চাপুন। কার্সারটা নীচের লাইনে চলে গেলে নিজের কথা লিখুন। এভাবেই সবগুলো লিঙ্কের নীচে গিয়ে কিছু কথা লিখুন, যা পাঠকেরা জানতে চেয়েছেন। এভাবেই সম্পাদনা করা হয়ে যাবে। সম্পাদনা হয়ে গেলে পোস্ট যেভাবে সাবমিট করেন, সেভাবেই আপডেট করুন এবং প্রিভিউ দেখুন ক্লিক করুন এবং তার পরে পোস্ট করুন ক্লিক করুন।
পরের বার ভুল হবে না প্রিয় আপু (১০ নং প্রতিমন্তব্য) -- পরেরবারের জন্য অপেক্ষা না করে এবারেই সম্পাদনা করে নিয়ে প্রিয় আপুকে খুশী করুন। এখনই!
১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬
নায়না নাসরিন বলেছেন: পরীক্ষায় ব্যস্ত ছিলাম ভাইয়া তাই এমন সুন্দর কমেন্ট দেখতে দেরি । জী এস ভাইয়া শিখায় দিছেন কেপশন দেয়া । পরের বার ভুল হবে না পরেরবারের জন্য অপেক্ষা না করে এবারেই সম্পাদনা করে নিয়ে প্রিয় আপুকে খুশী করুন। এখনই!
প্রিয় আপু একা কেন ? সব্বাইকে খুশি করার জন্য পরের বার । ব্লগে আমার সত্যি সত্যি প্রিয় আপু কিন্ত অন্য কেউ ভাইয়া
উনি অনেক প্রিয় সবার কাছেও
বৈশাখির শুভেচ্ছা নিবেন
১৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫
সামিয়া বলেছেন: সুন্দর পোস্ট। ভাললাগলো ।।
১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৩
নায়না নাসরিন বলেছেন: ধন্যবাদ ইতি সামিয়া
১৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫১
বিলিয়ার রহমান বলেছেন: নায়না নাসরিন
আপনার পোস্ট করা ছবি গুলো নিঃসন্দেহে সুন্দর! তবে ছবির সাথে বর্ণনাটা( মানে কে এঁকেছেন, কবে এঁকেছেন ইত্যাদি) জুড়ে দিলা আমরা আপনার মুন্সিয়ানার আর একটু পরিচয় পেতে পারতুম!
তবুও পোস্টে ভালোলাগা!
১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৪
নায়না নাসরিন বলেছেন: জী ভাইয়া আর ভুল হবে না
২০| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্যিই অদ্ভুত লাগে আঁকাগুলো
খুব সুন্দর পোস্ট আপি।
আসলে সুন্দর পোস্ট গুলো দৃষ্টি এড়িয়ে চলে যায়
ব্যস্ততা আর সব সময় ব্লগে না থাকার কারণে এমন হয়।
১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৬
নায়না নাসরিন বলেছেন: অসুবিধা নাই আপি সব লেখা কি আর পড়ার টাইম হয় ? দেরিতে হলেও আসছেন তাই অনেক খুশি হয়েছি
২১| ২৬ শে মে, ২০১৭ ভোর ৬:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর, ভালোলাগা জানিয়ে গেলাম।
১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৭
নায়না নাসরিন বলেছেন: আসার জন্য ধন্যবাদ ভাইয়া
২২| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭
ওসেল মাহমুদ বলেছেন: ছবিগুলো অসাধারন ! শুভকামনা !
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৭
নায়না নাসরিন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১:২৪
মানবী বলেছেন: অসাধারন সব পেইন্টিং, শেষেরটা সবচেয়ে ভালো।
শেয়ার করার জন্য ধন্যবাদ নায়না নাসরিন।
প্রথম ছবির পর তিন চার লাইনের কিছু একটা লিখে পোস্ট করলে প্রথম পাতার পুরোটা জুড়ে সব ছবি আসবেনা মনে হয়, এতে অন্য পোস্ট গুলোও প্রথম পাতায় ভালো দেখা যাবে :-)
ভালো থাকুন।