![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গেলে অবশ্যই বন্ধুদের সহায়তা প্রয়োজন। কিন্তু সেই পথে মানুষ অনেক সময়ই চিনতে পারেনা কে সত্যিকারের বন্ধু আর কে শত্রু। এই বিষয়েও বেশ কিছু পরামর্শ দিয়েছেন চাণক্য ছিলেন ভারতের শিক্ষক, দার্শনিক, অর্থনীতিবিদ চাণক্য।
চাণক্য বলেন, প্রতিটি মানুষেরই রয়েছে দুই মুখ। একটি হল যেটি তার সত্য মুখ অপরটি হল সময়ের সঙ্গে সঙ্গে মানুষের যে স্বভাবের পরিবর্তন হয় সেই মুখ।
তিনি আরও বলেছেন, কোনও বন্ধুকেই অন্ধভাবে বিশ্বাস করতে নেই। আবার কোনও বন্ধুত্বকেই কোনও নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে বিশ্বাস করতে নেই। যে চারটি ধাপে মানুষকে বিশ্বাস করা উচিত সেই প্রসঙ্গে চাণক্য দিয়েছেন বিশেষ ৪টি পরামর্শ-
১। যাদের মধ্যে প্রচুর ইগো রয়েছে। তাদেরকে কখনই বিশ্বাস করা উচিত নয়। তাকে কোনও সুযোগ দিলেই তারা সেটির অসদ্ব্যাবহার করেন।
২। প্রথম থেকেই কারোর ব্যাপারে কোনও মন্তব্য করতে নেই। প্রথম সাক্ষাতেই সেটি করা উচিত নয়। এমনকি নিজের বিষয়ে বেশি কিছু প্রকাশ করবেন না তাদের কাছে।
৩। কোনও ব্যক্তির ভালো গুনই হল তার পরিচয়ের বাহক। কখনই কারোর পিছনে কোনও কথা বললে প্রকাশ্যে আসবেই। সুতরাং সেটি সম্পর্কে সচেতন থাকুন।
৪। যে ক্রমাগত মিথ্যে কথা বলে। কথায় কথায় নিজের প্রশংসা করে তাকে কখনই বিশ্বাস করবেন না।
আমার নিকট কথাগুলি অনেক ভাল লাগলো বিধায় আপনাদের সাথে ভাগ করে নিলাম
কৃতগ্গতা- বিডি-প্রতিদিন
২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৫২
নায়না নাসরিন বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ২২ শে জুন, ২০১৭ রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,
বাহ.....একটা ভালো বিষয় শেয়ার করেছেন তো !!!!!! সব মানুষই মুখোশ আটা । একটি তার নিজের জন্যে , অন্যটি বাকী মানুষদের জন্যে ।
তবে বন্ধুত্বকে টিপে টিপে যাচাই করে নিতে হয় , যেমন আমরা আম-কাঠাল টিপে টিপে দেখি পাঁকা না কাঁচা তেমনি করে ।
আম-কাঠালের দিন তো , তাই এই উদাহরণটাই দিলুম ।
২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৪
নায়না নাসরিন বলেছেন: সব মানুষই মুখোশ আটা । একটি তার নিজের জন্যে , অন্যটি বাকী মানুষদের জন্যে ।তবে বন্ধুত্বকে টিপে টিপে যাচাই করে নিতে হয় , যেমন আমরা আম-কাঠাল টিপে টিপে দেখি পাঁকা না কাঁচা তেমনি করে হা হা হা হা টিপে টিপে- হা হা হা ভাইয়া বেশ বলেছেন
৩| ২২ শে জুন, ২০১৭ রাত ৯:১৫
বিজন রয় বলেছেন: বন্ধু আর আম কাঁঠাল এক জিনিষ না। তবু জি এস ভাই ভাল বলেছেন।
শেয়ার করে ভাল করেছেন।
২৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৫৫
নায়না নাসরিন বলেছেন: তবু জি এস ভাই ভাল বলেছেন
ধন্যবাদ দাদা
৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ৮:৫৫
আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,
২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:০২
নায়না নাসরিন বলেছেন: উফফ কি দারুন হলুদ গোলাপ । ভাইয়া এই ফুল কি আপনের বাগানের ?
ঈদের লেইট শুভেচ্ছা আপনার জন্যও
৫| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৩
আমিই মিসির আলী বলেছেন: মুখোশ পড়ে এই সমাজে বিচরণ করা মানুষদের চেনা কি এতই সহজ!!!
চাণক্য সাহেবের কথাগুলো অদ্ভুত :-
আপনি কারো সাথে না মিশলে বুঝবেন কি করে সে কোন ক্যাটাগরির মানুষ? আর মিশতে গেলে সে আপনাকে কেন মেশার অনুমিত দিবে? বিশ্বাস থেকেই দিবে। কিন্তু আপনি তখন থাকবেন মুখোশ পড়ে। অর্থাৎ হিপোক্রেটদের মতো করে মিশবেন...সুবিধা হলে বিশ্বাস করবেন, সুবিধা না হলে বিশ্বাস করবেন না। যে সময়টা তার সাথে কাটাবেন সেটা কিসের ভিত্তিতে কাটাবেন?
২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:১৫
নায়না নাসরিন বলেছেন: আপনার শেষের কথাথে চিন্তায় পরে গেলাম ভাইয়া । মন্তব্যে প্রীত হয়েছি
৬| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫
খায়রুল আহসান বলেছেন: কথাগুলো মনে রাখতে পারলে ভাল হবে। তবে বন্ধুত্বের সময় এত কিছু মনে থাকেনা।
২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২০
নায়না নাসরিন বলেছেন: ভাইয়া এখন থেকে বন্ধুত্বের সময় এত কিছু মনে রাখতে হবে যে
মন্তব্যে ভালোলাগা জানবেন।
৭| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৯
আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,
না ... ঐ ফুলটি আমার বাগানের নয় , আমার মেয়ের বাগানের ।
ঈদের বিলম্বিত প্রতিশুভেচ্ছার জন্যে ধন্যবাদ ।
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
নায়না নাসরিন বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনার মেয়ের ফুল বাগান দেখে মুগ্ধ হয়েছি । আপনিও অনেক ভালো থাকবেন
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:২০
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ঈদের শুভেচ্ছা জানবেন।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
নায়না নাসরিন বলেছেন: লেইট ইদ মুবারক ভাইয়া
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৮
খায়রুল আহসান বলেছেন: আর নতুন পোস্ট দিচ্ছেন না কেন?
আপনার কুলফি মালাই পোস্টে একতা মন্তব্য রেখেছিলাম।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৬
নায়না নাসরিন বলেছেন: সময় পাইনা ভাইয়া
তারাতারি দিবো ।
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার ।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
নায়না নাসরিন বলেছেন:
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২
শামচুল হক বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬
নায়না নাসরিন বলেছেন:
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৫
প্রামানিক বলেছেন: কথাগুলো মনে রাখলে কাজেই লাগবে। ধন্যবাদ
২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৬
নায়না নাসরিন বলেছেন: জী ভাইয়া
১৩| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন: জানলাম।কাজে লাগবে
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬
নায়না নাসরিন বলেছেন:
১৪| ১৮ ই মে, ২০১৮ সকাল ১১:৫২
শায়মা বলেছেন: আপুনি!!!!!!!!!!!!
কেমন আছো!!!!!!!!!!
০৮ ই জুন, ২০১৮ রাত ৮:১৫
নায়না নাসরিন বলেছেন: ভালো আছি আপু । শহরের বাইরে থাকি বিধায় নেট কানেকশন সমস্যা
আপুনি আপনি ভালোতো ?
১৫| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২১
আহমেদ জী এস বলেছেন: নায়না নাসরিন ,
এক বছর হতো চললো , আপনার লেখা কই ? কম্পিউটারের সমস্যা গেছে ? গেলে, লিখতে সমস্যা কি ?
আগাম ঈদ শুভেচ্ছা ।
১৬| ০৯ ই মে, ২০১৯ রাত ৯:২৭
মেঘ প্রিয় বালক বলেছেন: কাজে আসবে এমন পোস্ট,চিরকুট পড়ার দাওয়াত রইলো। আশা করছি দেখা হবে চিরকুটের পাতায়।
©somewhere in net ltd.
১|
২২ শে জুন, ২০১৭ সকাল ১০:২৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।