নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরে নানান মুখোশ, করো আরো ঢং। ভালোবাসি দেখতে তোমার মূর্খ বিনোদন।

জোৎস্নাখেকো

এই বেশ ভালো আছি

জোৎস্নাখেকো › বিস্তারিত পোস্টঃ

অভিমানি আগুন গাছটা

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০০

" আবার দেখা হলো তার সাথে,

মৃত---

লোকে বলে আত্মহত্যা;

সেই যে কাগজের ফুল বিক্রেতা,

একদিন এসে বসলো তার তলে,

বিক্রি হলো হাজারো ফুল; রঙ বেরং এর।

চকচকে মেকী রঙ আর ঘ্রাণহীন মোহে--

শহুরে মানুষের অর্বাচীন আস্ফালন।

দুঃখ পাওয়া উচিত ছিলো তার,

চারপাশের ইট, কাঠ আর কনক্রীটের ছায়া,

কাকের দলও ডাস্টবিন চিনে গেছে।

একাকী, নিঃসঙ্গ--

ধীরে ঘোরে সময়ের কাটা।

কোন এক বর্ষা শেষে

সুর্য তাকে বিদায় দিলো।

আরো একটা বৈশাখ।।

একাকী ও বিবর্ণ-------------------"

April, 2011




----আমার প্রিয় পলাশ ফুল গাছটি আজ মৃত। বহুদিন নিরালা ১নং মোড়ে যখন দাঁড়িয়ে খুব একাকী বোধ করতাম,

নিঃসঙ্গতার সঙ্গী ছিলো সে। বসন্তে জ্বালতো আগুন, সবগুলো শাখে। এই বসন্তে, এই বৈশাখে আবারো আমি

একা। ওরা বলে আত্মহত্যা। আমি জানি, এটা খুন। তোমরা, যারা নিজেদের শহুরে বলে দাবি করো,দায়টা কি

তোমাদের নয়???


প্রতীকী ছবি

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:১৬

নার্গিস জামান বলেছেন: সুন্দর।:)

২| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

নুরহোসেন নুর বলেছেন: নির্মল আকুতি,
আরেকবার ফিরে আসুক চিরচেনা কৃষ্ণচুড়া।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

বিজন রয় বলেছেন: নয় বছর আগে এই নিক ওপেন করেছিলেন, কিন্ত কখনো এই নিক থেকে ব্লগিং করেননি!!!!

পোস্ট মাত্র ১টা, যেটাতে এই মন্তব্য করছি। আপনার ব্লগটি দেখা হয়েছে ২২ বার।

পারেন বটে!!

নিয়মিত ব্লগিং করুন।
ভাল থাকুন, শুভব্লগিং।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো। আরো লিখুন , আমাদের পড়ার সুযোগ দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.