![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টি টুয়েন্টি ক্রিকেট টা আবিষ্কার হওয়াটাই ভুল হইছে। এটা আবিষ্কার না হলে কিছু কিছু খারাপ রেকর্ড এর পাশে আমাদের দেশের নামটা থাকতো না। আমি মনে করি টেস্ট ক্রিকেটে আমাদের ক্রিকেট দল যেমনটি খারাপ রেজাল্ট করেছে তার থেকে টি টুয়েন্টি তে আরো বেশিই জঘন্য করেছে। এমন খারাপ রেকর্ড আমরা চাইনি কখোনো।
.
*২০১৪ সাল থেকে টি টুয়েন্টি তে শেষ ৪ ওভারে বাংলাদেশী ব্যাটসম্যানেরা ১৩২.৩৩ স্ট্রাইক রেটে রান করেছে যেটা কিনা আইসিসির পূর্ন সদস্য দলগুলোর ভিতরে সবচেয়ে নিকৃষ্ঠ!
.
*আর ২০১৪ সাল থেকে টি টুয়েন্টি তে পাওয়ারপ্লেতে বাংলাদেশী ব্যাটসম্যানেরা ১১২ স্ট্রাইক রেটে রান করেছে যেটা কিনা পূর্ন সদস্য দলগুলোর ভিতরে ২য় সর্বনিম্ন স্ট্রাইক রেট। সবচেয়ে কম স্ট্রাইক রেট হলো পাকিস্তানের।
.
আমরা জানি যে এই টি টুয়েন্টি ক্রিকেট আসলে কোনো খেলার ভিতরেও পড়েনা। তবুও আইসিসির একটি ফরম্যাট তো, তাই এসব নিকৃষ্ঠতম রেকর্ড এর সম্মুক্ষীন হতে হয়। আমাদের পাওয়ার হিটার দের বড়ই অভাব। তাইতো বড়সড় কোনো রেকর্ড করতে পারিনা। আফসোস লাগে এই জন্যই, আফসোস লাগে ম্যাককলাম, এবিডি, গাপটিল দের রান তোলার ঝড় দেখলে। কবে যে এমনভাবেই আমরাও খেলতে পারব! ইন-শা-আল্লাহ , সে দিন আর হয়তো বেশি দুরে নাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২১
নিহত ভবিষ্যৎ বলেছেন: কবে যে হার্ড হিটার পোলারা দলে আসবে।
ধন্যবাদ তুহিন ভাই
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: এক দুটা তোহ তৈরি হচ্ছে, দেখা যাক
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৬
নিহত ভবিষ্যৎ বলেছেন: সেই অপেক্ষাই আছি
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, আপনি যথার্থ ই বলেছেন। সহমত