![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই কবিতাটাতে ১৪ টি লাইন আছে,প্রতি লাইনে ১৪ টি অক্ষর ও অাছে।আমাদের লক্ষ শহীদের জন্য আমার এই চেষ্টা,,,,,,,,,,,,
বিজয়ের গান
বিজয়ের দিনে মোরা গাই তার গান,
দেশের কল্যাণে যারা দিল নিজ প্রান।
তাহারা অমর,তাহারা করুণাময়,
তাদের জন্য দেশ শান্তি সুখময়।
রক্তের দিল স্রোত,প্রান করল দান,
ইতিহাসে তাহারা থাকবে মহিয়ান।
লড়েছে তাহারা,দিয়েছে আপন প্রান,
তাদের জন্য আমরা হই গর্বিয়ান।
পচিঁশে মার্চের সেই ভয়াবহ রাত,
মেরেছিল কত লোক ভুট্টোর ফাঁদ।
পারেনি বাচঁতে তারা পৃথিবীর পরে,
মেরেছে বাংলা তাদের আঘাতে আঘাতে।
বাঙ্গালীর রক্তে কি মোটেই দাম নাই?
পৃথিবীর পরে তারা করে নিল ঠাই।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
অগ্নি কল্লোল বলেছেন: সনেটের মর্যাদা না পেলেও খুব সুন্দর একটি কবিতা হয়েছে।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার কবিতা,
ভালো লাগা রেখে গেলাম,
একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬
সরদার হারুন বলেছেন: ;আপনার কবিতাটি ১৪ মেলালেও সনেট হয়নি ।
+++